Jion's Thought

Jion's Thought Politicians, Always Stand With People's Rights

07/01/2025

ইলিয়াস হোসাইন এর টকশোতে মেজর ডালিমের বয়ান! কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা?
Elias Hossain | Major Dalim | Azizol Haque Jion

05/01/2025

ছাত্রলীগ ফিরবে শিবির হয়ে, আওয়ামী ফিরবে জামাত হয়ে! Azizol Haque Jion

#জামাত #শিবির #বিএনপি #ছাত্রদল

ধীরে ধীরে জুলাই আগস্ট এর সব স্মৃতিগুলোকেই মুছে দিচ্ছে ফ্যাসিস্টদের দোসররা!
29/12/2024

ধীরে ধীরে জুলাই আগস্ট এর সব স্মৃতিগুলোকেই মুছে দিচ্ছে ফ্যাসিস্টদের দোসররা!

08/11/2024

ঢাবি ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা! নেপথ্য এবং পরিণতি।

#ছাত্রদল #শিবির

13/10/2024

বিপ্লবের চেতনা ধুলিস্যাৎ হওয়ার পথে! হঠাৎ করে জামাতের প্রপাগান্ডা কেন?

আমার এক বন্ধু বিরাট বড় কোকের পাগল, সে কোকের পিছনে এই দুই বছর যত টাকা ঢালছে তাতে মনে হয় গাজীপুর সিটি কর্পারেশনে এক দুই খা...
08/06/2024

আমার এক বন্ধু বিরাট বড় কোকের পাগল, সে কোকের পিছনে এই দুই বছর যত টাকা ঢালছে তাতে মনে হয় গাজীপুর সিটি কর্পারেশনে এক দুই খান বাড়ি বানানো যেতো।
ইদানীং সে কোক খাওয়া ছেড়ে দিয়েছে। এর আগেও ওজন কমানোর তাগিদে সে একশ চল্লিশ বারের বেশি কোক ছাড়ার ঘোষণা দিয়েছে, ঘোষণা দেওয়ার পরপরই তার কোকের জন্য গলা শুকিয়ে গেছে, সে ঝপাৎ করে কোক কিনে খাওয়া শুরু করেছে। এইবারও আমরা তাই ভেবেছি, দুদিন পরই কপকপ করে কোক খাবে।
কিন্তু সে খেলোই না। শুধু কোক না, পেপসি টু যত ই*স*রা*ইলের পন্য বাদ দেওয়া সম্ভব সবই বাদ দিয়ে ঝিম মেরে বসে রইলো। অন্যসব বাদ দেওয়া তার জন্য দূরহ নাও হতে পারে, কিন্তু চার মাস সে কোক পুরো ছেড়ে বসে আছে এই তথ্য তার নিজের আম্মা জানার পরও বিশ্বাস করেনি, আমরা তো দূরের কেইস।
কারণটা খুব সাধারণ, তার একার কোক খাওয়া না খাওয়াতে হয়তো তেমন কিছু আসবে যাবে না, কিন্তু এটা তার জন্য মনের শান্তি। দুনিয়ার এক প্রান্তে নির্বিচারে গনহ*ত্যা চলছে, আর সেই গনহ*ত্যার মূলনায়কের একটা প্রডাক্ট বর্জন করে যতটা সম্ভব প্রতিবাদ করছে।

আর দশটা মানুষের প্রতিবাদ হয়তো এই লেভেলেই থেমে যেতো, কিন্তু সে আরেকটা কাণ্ড ঘটিয়ে ফেলল, টার্ম ফাইনালের প্রেজেন্টেশনের পিপিটি ফাইলের শেষ
স্লাইডকে আমরা বলি থ্যাংক ইউ স্লাইড। এই স্লাইড অন্য সবাই ফুল পাতা লতা দিয়ে সাজিয়ে একসার করে। সে পুরো উলটো কাহিনি করে বসলো।
থ্যাংক ইউ স্লাইডের বদলায় গাজার ধ্বং*সস্তুপের ছবি সাথে হ্যাশট্যাগ স্টপ গাজা জে*নোসাইড দিয়ে প্রেজেন্টেশন শেষ করলো। পুরো রুমে পিন পতন নিরবতা। দুই কোর্স ইন্সট্রাকটর কটকট করে তার দিকে তাকিয়ে আছে।

