Atia's Travel Diary

Atia's Travel Diary Travel vlog videos will be uploaded here.This page is reteded to youtube channel. You people can cli

14/01/2025

My Pookie man for lifetime ♥️🫰🫰

রিযিক (জীবিকার উপার্জন) আল্লাহর হাতে। প্রত্যেক মানুষের রিযিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। স্ত্রী তার রিযিক নিয়ে স্বামীর ...
26/12/2024

রিযিক (জীবিকার উপার্জন) আল্লাহর হাতে। প্রত্যেক মানুষের রিযিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। স্ত্রী তার রিযিক নিয়ে স্বামীর ঘরে আসেন, তবে সেই রিযিক পৌঁছানোর মাধ্যম হতে পারে স্বামী। তবে, স্ত্রী বা কারও ভাগ্যের কারণে স্বামীর রিযিকে প্রভাব পড়ে—এমন ধারণা ভুল এবং ইসলাম সমর্থন করে না।

স্বামীর দায়িত্ব:
ইসলামে স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর প্রয়োজন মেটানো এবং তাকে সম্মান করা।
আল্লাহ বলেন:
"পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে।" (সূরা নিসা: ৩৪)

এটি বোঝায় যে, স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া এবং পরিবারের দায়িত্ব নেওয়া ফরজ।
"অলক্ষ্মী" শব্দটি কুসংস্কারের সঙ্গে জড়িত এবং ইসলাম এই ধরনের ধারণাকে পুরোপুরি নাকচ করে। ইসলামে কেউই অলক্ষ্মী নয়। কোনো ব্যক্তির জীবনে কষ্ট বা পরীক্ষার সময় আসতে পারে, কিন্তু এটি তার চরিত্র বা ভাগ্যের দোষ নয়। আল্লাহ বলেন:
"আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দিয়ে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।" (সূরা বাকারা: ১৫৫)

আল্লাহ নিজে পরিশ্রমের প্রতি গুরুত্ব দিয়েছেন:
"মানুষ কেবল তার প্রচেষ্টার ফলই পাবে।" (সূরা আন-নাজম: ৩৯)

একজন পুরুষ হিসাবে, আপনার স্ত্রীকে আপনার পিতামাতা এবং ভাইবোনদের কাছ থেকে রক্ষা করা অপরিহার্য, তবে আপনার বিবাহের প্রেক্ষাপ...
19/12/2024

একজন পুরুষ হিসাবে, আপনার স্ত্রীকে আপনার পিতামাতা এবং ভাইবোনদের কাছ থেকে রক্ষা করা অপরিহার্য, তবে আপনার বিবাহের প্রেক্ষাপটে আপনার স্ত্রীকে প্রথমে আসতে হবে। বিষাক্ত ব্যক্তিদের থেকে তাকে রক্ষা করা আপনার প্রাথমিক দায়িত্ব, এমনকি তারা আপনার পরিবারের সদস্য হলেও।

একজন স্বামী হিসাবে, এটি আপনার বাড়ি এবং আপনার স্ত্রী। পাশে দাঁড়াবেন না এবং দেখবেন না যে অন্যরা এটির মধ্যে উত্তেজনা তৈরি করে। আপনি যদি তাদের আপনার বাড়ি ভাঙ্গার অনুমতি দেন, তবে একই লোকেরা অবশেষে আপনার বিরুদ্ধে আপনার ব্যর্থতা ব্যবহার করবে।

বিবাহ একটি পবিত্র বন্ধন এবং একজন পুরুষ হিসেবে আপনার স্ত্রীকে আপনার অগ্রাধিকারের কেন্দ্রে রাখতে হবে। আপনি যখন বিয়ে করেন, আপনি একসাথে একটি জীবন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হন, এবং এর অর্থ হল যে কোনও হুমকি থেকে সেই জীবনকে রক্ষা করা, তারা যেখান থেকেই আসুক না কেন।

একজন পুরুষ হিসাবে আপনার ভূমিকা শুধুমাত্র আপনার স্ত্রীকে ভালবাসা নয়, তার মানসিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করাও। এর মধ্যে রয়েছে যখন তার সাথে দুর্ব্যবহার করা হয়, এমনকি আপনার কাছের লোকেরাও তার জন্য দাঁড়ানো।

অনেক পুরুষ তাদের মূল পরিবার এবং তাদের স্ত্রীর মধ্যে আনুগত্যের ভারসাম্য বজায় রাখতে লড়াই করে। যাইহোক, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার আনুগত্য এখন প্রাথমিকভাবে আপনি আপনার স্ত্রীর সাথে যে পরিবার তৈরি করছেন তার সাথে নিহিত।

