Last Quote - শেষ উক্তি ツ

  • Home
  • Last Quote - শেষ উক্তি ツ

Last  Quote - শেষ উক্তি ツ The speech before your death are your last quote for us

25/01/2025

কিছু বন্ধুত্ব থাকেনা? কোনো জেলাসি নাই, কম্পিটিশন নাই, অবিশ্বাস নাই; যেখানে একজন আরেক জনের ভালো চায়, খারাপ দিনে সঙ্গ দেয়, একজন বিপথে চলে গেলে আরেকজন ঘাড় ধরে সঠিক পথে নিয়ে আসে, গাইড করে যায়- এই বন্ধুত্ব গুলো প্রেশাস! খোদা প্রদত্ত উপহার।

এইরকমের দুই-তিনজন বন্ধু পেলেই নিজেকে ভাগ্যবান ভাবেন!🖤

#ছোটগল্প

#বন্ধুত্ব

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথে...
27/12/2024

ইশ! বিয়ের নিয়মটা যদি এমন হতো।❤️

ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।

বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসাই থাকবে।

আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।

সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে হবে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে বাট কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।

দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলু মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি-বাকরি, অথবা ব্যাবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসাই তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবেনা কোনো যিনা, হবেনা কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বুঝা উচিত। ❤️🌸💓💕

#হালাল_বিয়ে #হালালসম্পর্ক ゚

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এ...
02/07/2024

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দরম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভাল।

Collected post.

13/06/2024

জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানেই শূন্যতা নয় মাঝে মাঝে হারানোর মাঝেই থাকে প্রাপ্তির পূর্ণতা!

13/06/2024

বিয়ার উদ্দেশ্যে প্রেম করা,
কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতোই 🙃

06/10/2023

Allah Se Darooo

I'm hiring!I'm looking for a "junior wife" to join my life.Job type: Full-time.Career Level: Entry Level (zero experienc...
15/07/2023

I'm hiring!

I'm looking for a "junior wife" to join my life.

Job type: Full-time.

Career Level: Entry Level (zero experience is preferable).

Salary: Confidential.

Requirements:
- Bachelor's degree.
- Minimum of 2 years of experience in cooking.
- Good communication skills.
- Respectable and decent.
- Ability to work under stress.
- Obedient and loving.
- Passionate and goal-oriented.
- Good command of English to call me "baby" and "sweetie" in the morning and after midnight.

Interested candidates can send their CVs inbox

08/06/2023

শুভ রাত্রি প্রিয়তমা🥰🥀

04/06/2023

এই রিপোর্টারকে অস্কার দেওয়া উচিৎ 🫡🫡

07/05/2023

বুঝলে তো ব্যাপারটা🤔🤔

11/04/2023

তোমার জন্য হাত রাঙিয়েছি তোমার দেওয়া মেহেদী'তে🥰💯🥀

23/03/2023

ঢাকা শহরে টাকা পয়সা কামানো টাফ।

তবে, একজন রিক্সাওয়ালা মাসে অন এভারেজ কামায় ৩০/ ৩৫ হাজার টাকা।

একজন উবার চালক অলমোস্ট ৪০ হাজার টাকা কামায়।

একজন ডেডিকেটেড ঝালমুড়ি বিক্রেতা কামায় ৬০ হাজার টাকা।

একজন ডাব বিক্রেতা সব খরচ বাদ দিয়া কামায় ৬৫ হাজার টাকা।

একজন রাস্তার ধারের চা দোকানদার সঠিক পজিশনে বসতে পারলে কামায় ৩৫ হাজার টাকা।

বাসে ঘুরে ঘুরে পানি, জুশ বিক্রেতা কামায় ২৭ হাজার টাকা।

১৫/২০ বছর পড়াশোনা করা একজন ফ্রেশ গ্রাজুয়েট কামায় ১০/১৫ হাজার টাকা। তাও শইল্যের তেল পানি খরচ কইরা অনেক অনেক গালিগালাজ সহ্য কইরা।

সাথে আবার মাসে ১০/১২ বার সুইসাইডাল চিন্তাভাবনা।

এই যুগে পড়াশোনার ভ্যালুটা আসলে ঐভাবে আমি আর দেখতে পাইতেছি না।

সব থেকে জরুরি শিক্ষা হইলো ফ্যামিলি শিক্ষা আর যোগ বিয়োগ জানা।

বাকী সব এখন স্ক্যাম।

16/03/2023

বাংলাদেশ টাকা রোজগারের জন্য "পড়াশোনা করা" সবচেয়ে দূর্বল Investment...!

04/03/2023

- জীবন হচ্ছে..!🙂
- মৃত্যুর কাছ থেকে ধার নেয়া কিছুটা সময়.!💔🥀

28/02/2023

বন্ধুবান্ধব হইলো কুত্তার বাচ্চার মতো। হওয়ার সময় অনেক গুলা হয়, পরে গিয়ে ২-৩টা টিকে

Address


Alerts

Be the first to know and let us send you an email when Last Quote - শেষ উক্তি ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Last Quote - শেষ উক্তি ツ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share