"রিসার্চ ওয়ার্কে রাজনীতি ঢুকানোর কারণে তোমাকে আমি জিরো দিতে পারি এই তথ্য জানো?" এক স্যার খড়খড়ে গলায় বলল।
আমার বন্ধু শান্ত গলায় বললো, "এটা রাজনীতি না স্যার, এটা জে*নোসাইড। এখানে নির্বিচারে মানুষ মারা হচ্ছে। রিসার্চ করে কি লাভ যদি মানুষই না বাচে? সাইন্স ইজ ফর পিপল।"

আরেক কোর্স ইন্সট্রাকটর কড়া গলায় বলল, এতে কি লাভ হলো? তোমার এই প্রেজেন্টেশন তো ই*জ*রা*&ইল দেখে নাই যে তারা তোমার প্রতিবাদের ঝড়ে উড়ে যুদ্ধ থামাবে।"
"এই রুমের ত্রিশজনের মত মানুষ আছে, স্যার। এই ত্রিশজন মানুষ এই প্রেজেন্টেশন দেখবে। তারা আজকে একবার হলেও এই গণহত্যার কথা ভাববে। ত্রিশজনের মধ্যে পনেরজন বাসায় গিয়ে এটা নিয়ে সার্চ দেবে, শেয়ার দেবে। এই পনেরজনের মধ্যে একজন হয়ত ভবিষ্যতে বড় কোনো পজিশনে যাবে। আমাদের পক্ষ থেকে সে তখন বলতে পারবে। ইট'স লাইক এ চেইন রিয়েকশন।"
আমার বন্ধুর উত্তরটা ছিলো এইরকম।

ক্লাশের পিনপতন নিরবতা ভেঙে তালির শব্দে সে দিন ডিন অফিস থেকে লোক পর্যন্ত ছুটে এসেছিলো।

গল্প এখানেই শেষ। তবে একটা ছোট তথ্য শেয়ার করার লোভ সামলাতে পারছি না। সেই প্রেজেন্টেশন আমার বন্ধু পেয়েছিল ২০ মার্ক। পুরো প্রেজেন্টেশনে মার্ক ছিলো ১৫, এক্সটা ৫ নাম্বার সে পেয়েছে খুব সহজ একটা কারনে, কারণ সে তার শেষের স্লাইড দিয়ে প্রুভ করতে পেরেছে "রিসার্চ ইজ ফর পিপল।"
এবং একটা ছাত্র ছাত্রীও, আমাদের মিনমিনা শয়তান টপারগুলো পর্যন্ত বিন্দুমাত্র কথা বলেনি তার মার্কিং নিয়ে।

আমার এই কাহিনি শেয়ারের উদ্দেশ্য খুব সাধারণ। রা*ফায় যে গনহ*ত্যা চলছে, তা নিয়ে যারা শেয়ার করছে বা লেখালিখি করছেন তারা প্রায়শই হয়ত শুনে যাচ্ছে, "তুমি একলা কি করবা? তারা কি তোমার কথায় যু*দ্ধ বন্ধ করবে?"

উত্তরটা হচ্ছে একা একা না। আপনার আমার শেয়ার করা এই লেখা বা ভিডিও আর দশটা মানুষের কাছে যাবে, তারাও দেখবে আর জানবে পৃথিবীর অন্যপ্রান্তে আপনার আমার মতোই মানুষগুলো কি ভয়ংকর বিভীষিকাময় দিন কাটাচ্ছে।

এইটুকু মানুষ হয়ে জানতে হয়, অন্যকে জানাতে চাইতে হয়। মানুষ হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্তগুলোর একটা হলো ভয় পাওয়া। চুপ থাকতে থাকতে অন্তরের মনুষ্যত্ব নামক ব্যাপারটা সিলগালা হয়ে গেলো নাকি সেই ভয় পাওয়া।

অন্তত এইটুকু ভয় আমাদের পেতে হবে। গাজা বা রা*ফার মানুষদের জন্য তো বটেই, আমাদের নিজেদের মনুষ্যত্ব টিকিয়ে রাখার জন্য হলেও আমাদের বলতে হবে, "স্টপ জে*নোসাইড, ফ্রি প্যা*লেস্টাইন।"

কেউ শুনুক, আর নাই বা শুনুক।
--- সংগৃহীত

04/09/2023

বিবৃতিতে স্বাক্ষর করলেন না এমরান আহমেদ ভূঁইয়া!

