Neelzzz Creation

Neelzzz Creation Stay with me for exciting and entertaining videos. Spread your love and inspire me

05/02/2023

আমার কোন বিরহ নেই
______নীল ( Neel Hasan)

হুম,
হয়তো আমার চোখে শতাব্দীর কালি জমে গেছে,
কিন্তু আমার কোন বিরহ নেই।।

হয়তো প্রতিটি রাত আমার সামনেই ভোর হয়ে যায়
কিন্তু আমার সত্যি কোন বিরহ নেই।।

হুম, আমার ছোট ছোট স্বপ্নগুলো হয়তো পূরন হয়না,
কিন্তু বিশ্বাস করো, আমার কোন বিরহ নেই।।

হয়তো আমার অপেক্ষারা শেষ হতে চায়না,
জানো তো, তবুও আমার কোন বিরহ নেই।।

আমার গানের কোন শ্রোতা নেই, কোন হাত-তালি নেই,
কি আশ্চর্য, তবুও আমার বিরহ নেই।।

কোন সুর নেই, ছন্দ নেই, আশে পাশে শব্দ নেই,
অবাক করা জোছনা নেই, কোন আলো নেই,
সাথে আমার বিরহটাও নেই!!

আমার চলার পথে জ্যাম নেই,
সবুজ-হলুদ কিংবা লাল কোন সিগন্যাল নেই,
কোন হর্ন নেই, শব্দ দূষণ নেই,
আর আমার বিরহ - সেও নেই!!

সমদ্রের গর্জন নেই, ঝড়ো হাওয়া নেই,
কোন তীর নেই- বুক ভাংগা ঢেউ নেই,
তবুও আমার কোন বিরহ নেই!!

সেই চটপটে আমি নেই, সেই আমার হাসি নেই,
আড্ডায় ডুবে আবার ভেসে উঠা আমি নেই,
তবুও কেমন যেন কোন বিরহ নেই।।

আমার হাতে তোমার হাত নেই
আমার চোখে তোমার চোখ নেই,
এদিকে তুমি নেই, ওদিকে তুমি নেই
আমার ধারে কাছে কোথাও তুমি নেই!!
আমারই তুমি নেই, কারন তুমি অন্য কারো,
কি ভাবছো- তবুও আমার বিরহ নেই?
______ আমার আসলে কিচ্ছু নেই 😊

25/01/2023

মিথ্যে মায়া
____নীল

এইতো সেদিন তোমার সাথে দেখা
পথের মাঝে একাকী আনমনে,
দূরের পানে তোমার নিকষ আঁখি
যেন ঘুম লুকানো রাত্রি জাগা পাখি!

একটু থেমে পাশ কাটিয়ে যাবো
এমন সময় ডাকলে তুমি ধীরে,
কাপা স্বরে বললে ডেকে কাছে
'হারিয়েছি পথ হাজার পথের ভীড়ে!'

চোখদুটো তার ফুলে আছে ভীষণ
চারপাশে খুব যত্নে জমা কাজল,
চুলগুলো খুব জীর্ন-শীর্ণ হয়ে
মায়াবতীর যেন আরেক আদল!

ভাবছি আমি বলে ফেলি কিছু -
নাম কি তোমার,কোথায় তুমি যাবে?
ফেলফেলিয়ে বলে,'কোথায় যাবো,
আমার কথা কেউ কি এখন ভাবে? '

'বরং আমি আকাশের কাছে যাবো,
পাখি হয়ে উড়বো তার বুকে,
অথবা এক নদীর কাছে যাবো
নৌকা হয়ে ভাসবো ভীষণ সুখে।' ⛵

আমি ভীষণ অবাক চোখে তোমায়
দেখছি, নাকি পড়ছি বইয়ের পাতা?
ভেবে আমি উদাস-জড়সড়ো
মাথার মধ্যে চলছে ভীষন যা-তা!

সাহস করে হাত বাড়ালাম ভেবে-
তোমায় নিয়ে আকাশপানে যাবো
দুটো পাখি উড়বো ভীষণ করে,
শেষ বিকেলে নদীর বুকেও যাবো
ভাসবো সুখে ফিরবো আবার তীরে!

ঘোর কাটতেই অমাবস্যার আঁধার
ঠিক যেন বুঝছি না আমি কিছু,
অদৃশ্য সব, কোথাও কিছু নেই
ছুটছি আমি কোন সে মায়ার পিছু?

___ Neel Hasan

23/01/2023

সত্যিকারের সম্পর্কগুলো নাকি ডাল-ভাতের মত!

বাইরে থেকে ঠিক সুবাস ছড়ায় না কিন্তু ভিতরটা সুস্থ রাখে!

05/01/2023

অভ্যাস খুব ভয়ংকর জিনিস!

কোনকিছুতেই অভ্যস্ত হতে নেই!

____ Neel

31/12/2022

Happy New Year Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

28/12/2022

সবাই চলে যাবে ♪♪♪
শিল্পী- Imran Mahmudul ❤️‍🔥
কন্ঠ- Neel Hasan

Share & take my Love ❤️❤️‍🔥🥰

23/12/2022

♪♪ Valobese Mori
Singer - Bappa Sir

Voice - Neel Hasan

Take love for supporting ❤️🥰

06/11/2022

♪♪ Katakuti Khela
Singer - Anupam Roy
Voice - Neel Hasan

03/11/2022

♪♪ Main Jis Din Bhula Doon💔
Singer - Jubin Nautial
Voice- Neel Hasan

What a beautiful song is this! ❤️‍🩹❣️💔

01/11/2022

♪♪ Kinna Sona ❤️‍🩹
Voice - Neel Hasan

Most favourite song 🥰

01/11/2022

♪♪ Khamoosiyan 💔💔
Arijit Singh
Voice - Neel Hasan

18/05/2022

জিনে দো জিনে দো, বুঝছো? 😏😏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neelzzz Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neelzzz Creation:

Videos

Share