বই অঙ্গন প্রকাশন

বই অঙ্গন প্রকাশন লেখা ও লেখনীর ভাষায় সাজাই মন...

 ্গন_প্রি_অর্ডারবই অঙ্গন প্রকাশন -এর নতুন ২টি বইয়ের প্রি-অর্ডার শুরু হলো।বই : আমারে একটু মনে রাইখোলেখক : মোঃ মেহেদী হাসা...
20/12/2024

্গন_প্রি_অর্ডার

বই অঙ্গন প্রকাশন -এর নতুন ২টি বইয়ের প্রি-অর্ডার শুরু হলো।

বই : আমারে একটু মনে রাইখো
লেখক : মোঃ মেহেদী হাসান
---
বই : তোমারে নিয়াই যতো গুঞ্জন
লেখক : মাহদী মল্লিক

প্রি-অর্ডার করতে যোগাযোগ করুন :
বিচিত্র - বই ঘর ধী - dhee Bookiefy - বুকিফাই বুক ওয়ার্ল্ড বইনগর - Boinagar অনুস্বর Bangla Bazar Books বইবাড়ি বুকশপ বই অঙ্গন Boimoi Book Shop 99 - BOOK SHOP পাঠকের ঠিকানা বইয়ের খনি বুক ফাইল - Book file -এছাড়াও যেকোনো অনলাইন বুকশপ থেকে।

নতুন কিছু আসছে!😍
20/12/2024

নতুন কিছু আসছে!😍

কোন বইয়ের প্রচ্ছদ?🧐অপেক্ষার প্রহর কী তাহলে শেষ হচ্ছে?
19/12/2024

কোন বইয়ের প্রচ্ছদ?🧐

অপেক্ষার প্রহর কী তাহলে শেষ হচ্ছে?

শীঘ্রই বই অঙ্গন প্রকাশন-এর নতুন ২টি কাব্যগ্রন্থ্যের প্রি-অর্ডার শুরু হবে। বইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে!😍
15/12/2024

শীঘ্রই বই অঙ্গন প্রকাশন-এর নতুন ২টি কাব্যগ্রন্থ্যের প্রি-অর্ডার শুরু হবে। বইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে!😍

কুমিল্লার বইপ্রেমীদের জন্য সুখবর তিন দিনের বইমেলায় বই অঙ্গন প্রকাশনও থাকছে আপনাদের প্রিয় শহরে। কে কে সরাসরি আমাদের সাথে ...
11/12/2024

কুমিল্লার বইপ্রেমীদের জন্য সুখবর তিন দিনের বইমেলায় বই অঙ্গন প্রকাশনও থাকছে আপনাদের প্রিয় শহরে। কে কে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন?

09/12/2024

বইমেলা উপলক্ষে বই অঙ্গন প্রকাশন থেকে কতটি বই প্রকাশিত হতে পারে কেউ কী অনুমান করে বলতে পারবেন!?

Send a message to learn more

প্রিয় কুমিল্লার বইপ্রেমীদের জন্য সুখবর আগামী ১২, ১৩ ও ১৪ই ডিসেম্বর বই অঙ্গন প্রকাশন-এর সকল বইগুলো নিয়ে আমরা থাকছি আপনাদে...
07/12/2024

প্রিয় কুমিল্লার বইপ্রেমীদের জন্য সুখবর আগামী ১২, ১৩ ও ১৪ই ডিসেম্বর বই অঙ্গন প্রকাশন-এর সকল বইগুলো নিয়ে আমরা থাকছি আপনাদের প্রিয় শহরে। সবাই দয়া করে একটু প্রচারনায় সহযোগিতা করুন। কুমিল্লার বইপ্রেমীদের একত্রিত করুন।

শুভ জন্মদিন ধী - dhee বুকশপ!বই অঙ্গন প্রকাশন এর পক্ষ থেকে,  জন্মদিনের শুভেচ্ছা!
07/12/2024

শুভ জন্মদিন ধী - dhee বুকশপ!

বই অঙ্গন প্রকাশন এর পক্ষ থেকে, জন্মদিনের শুভেচ্ছা!