একজন স্বামী হিসাবে, আপনার স্ত্রীকে রক্ষা করার অর্থ আপনার পরিবারকে অসম্মান করা নয়। এর অর্থ স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ যা পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতি নিশ্চিত করে। একজন শক্তিশালী মানুষ জানে কিভাবে দৃঢ়তা এবং ভালবাসার সাথে এই সীমানাগুলিকে যোগাযোগ করতে হয়।

আপনার পরিবারের বিষাক্ত আচরণের মুখে আপনার স্ত্রীকে রক্ষা করতে ব্যর্থ হওয়া একটি বার্তা পাঠায় যে সে আপনার উপর নির্ভর করতে পারে না। সময়ের সাথে সাথে, এটি আপনার বিবাহের মধ্যে আস্থা, ঘনিষ্ঠতা এবং সম্মান নষ্ট করতে পারে।

বিষাক্ত আচরণ, যেমন ক্রমাগত সমালোচনা, হস্তক্ষেপ, বা হেরফের, আপনার সাথে তাদের সম্পর্ক নির্বিশেষে কারও কাছ থেকে সহ্য করা উচিত নয়। একজন পুরুষ হিসাবে, আপনার পরিবারের প্রতি ভালবাসা তাদের আপনার বিবাহের ক্ষতি করতে দেয় না।

আপনার বাড়ি যেন আপনার স্ত্রীর জন্য শান্তির আশ্রয়স্থল হয় তা নিশ্চিত করা আপনার দায়িত্ব।

30/08/2024

টাকার যেমন ইনফ্লেশন হয়, তেমনি বয়স হলে সময়ের ইনফ্লেশন হয়! ত্রিশ পয়ত্রিশ পেরুলেই দেখবেন কি করে হাউই মিঠাই হয়ে গেছে দিনটা!কি দ্রুত সপ্তাহ যায়, মাস যায়, বয়স চলে যায়! চোখ খুলতেই দেখবেন কতগুলো পরিচিত মানুষ মরে গেছে, সদ্য হাটতে শেখা যে শিশু দেখে এসেছেন ক দিন আগে তার বিয়ের নিমন্ত্রণ পত্র এসেছে! চোখ খুলতেই দেখবেন শহর বদলে গেছে,বাড়ি ভেঙে গেছে, চারদিকে নতুন সমস্ত মানুষের দল, তাদের উৎসব তাদের জীবন! এসবের মাঝে, সবার অলক্ষ্যে আপনার বেলা ফুরিয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে।

15/05/2024
16/04/2024
06/04/2024
31/03/2024

-রমজান মাসের জন্য অতি উত্তম একটি পোস্ট:
বনী ইসরাইলের একটা ঘটনা:

তখন হযরত মুসা (আঃ)এর যামানায় ,
এক বৃদ্ধ মহিলার একটি বাচ্চা মারা গেল।

সেই দুঃখে বৃদ্ধ মহিলা কাঁদতে লাগলো।
তখন বৃদ্ধ মহিলাকে মুসা (আঃ) বললেন,
তুমি কাঁদছো কেন ?

তখন উত্তর দিলেন, আমার বাচ্চাটি মারা গেছে এজন্য কাঁদছি"

তখন মুসা (আঃ) বললেন বাচ্চাটির বয়স কত?

বৃদ্ধ মহিলা উত্তরে বললেন ৩৫০ বছর।

মুসা (আঃ) বললেন তোমার এই বাচ্চাটি ৩৫০ বছর জীবিত ছিল, কিন্তু এমন এক যামানা আসবে সেই যামানার নবীর উম্মত মাত্র ৬০ বছর থেকে ৭০ বছর বাঁচবে।আর সেই নবী হলেন হযরত মুহাম্মদ (সা:)।

তখন বৃদ্ধ মহিলা অবাক হয়ে বললেন, তারা বালেগ হবে?

মুসা( আঃ )বললেন তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে ও সন্তান হবে।

বৃদ্ধ মহিলা পূনরায় প্রশ্ন করলেন তারা এই সামান্য সময়ে কি ভাবে নেকী ও সওয়াব অর্জন করবে?

তখন মুসা (আঃ) বললেন ,তারা এতো নেকী ও সওয়াব অর্জন করবে যে তাদের নেকী যদি আমাদের নেকীর উপর রাখা হয়, তাহলে আমাদের নেকীর কোন নিশানাও থাকবে না।

শুধু তাদের নেকী দেখা যাবে।কারন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ এমন একটি মাস দিবেন, যে মাসের নাম রমজান মাস।

যে মাসে একদিন ইবাদত করলে ৮৩ বছরের সওয়াব তার আমল নামায় লেখা হবে। তাহলে তারা যদি এমন একটি মাস পায় হিসাব করলে আমাদের কোন নেকী তাদের সমান হবে না।

"আল্লাহ তা'আলা আমাদেরকে রমজান মাসের রোজা এবং পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন।
আমীন🤲

