Ansari tv bd

Ansari tv bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ansari tv bd, Media, Dhaka.

জানুয়ারী সেশনে মারকাজুত তানযীল আল ইসলামীয়া মাদ্রাসা(সাইনবোর্ড সংলগ্ন)ঢাকা ভর্তি নিচ্ছেবিভাগ সমুহঃ # আন্তর্জাতিক হিফজ রিভ...
29/12/2021

জানুয়ারী সেশনে মারকাজুত তানযীল আল ইসলামীয়া মাদ্রাসা(সাইনবোর্ড সংলগ্ন)ঢাকা ভর্তি নিচ্ছে

বিভাগ সমুহঃ
# আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগ
#হিফজ বিভাগ
#নুরানি-মক্তব বিভাগ

অত্র প্রতিষ্ঠানের অর্জনসমুহঃ
১.বিগত বছরগুলোতে পুরো বাংলাদেশে (কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডে) ১ম,২য়,৩য় স্হান লাভ করেছে।
২.জাতীয় একাধিক প্রতিযোগীতায় পুরুস্কার লাভ করেছে। ৩.আন্তজার্তীক প্রতিযোগীতায় অংশগ্রহনকরে ভুয়সী প্রশংসা কুড়িয়েছে।

# #উল্লেখ যে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আন্তর্জাতীক তাফসীরুল কুরআন ও হিফজ প্রতিযোগীতায় সর্বাধিক পুরুস্কারপ্রাপ্ত হাঃ মাওঃ সাইফুল ইসলাম ও দেশ -বিদেশের আন্তজার্তিক কারী ও শায়েখরা নিয়মিত সরাসরি ও স্কাইবি উভয়ের মাধ্যমে এই মাদ্রাসায় নিয়মিত মাশক ও অন্যান্য বিষয়ে পাঠদান করে থাকেন।

আপনার সন্তানকে আদর্শবান ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তুলতে অত্র মাদ্রাসা প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগঃ
মোবাঃ 01718918027 ফেবু:
Markazut Tanzil Al-Islami

সিলেট থেকে ঢাকা আসছিলাম ইউনিক বাসে করে । কিছুক্ষণ পর  বাসের ড্রাইভার  আল্লামা যুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ'র ওয়াজ প...
29/10/2021

সিলেট থেকে ঢাকা আসছিলাম ইউনিক বাসে করে ।

কিছুক্ষণ পর বাসের ড্রাইভার
আল্লামা যুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ'র ওয়াজ প্লে করলো ভেতরে, মাইকে।

পুরো দু ঘন্টা শুনলাম আনসারীর ওয়াজ।

টপিক, মৃত্যুকালীন যন্ত্রণা ও ভয়াবহতা। আল্লামার কন্ঠে রেফারেন্স, যুক্তি ও সুললিত কন্ঠের চমৎকার কম্বিনেশন।

মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং আফসোস করছিলাম, জীবিত থাকতে আনসারীর কদর করতে পারিনি, কারণ আমরা বাঙালি মুসলিম। আমরা এমনই।

চলমান সময়ের অনেক বক্তাদের কন্ঠে চমৎকার সুর থাকলেও রেফারেন্স ভিত্তিক বক্তৃতার প্রচলন কমই থাকে। অথচ একটু চেষ্টা করলেই তা আয়ত্ত করা যেত। তাদের বয়ানগুলো হত যুগান্তকারী।

একজন যুবায়ের আহমদ আনসারীর রহ, জীবনী ফলো করলে দেখব এত বড় মাপের ব্যাক্তিত্বের আচরণ ছিলো অমায়িক, নিরহংকার এবং সদা হাস্যোজ্জ্বল।

আমি সহ বাসভর্তি লোকজন ওয়াজ শুনলাম দুই ঘন্টা, কবরে শুয়ে সওয়াব পেলেন আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ।

কী ঈর্ষনীয় জীন্দেগী! আল্লাহ যাদেরকে দেন দুনিয়াতেও সম্মান দেন আখেরাতেও দিয়ে থাকেন।

আমাদের আল্লামা যুবায়ের আহমদ আনসারীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।।

লিখেছেনঃ মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম) সাদী ভাই দাঃবাঃ

মরহুম আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ মাকবারা যত্ন নেওয়া হচ্ছে!আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
17/07/2021

মরহুম আল্লামা আনসারী রাহিমাহুল্লাহ মাকবারা যত্ন নেওয়া হচ্ছে!
আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

অবশেষে আবু ত্বহা আদনানকে পাওয়া গেলআলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। তিনি তার রংপুরে...
18/06/2021

