হালাল মিডিয়া Halal media

হালাল মিডিয়া Halal media আপনার বৈধ পণ্যের প্রচার প্রসারে সর্বাপেক্ষা আমরা আপনার পাশে রয়েছি

15/11/2023

প্রচারেই প্রসার

11/10/2023
সচ্ছলতা লাভের জন্য চেষ্টা করতে হবে
11/10/2023

সচ্ছলতা লাভের জন্য চেষ্টা করতে হবে

11/10/2023

আসসালামু আলাইকুম

10/11/2022
❄️শীতের আগে ☕গরম অফার 🌋🔥 অফার মূল্য মাত্র (❌৪৯০) ✔️৩৮০ টাকা ।শীত হাতছানি দিচ্ছে, শীতের শুরুতেই আপনার আদরের টুকরা সোনামনি...
29/10/2022

❄️শীতের আগে ☕গরম অফার 🌋🔥
অফার মূল্য মাত্র (❌৪৯০) ✔️৩৮০ টাকা ।

শীত হাতছানি দিচ্ছে, শীতের শুরুতেই আপনার আদরের টুকরা সোনামনির জন্য সংগ্রহ করুন বেবী ব্লানকেট ।

বেবী ব্লানকেট আপনার সোনামণিকে ঠান্ডা থেকে ১০০% সুরক্ষা নিশ্চিত করবে।

আপনার নবজাতক সোনামণির জন্য আমরা নিয়ে আসলাম বেবি ব্লাংকেট যা মাস বয়স পর্যন্ত পড়তে পারবে। যা আপনার কলিজার টুকরা সন্তানকে শীতের সুরক্ষা দিবে।
🛑সাধারণত বাচ্চাদের গায়ে কম্বল এবং কাথা দিয়ে রাখলে, হাত পা ছড়াছড়ি করলে গা থেকে সরে যায়। 🔵কিন্তু এই ব্লাংকেট টা ব্যবহার করলে সরে যাবার কোনো টেনশন নাই।
🛒 তাই আপনার নবজাতকের সুরক্ষার জন্য আজই নিয়ে নিন ।

🎁অর্ডার করার জন্য আপনার নাম, এড্রেস (থানা-জেলা), মোবাইল নাম্বার ইনবক্সে দিন।
অথবা ফোন করুন 01728017870 এই নাম্বারে।
🛒সারাদেশে হোম ডেলিভারি করা হয়

পাইকারির জন্য সরাসরি কল করুন।

25/10/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো পাজেরো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

23/10/2022
👉মদীনায় মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ ও রওজা মোবারকের সাথে অবস্থিত উল্লেখ যোগ্য খুটি সমূহের চিত্র 👇👉রওজায়ে জান্নাত বা রি...
19/10/2022

👉মদীনায় মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ ও রওজা মোবারকের সাথে অবস্থিত উল্লেখ যোগ্য খুটি সমূহের চিত্র 👇

👉রওজায়ে জান্নাত বা রিয়াজুল জান্নাহ: হুজরায়ে মোবারক ও মিম্বার শরিফের পাশের জায়গাটি ‘রওজায়ে জান্নাত’ বা ‘রিয়াজুল জান্নাহ’ বা ‘বেহেশতের বাগান’ নামে পরিচিত। এ স্থানটির বিশেষ ফজিলত রয়েছে। এখানে নামাজ পড়ারও বিশেষ ফজিলত আছে। পুরো মসজিদের কার্পেটের রং লাল। তবে রিয়াজুল জান্নাহর অংশের কার্পেটের রং সাদা।
মসজিদে নববীর ভেতরে কয়েকটি স্তম্ভ রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়। রাসুলুল্লাহ (সা.)-এর তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আবদুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা । প্রথম কাতারে ৪টি স্তম্ভের লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে।

👉 উস্ত্তওয়ানা হান্নানা (সুবাস স্তম্ভ): মিম্বারে নববীর ডান পাশে খেজুরগাছের গুঁড়ির স্থানে নির্মিত স্তম্ভের নাম উস্ত্তওয়ানা হান্নানা বা সুবাস স্তম্ভ। নবী করিম (সা.) মিম্বার স্থানান্তরের সময় এ গুঁড়িটি উঁচু স্বরে কেঁদে উঠেছিল।

👉 উস্ত্তওয়ানা সারির: এখানে রাসুলুল্লাহ (সা.) ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তাঁর বিছানা এখানে স্থাপন করা হতো। স্তম্ভটি হুজরা শরিফের পশ্চিম পাশে জালি মোবারকের সঙ্গে রয়েছে।

