The Corporate Traveler

The Corporate Traveler Hello Everyone. Thanks for checking out my channel. My name is Ashraful Alam, I enjoy travelling a lot but due to corporate career, I'm unable to travel.

So I decided making Vlogs of my daily life (Mainly Dhaka city riding but will also do Travel vlogs).

24/10/2024

ডানা র তাণ্ডবে ভেঙ্গে গেছে মেরিন ড্রাইভ এর নতুন নেভাল জেটি ঘাট। সেন্ট মারটিন যাব ক্যমনে এখন!! একটা হাফ ফেরির ধাক্কায় এই অবস্থা হয় ব্রিজ টার.. 🥺🥺

বাংলাদেশি জনগণ " রয়্যাল এনফিল্ড আইসে" , " দাম কম দিসে"  শুনেই ঝাঁপায় পরবে বলে আমার ধারনা। ৩০০ ফিটের ছাপড়ি রাইডার যে জ...
21/10/2024

বাংলাদেশি জনগণ " রয়্যাল এনফিল্ড আইসে" , " দাম কম দিসে" শুনেই ঝাঁপায় পরবে বলে আমার ধারনা।

৩০০ ফিটের ছাপড়ি রাইডার যে জিক্সার বা আর ওয়ান দিয়ে বাউলি দেয় স্টপি মারে সেরকম কিছু পোলাপান ও বিদেশে থাকা বাপের টাকা দিয়ে একটা বুলেট ৩৫০ কিনবে।

আবার যেই লোক টিভিএস এর বাইক চালায় বা হোন্ডা, ইয়ামাহার ১১০ সিসি সেগমেন্টে আছে সেও হয়ত হুজুগে ক্লাসিক বা হান্টার নিয়ে ফেলবে।

অথবা যেই ভাই এফ জেড আর জিক্সার ছাড়া কোন বাইক কে বাইক মনে করে না সেও হয়ত একটা মেটিওর ৩৫০ নিবে!

খেলা শুরু হবে ৬ মাস পর।

যখন দেখবে ইঞ্জিন অয়েল লাগে আড়াই লিটার! আগে ৫০০ টাকায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করত এখন লাগে ২৫০০-৩০০০ বা আরও বেশি , তখন একটা চিক্কর দিবে। এনফিল্ড ভালা না!

এই চিক্কর এর আওয়াজ পার্থিব দুনিয়ায় শোনা যায়না, এই চিক্কর দেখা যাবে ফেসবুক আর ইউটিউবের পর্দায়।

এফ আই ইঞ্জিনে ৪৫-৫০ কিমি / লিটার মাইলেজে অভ্যস্ত মানুষটা যখন দেখবে মেটিওর ঠেলে ঠুলে লিটারে ২৫ কিমি ও যায় না আরেক দফা চিৎকার! এনফিল্ড ভালা না।

ব্যাটারি রিকশার ধাক্কায় যখন পিছনের ফেন্ডার ভাঙবে কিনতে গিয়ে দেখবে ওই মালের দাম হয়ত ৩০০০ টাকা! আবার চিক্কর, এনফিল্ড ভুয়া!

বিজয় স্মরনির জ্যামে একদম বামের লেন দিয়া কাইটা কুইটা যখন সব বাইক পার হয়ে যাবে বুলেট এক জায়গায় বসে থাকবে বা হাত ব্যাথা হবে আবারো চিক্কর! এনফিল্ড ফালতু।

এরকম চারদিকে যখন হাহাকার, কেন এনফিল্ড কিনলাম, কেন হাতি পালা শুরু করলাম বলে সবাই রিগ্রেট করছে..

তখন এক দল মানুষ মেটিওর বা বুলেটের প্যানিয়ার ব্যাগ টা ফিক্স করে সামনে একটা ক্লাসিক উইন্ডশিল্ড ইন্সটল করে নেক্সট লং ট্যুরের প্ল্যান করছে আর বাকিদের চিক্করে মুচকি মুচকি হাসছে।

এনফিল্ডের সাথে ম্যাচ করে তারা হেলমেট আনাবে বাইরে থেকে , জ্যাকেট কিনবে, বুট কিনবে, পিওর রাইডিং লাইফের শুরু আর কি।

এনফিল্ড আসলে তাদের জন্য। এনফিল্ড কোনদিনই এফজেড, জিক্সার, সিবিয়ার এর বিকল্প বাইক না। এনফিল্ড সিটি কমিউটার না। এনফিল্ড ভ্যালু ফর মানি ব্র্যান্ড না, এনফিল্ড হাই মেইন্টেনেন্স বাইক।

এনফিল্ড শুধুমাত্র পিওর সৌখিন মানুষের রাইড, যাদের ওয়ান এন্ড অনলি অবজেক্টিভ হল পিওর রাইডিং এক্সপেরিয়েন্স।

যারা এক ঘণ্টার নোটিশে বান্দারবান রওনা দেয় এনফিল্ড তাদের জন্য..

