05/02/2023
আমার কোন বিরহ নেই
______নীল ( Neel Hasan)
হুম,
হয়তো আমার চোখে শতাব্দীর কালি জমে গেছে,
কিন্তু আমার কোন বিরহ নেই।।
হয়তো প্রতিটি রাত আমার সামনেই ভোর হয়ে যায়
কিন্তু আমার সত্যি কোন বিরহ নেই।।
হুম, আমার ছোট ছোট স্বপ্নগুলো হয়তো পূরন হয়না,
কিন্তু বিশ্বাস করো, আমার কোন বিরহ নেই।।
হয়তো আমার অপেক্ষারা শেষ হতে চায়না,
জানো তো, তবুও আমার কোন বিরহ নেই।।
আমার গানের কোন শ্রোতা নেই, কোন হাত-তালি নেই,
কি আশ্চর্য, তবুও আমার বিরহ নেই।।
কোন সুর নেই, ছন্দ নেই, আশে পাশে শব্দ নেই,
অবাক করা জোছনা নেই, কোন আলো নেই,
সাথে আমার বিরহটাও নেই!!
আমার চলার পথে জ্যাম নেই,
সবুজ-হলুদ কিংবা লাল কোন সিগন্যাল নেই,
কোন হর্ন নেই, শব্দ দূষণ নেই,
আর আমার বিরহ - সেও নেই!!
সমদ্রের গর্জন নেই, ঝড়ো হাওয়া নেই,
কোন তীর নেই- বুক ভাংগা ঢেউ নেই,
তবুও আমার কোন বিরহ নেই!!
সেই চটপটে আমি নেই, সেই আমার হাসি নেই,
আড্ডায় ডুবে আবার ভেসে উঠা আমি নেই,
তবুও কেমন যেন কোন বিরহ নেই।।
আমার হাতে তোমার হাত নেই
আমার চোখে তোমার চোখ নেই,
এদিকে তুমি নেই, ওদিকে তুমি নেই
আমার ধারে কাছে কোথাও তুমি নেই!!
আমারই তুমি নেই, কারন তুমি অন্য কারো,
কি ভাবছো- তবুও আমার বিরহ নেই?
______ আমার আসলে কিচ্ছু নেই 😊