অবশেষে আবু ত্বহা আদনানকে পাওয়া গেল

আলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। তিনি তার রংপুরের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার বোনজামাই মোহাম্মদ হানিফ। সর্বশেষ বেলা ৩টার খবর অনুযায়ী তিনি রংপুরের বাড়িতে পৌছেছেন।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক হোসেন বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করে বলেন, "আবু ত্ব-হাকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে"।

দ্রুত শুভবুদ্ধির উদয় হওয়ায় গুম বাহিনীকে সাধুবাদ⁉️

ত্ব-হা হুজুর সঙ্গীদের নিয়ে ৮ দিন ধরে শ্বশুর বাড়ির মধুর হাঁড়িতে থেকে আমাদের কতই না পেরেশান করলেন‼️আহা, শ্বশুর বাড়ি 🏣 ইলিয়াস আলী, চৌধুরী আলম, ব্রিগেডিয়ার আজমী, ব্যারিস্টার আরমানসহ অন্যদের শ্বশুর বাড়িতে খোঁজ নিতে পারেন পুলিশ কর্তারা😆

আমরা তীব্র নিন্দা,ও প্রতিবাদ জানাচ্ছি...মরহুম আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ: এর প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া বেড়তলা ...
09/05/2021

আমরা তীব্র নিন্দা,ও প্রতিবাদ জানাচ্ছি...

মরহুম আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ: এর প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া বেড়তলা বি-বাড়ীয়া মাদ্রাসার
"নায়েবে মুহতামিম"
আল্লামা আমানুল হক সাহেব কিছুক্ষণ পূর্বে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে।

হাসিনার সনদে লাত্থি মারি, বর্জন করা হবে আত্মঘাতি সিদ্ধান্ত!সরকারী মাদরাসায় পরীক্ষা দিচ্ছেন সনদের আশায়। কওমীতেও দাওরা পাশ...
29/03/2021

হাসিনার সনদে লাত্থি মারি, বর্জন করা হবে আত্মঘাতি সিদ্ধান্ত!

সরকারী মাদরাসায় পরীক্ষা দিচ্ছেন সনদের আশায়। কওমীতেও দাওরা পাশ। তিনি লিখেছেন, খুনি হাসিনার সনদে লাত্থি মারি। বললাম, আলিয়ার সনদগুলো কি জ্বালিয়ে ফেলবেন? উত্তর নেই।

প্রকৃতপক্ষে সনদ কারো দয়া নয়। কারো অনুদান নয়৷ এটা নিলে কেউ আপনাকে মারবে না। না নিলেও মারবে না। এটা নিতে হলে সরকারের গোলামি করতে হবে এমনও নয়। তবুও কীভাবে যে এই সনদ মাথাব্যথার কারণ হলো, বুঝতেই পারি না।

কারো কারো ভাষায়, এটা 'নাপাক'। কিন্তু অন্য কেউ দিলে এটাই পাক হতো। খুনি হাসিনার সনদ নেব না! শাপলার খুনি! ছিহঃ

তাহলে হাসিনার বানানো রাস্তায় কেন চলেন? ব্রীজে কেন উঠেন?
-রাস্তা, ব্রীজ কি হাসিনার বাপের? জনগণের সম্পদ।
-এই তো লাইনে এলেন। সনদ কি হাসিনার বাপের? এটা আমাদের সম্পদ।

তবুও হাসিনা দিয়েছে। তাই নেব না। তাহলে কি হাসিনার বানানো ৫৬০ টি মডেল মসজিদ ভেঙে দেবেন? সেগুলোতে নামাজ পড়বেন না?

প্রিয় ভাই, হাসিনা খালেদা বাদ দিন। সনদ আমার অধিকার। এটি কারো দয়া নয়। খুনির বিপক্ষে এই সনদই কাজে লাগান।

বহু আন্দোলনের পরে অর্জিত স্বীকৃতি খামখেয়ালি করে বাতিল করবেন না। পরবর্তী জেনারেশন আপনাদের বিবেক নিয়ে হাসাহাসি করবে। আপনার ভালো লাগে না। চুপ থাকুন। তবুও ঐক্যবদ্ধ এই প্লাটফর্ম নষ্ট করবেন না। হাসিনা মরে যাবে। আজীবন থাকবে না। ক্ষোভও থাকবে না আজীবন। তখন পস্তাবেন। মাওলানা Jubayer Bin Arman এর লেখা।

একজন লিখেছেন- আন্দোলন যা হবার হয়েছে। এবার ভালো ছেলের মত পরীক্ষা দিন৷ ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়কারী বুদ্ধিদীপ্ত কওমি তরুণ প্রজন্মের মধ্যে ধানের চিটার মত একদল আকাবির বিদ্বেষী বেআদব প্রজন্মও বেড়ে উঠছে৷ সতর্ক থাকুন৷ এদের ফাঁদে পা দেবেন না।