 #বুক_রিভিউকবিতায় যদি জীবনের ছাপ থাকে তাহলে সেই কবিতা সার্থক হয়ে উঠে, সফলতা পায় কবির ভাবনাগুলো। কবিতাকে ছন্দের মধ্যে আটক...
02/12/2024

#বুক_রিভিউ
কবিতায় যদি জীবনের ছাপ থাকে তাহলে সেই কবিতা সার্থক হয়ে উঠে, সফলতা পায় কবির ভাবনাগুলো। কবিতাকে ছন্দের মধ্যে আটকে রাখার নৈপুণ্যের বাহিরেও ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে কেউ কেউ ফুটিয়ে তুলে জীবনের কথা। প্রিয়জনকে হারানোর বেদনা কিংবা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় রচিত হয় পঙক্তিমালা। হতাশার সকল চিহ্ন আর প্রাপ্তির খাতার শূন্যতাও রূপ নেয় কবিতায়। যাপিত জীবনের সকল সুখ-দুঃখের কথাগুলো যদি কেউ কবিতায় ফুটিয়ে তুলতে সক্ষম হয় তখন অপূর্ণতা থাকে কেবল তা সঠিক পাঠকদের কাছে পৌঁছে দেয়ার। বলছিলাম "কিছু চিহ্ন থাক" কাব্যগ্রন্থে লেখক রাইসুল ইসলামের কিছু অসামান্য কবিতা লেখা নিয়ে।

পাঠ প্রতিক্রিয়া:
শুরুতেই লেখক নাম কবিতা দিয়ে গ্রন্থের যাত্রা করেছেন। কিছু কবিতায় মনে হয়েছে যেন আমার কথাগুলোই লেখক বলছেন। একটা বইয়ের প্রতিটা লেখা পাঠকের মনঃপূত না হওয়ারই পক্ষে আমি। তবে কিছু কিছু লেখা হৃদয় ছুঁয়ে যায়। ছন্দবদ্ধ কিছু কবিতা বইয়ে ছিল তবে অধিকাংশ কবিতার ছন্দ ছিল না, সেক্ষেত্রে ভাবগাম্ভীর্যের বিষয়ে ছন্দ হীন কবিতাগুলো এগিয়ে রাখবো। কবিতায় আমি প্রাণ খুঁজে ফিরি কিন্তু সেখানে বাক্য কিংবা শব্দের সীমাবদ্ধতাও জরুরি। কিছু কিছু কবিতায় লেখক একাধিক লাইনেও পুরো বাক্যের অর্থ তুলে ধরতে পারেননি কিন্তু ভাবের বহিঃপ্রকাশ ঠিকই ঘটাতে সক্ষম হয়েছেন। বেশকিছু কবিতা ছন্নছাড়া মনে হয়েছে, অর্থগত কিংবা ভাবগত মিল খুঁজে পাইনি, মনে হয়েছে লেখক শুধু লেখেই গেছেন। সুখ বিষয়টাতে আমরা খুব মানুষই আবেগে ভাসতে জানি তাই এখন অধিকাংশ লেখকরাই দুঃখের কথায় পাঠকদের আবেগে ভাসাতে পছন্দ করেন যা এই কাব্যগ্রন্থেও পরিলক্ষিত হয়েছে। তবে বইটাতে শুধু ভালোবাসার কথাতেই লেখক সীমাবদ্ধ না থেকে জীবনে যে ভালোবাসার বাহিরেও আরও অনেক কিছু তা তুলে ধরেছেন কিছু কিছু লেখায়, বিষয়টা আমাকে অভিভূত করেছে।
কিছু কবিতার কথা না বললেই নয়-
★ বিশ্বযুদ্ধের পথে সভ্যতা
★ সার্টিফিকেট
★ ঠিকানা বদল
★ বেঁচে থাকাই ভালো থাকা
★ এই শহরে পোস্ট অফিস নেই
সমালোচনা:
লেখকের প্রথম কাব্যগ্রন্থ হিসেবে যথেষ্ট ভালো করেছেন। তবে কিছু কিছু জায়গায় উন্নতি আশা করছি। কবিতার প্রাণ হলো কম শব্দের মাঝে ভাব ব্যক্ত করা। যখন বাক্যে শব্দের সংখ্যা বেড়ে যায় তখন পাঠকের সেই বাক্যের ভাব উপলব্ধির চেয়ে শব্দ বিন্যাসে মনোযোগ চলে যায়। কিছু কিছু কবিতায় সংলাপ এসেছে যা শাব্দিকঅর্থই টেনে নিয়ে যায়, ভাবগত অর্থ খুব একটা খুঁজে পাওয়া যায়নি। শেষদিকে অণুকাব্যের সংযুক্তিটা ভালো লাগেনি। শুরুতে প্রতিটি বিষয়ে অনেক বেশি বেশি লেখা ছিল যা শেষদিকে লেখক খেই হারিয়ে ফেলেছেন।

