All in one/একের ভিতর সব

All in one/একের ভিতর সব ফলো দিয়ে আমার পাশে থাকুন আশা করি কিছু শিখতে পারবেন।

কমেন্টে বলে যান
24/10/2024

কমেন্টে বলে যান

সেভ করে রাখুন কাজে লাগবে।কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।★. পর্চা বা খতিয়ান। ★. দলিল। ★. ম্যাপ বা নকশা।...
15/09/2024

সেভ করে রাখুন কাজে লাগবে।
কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট।
★. পর্চা বা খতিয়ান।
★. দলিল।
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রায়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।
★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন।
জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস।
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
★★. খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।

★★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
★★.মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগতে পারে।
মূলতঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে।
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়।

23/08/2024

১৮ কোটি নাগরিক থেকে ১০ টাকা করে নেন, ১৮০ কোটি টাকা হয়, দরকার হলে বেশি দিব।
তবুও ভারতের বাঁধের বিপরীতে বাঁধ চাই।

05/08/2024

শেখ হাসিনা দেশ তেগের ভিডিও

03/08/2024

বুকের ভিতর ঝর
বুক পেতে দিয়েছি গুলি কর

03/08/2024

পৃথিবীর কোন বাবাই সন্তানের লাশ বহন করতে পারে না।

07/07/2024

নায়ক হতে পারলো না আলিসন বেকার খলনায় থেকে গেল

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। আমরাই তো আমরা। স্বামী স্ত্রীর সম্পর্ক🫂  🫶তো স্ত্রীর কাছ থেকে স্বামী সুবিধা নিবে এ...
03/07/2024

ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। আমরাই তো আমরা। স্বামী স্ত্রীর সম্পর্ক🫂 🫶তো স্ত্রীর কাছ থেকে স্বামী সুবিধা নিবে এটাই তো স্বাভাবিক, দেশ বিক্রির কি দেখেন আপনারা 🧐🧐🧐

উৎসাহ পেলে আরও আঁকবো
31/05/2024

উৎসাহ পেলে আরও আঁকবো

কোটি টাকার রঙে হাগে( আগে) এখন হাসে
20/04/2024

কোটি টাকার রঙে হাগে( আগে) এখন হাসে

12/04/2024

ঈদ মোবারক 🌜🌜🌙

27/02/2024

ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে কাউকে অপমান, অপদস্থ করলে ২ বছরের কারাদণ্ড।
সাইবার নিরাপত্তা আইন

25/02/2024

সবে অর্থ-রাত
বরাত অর্থ মুক্তি।
অর্থাৎ মুক্তির রাত আজকে। 🤲🤲🤲

22/02/2024

দলিল যার জমি তার
নতুন আইনে মামলা দায়ের করুন ৩ মাসেই বেদখল জমি উদ্ধার করুন।

22/02/2024

নতুন ভুমি আইনে আগের রেকর্ড যদি আপনার থাকে এবং পরের রেকর্ড যদি খাস থাকে তাহলে সরকার আর ভুমিহীন দিবে না। জমি আপনারই থাকবে।

22/02/2024

ওয়ারিশ বঞ্চিত করে জমি বিক্রি করলে সেই দলিল টিকবে না। এবং বিক্রয়তার জেল জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

Address

Dhaka
1100

Telephone

+8801951202260

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in one/একের ভিতর সব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All in one/একের ভিতর সব:

Videos

Share