আকাবির বিদ্বেষী এই গ্রুপটি দুধেও কাঁটা বাছে। মুরুব্বীদের সব কাজ তাদের কাছে ফালতু মনে হয়। এরা সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে। পড়ালেখা করে না। কিছু করলেও সেটা হজমের চেয়ে বদহজম হয় বেশি। এদের একে তো উস্তাদের সোহবত নাই, আবার এরা আকাবিরদের লিখনীও ছুঁয়ে দেখেনি। ফলে তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ দ্বীনি মেযাজ গড়ে উঠেনি।

20/03/2021

নরেন্দ্র মোদীর আগমনের বিরোধীতা কেন করছে
বাংলাদেশের মুসলমানরা!!

আল্লামা মামুনুল হক হাফি:

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আলআসাদ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক...
09/03/2021

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল

আসাদসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আলআসাদ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, বাশার আল-আসাদ এবং তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের দুজনের মধ্যে ভাইরাসটির প্রাথমিক আলামত ধরা পড়েছে।

আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ: কবরে পাখীদের যিকিরমাও: সাঈদ আহমদ কলরবগতকাল ৩/২/২১ বি বাড়িয়া নবীনগর + হবিগন্জ এর মাহফিল ...
04/02/2021

আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ: কবরে পাখীদের যিকির

মাও: সাঈদ আহমদ কলরব

গতকাল ৩/২/২১ বি বাড়িয়া নবীনগর + হবিগন্জ এর মাহফিল করে ফিরার পথে হুজুরকে একটু দেখে এলাম!
রাত তখন ৩ টা। দুনিয়া নিস্তদ্ধ , শুধু মরহুমের কবরের পাশে গাছের পাখিগুলো কিচিরমিচির করছিলো! যা কবর দেওয়ার আগে এই পাখিগুলির আনাগোনা ছিল না।

আহ দুনিয়া নিষ্ঠুর দুনিয়া ! তুইতো শুধু আমাদেরকে সাড়ে তিন হাত মাটির কবরই উপহার দিলি !
একদিন আমার নামেও মরহুম লিখা হবে 😰
এরচে বাস্তবতা আর কি হতি পারে???
আজ কোটি টাকা দিলেও তার কোনো কাজে আসবেনা ।যা কাজে আসবে তা হলো সুরা ফাতিহা আর ইখলাস।
বন্ধুরা
এ পথে যাতায়াতকালে কষ্ট করে হুজুরের কবরটা জিয়ারত করে যেতে পারেন। এটাই বাস্তব উপহার।
আল্লাহ হজরত মাওলানা যুবায়ের আহমাদ আনসারি হুজুরের কবরকে জান্নাত নসীব করুন।

যমুনা গ্রুপের চেয়ারম্যান "নুরুল ইসলাম বাবুল" এর, কবরের খবর কেউ নেয় নাযিনি গত বছর কোভিড-১৯ এ মারা গেছেন।যমুনা ফিউচার পার্...
31/01/2021

যমুনা গ্রুপের চেয়ারম্যান "নুরুল ইসলাম বাবুল" এর, কবরের খবর কেউ নেয় না

যিনি গত বছর কোভিড-১৯ এ মারা গেছেন।
যমুনা ফিউচার পার্কের মতো,এশিয়ার বিখ্যাত বিনোদন কেন্দ্র ও মার্কেটের মালিক।যারা হাত দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছিলো।আজ তিনি কোথায়?কোথায় তার এতো অর্থ যশ খ্যাতি?সব কিছু চাপিয়ে মৃত্যু তাকে কবরে নিয়ে গেছে।যাওয়ার সময়,শুধু কয়েক গজ সাদা কাপড় দিয়ে দেহটা মুড়িয়ে দেওয়া হয়েছে।এর বেশী কেউ ইচ্ছা করলেও দিতে পারবেনা।কারন এটা ই নিয়ম,আজ তার কবরটাও অযত্নে অবহেলায় পড়ে আছে। কারণ তার প্রয়োজনীয়তা এখন আর কারো কাছে নাই।

এটাই নিয়ম,এটা ই বাস্তবতা।তাই অন্যায় অপকর্ম করার সময় শেষ পরিনতির কথাটা একটু ভাইবেন।

©

29/01/2021

ড: জাফরুল্লাহ চৌধুরী আসল চেহারা দেখুন.....