পাঠ অবয়ব:
বইয়ের প্রচ্ছদটি লেখার সাথে মানানসই হয়েছে আর বইয়ের নামকরণও যথোপযুক্ত হয়েছে। পৃষ্ঠ সজ্জা এবং পেইজ কোয়ালিটিতে সন্তুষ্ট আর কভার পেপারব্যাক হলেও দীর্ঘদিন খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

রেটিং: ৩.৭৫/৫
বই: কিছু চিহ্ন থাক
লেখক: রাইসূল ইসলাম
প্রকাশনায়: বই অঙ্গন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
মুদ্রিত মূল্য: ১৮০৳

রিভিউ লিখেছেন : Mahbubul Hasan

”সেই পুরোনো ডায়েরী” নামটির সাথে হয়তো আপনি পরিচিত।জ্বী আমি বলছি জনপ্রিয় এবং বই অঙ্গন প্রকাশন-এর বেস্টসেলার লেখক “মারুফ রু...
02/12/2024

”সেই পুরোনো ডায়েরী” নামটির সাথে হয়তো আপনি পরিচিত।
জ্বী আমি বলছি জনপ্রিয় এবং বই অঙ্গন প্রকাশন-এর বেস্টসেলার লেখক “মারুফ রুসাফী”-এর সেই পুরোনো ডায়েরী বইয়ের কথা। গতবছর ডিসেম্বর মাসে বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত হয় জনপ্রিয় এই বইটি।
আলহামদুলিল্লাহ্ এক বছরের মধ্যে আমরা বইটি ৩০০০+ পাঠকের হাতে পৌঁছাতে পেরেছি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। গতবছর অমর একুশে গ্রন্থমেলায় রকমারির বেস্টসেলার ৫০টি বইয়ের মধ্যে ৩০ নম্বরে ছিলো বইটি এবং এখনো পর্যন্ত বই অঙ্গন প্রকাশন এর রকমারির বেস্ট সেলার বই।
আপনাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে একটা বই মাত্র ৩ হাজার কপি বিক্রি হয়েছে তা নিয়ে এতো কথা বলার কী আছে?
আসলে বইটা যখন প্রকাশিত হয় তখন বই অঙ্গনের বইয়ের সংখ্যা ছিলো মাত্র ৩-৪টি এবং এখন হয়তো ২-৪ জন পাঠক বই অঙ্গন প্রকাশন এর নাম জানতে পারে কিন্তু তখন আমাদের প্রকাশনীর নামও কেউ জানতোনা এমনকি এই বই নিয়ে বিভিন্ন ‍বুকশপ থেকেও তেমন কোনো প্রচারনা আমরা পাইনি এখন যেমনটা পাই । সেই জায়গা থেকে একটা বই এতো কপি বিক্রি হওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া।

মারুফ রুসাফী ভাইয়ের প্রতি কৃতজ্ঞ নতুন একটা প্রকাশনা প্রতিষ্ঠানকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।

পাঠকদের প্রতি কৃতজ্ঞতা যারা বইটির প্রতি এতো ভালোবাসা দেওয়ার জন্য প্রতি নিয়ত বিভিন্ন মাধ্যমে বইটি নিয়ে আপনাদের মতামত পাচ্ছি।

