Boi Bangladesh

Boi Bangladesh বই মানুষের প্রকৃত বন্ধু,
সকল প্রকার ব?
(3)

বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।

যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া য

ায় সেগুলি দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্থ’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।

কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।

আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।
যাইহোক, অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করলেও আমরা অফলাইনে কিছু কাজ করার উদ্দ্যোগ নিয়েছি,

১) বাংলাদেশের সকল জেলা, উপজেলা , ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অনত পক্ষে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা।
২) বই পড়াকে অনেক আকর্ষনীয় করতে বিভিন্ন ধরনের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া।
৩) নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করা।
৪) মেধা ও পছন্দের ভিত্তিতে তরুণ- তরুণীদের ক্যরিয়ার কাউন্সিলিং, সহ আরো কিছু পরিকল্পনা আছে আমাদের যা, ছোট মুখে বড় কথার মতো শুনাবে।

অর্থের উৎসঃ
তেমন কিছুই নাই, আমরা কয়েকজন মিলে ধীরে ধীরে আগাচ্ছি, একটি সামাজিক কর্ম হিসাবে যেহেতু করছি, তাই নিজেদের সুবিধা মতো সহযোগীতাই সাবাই করেন। যদি কেউ পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন।
… চলবে …

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Boi Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boi Bangladesh:

Share

boi.com.bd

বই ডটকম.বিডি নামে আমরা এই ই-কমার্স ও অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি - ২০১৮ সালের শেষের দিকে, আমাদের উদ্দেশ্য মুল উদ্দেশ্য বই বিক্রি নয় বরং আমাদের দের উদ্দেশ্য হলো - মানুষকে বই পড়াতে উৎসাহিত করা এবং পড়াশুনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বস্তব জীবনে প্রয়োগ করা।

যেহেতু আমাদের শিক্ষা জীবন শুরু হয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজাতে সাজাতে , আর টোনা-টুনির গল্প থেকে অন্যের সাথে মিথ্য বলে কিভাবে মজা নেওয়া যায় সেগুলা দিয়ে। আবার যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আবার দেখি, “ আমরা এমন কিছু পড়ে যাচ্ছি , যার কোন বাস্তব প্রয়োজন নাই । এভাবে অবচেতন মনেই আমরা একসময় বিদ্যা ও পড়া বিমুখী হয়ে গেছি। মুখস্ত’র চাম্পিয়নরা এগিয়ে গেলেও অনেকেই মেধাবী হোয়া সত্বেও এগুতে পারিনি।

কিন্তু আমরা জানিই না যে , এমন অনেক বই আছে যা আমাদের আবেগ , পছন্দ ও পেশার সাথে মানানসই, নিয়মিত বই পড়ে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে অনেক গতি আনতে পারি।

আবার বিজ্ঞানিদের মতে, বই পড়া হলো মস্তিস্কের জন্য খুবই উপকারী একটি ব্যায়াম, যা আপনাকে বহু ধরনের মস্তিস্কের জটিলতা থেকে রক্ষা করবে।