Half circle

Half circle I am starting a new journey with you. I will try to make you happy through this page. I'm studying. I have been living in Dhaka for a long time.

And I write poems and sing songs as a hobby

27/11/2023

.....আমি শুনি, আমি ভুলে যাই।....আমি দেখি, আমি মনে রাখি।....আমি অনুশীলন করি, আমি শিখি।....আমি শিখাই, আমি চৌকস হয়ে উঠে।

এই ছেলের নাম মারুফ, কদিন আগে বাসে আ, গু,ন দিয়ে ৩০০০ টাকা পেয়েছে এলাকার নেতা থেকে।এই টাকা দিয়ে, গায়ের নতুন জামা কিনেছে, ভ...
23/11/2023

এই ছেলের নাম মারুফ, কদিন আগে বাসে আ, গু,ন দিয়ে ৩০০০ টাকা পেয়েছে এলাকার নেতা থেকে।

এই টাকা দিয়ে, গায়ের নতুন জামা কিনেছে, ভাত খেয়েছে আর দোকানে যেই বাকি ছিলো সেটা পরিশোধ করেছে।

ভাতের দাম যখন একটি বাসের দামের সমান। ইনফ্লেশনকে এর চেয়ে ভালোভাবে এক্সপ্লেইন করা যায়না।

23/05/2023

পটুতা
কবি আদিত্য নজরুল

কণ্ঠেঃ সাগরিকা নাসরিন
এডিটিংঃ শারমিন শর্মা


KOBIT - THZ

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻
14/04/2023

সে জানে না, সে নিজেও একটি ফুল! ❤🌻

─𝗟𝗼𝘃𝗲 𝗮 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝘄𝗵𝗼 𝘁𝗿𝗶𝗲𝘀 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗯𝗲𝘀𝘁 𝘁𝗼 𝘂𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱 𝘆𝗼𝘂 - 🖤🙃🥀•─এমন মানুষ'কে 'ভালোবাসো' যে তোমাকে বোঝার জন্য সবোর্চ্চ চেষ্ট...
17/03/2023

─𝗟𝗼𝘃𝗲 𝗮 𝗽𝗲𝗿𝘀𝗼𝗻 𝘄𝗵𝗼 𝘁𝗿𝗶𝗲𝘀 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗯𝗲𝘀𝘁 𝘁𝗼 𝘂𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱 𝘆𝗼𝘂 - 🖤🙃🥀

•─এমন মানুষ'কে 'ভালোবাসো' যে তোমাকে বোঝার জন্য সবোর্চ্চ চেষ্টা করে -!!! 💚🙂🥀

 #বাবাদেশের আদালতের রায়ে বাবা হেরে গেলেন৷ তিন সন্তানের তিনজনকেই পেলেন মা৷ বাবারা সবসময় হেরেই যান৷ সেটা ধর্মীয়, রাষ্ট্...
31/01/2023

#বাবা
দেশের আদালতের রায়ে বাবা হেরে গেলেন৷ তিন সন্তানের তিনজনকেই পেলেন মা৷ বাবারা সবসময় হেরেই যান৷ সেটা ধর্মীয়, রাষ্ট্রীয় কিংবা বাস্তবতার বিবেচনায়৷ আমি একজন বাবা৷ তবুও ঘুম থেকে উঠে আমার মেয়ে প্রথমে তার মাকে খোঁজে৷ কোথাও ব্যথা পেলে কিংবা অসুস্থ হলে বাবা নয়, মা বলেই কাঁদে৷ তার মায়ের সঙ্গে আমার যখন উচ্চবাচ্য হয়, পরিস্থিতি বিবেচনার প্রয়োজন নেই, মেয়ে সবসময়ই মায়ের পক্ষে৷ মুসলিম আইন বলে, বাবা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনগত অভিভাবক হলেও মা হবেন তত্ত্বাবধায়ক। সব থেকেও বাবারা সবসময়ই ভারপ্রাপ্ত৷