প্রতিবাদ শুরু হয়ে গেছে!!
আমি আপনি কি প্রস্তুত?

01/09/2023

ছাত্রলী_গের ৫ লক্ষ লোকসমাগমের ঘোষণা!
কোথা থেকে নিয়ে আসবে এত লোক?
নেপত্য ঘটনা!!

https://youtu.be/-xBCIVLceb8

28/08/2023

আইন_মন্ত্রী আজ একি বললেন?

অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে নিয়ে এই ধরনের মিথ্যাচার!

27/08/2023

এই প্রথম বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাহিরের কোন প্রোগ্রামে!

বিএনপি কি তবে নিশ্চিত ক্ষমতায় আসছে?

BRICKS থেকে কি পেল বাংলাদেশ?

ইউটিউব ভিডিও লিংক :https://www.youtube.com/watch?v=u9MaqdlXnAc&ab_channel=Jion%27sThought

20/08/2023

৩৬ ঘন্টা তারা কোথায় ছিল?

আমার ভাইদের চেহারা দেখে মনে হয় না তারা ভীত বা শঙ্কিত!
Azizol Haque Jion | Jion's Thought

19/08/2023

অবশেষে আওয়ামীলীগ সরকার মহা খুশি!
কিন্তু আদৌ কি খুশি হওয়ার কোন কারণ আছে?

#স্যাংশন #যুক্তরাষ্ট্র #বাংলাদেশ #নির্বাচন #পুলিশ #রাজনীতি #ভারত #আওয়ামীলীগ #বিএনপি #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #তারেকরহমান

17/08/2023

চঞ্চল চৌধুরীরা
সুশীলতার বেশ ধরতে চাচ্ছে!

যারা কিনা থাকার কথা ছিল রাজনৈতিকভাবে নিরপেক্ষ
তারাই হয়েছিল একটি বিশেষ পক্ষ।
আজ তারাই সুশীলতার ভান ধরতে চাচ্ছে।
উনাদের সহযোগিতার কারণে দুই দুইটা প্রহসনের নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।

ফুটনোট: সরি চঞ্চল আহমেদ না, চঞ্চল চৌধুরী
আশা করি ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

#স্যাংশন #যুক্তরাষ্ট্র #বাংলাদেশ #নির্বাচন #পুলিশ #ভিসানীতি #রাজনীতি #ভারত #আওয়ামীলীগ #বিএনপি #প্রধানমন্ত্রী #শেখহাসিনা
#তারেক_রহমান #খালেদা_জিয়া

16/08/2023

প্রতিমন্ত্রী থেকে ওসির ক্ষমতা বেশি!
আও/য়ামী/লীগের রাজনীতি আজ কোথায়!

#স্যাংশন #যুক্তরাষ্ট্র #বাংলাদেশ #নির্বাচন #পুলিশ #ভিসানীতি #রাজনীতি #ভারত #আওয়ামীলীগ #বিএনপি #প্রধানমন্ত্রী #শেখহাসিনা

14/08/2023
13/08/2023

বাংলাদেশের নির্বাচন প্রশ্নে গণতান্ত্রিক দেশ তথা পশ্চিমা বিশ্ব সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন সরকার যাতে করে এরকম একটা পরিবেশ তৈরি করেন যে পরিবেশে সুষ্ঠ, স্বাভাবিক, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিন্তু বর্তমান কাঠামোতে এটা সম্ভব নয়।
তাই সরকার যদি দ্রুততার সহিত এ বিষয়ে বিরোধী দলগুলোর সাথে বসে একটা শান্তিপূর্ণ সমাধান না বের করতে পারে তাহলে হয়তোবা খুব শীঘ্রই এদেশের অনেকেই স্যাংশনের আওতাভুক্ত হবে।

#স্যাংশন #ভারত #নির্বাচন #আওয়ামীলীগ #বিএনপি #প্রধানমন্ত্রী #শেখহাসিনা

08/08/2023

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jion's Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share