বন্ধুত্বের ভালোবাসা

বন্ধুত্বের ভালোবাসা এ পৃথিবীতে হাজারও মানুষের ভিড়ে.*🙂

নিজে কে অনেক একা একা লাগে.!😔

🙍‍♂- 😥
(6)

সবাইকে নিয়ে গর্ব করতে নেই। কারণ দিন শেষে সময়ের ব্যবধানে সব-চেয়ে কাছের মানুষ গুলোও হারিয়ে যায়!😅💔তাই কাউকে নিয়ে গর্ব করতে ...
06/01/2025

সবাইকে নিয়ে গর্ব করতে নেই। কারণ দিন শেষে সময়ের ব্যবধানে সব-চেয়ে কাছের মানুষ গুলোও হারিয়ে যায়!😅💔
তাই কাউকে নিয়ে গর্ব করতে নেই😔

— আমি তার প্রথম নাহ,দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম। যে সে তার প্রথম প্রেমিক-কে  অসম্ভব ভালোবাস ছিলো তাকে পাও...
09/04/2024

— আমি তার প্রথম নাহ,দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম। যে সে তার প্রথম প্রেমিক-কে অসম্ভব ভালোবাস ছিলো তাকে পাওয়ার জন্য কত-টা যে পাগলামো করে ছিলো কিন্তু তবুও সে তাকে ভালোবাসেনি.! সেদিন আমি শুনে বলেছিলাম যে এতো-টা ভালোবাসার পরেও মানুষ কিভাবে ছেড়ে চলে যায়, তার প্রাক্তনের প্রতি এতো ভালোবাসা দেখে আমি সেদিন তার প্রেমে পড়ে গেছিলাম " আর ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতোটা ভালোবাসতে পারে, তাহলে, তাকে যে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে" এটা ভেবেই তকে আমি অনেক ভালোবাসে ফেলেছি।
কিন্তু আমি ভুলে গেছিলাম যে আসলে মানুষ কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে না তার মূল্য দিতে জানে না আমিই তার জলজ্যান্ত প্রমাণ "💔😥

Expression of mind

25/03/2024

কি আজব দুনিয়ার মানুষ,যে আমার শত্রু হবে সেই হয় আমার বন্ধু❤️
আর যে কিনা সব-সময় আমার বন্ধু হয়ে পাশে থাকবে💔
সেই কি-নাহ হয় আমার শত্রু হয়ে সামনে ধারায়🫂😥
এজন্য জ্ঞানী লোকেরা বলে,যে জীবনে সবাই কে আপন ভাবতে নেই!🙂

12/03/2024

আপাতত হেরে গেছি দুনিয়ায় মানুষের মিথ্যা কথা মায়ার কাছে আমি💔
জীবনে তো বেশি কিছু চাই নাই আমি😥
তার পর আমার ভাগ্য এ-তো-টা খারাপ কেনো আল্লাহ😔

02/03/2024

🙂.Story of My Life.🥲

আমি আমার মনের কথা গুলো কাউকে কখনো গুছিয়ে বলতে পারি নাই😥
কারন অল্পতে-ই মাথা গরম করে ফেলি🤬
মানুষকে-ও অল্পতেই আমি বিশ্বাস করে, আপন করে ভেবে নেই🫂❤️
মাঝে মধ্যে হঠাৎ করে নিজের কোনো কিছু-ই ভালো লাগে না😢
এমন-কি আমার এই বিরক্ত কর লাইফ টাকেও আর ভালো লাগে নাহ.!💔😢
জীবন জানি কেমন হয়ে গেছে, যা চাই তা-ই জীবন থেকে হারিয়ে যায়😥

19/02/2024

আমরা বলি না যা হয়ে গেছে😔
যে ভেঙে পরো না আবার সব কিছু হবে আরে ভাই এটা বাস্তব জীবন কোনো সিনেমার গল্পের না💔
যে প্রথমে সব কিছু হারিয়ে গেলে আবার গল্পের শেষে সব কিছু ফিরে পাবো।
বাস্তব জীবন টা খুব ভয়ংকর!🙂

...🖤🫴🏻❤️..আজ আছি কাল তোনাও থাকতে পারি💔সেজন্য জীবনে যা হচ্ছে হোক কোনো ব্যাপার😥💔
15/02/2024

...🖤🫴🏻❤️..আজ আছি কাল তো
নাও থাকতে পারি💔
সেজন্য জীবনে যা হচ্ছে হোক কোনো ব্যাপার😥💔

এখন জীবন শেষ হতে বাকি আছে.💔😥
06/02/2024

এখন জীবন শেষ হতে বাকি আছে.💔😥

30/01/2024

আমার কাছে বন্ধুত্ব/ভালোবাসা বলেন সব সম্পর্ক গুলো খুব-ই দামি আর দামি দামি মানুষ গুলোই সম্পর্কে ভেঙে দেওয়ার নামই অনেক আপন কাছের মানুষ গুলো-ই হয়.💔🫂