অথচ মধ্যরাতে যখন ঘুম ভেঙে যায়, আবছায়া আলোয় যখন মেয়ের মুখটার দিকে তাকাই, মনে হয় জীবনটা মন্দ নয়৷ মেয়ে একটা অনাকাঙ্খিত হাঁচি দিলেও চোখের কোনে জমে মেঘ, দুনিয়া আমার অন্ধকার৷ মা ৯ মাস তাকে বহন করেছে৷ তবে এই নয় মাসের প্রতিটা দিন আমি কয় ঘণ্টা ঘুমিয়েছি হিসেব করে বলে দিতে পারবো৷ আমৃত্যু আমার মেয়েকে আমি বহন করবো ইন-শা-আল্লাহ৷ তবে কোন দায়বদ্ধতায় নয় 'শর্তহীন ভালোবাসায়'৷ তবে আমি জানি, আমি সবসময়ই ভারপ্রাপ্ত৷

সন্তানরা ফোনের ওপাশে প্রথমে মায়ের কণ্ঠই প্রত্যাশা করেন৷ ঘরোয়া আড্ডাতে মা মধ্যমণি, বাবার সঙ্গে কথা বলাতে আরামের অভাব৷ বাবা মানে প্রত্যাশা, বাবা মানে চাহিদা পূরণের হাতিয়ার৷ বাবা মানে গাধার মতোন খেটে যাওয়া৷ তাতে অবশ্য কোন বাবাই ক্লান্ত নন৷ কারণ বাবাদের ক্লান্তি ছুঁতে মানা৷ কিন্তু যখন স্বীকৃতির কথা আসে, কেন জানি বাবারা সবসময়ই পিছিয়ে৷ বাবারা যে হিমালয়, বাবারা বড্ড অসহায়৷

28/12/2022

ভালোবাসা ছির দিন বেছে থাক

যারা ছিনিয়ে খায়তাদের পেট কখনো ভরে না,আর যারা বিলিয়ে খায়তারা কখনো উপোস থাকে না।লেখা:  মাহমুদা হাবিব
28/11/2021

যারা ছিনিয়ে খায়
তাদের পেট কখনো ভরে না,
আর যারা বিলিয়ে খায়
তারা কখনো উপোস থাকে না।
লেখা: মাহমুদা হাবিব

মানুষ মরে যাচ্ছে-মানুষের অভাবে; মানুষ টেরই পাচ্ছে না!লেখা - মোহাম্মদ আন্দালিভ ইয়াসিন
28/10/2021

মানুষ মরে যাচ্ছে-মানুষের অভাবে; মানুষ টেরই পাচ্ছে না!

লেখা - মোহাম্মদ আন্দালিভ ইয়াসিন

"আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোন পোশাক নেই; আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোন মানুষ নেই।" গুডমর্নিং বাংলাদেশ!
24/10/2021

"আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোন পোশাক নেই; আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোন মানুষ নেই।"

গুডমর্নিং বাংলাদেশ!

এক অন্যরকম অনুপ্রেরণা
19/10/2021

এক অন্যরকম অনুপ্রেরণা

জীবনে কাছে থাকার চেয়ে পাশে থাকাটা বেশী জরুরী___শিমুল মুস্তাফা
18/10/2021

জীবনে কাছে থাকার চেয়ে পাশে থাকাটা বেশী জরুরী
___শিমুল মুস্তাফা

16/10/2021

শরৎচন্দ্র বলেছেন
আমি যাকে কেন্দ্র করে ঘুরি
না পেলাম তার কাছে আসার অধিকার
না পেলাম তার থেকে দূরে যাওয়ার অনুমতি।
লেখাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কন্ঠেঃ মেঘলা আফরিন

সময়টা বড্ড  অদ্ভুত  কাউকে  বলে ধৈর্য  ধরো সব পাবে,অাবার কাউকে বলে সময় কারো জন্য অপেক্ষা  করে  না।
07/10/2021

সময়টা বড্ড অদ্ভুত কাউকে বলে ধৈর্য ধরো সব পাবে,অাবার কাউকে বলে সময় কারো জন্য অপেক্ষা করে না।

আমার বিকল্প হাজার টা পাবে, আমারে পাবে না। © Shiuli Soma
06/10/2021

আমার বিকল্প হাজার টা পাবে,
আমারে পাবে না।

© Shiuli Soma

মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার...
27/09/2021

মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার রাজত্ব।
লেখা : ফ্রাংকলিন

08/09/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Half circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Half circle:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share