23/03/2024

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]♥

10/03/2024

"বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো ভাবতে ভাবতে বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না আবার কখনো পরিবার মানে না। তারপর একসময় বন্ধুরাও আর থাকে না। যে যার মতো দূরে চলে যায়, ক্যারিযার নিয়ে ব্য'স্ত হয়ে পরে, দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ কমে আসে। জীবন তো এমনই, তাই নাহ?
©

02/03/2024
15/02/2024

খুব কাছ থেকে দেখা অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশে একটা ছেলে বা মেয়েকে বিয়ের সময় এবং এর পর যে পরিমাণ আননেসেসারি বুলশিট সহ্য করা লাগে, সব কিছু সামলানোর পর এত ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে বিয়ে ব্যাপারটা আদৌ ওর্থ করে কি না, এই প্রশ্ন মাথায় আসাটা অস্বাভাবিক না।

শুরুটা হয় বিয়ের সময়টাতেই। বাইরের মানুষ দেখে ঝালর বাতি সাজানো কমিউনিটি সেন্টার, সুন্দর বর কনে, কাচ্চি বিরিয়ানির ম ম গন্ধ, ফেসবুকে চোখ ঝলসানো ছবি! কিন্তু এগুলোর পিছনে অধিকাংশ ক্ষেত্রে যে লড়াইটা চলে দুই পক্ষের, সেটা ভুক্তভোগী বিয়ে করতে চাওয়া মানুষ দুটো ছাড়া কেউ বুঝে না।

স্পেশালি দুই পক্ষেই কিছু আত্মীয় সম্পর্কের মানুষ থাকে যাদের বাদও দেওয়া যায় না, কিন্তু তাদের মূল কাজই থাকে বিয়ের হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত সব কিছু কঠিন করে তোলা!

আমি বাজি ধরে বলতে পারি— বিয়েটা যদি যাস্ট ২ জনের ব্যাপার হতো, সাথে ২ পক্ষের আরো ১৪ গুস্টির ঝামেলা মাথায় না নেওয়া লাগতো, তাহলে বিবাহিত কাপলদের মধ্যে ঝামেলা অনেক কম হতো। সংসার অসহ্য লাগতো না কখনও।

আপনি একজনকে ভালোবাসতে পারেন, তার মন জুগিয়ে চলার জন্য নিজেকে এডযাস্ট করে নিতে পারেন, তাকে হ্যাপি করার জন্য নানা টাইপের স্যাক্রিফাইস করতে পারেন, কিন্তু একই সাথে ৫-৬ জনের মন যুগিয়ে ডেইলি চলা কীভাবে সম্ভব? এত মানুষকে দিনের পর দিন হ্যাপি করতে গিয়ে হাঁপিয়ে যাবেন, তাও পান থেকে চুন খসলে কথা শুনিয়ে দিতে ২ সেকেন্ড টাইম নিবেনা, এই অশান্তি পরে স্বামী-স্ত্রীর মধ্যে চলে আসে না?

অথচ দেখা যাবে তাদের মধ্যে কোন ঝামেলা কখনও ছিলো না, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু দুই পক্ষের অন্য মানুষদের অনেক সময় জামাই-বউ এর এই মিলমিশ, আদর সোহাগ সহ্য হয় না। তারা তখন খুঁত খুঁজা শুরু করে ঘাঘু গোয়েন্দার মত। যেন একে অপরের প্রতিপক্ষ, যে কোন ভাবেই হোক, অন্য পক্ষকে ডাউন করিয়ে জেতা লাগবে!

সব কিছু মিলিয়ে দিন শেষে একটু সঙ্গ, ভালোবাসা, মায়া মমতাই, আদর সোহাগই যদি চাহিদা হয়, সেক্ষেত্রে এত মানুষের মন যুগিয়ে, এত ঝামেলায় নাকাল হয়ে বিয়ে করার চেয়ে প্রেম টেম করাই হাজারগুণ নির্ঝঞ্ঝাট, শান্তির এই সমাজে— বিয়ের নাম মুখে নেওয়াই পাপ, প্রেম করা নয়!

27/12/2023

Mini Winter vacation

15/11/2023

2012 to 2023

Alhamdulillah we made it ❤️❤️

13/11/2023

My Happiness

01/11/2023

When it’s fall season, your surroundings are beautiful

18/10/2023

Everybody wants to be famous, but nobody wants to do the work. I live by that. You grind hard so you can play hard. At the end of the day, you put all the work in, and eventually it’ll pay off. It could be in a year, it could be in 30 years. Eventually, your hard work will pay off.

I've received 57,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
04/10/2023

I've received 57,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Atia's Travel Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atia's Travel Diary:

Videos

Share

Category