10/01/2024

আজ প্রায়-ই এক বছর হয়ে গেছে.🫂💔😥

03/01/2024

রবীন্দ্রনাথ একটা কথা বলছিলো🙂
যে আমি যা চাই-তাহাই হারাই.💔😥

এটাই আমার জীবন.!😓

31/12/2023

২০২৩ সাল টা শেষ হতে আর কিছু সময় বাকি আছে😟
জীবনের আমার একটি স্মরণীয় বছর হয়ে থাকবে কারন এ বছরে আমার অনেক কাছের আপন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন মানুষ কে হারিয়েছি.😥
যেটা আমি কখনোই তাদের-কে হারাতে চাইতাম না কিন্তু দুজনে কিছু ভুল বুঝির কারনে সব হারিয়ে গেছে।
মানুষের জীবনে এমন কিছু সময় আসে
যেটা জন্য সে কখনো প্রস্তুত থাকে না.!!
তখন নিজেকে অনেক অসহায় মনে হয়
২০২৪ সালে যেনো আমার জীবনে ২০২৩ সালের যতো দুঃখ কষ্ট আছে.!💔
সব কিছু যেনো মুছে যায় আর যে-সব মানুষদের কে হারিয়েছি ২০২৪ সালে তাদের কে যেনো আবার ফিরে পাই.💕🌸
পূরনো বছরে দিনে যে যাই কিছু করছেন না কেনো নতুন বছরে সবার সব কিছু ভুলে গিয়ে
নতুন বছরে নতুন করে আবার সবাই এক হয়ে নতুন বছরের আনন্দ টা সবাই উপভোগ করুন.🥰🌸
তাহলে আবার সবার সাথে সব কিছুর মিল মহাব্বাত হয়ে যাবে.💕🌸

Happy New Years....2024..💕🌸🥰

31/12/2023

বছর তো এটাও শেষ আর অনেক মানুষের নাটক,সিনেমা ও তো এ বছরে দেখা শেষ হইতাছে.🙄
নতুন বছর আসলে আবার না হয় নতুন করে নাটক গুলো শুরু কইরো.?🥲
সেটা দেখার জন্য আবার নতুন বছরে অপেক্ষা রইলাম আমি.!😅

24/12/2023

আমি কেন ওর সাথে কথা বলবো, ও তো আমার সাথে কথা বলে না,
আমি কেন বলবো.!💔
এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে থেকে অনেক আত্মীয়- সজন, আরো অনেক সম্পর্ক.🥲

17/12/2023

পৃথিবীতে মানুষ পাওয়া না পাওয়া জীবনে থাকবেই!! 😇

সুখ-দুঃখ সব কিছু মিলিয়েই জীবন সুন্দর 💔😥

11/12/2023

এই দুনিয়া এমন একটি জায়গা,যেখানে এক ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না।
যেখানে নিজের পায়ের তলার মাটি নিজেকেই ঠিক করতে হয়।
নিজের স্বপ্ন নিজেকে-ই পূরণ করতে হয় আর মনে রাখবেন স্বপ্ন-পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটা-ই আমাদের যেনো স্বপ্ন হয়।
তাহলেই জীবনপর সফলতা খুঁজে পাওয়া যাবে.😥💔

সমস্যা নাই জীবনের আজকের দিন তারিখ-সময় সবই মনে থাকবে😢💔
07/12/2023

সমস্যা নাই জীবনের আজকের দিন তারিখ-সময় সবই মনে থাকবে😢💔

03/12/2023

কথায় আছে- না যে যার জন্য এতো কানধি তার চোখে নাই পানি.😔
আমি তার জন্য এ-তো কিছু করার চেষ্টা করি.!🤔
আর সে তার ভাব নিয়েই বাঁচে নাহ.🤨
সমস্যা নাই এখন নিজের জন্য নিজে একা এগিয়ে যাবো.🙂
আল্লাহ যে-দিন সফলতা দেখা দিবে..!!
তখন ও-ই তাদের কিছু বলবো।
যে সময় খারাপ দেখে সবাই ছেড়ে-চলে গেছো.😢💔
তখন তারা নিজেরা-ই বুঝবে যে-সময় আর দিন সব-সময় খারাপ থাকে নাহ🌸

Address

Barishal
Fulbaria
BAUPHAL

Telephone

+8801782541446

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুত্বের ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্ধুত্বের ভালোবাসা:

Share

Category