কাতার-সৌদি বর্ডার খোলার প্রস্তুতি শুরু কাতারের একমাত্র স্থলসীমান্ত আবু সামরা বর্ডারের ওপারে সৌদিআরব। আগামীকাল ৫ জানুয়ারি...
04/01/2021

কাতার-সৌদি বর্ডার খোলার প্রস্তুতি শুরু

কাতারের একমাত্র স্থলসীমান্ত আবু সামরা বর্ডারের ওপারে সৌদিআরব। আগামীকাল ৫ জানুয়ারি সৌদিআরবে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই সম্মেলন থেকে দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলমান কাতার সংকট সমাধানের ঘোষণা আসতে পারে।

তাই কাতার-সৌদির এই সীমান্ত খোলার প্রস্তুতি নিচ্ছেন দু দেশের কর্মকর্তারা। কাতারের বিশেষ কিছু সূত্রে এই খবর জানা গেছে। এমনকি সব ঠিক থাকলে আর কিছুক্ষণ পরই কুয়েত একটি বিশেষ ঘোষণা প্রকাশ করতে পারে আগামীকালের সম্মেলন।

অবশেষে তিনি চলেই গেলেন
28/12/2020

অবশেষে তিনি চলেই গেলেন

কাতারে বিনামূল্যে সাতটি কেন্দ্র থেকে করোনা টিকা দেওয়া শুরু পাবে বাংলাদেশীরাও আজ থেকে কাতারের সাতটি কেন্দ্রে করোনার টিকা ...
23/12/2020

কাতারে বিনামূল্যে সাতটি কেন্দ্র থেকে করোনা টিকা দেওয়া শুরু পাবে বাংলাদেশীরাও

আজ থেকে কাতারের সাতটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। কাতারে বসবাসরত নাগরিক ও বিদেশিদেরকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। তালিকা অনুসারে মোবাইলে কল করা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদেরকে। কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে প্রথম পর্যায়ে অগ্রাধিকার পাচ্ছেন প্রবীণ ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অসুস্থরা। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত কর্মীরাও থাকছেন অগ্রাধিকারের তালিকায়। কাতারে করোনাভাইরাসের টিকার প্রথম চালান আসে গত সোমবার রাতে। আরেকটি চালান আজ বুধবার এসে পৌঁছানোর কথা রয়েছে।

যে সকল বুদ্ধিদীপ্ত চমৎকার যুক্তির জন্য আব্বাসী সাহেব প্রশংসায় ভাসছেন। ১. কোরআনকে ঐশ্বরিক/ আল্লাহর বাণী হিসেবে মানার নাম ...
21/12/2020

যে সকল বুদ্ধিদীপ্ত চমৎকার যুক্তির জন্য আব্বাসী সাহেব প্রশংসায় ভাসছেন।

১. কোরআনকে ঐশ্বরিক/ আল্লাহর বাণী হিসেবে মানার নাম যদি মৌলবাদ হয় তাহলে অবশ্যই আমরা মৌলবাদি, তবে উগ্রপন্থী নই।
___ ড.এনায়েত উল্লাহ আব্বাসী

২. অক্সফোর্ড এর ডেফিনিশন অনুযায়ী ধর্মনিরপক্ষতা মানে হচ্ছে সমাজ রাষ্ট্র এবং ব্যক্তি জীবনে কোথাও ধর্মের অনুপ্রবেশ না থাকা।
এ হিসেবে পৃথিবীর কোথাও ধর্মনিরপক্ষেতা নেই। কারণ আমেরিকায় ও বাইবেল ধরে শপথ করানো হয়।
মূলত ধর্মনিরপক্ষেতা বলে 57 টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করাই হচ্ছে মূল উদ্দেশ্য
__ ড.এনায়েত উল্লাহ আব্বাসী

৩. খিলাফত কায়েমের জন্য প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা বাতিল ঘোষণা করে ইসলামী খিলাফাহ রাষ্ট্র ব্যবস্থার ঘোষণা দিবে।
ইসলামের মূল নীতি হচ্ছে
الضرورة تبيح المحظورات. والضرورة تتقدر بقدر الضرورة
প্রয়োজনে সাময়িকভাবে অবৈধ জিনিস ও বৈধ হয়ে যায়। তবে এই বৈধতা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ
_____ ড. এনায়েত উল্লাহ আব্বাসী

আমার দেখা সবচেয়ে সুন্দর ও সাবলীল ভাষায় প্রতিপক্ষ কে ঘায়েল করে নির্ভয়ে গোঁজামিল ছাড়া অকপটে ইসলামের মূল বিষয় গুলো তুলে ধরেছেন।

