P r i y oツ প্রিয়

P r i y oツ প্রিয় Hi, This is ns naime gamer,, i m a logger. i have a youtube channel please follow me to get my videos everytime.

06/01/2025
15/11/2022
11/11/2022

booyah

হারের পিছনে সব দোষ মুশফিকের???ক্যাচ কী আর কোন কিপারের মিস হয় না!??আর এটা যে খুব সহজ ক্যাচ ছিল তা ও না।ও কি চেষ্টা করেনি...
05/09/2022

হারের পিছনে সব দোষ মুশফিকের???
ক্যাচ কী আর কোন কিপারের মিস হয় না!??
আর এটা যে খুব সহজ ক্যাচ ছিল তা ও না।ও কি চেষ্টা করেনি?
ওর দোষ ও উইকেটের পিছন থেকে রিভিউ নিল না কেন???
সব রিভিউ কি সব সময় উইকেট কিপার নেই? আমাদের স্পেশাল নাম্বার ওয়ান ক্যাপ্টেন চাইলে কী রিভিউ নিতে পারতেন না! আর আম্পায়ার যেখানে হোয়াইট কল করছে ঐখানে কোন যুক্তিতে মুশফিক রিভিউর কথা বলবে।আরো বলটা লাগছিল গ্লাভসে তাই সাউন্ড টা ও ভালো ভাবে শুনতে পাই নাই দর্শকের আওয়াজে।বল ব্যাটে লাগলে যে সাউন্ড টা হয় গ্লাভসে লাগলে অতটা সাউন্ড হয় না।ধরে নিলাম এটাও ওর দোষ।এর পর যে ক্যাচটা ধরল।বোলার যে নো বল করল।ওটাও কি ওর দোষ?এর পর সাব্বির যে রান আউট মিস করল ওটা ও কি ওর দোষ ছিল? ইবাদাতের দেওয়া বিশাল হোয়াইট গুলো জাম্প দিয়ে চার রান সেভ করল তার কি কোন মূল্য নেই? আসলে বাঙালি জাতিটাই এমন! যতদিন করতে পারবে ভালো, খারাপ সময়টাতে পাশে থাকার নয়!!
তাই তো কথাই আছে-- জিতলে তালি,আর হারলে গালি।
এরাই বাঙালি!!
আসলে মোট কথা হচ্ছে জয়টা আমাদের কপালে নাই!!সব কিছু কেন আমাদের বিপক্ষে যায় তাও বুঝি না। লাইফে কত যে এমন জয়ের চান্সে থাকা ম্যাচ গুলো হারছি আমরা। তার হিসাব নাই!বিশেষ করে এশিয়া কাপটা আমাদের বেশি কাঁদায় !!
যাক যে যায় বলুক,যতদিন ও ক্রিকেট খেলবে ততদিন ই ওর পাশে আছি ও থাকবো। আমি ভালোবাসি এ মানুষটিকে!!!
লাভ ইউ প্রিয় -মুসফিক ভাই!!

18/07/2022

আমাদের তিস্তা ব্রীজ

09/06/2022
07/06/2022

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মূখ্যপাত্র নুপুর শর্মা এবং মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) সহ মা আয়েশা (রা) সম্পর্কে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
মুসলমানদের কাছে প্রিয়নবী (সাঃ)-এর সম্মান নিজের জীবনের চেয়ে ও মূল্যবান।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর নবী সম্পর্কে কটুক্তিও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তুলনামূলক ধর্মতত্ব সম্পর্কে আজ্ঞতার প্রশাণ।

পাকিস্তান, কুয়েত ও আরব সহ বিশ্ব ইতোমধ্যে এর প্রতিবাদে ফুঁসে উঠেছে।ভারতীয় পণ্য বয়কটের মতো পদক্ষেপ গ্রহন করেছে।
এই ধরণের নিরব কিন্তু প্রভাব বিম্তরক প্রতিবাদে আমরা ও শামিল হতে পারি।
এটা হবে প্রিয় নবীর প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ।

দোষী ব্যক্তিদের শুধু দলীয় পদ স্থগিত নয়, বরং যথাযথ শাস্তির আওতায় আনা এবং প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।

চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। সবার কাছে অনুরোধ যে যেভাবে পার...
05/06/2022

চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। সবার কাছে অনুরোধ যে যেভাবে পারি আহতদের সাহায্য এগিয়ে আসি এবং যারা আহত ও নিহত হয়েছেন তাদের সবার জন্য আল্লাহ তালার কাছে দু'য়া করি।

05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে রাত ১১টায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে৷ কিছু হতাহতের খবর শোনা যাচ্ছে, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ঘটনার পরপরই আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে৷ অসংখ্য অ্যাম্বুলেন্স প্রয়োজন। চট্টগ্রামের সব কটি সরকারি/বেসরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুন্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম হাসপাতালে আহতদের রক্তের প্রয়োজন হতে পারে ৷ আশেপাশের সবাই রক্ত দিতে প্রস্তুত থাকুন ৷ আল্লাহ সবাইকে হেফাজত করুন৷

03/06/2022

Booyah

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when P r i y oツ প্রিয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P r i y oツ প্রিয়:

Videos

Share