Mohammad Azizur Rahman

Mohammad Azizur Rahman জীবনে ঝুঁকি নাও
'জিতলে তুমি নেতৃত্ব দিবে'
"আর হারলে অন্যকে পথ দেখিয়ে দিবে

01/02/2025

ডিজিটাল ব্লগার

অনলাইনে হারানো ফোন উদ্ধারের নামে চলছে প্রতারণা!ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফোন উদ্ধারের নামে ডিজিটাল মাধ্যকে  চাঁদাবাজি   চালা...
30/01/2025

অনলাইনে হারানো ফোন উদ্ধারের নামে চলছে প্রতারণা!

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফোন উদ্ধারের নামে ডিজিটাল মাধ্যকে চাঁদাবাজি চালাচ্ছিলো একটি প্রতারক চক্র।

পরবর্তীতে একজন ভুক্তভোগীর ফোন হারিয়ে গেলে উনি ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে এবং ফোনের সকল তথ্য শেয়ার করে।প্রথমে তারা কত টাকা লাগবে তা না বলে ফোন উদ্ধার করার পর ৬ হাজার টাকা দাবি করে। যা উক্ত ব্যক্তির পক্ষে দেয়া সম্ভব না।

একপর্যায়ে ভুক্তভোগীর সাথে বাজে ব্যবহার শুরু করে এবং তাকে কোনো ভাবে ফোন দিবেনা ও নানান তালবাহানা থেকে শুরু করে টাকা আদায়ের জন্য বিভিন্ন ভয়ভীতিও দেখায়।

পরবর্তীতে ভুক্তভোগী আমার সাথে যোগাযোগ করলে।সকল তথ্য - প্রমাণের ভিত্তিতে প্রশাসনের সহায়তায় উক্ত ভুক্তভোগীর ফোনটি উদ্ধার করে তাঁকে বুঝিয়ে দেই।

Mohammad Azizur Rahman

28/01/2025

😂😂😂

Copyright Vedio


আ'ত্ম'হ'ত্যার চেষ্টা করাটাই একটা ফৌজদারি অপরাধ।“আ'ত্ম'হ'ত্যার চেষ্টা করে ব্যর্থ হলে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ...
24/01/2025

আ'ত্ম'হ'ত্যার চেষ্টা করাটাই একটা ফৌজদারি অপরাধ।

“আ'ত্ম'হ'ত্যার চেষ্টা করে ব্যর্থ হলে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত জেল হতে পারে তার

আইন অনুসারে আ'ত্ম'হ'ত্যার করা একটি অপরাধ।
দণ্ডবিধির ৩০৯ ধারায় রয়েছে- ‘যে ব্যক্তি আ'ত্ম'হ'ত্যার করার চেষ্টা করে তার বিনাশ্রম কারাদণ্ড হবে। যার মেয়াদ এক বছর পর্যন্ত বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

07/01/2025

রাগ করে একদিন এই বাসে উঠে যাবো।

উঠার সাহস আছে কারো?

19/12/2024

বলি কি গা'ঞ্জা কম করে খাবে......

29/11/2024

"তুমি কালো হলেও দেখতে খারাপ না " এই ধরণের কথা বলা মানুষ থেকে দূরে থাকুন। তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আপনার গায়ের রং কি।

28/11/2024

পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে
মসজিদে আজান চলুক,ঘন্টা বাজুক মন্দিরে!🦋💗

27/11/2024

😜😜😜

উনি আইনজীবী উনি আপনাদের ধর্ম কর্মকে সম্মান করতো... আর উনাকেই আপনারা হ'ত্যা করলেন!!!!
26/11/2024

উনি আইনজীবী উনি আপনাদের ধর্ম কর্মকে সম্মান করতো...
আর উনাকেই আপনারা হ'ত্যা করলেন!!!!

ডিজিটাল প্রতারক যাদের টার্গেট নারীদের বিপদে ফেলে কুপ্রস্তাব..সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করে মানুষ এখন অনেক কিছুই করছে।কেউ...
21/11/2024

ডিজিটাল প্রতারক যাদের টার্গেট নারীদের বিপদে ফেলে কুপ্রস্তাব..