26/11/2024

আবির অনেকদিন পর আজ নীল রঙের পাঞ্জাবি পরল। এই পাঞ্জাবিটাতে আবিরের মা নিজেই হাতের কাজ করে দিয়েছিলেন। পাঞ্জাবিটা পরলে আবিরকে বেশ ভালোই মানায়। পাঞ্জাবির সাথে মেচিং করে আবিরের মায়ের রেখে যাওয়া সেই নীল রঙের শাড়িটা আজ আবার পরল আশারীন।
নীল শাড়ি, কপালে নীল টিপ, ডাগর চোখের পাতায় ঘনকালো কাজল, ঠোঁটে হালকা গোলাপী রঙের লিপস্টিক। হাতে নীল রঙের কাচের চুড়ি। কানে ঝুলছে লতার মতো প্যাঁচানো লম্বা কানের দুল। এই বাড়ি আসার পর প্রথমবার যেমন করে সেজেছিল ঠিক তেমন করেই সাজল আজও।
আবির দরজায় দাঁড়িয়ে আশারীনের দিকে তাকিয়ে বলল,
'একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না।'
আশারীন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল,
'কোন ব্যাপারটা ?'
'তোমাকে যত বেশি ভালোবাসছি তুমি ততই বেশি সুন্দর হয়ে যাচ্ছো।'
'এটা তেমন কোনো ব্যাপার না, ভালোবাসার চোখে শাঁকচু*ন্নিকে দেখলেও পরির মতো সুন্দর লাগবে।'
'তাহলে তুমি কে?'
'কে আমি? '
'তুমি পে*ত্নী।'
'হুম আমি একমাত্র তোমার পে*ত্নী।'
আবির এক পা, দু’পা করে আশারীনের পিছন এসে দাঁড়াল।
আশারীন চুলের খোঁপা করার জন্য দু'হাত উঁচু করতেই পিছন থেকে জড়িয়ে ধরে বলল আবির,
'ভালোবাসি, অনেক অনেক বেশিই ভালোবাসি আমার এই পে*ত্নীটাকে।'
ভালোবাসি বলতেই আবিরের দু'বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাঁর দিকে রহস্যময় চোখে তাকাল সে।
আবির খুবই অপ্রস্তুত হয়ে অপরাধীর ভঙ্গিতে জিজ্ঞেস করল,
'এমন রহস্যময় চোখে তাকিয়ে আছ কেন?'
'রহস্যময় কথা বললে তো অমন ভাবে তাকাবোই?' কপাল কুঁচকে বলল সে।
অবাক হয়ে জানতে চাইল আবির,
'ভালোবাসায় রহস্য পেলে কোথায়?'
অমনি ভেংচি কেটে বলল আশারীন,
'আমাকে ভালোবাসতে চাওয়াটাই তো অনেক বড় রহস্য।'
আবির হা করে তাকিয়ে রইল। আশারীন আঁড়চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। আবিরের হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল।
আশারীন আবিরের গালে নিজের গাল ঘষতে ঘষতে বলল,
'ওলে আমার মানুষটার মন খারাপ হলো বুঝি! আমিতো এমনি এমনি একটু মজা করলাম।'
আবির হঠাৎ করেই আশারীনের গাল দু’হাতে ধরে তাঁর ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে আসলো আশারীনের ঠোঁটের কাছে।
আবিরের ঠোঁটের উপর বড় আঙ্গুলটি রেখে বলল সে,
'আমাকে আজ সন্ধ্যায় রাজাপুর ক*বরস্থানে নিয়ে যাবে?'
আবির মাথা নেড়ে সায় জানিয়ে আশারীনের আঙ্গুলটা সরিয়ে ঠোঁটের উপর ঠোঁট রাখতেই গেটের বাহির থেকে আবিরের নাম ধরে ডকতে লাগল কেউ একজন।
এত জোরে জোরে ডাকতে লাগল, তবুও তাঁরা দুজন সেই ডাক উপেক্ষা করেই হারিয়ে যেতে থাকল অনন্তকালের এক অসীম সুখের রাজ্যে।
বাড়ির ভেতর থেকে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে রেগে গিয়ে জোরে জোরে গেটের মধ্যে কয়েকটি লাথি মেরে আবারও ডাকতে লাগল,
'আবির, আবির বাড়ি আছেন? গেট টা একটু খুলুন। গেট না খুললে কিন্তু ভেঙ্গে তারপর ঢুকব। গেট টা এখনই খুলুন, আমি এসআই রাজু আহমেদ বলছি।'

