Primeasians' Untold Love Story

Primeasians' Untold Love Story প্রিয় মানুষটিকে অাপনার ভালোবাসার কথা শেয়ার করুন আমাদের মাধ্যমে 🌼❤️

  No:03Crush name:Lima akter🥺Department:PHN-192From:তোমার সিনিয়র ভাই🥲আমি "ইকার্দির মতো পরকীয়া করব না। আবার " রোনালদোর মত...
10/12/2022

No:03

Crush name:Lima akter🥺

Department:PHN-192

From:তোমার সিনিয়র ভাই🥲

আমি "ইকার্দির মতো পরকীয়া করব না। আবার " রোনালদোর মতো নিজেকে সেরা দাবি করব না। বিশ্বাস কর আমি "নেইমারের" মতো দুর্বল নই। মেসির মতো এলিয়েন না ভেবে আমাকে একটা বার মানুষ ভাব। 'বেঞ্জেমার' গোল মিসের মতো ভুল করে তোমাকে হারাতে চাই না। তোমার সাথে " পেপের মতো ঘাড় ত্যারা হব না। মাঝরাতে রামোসের মতো পিটানি দিব না,পিকের আত্মঘাতী গোলের মত এত বড় ভুল জীবনে ও করব না। তুমি ইচ্ছে করলে রেগে গিয়ে "সুয়ারেজের " মতো কামড় দিতে পার। তবুও আমি হিগুয়েইনের মতো চুপ থাকব। "কার্লোসের" বাঁকানো শটের মতো কখনো'ই বাঁকা ত্যাড়া কথা বলব না। তবুও 'ডেভিড লুইসের ' মতো আমিও একটা সুযোগের আশায় রইলাম।🙂

10/11/2022

এইভাবে ক্রাশকে impressed করলে রাজি না হয়ে যাবে কই😂😊

©

  No:02Crush name:myjimi❤️Department:Textile 041From:তোমার প্রিয়তমা😊তুমি এভাবে আমার ছোটো মনে আঘাত দিতে পারো না জিমি ভাইয়...
05/11/2022

No:02

Crush name:myjimi❤️

Department:Textile 041

From:তোমার প্রিয়তমা😊

তুমি এভাবে আমার ছোটো মনে আঘাত দিতে পারো না জিমি ভাইয়া🙃প্রাইমেশিয়ান ফ্যামেলি তে তোমাকে দেখা, তোমার গ্রুপের কাজ দেখা 😇এসব দেখতে দেখতে কখন যে ভালো লেগে যায় বুঝতেই পারি নি😇বলতে গেলে ওয়ান সাইডেড লাভ,কিন্তু কখনো ইনবক্সে নক দেয়ার সাহস হয় নি😔আর আজ নক দিয়েও কোনো লাভ নেই কারণ তুমি বিয়ে করে ফেলেছো,তোমার বউ এর সাথে তোমার ছবি দেখলে এখন হিংসা লাগে যদিও তবু ভালো থেকো বউ কে নিয়ে😊

কিছু ভালোবাসা কখনো জানানো হয় না, সব ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না😔

  No:01Crush name:Sumaiya Sultana❤️Department:Textile-211From:তোমার কাছের কেউ একজন😇প্রিয়,কেমন আছো ? আমি ভালো নেই, মনের অ...
26/10/2022

No:01
Crush name:Sumaiya Sultana❤️

Department:Textile-211

From:তোমার কাছের কেউ একজন😇

প্রিয়,কেমন আছো ? আমি ভালো নেই, মনের অসুখ পেয়ে বসেছে আমাকে! আকাশে যখন দেখি জোড়া মেঘ ভেসে বেড়াচ্ছে বড্ড নিঃসঙ্গ অনুভব করি। ভেসে যেতে ইচ্ছে করে তোমার সাথে দিগন্তের নীলিমায়। যেখানে ভালোবাসার আঁচড়ে পদ্ম ফুটে সেখানে তোমার খোলা চুলের গভীরতায় অনন্তকাল ডুবে থাকার সাধ জাগে মনে। আকাশ ভেঙে নামা বৃষ্টির ছোট ছোট ফোটায় তৈরি একটা মালা তোমার গলায় পরিয়ে দিয়ে আমি সেই দৃশ্যের নেশায় বুদ হয়ে গান ধরব,
"মেঘের তল্লাটে তোমার চোখেরা
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়
তবে ক্ষতি কি বল পলাতক হতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়।"

খুব ভোরে সূর্যের প্রথম আলোতে ভিজব দুজনে। যখন মিষ্টি রোদের আলো তোমার কপাল ছুয়ে যাবে আমি তখন খুব করে সূর্যের আলো হতে চাইব। যখন বাতাসে তোমার চুল এলোমেলো হয়ে যাবে, তুমি শাড়ির আঁচল সামলাতে ব্যস্ত হয়ে পরবে তখন আমি বাতাস হতে চাইব। তীব্র গরমে তোমার মুখে বিন্দু বিন্দু জমা ঘাম যে রুমালে পরিষ্কার করবে সেই রুমাল হওয়ার আকাঙ্খা আমার আজীবনই থেকে যাবে। তোমাকে কাছে পাওয়ার নিত্যনতুন হাস্যকর বাহানা বানাব। পুরো পৃথিবীর কাছে পাগল খেতাব পেয়েও যদি তোমার প্রেমের সাগরে আমার নৌকা ভাসাতে পারি,ক্ষতি কি! প্রায়ই ভরদুপুরে রৌদ্র মাথায় বহুদূর হাটব আমরা দুজন। ক্লান্ত হয়ে কোনো একটা দোকান থেকে পানির বোতল আর টিস্যু কিনতে পাঠাবে আমাকে। আমি ইচ্ছে করেই টিস্যু না কিনে ফিরে আসব তোমার দামি ওড়না দিয়ে আমার ঘাম মুছে দিবে সেই লোভে। কিন্তু আমার লোভী মনের আশা পূরণ হবে না। নাকি হবে?
আশা পূরণ হোক বা না হোক আমি আশার বীজ বুনে যাচ্ছি সুরে সুরে,
"কখন থামবে কোলাহল, জানি না
সময় কাঁদে বন্দী হয়ে
বুকের পাঁজরে জমাট প্রেরণায়
আলোর মশাল জ্বালি নিরবে
তুমি আবার আসবে কখন, কোথায়?
গুনবে তারা…..(খুজলেও পাবে না আমায়)

25/10/2022

Hello Primeasian brothers and sisters❤️How you doing??😇
স্বর্গ থেকে নেমে আসা ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিন আমাদের মাধ্যমে 🤙🏻❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Primeasians' Untold Love Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category