05/01/2025
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আবসার ব্যবসায়ী প্লাটফর্ম সাতটি খাতে নতুন করে ফি নির্ধারণের কথা জানিয়েছে। দেশটির ওকাজ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ১০৩.৫ রিয়াল। এছাড়া বসবাসের অনুমতি (আকামা) ও চূড়ান্ত বহির্গমনের ফি ৫১.৭৫ রিয়াল ও ৭০ রিয়াল করা হয়েছে।
ইকামা প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ৫১.৭৫ রিয়াল। এছাড়া কর্মীদের প্রতিবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৮.৭৫ রিয়াল এবং পাসপোর্ট সংক্রান্ত তথ্য হালনাগাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৬৯ রিয়াল।