৪. খিলাফত মানে হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আরব বিশ্বের অনেক দেশে যদিও রাজতন্ত্র কিন্তু এখনো খিলাফাত রয়েছে
যেমন চুরির শাস্তি হাত কাটা
ব্যভিচারের শাস্তি ছঙ্গেছার
আপনাকে আগে খিলাফাত কাকে বলে তা বুঝতে হবে।
অচিরেই পুরো মুসলিম বিশ্বে আবার খিলাফত প্রতিষ্ঠা হবে ইন শা আল্লাহ।

৫. তরবারীর জোরে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারীর ব্যবহার হয়েছে।
______________________________
ড.এনায়েত উল্লাহ আব্বাসী (হাফিঃ)

কোরআনের বিরোধিতা করা থেকে বিরত রাখার জন্য আব্বাসী সাহেব শাহরিয়ার কবির কে বলেন,
যারা কোরআনের আইন কে অস্বীকার করে তারা কাফের।
কেউ যদি কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে আমি তো তাকে কাফের বলবোই।


♦ আব্বাসী সাহেবের যে সব কথায় শাহরিয়ার কবির থ' বনে যায়।

মুক্তিযুদ্ধের সময় আপনার ভুমিকা কি ছিলো এর উত্তরে শাহরিয়ার কবির বলেন: এগুলো জামায়াত বিএনপির প্যাঁচানো প্রশ্ন
তখন আব্বাসী সাহেব বললেন -

(ক) আপনি তো জামায়াত ফোবিয়ায় ভুগছেন।
সব ব্যাপারে জামায়াত কে টেনে আনেন কেন??

(খ) জাকির নায়েকের একটি বক্তব্য পারলে একটি বক্তব্য দেখান যেখানে তিনি বলেছেন সশস্ত্রবাহিনী গঠন করতে!!

(গ) সাঈদী সাহেব এত পাতলা মানুষ না যে, তিনি হত্যা করার জন্য মুসলিম দেশে অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিবেন।

(ঘ) ধর্মনিরপক্ষেতার কথা বলেন, তাহলে ব্লগারদেরকে সরকার কেন থামালো না, যখন তারা ইসলামী মূল্যবোধে বারবার আঘাত করছিলো?
নাকি ধর্মনিরপক্ষেতা মানে হচ্ছে ইসলামের বিরোধিতাকরা ?

শাহরিয়ার কবির যখন বলল, ব্লগারদেরকে তো গ্রেফতার করেছে।
তখন আব্বাসী সাহেব বললেন, ব্লগারদেরকে তখনই গ্রেফতার করেছে যখন দেখলো একটা ব্লগার ও তো বাঁচবে না, ব্লগারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেফতার করেছে শাস্তি দেওয়ার জন্য নয়।
( فَبُهِتَ الَّذِي كَفَرَ
__ সুরা বাকারা__258)
একজন যথাযোগ্য আলেমের সামনে নাস্তিক কতটা অসহায় আজ তার প্রমাণ পাওয়া গেলো।

আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভ...
17/12/2020

আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ প্রমুখ।

14/12/2020

২০১৯-২০ সালে যে সকল খ্যাতিমান ওলামায়ে কেরামগনকে আমরা হারালাম

১.শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহঃ
২.শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী কুমিল্লা র,
৩.শায়খে ইমামবাড়ী আল্লামা আঃ মুমিন রহঃ সিলেট
৪.শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী র,
৫.শায়খ আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহঃ
৬. প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহ, রঃ
৭.বাংলার মাদানী শায়েখ নূর হোসাইন কাসেমী রহঃ
৮.শায়খুল হাদীস আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহঃ
৯.আল্লামা হাফেজ জোবায়ের আহম্মদ আনসারী রহঃ
১০. শায়খুল হাদীস আল্লামা তৈয়্যব সাহেব রঃ চিটাগং
১১.শায়খুল হাদীস আল্লামা আঃ শহীদ গুলমুকাপনী র
১২.আল্লামা ইদ্রীস সাহেব রহঃ নাজিরহাট
১৩.আল্লামা আহমদ শফী রহঃ এর জামাতা রহঃ
১৪.শায়খুল হাদীস আল্লামা আঃ হালীম রহঃ
১৫.মাওলানা আঃ লতীফ নেজামী রহঃ
১৬.আল্লামা মুফতী রহিমুল্লাহ কাসেমী রহঃ ফেনী
১৭.হযরত মাওলানা গোলাম সারোওয়ার সাঈদী রহঃ

আল্লাহ তায়ালা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নছিব করুন।

হেফাজতের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী রহ: জানাযায় লাখো জনতার ঢল।
14/12/2020

হেফাজতের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী রহ: জানাযায় লাখো জনতার ঢল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ansari tv bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category