★প্রকাশিতব্য উপন্যাস - আশারীন পার্ট ২
★ধরন- রোমান্টিক থ্রিলার
★লেখক - আদেল পারভেজ
★প্রকাশনা - বই অঙ্গন প্রকাশন
★প্রকাশকাল - অমর একুশে বই মেলা ২০২৫

#আশারীন #আশারীন২

আমি তারে ছুঁয়ে দেখিনি,কেন তবু, এত অনুভব!আমি কিছুই দিইনি তারে,কেন তবু সে আমার সব!কেন তারে মন- ভাবে অকারণ,নিশি হয় ভোর, সে ...
25/11/2024

আমি তারে ছুঁয়ে দেখিনি,
কেন তবু, এত অনুভব!
আমি কিছুই দিইনি তারে,
কেন তবু সে আমার সব!
কেন তারে মন- ভাবে অকারণ,
নিশি হয় ভোর, সে কি আমারই মতন-
আমায় নিয়ে ভাবে কোনো এক প্রহর?

বই : অসম্পূর্ণ সত্তা
লেখক : আদেল পারভেজ

বই : কিছু চিহ্ন থাকলেখক : রাইসুল ইসলাম
24/11/2024

বই : কিছু চিহ্ন থাক
লেখক : রাইসুল ইসলাম

আলহামদুলিল্লাহ! অমর একুশে বইমেলা ২০২৫ -কে সামনে রেখে, বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে মাহদী মল্লিক-এর তৃতীয় কাব্...
22/11/2024

আলহামদুলিল্লাহ!
অমর একুশে বইমেলা ২০২৫ -কে সামনে রেখে, বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে মাহদী মল্লিক-এর তৃতীয় কাব্যগ্রন্থ 'তোমারে নিয়াই যতো গুঞ্জন।' শীঘ্রই বইটির প্রি-অর্ডার শুরু হবে।

বই : তোমারে নিয়াই যতো গুঞ্জন
কবি : মাহদী মল্লিক
জনরা : প্রেমের কবিতা বই।
প্রচ্ছদ : পরাগ ওয়াহিদ
প্রকাশনি : বই অঙ্গন প্রকাশন
প্রকাশক : মোহাম্মদ আল-আমিন
প্রকাশকাল : একুশে বইমেলা- ২০২৫

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত নতুন ৪টি বইয়ের স্পেশাল ডিসকাউন্ট অফার! মাত্র ২৯৯ টাকা!কী কী থাকছে এই প্যাকেজে:🟢 ৪টি বই🟢 ৭...
20/11/2024

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত নতুন ৪টি বইয়ের স্পেশাল ডিসকাউন্ট অফার! মাত্র ২৯৯ টাকা!

কী কী থাকছে এই প্যাকেজে:
🟢 ৪টি বই
🟢 ৭টি বুকমার্ক
🟢 একটি নোটপ্যাড
🟢 একটি চকোলেট

বইয়ের তালিকা এবং আলাদা অফার মূল্য :
১. মেঘমল্লার - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মুদ্রিত মূল্য : ৩০০৳
অফার মূল্য : ১২০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
বইয়ের ধরন : পেপারব্যাক (ক্রাউন সাইজ)

২. মৌরীফুল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মুদ্রিত মূল্য : ২৫০৳
অফার মূল্য : ১০০৳
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
বইয়ের ধরন : পেপারব্যাক (ক্রাউন সাইজ)

৩. তালনবমী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মুদ্রিত মূল্য : ২০০৳
অফার মূল্য : ৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
বইয়ের ধরন : পেপারব্যাক (ক্রাউন সাইজ)