সোশ্যাল প্লাটফর্ম ব্যবহার করে মানুষ এখন অনেক কিছুই করছে।কেউ ভিডিও বানাচ্ছে তো কেউ বিজনেস করছে। এইসবকে টার্গেট করে একদল প্রতারক চক্র গড়ে উঠেছে। যাদের কাজ মেয়েদের টার্গেট করে নগদ অর্থ দাবী করা বা প্রতারকের সঙ্গে ভার্চুয়ালি সম্পর্ক স্থাপন করা। প্রতারকদের সাথে ভার্চুয়াল বা রিয়েল লাইফে একান্ত সময় দেয়া নয়তো তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট এক্সেস নিবে বা বন্ধ করে দিবে।

বর্তমানে সাইবার স্পেসে সাইবার নিরাপত্তার কাজ কিছুটা অস্বাভাবিক হওয়ার ফলে এইধরনের প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে।

নিজ নিজ অবস্থান থেকে সাধারণ ব্যবহারকারী যতদিন সচেতন না হবে ততদিন পর্যন্ত এইধরনের প্রতারক চক্র সক্রিয় থাকবে।তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আপনার নিরাপত্তায় সর্বদাই বাংলাদেশ পুলিশ সাথে আছেন।

আপনি এইধরনের সমস্যার সম্মুখীন হলে সরাসরি আপনার সমস্যার কথা আপনার আশেপাশের থানায় জানান এবং আইনগত ব্যবস্থা নিন।

07/11/2024

বাপের হোটেলে বসে পোস্ট না করে একবার হোটেল থেকে বের হয়ে বাস্তবে এসে দেখো কখন সকাল হয় কখন রাত হয় টেরও পাবা না💔😢

Trust, once broken, will never be the same again....
04/11/2024

Trust, once broken, will never be the same again....

03/11/2024

যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক আছে।
যখন থেকে ভুল কে ভুল, সঠিক কে সঠিক বলা শুরু করবেন,
ঠিক তখন'ই সম্পর্ক শেষ।

03/11/2024

নিজের মটরসাইকেল নিজে ফেলে দিয়ে কিভাবে পুলিশকে দোষী বানাতে চায় ভিডিওটা দেখুন।আবার ভাব ধরে বেহুশ হয়ে পড়া অভিনয়'টা খুব দারুন হয়েছে ।

অনলাইনে সাইবার হেল্প চাইতে গিয়ে যৌন হয়রানির শিকার হওয়া খুবই হতাশাজনক এবং এই ঘটনা প্রমাণ করে যে সাইবার স্পেসে নিরাপত্ত...
03/11/2024

অনলাইনে সাইবার হেল্প চাইতে গিয়ে যৌন হয়রানির শিকার হওয়া খুবই হতাশাজনক এবং এই ঘটনা প্রমাণ করে যে সাইবার স্পেসে নিরাপত্তা এবং সচেতনতার প্রয়োজন কতটা জরুরি। অনেকেই সাইবার হেল্প বা পরামর্শ পেতে বিভিন্ন ফোরাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপে যোগাযোগ করেন, কিন্তু কিছু অসাধু ব্যক্তি বা প্রতারক এই সুযোগের অপব্যবহার করে হয়রানি করার চেষ্টা করে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া যেতে পারে:
1. বিশ্বাসযোগ্য এবং অথেনটিক সোর্স থেকে হেল্প চাওয়া: অনলাইনে হেল্প চাওয়ার সময় কোনো সরকারি সংস্থা, বিশ্বস্ত সাইবার হেল্প সেন্টার বা স্বীকৃত প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত।
2. ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা: কখনোই অপরিচিত ব্যক্তিকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, ঠিকানা বা অন্য কোনো সংবেদনশীল তথ্য দেবেন না। এই ধরনের তথ্য প্রতারকদের হাতে পড়লে তারা সেটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
3. অপরিচিত প্রোফাইল থেকে সতর্ক থাকুন: অনলাইনে অনেক ভুয়া প্রোফাইল থাকে যেগুলো মূলত হয়রানি বা প্রতারণার জন্য তৈরি। যদি কেউ অস্বাভাবিক বার্তা পাঠায় বা অস্বস্তিকর আচরণ করে, তবে তাকে ব্লক ও রিপোর্ট করুন।
4. নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখুন: কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা কমেন্টে এমন কিছু শেয়ার করবেন না যা আপনার সুরক্ষা ও গোপনীয়তা ক্ষুণ্ণ করতে পারে।
5. সাইবার হেল্প লাইন এবং লিগ্যাল অ্যাকশন: অনলাইনে হয়রানির শিকার হলে সাইবার ক্রাইম সেল বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিটে রিপোর্ট করুন। দেশে এ ধরনের হয়রানি মোকাবিলার জন্য হেল্পলাইন আছে, যেখানে সরাসরি সাহায্য পাওয়া সম্ভব।

সাইবার হয়রানির শিকার হলে চুপ না থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া গুরুত্বপূর্ণ, যাতে এ ধরনের অপরাধীরা ধরা পড়ে এবং সাইবার স্পেস আরও নিরাপদ হয়।

03/11/2024

' নিজের টাকায় মদ খাচ্ছি '😜

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Azizur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share