✅ উস্ত্তওয়ানা উফুদ: বাইরে থেকে আগত প্রতিনিধিদল এখানে বসে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ইসলাম গ্রহণ করতেন এবং এখানে বসেই কথা বলতেন। এ স্তম্ভটিও জালি মোবারকের সঙ্গে রয়েছে।

➡️ উস্ত্তওয়ানা আয়েশা (আয়েশা স্তম্ভ): 👁️‍🗨️ নবী করিম (সা.) বলেছেন, ‘আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানত, তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত।’ স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কিরাম চেষ্টা করতেন। রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হজরত আয়েশা (রা.) তাঁর ভাগ্নে হজরত আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.)-কে সে জায়গাটি চিনিয়ে দেন। এটিই সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্ত্তওয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর।

📌 উস্ত্তওয়ানা আবু লুবাবা (তওবা স্তম্ভ): একটি ভুল করার পর হজরত আবু লুবাবা (রা.) নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক (সা.) নিজে না খুলে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাঁধা থাকব।’ নবী করিম (সা.) বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত খুলব না।’ এভাবে দীর্ঘ ৫০ দিন পর হজরত আবু লুবাবা (রা.)-এর তওবা কবুল হয়। অতঃপর রাসুলুল্লাহ (সা.) নিজ হাতে তাঁর বাঁধন খুলে দিলেন। এটি উস্ত্তওয়ানা উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর অবস্থিত।

💎 উস্ত্তওয়ানা জিবরাইল: ফেরেশতা হজরত জিবরাইল (আ.) যখনই হজরত দেহইয়া কাল্বী (রা.)-এর আকৃতি ধারণ করে ওহি নিয়ে আসতেন, তখন অধিকাংশ সময় তাঁকে এখানেই উপবিষ্ট দেখা যেত।

👁️‍🗨️ মিহরাবে নববী: মাকরুহ ওয়াক্ত না হলে কাউকে কষ্ট না দিয়ে এখানে নফল নামাজ পড়ুন। মিহরাবের ডানে রাসুলুল্লাহ (সা.)-এর দাঁড়ানোর জায়গা।

☑️আলহামদুলিল্লাহ আমাদের প্রতিমাসেই ৪-৬ টি উমরাহ গ্রুপে সম্মানিত হাজী সাহেবরা উমরাহ আদায় করছেন।
🔘 আপনি উমরাহ পালনে আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আপনার আসন টি কমপক্ষে ১ মাস পূর্বেই নিশ্চিত করুন, ঝামেলা মুক্ত সফর করুন।

📌 হজ্জ ও উমরাহ্, এয়ার টিকেট সহ যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
☎️উমরাহ করতে কিংবা উমরাহ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি কল করতে পারেন
ইমু, হোয়াটসএপ 📲
🇸🇦🇧🇩

লাল টুকটুকে  🔺🔻♦️নাম্বার ওয়ান  ভিআইপি কোয়ালিটিমরিয়ম খেজুর/ মাবরুম খেজুর। 💖💖💖লাল টুকটুকে বাছাই করা ফ্রেশ ঝরঝরে পোকা মু...
19/10/2022

লাল টুকটুকে 🔺🔻♦️

নাম্বার ওয়ান ভিআইপি কোয়ালিটি
মরিয়ম খেজুর/ মাবরুম খেজুর। 💖💖💖

লাল টুকটুকে বাছাই করা ফ্রেশ ঝরঝরে পোকা মুক্ত।
মাংস বেশি খেতে আঠালো আঠালো।

মাবরুম প্রেমিদের জন্য আদর্শ একটা খেজুর।
বিশেষ করে বাচ্চাদের প্রিয় খেজুর।
মেয়াদ 2024

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । সম্মানিত বাইতুল্লাহর মেহমানবৃন্দ। আপনাদের জন্য রয়েছে মুসাফির হজ্ব ...
19/10/2022