যারা এটলিস্ট দুইটা বাইক মেইন্টেইন করতে পারে এনফিল্ড তাদের জন্য..

যাদের ফুয়েল মাইলেজ নিয়ে মাথা ব্যাথা নাই এনফিল্ড তাদের জন্য..

যাদের রেট্রো বা ভিন্টেজ জিনিসপত্র পছন্দ এনফিল্ড সেইসব ওল্ডস্কুলদের জন্য।

এনফিল্ড একটা পিওর ইমোশনাল ব্র্যান্ড!

ফাংশনাল এঙ্গেলে এনফিল্ড দশে শূন্য।

ইমোশনাল এস্পেক্টে এনফিল্ড দশে একশ!

সো ঝাপ দেয়ার আগে আস্ক ইউরসেলফ আপনি কে?

আমার উত্তর আমি জানি, এনফিল্ড আমার ব্র্যান্ড।

এনফিল্ড অনেকটা ভেসপার মত, মানে মেইন্টেনেন্স, কালচার, রিচুয়াল এস্পেক্টে। একটা ভেসপা যেমন ৩০-৪০ বছর++ সার্ভিস দেয়, একটা এনফিল্ড ও তেমন, কিনবেন, এরপর আপনার নেক্সট জেনারেশন ও চালাবে যদি মেইন্টেইন করতে পারেন।

ইনশাল্লাহ একটা নিব, তবে ফার্স্ট লটের থেকে নিব না, আরেক্টু সময় যাক, সবার " চিক্কর" শুনি কিছু দিন, এরপর আস্তে ধীরে নিব।

সুতরাং আপনি যদি ক্রুজার বাইক লাভার হয়ে থাকেন, ক্রুজার চালাবেন এটা নিয়ে প্যাশনেট হয়ে থাকেন, ট্যুরিং করেন, কর্নারিং আর টপ স্পিড আপনার জন্য ম্যাটার করে না তবেই একটা এনফিল্ড আপনার গ্যারেজে মাস্ট।

এনফিল্ড সবার জন্য না। এটা ম্যাস প্রোডাক্ট না, দিস ইজ আ ভেরি নিশ ব্র্যান্ড, ফর এলিট রাইডার্স অনলি। এনফিল্ডের ভ্যালু সবাই ক্যারি করতে পারেনা।

এনফিল্ড লাভার হিসাবে Royal Enfield Bangladesh কে প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ।

(Copied)

31/08/2024

আজ থেকে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে পেট্রোল ডিজেল অকটেন,বিস্তারিত দেখুন। ৩১/৮/২৪ ইং
অকটেন- ১২৫ টাকা

04/08/2024

East West University, 35 July 2024. 1.00 pm

❤️❤️❤️‍🩹
03/08/2024

❤️❤️❤️‍🩹

To all my Bangladesh followers. I hear you and I also pray for you 🙏 🇦🇷🇧🇩

18/07/2024

Unarmed student der point blank range e shoot kore murder kortese ! era manush er baccha hoy kmne!!

08/07/2024



For Better View: https://youtu.be/_yocfIqnyuc

ঢাকা থেকে খুলনা ভ্রমণ, বিখ্যাত আব্বাস এর চুই ঝাল ও বাগেরহাট এর ষাট গম্বুজ মসজিদ ভ্রমনের সব খুঁটিনাটি তথ্য আছে পুরো ভিডিওতে। যাওয়ার নতুন রাস্তার বিড়ম্বনা আর খাবারের পুরো এক্সপেরিয়েন্স সহ ষাট গম্বুজ মসজিদ এর ভ্রমণ পুরোটাই থাকছে ভিডিও জুড়ে।

এছাড়াও পুরো ট্যুর এর অন্যান্য সব খুঁটিনাটি জানতে পুরো ভিডিও না টেনে দেখুন। আশা করছি অভার অল এক্সপেরিয়েন্স পাবেন, এছাড়া যে কোন তথ্য এর জন্য আমাকে যে কোন সময় নক করুন বা whatsapp korun: ০১৬৭৬৭৯৬০০৭ এই নাম্বার এ

My page: https://www.facebook.com/thecorporatetraveler/
Instagram page: https://www.instagram.com/the.corporate_traveler/

Tour Heals 💖💖
04/07/2024

Tour Heals 💖💖

Happy 37th Birthday Leo Messi The Goat!! ❤️❤️ We are very lucky to enjoy your play..
24/06/2024

Happy 37th Birthday Leo Messi The Goat!! ❤️❤️
We are very lucky to enjoy your play..

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
22/06/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dhaka-1216

Telephone

+8801648494544

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Corporate Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share