৪. অণুপমার প্রেম ও অভাগীর স্বর্গ (এক মলাটে ২টি গল্প)
মুদ্রিত মূল্য : ১৬০৳
অফার মূল্য : ৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ১১২
বইয়ের ধরন : হার্ডকভার (পকেট সাইজ)

প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন :
বিচিত্র - বই ঘর Book Fest Bangladesh বইয়ের খনি পাঠকের ঠিকানা বইনগর - Boinagar Bangla Bazar Books The Book Harbour Book Fiesta - বুক ফিয়েস্তা Bookiefy - বুকিফাইBhramaputra Book 99 - BOOK SHOP বুকলেট.কম বইবাগ - BoiBag বুক ফাইল - Book file বুক ওয়ার্ল্ড বিক্রমপুর বইঘর অনুস্বর Book Village বুক সার্ভিস-Book Service বইয়ের অবনী এছাড়াও সকল অনলাইন বুকশপ থেকে।

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত নতুন ৪টি বই।আলহামদুলিল্লাহ্ প্রথম মুদ্রন শেষ হলো। পরশু থেকে দ্বিতীয় মুদ্রনের বইগুলো আমাদে...
19/11/2024

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত নতুন ৪টি বই।
আলহামদুলিল্লাহ্ প্রথম মুদ্রন শেষ হলো। পরশু থেকে দ্বিতীয় মুদ্রনের বইগুলো আমাদের বাংলাবাজার কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত ৪টি বই!এখান থেকে ৮০০ কপি বই সংগ্রহ করলো বিচিত্র - বই ঘর আমাদের প্রকাশনীর যেকোনো বই সুলভ ম...
17/11/2024

বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশিত ৪টি বই!
এখান থেকে ৮০০ কপি বই সংগ্রহ করলো বিচিত্র - বই ঘর আমাদের প্রকাশনীর যেকোনো বই সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তাদের থেকে।
এছাড়াও @পাঠকের ঠিকানা বইয়ের খনি Book Fest Bangladesh তারাও বেশকিছু বই সংগ্রহ করলো।

আলহামদুলিল্লাহ! অমর একুশে বইমেলা ২০২৫ -কে সামনে রেখে, বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে মোঃ মেহেদী হাসান-এর কাব্যগ...
15/11/2024

আলহামদুলিল্লাহ!

অমর একুশে বইমেলা ২০২৫ -কে সামনে রেখে, বই অঙ্গন প্রকাশন থেকে প্রকাশ হতে যাচ্ছে মোঃ মেহেদী হাসান-এর কাব্যগ্রন্থ "আমারে একটু মনে রাইখো"। খুব শীঘ্রই বইটির প্রি-অর্ডার নেয়া শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি আমারে একটু মনে রেখো বইটি আপনাদের মনে জায়গা করে নেবে।
সবার কাছে দোয়ার দরখাস্ত এবং বইয়ের কথা ছড়িয়ে দেবার অনুরোধ রইলো।।

ভুলে যাওয়ার যুগে কেউ কেউ বিচ্ছিরি ভাবে দাঁত কামড়ে মনে রেখে দেয় অতীত স্বপ্নের যাত্রাপথ। যে পথের চারপাশ ঘিরে আছে পাথুরে পাহাড় দেয়াল, মাঝখানে দাঁড়িয়ে আমরা কেবল বেদনা কুড়াই।
'আমারে একটু মনে রাইখো' বইটি বেদনা শব্দে গাঁথা এক নকশীকাঁথা। যার প্রতিটি ফোড়নে লুকিয়ে আছে হৃদয়ের আর্তনাদ, বুক ভরা না পাওয়া ভালবাসার চিহ্ন।

▪️ বই: আমারে একটু মনে রাইখো।
▪️ লেখক: মোঃ মেহেদী হাসান
▪️ প্রকাশকাল: বইমেলা ২০২৫
▪️ প্রচ্ছদ: Kazi Forhad
▪️ প্রকাশনী: বই অঙ্গন প্রকাশন
▪️ প্রকাশক: মোহাম্মদ আল আমিন

Address

34 Northbrook Hall Road, Madrasha Market, (5th Floor) Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when বই অঙ্গন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই অঙ্গন প্রকাশন:

Videos

Share

Category