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । সম্মানিত বাইতুল্লাহর মেহমানবৃন্দ। আপনাদের জন্য রয়েছে মুসাফির হজ্ব কাফেলার পক্ষ থেকে সুখবর।
আগামী ২৮ নভেম্বর ২০২২অথবা একই ডিসেম্বর 2022 পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য মুসাফির হজ্ব কাফেলায় আর্কষণীয় মূল্যে বুকিং কার্যক্রম চলছে। আপনি যদি ওমরা পালনে ইচ্ছুক হন তবে আপনাকে মুসাফির হজ্ব কাফেলায় স্বাগতম।
তাই আর দেরি না করে আজই আপনার পাসর্পোট, ছবি ও করোনার টিকা র্সাটিফিকেট জমা দিয়ে আপনার বুকিং কনর্ফাম করুন।
বি.দ্র. অবশ্যই ৩০ই; অক্টোবরের মধ্যে বুকিং কনর্ফাম করতে হবে।
প্রতিবারের ন্যায় এবারেও আমাদের ০৩(তিন) টি প্যাকেজ রয়েছে।আপনি আপনার পছন্দনীয় প্যাকেজটি বেছে নিয়ে আপনার বুকিং কনর্ফাম করুন,আমি আলি নুর ইসলাম ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো।
নভেম্বর ২০২২ এ আমাদের প্যাকেজ সমূহ:
🕋 প্যাকেজ-এ🕋
 ওমরা ভিসা
 বিমান অথবা সৌদি এয়ারলাইনস
 ১৪ দিনের প্যাকেজ
 মক্কায় ৮ দিন মদিনায় ৬ দিন
#৩৫০ থেকে ২৫০ মিটার দুরত্বের থ্রি-স্টার মানের হোটেল
 প্রতি রুমে তিন/চার জন থাকার সুব্যবস্থা
 তিনবেলা খাবার
 প্যাকেজ মূল্য ১৬০,০০০৳
 মক্কায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: আরাফা,মিনা, মুযদালিফা,জাবালে নুর, জাবালে রহমত,জাবালে সাওর ইত্যাদি ।এছাড়াও উম্মুল কুরা ইউনির্ভাসিটি ভ্রমনের সুযোগ।
 মদিনায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: মসজিদে কিবলাতাইন, মসজিদে কু‘বা, ওহুদ যুদ্ধের ময়দান, জাবালে ওহুদ ইত্যাদি।

🕋 প্যাকেজ-বি🕋
 ওমরা ভিসা
 বিমান- কাতার এয়ারওয়েজ
 ১৪ দিনের প্যাকেজ
 মক্কায় ৮ দিন মদিনায় ৬ দিন
 ০০ থেকে ৫০০/৬০০ মিটার দুরত্বের থ্রি-স্টার মানের হোটেল
 প্রতি রুমে তিন/চার জন থাকার সুব্যবস্থা
 তিনবেলা খাবার
 প্যাকেজ মূল্য ১৫৫,০০০৳
 মক্কায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: আরাফা,মিনা, মুযদালিফা,জাবালে নুর, জাবালে রহমত,জাবালে সাওর ইত্যাদি ।এছাড়াও উম্মুল কুরা ইউনির্ভাসিটি ভ্রমনের সুযোগ।
 মদিনায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: মসজিদে কিবলাতাইন, মসজিদে কু‘বা, ওহুদ যুদ্ধের ময়দান, জাবালে ওহুদ ইত্যাদি।

🕋প্যাকেজ-সি🕋
 ওমরা ভিসা
 বিমান- কাতার এয়ারওয়েজ
 ১৪ দিনের প্যাকেজ
 মক্কায় ৮ দিন মদিনায় ৬ দিন
 ০০ থেকে ৮০০ মিটার দুরত্বের থ্রি-স্টার মানের হোটেল
 প্রতি রুমে তিন/চার জন থাকার সুব্যবস্থা
 তিনবেলা খাবার
 প্যাকেজ মূল্য ১৪৫,০০০৳
 মক্কায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: আরাফা,মিনা, মুযদালিফা,জাবালে নুর, জাবালে রহমত,জাবালে সাওর ইত্যাদি ।এছাড়াও উম্মুল কুরা ইউনির্ভাসিটি ভ্রমনের সুযোগ।
 মদিনায় বিভিন্ন স্মরণীয় স্থান জিয়ারত ব্যবস্থা: মসজিদে কিবলাতাইন, মসজিদে কু'বা, ওহুদ যুদ্ধের ময়দান, জাবালে ওহুদ ইত্যাদি,আমাদের পাসপোর্ট অনেকগুলি হাতে চলে আসছে,ইনশাআল্লাহ।
Musafir Hajj Kafela

17/10/2022

হালাল উপার্জন একটি ইবাদত

Address

Jurain
Dhaka
55

Telephone

+8801618948671

Website

Alerts

Be the first to know and let us send you an email when হালাল মিডিয়া Halal media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হালাল মিডিয়া Halal media:

Videos

Share