Tarail Upazila Crashes & Confessions

Tarail Upazila Crashes & Confessions Entertainment Keep Calm
&
Keep Cheers

28/06/2024

✅✅✌️✌️

20/05/2024

নারীঃ তুমি পুরুষকে নিয়ে এক লাইন বলো, 🙂
পুরুষঃ তুমি নারীকে নিয়ে এক লাইন বলো 🙂

05/05/2024
14/02/2024

Happy Valentines day ❤️
Kar kmn gelo..?

😃😃
03/01/2024

😃😃

25/12/2023

শীতকালে শীতের যন্ত্রণা থেকে রক্ষা পেতে চাও ''লাগা বিয়ে'' 😍

16/12/2023

আমি বাংলায় ভালোবাসি! আমি বাংলাকে ভালোবাসি! 🥀

শুভ বিজয় বাংলা মা... 🇧🇩

30/10/2023

এই শীতে সবার জীবনে প্রেম আসুক, টাকা আসুক,আমার জীবনে বিয়ে আসুক 🙂

08/09/2023

জানেন নি আপনেরা,
আজকে ক্ষমা দিবস।

দিবস শেষ হওয়ার পূর্বেই ক্ষমা করে দিন।

30/08/2023

আপনার মনে রং লাগানোর জন্য একজন রং মিস্ত্রী দরকার.! তাহলে আজই যোগাযোগ করুন🙂

07/08/2023

কম উচ্চতার পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা, বলছে গবেষণা।

14/07/2023


From: আগন্তুক
To: Moumita Islam
Area: বালিগাতি রোডের এইদিকে
Institute : জানিনা ( ২০২০ সালে তাড়াইল পাইলটে ক্লাস টেনে পড়তা মেবি )।

শুরুটা ২০২০ এ আমি তখন সবে তাড়াইলে ভর্তি হলাম। বিকেল বেলা সময় করে হাঁটতে বের হতাম প্রতিনিয়ত। একদিন হঠাৎ রাস্তার পাশে তোমার সাথে দেখা, কি মনে করে যেন তুমি আমার দিকে তাকিয়ে হেসে দিলে,😌ব্যাস,এই হাসিতে আমি ফিদা।🙃🙃
এই দিনেই তোমার প্রতি ক্রাশ খাই আমি🥰। সরি ক্রাশ বললে ভুল হবে,খুব ভালো লাগতো। একদিন শুনলাম তোমার বয়ফ্রেন্ড আছে, নাম ছিল কাউসার, অনেক কেঁদে ছিলাম সে রাতে।😥 অবশ্য তখন নাকি তোমাদের ব্রেকআপ চলছে । আমি সব সময় তোমার সাথে কথা বলার ট্রাই করতাম, কিন্তু কখনো বলা হয়নি। কারণ আমি নিজ থেকে কখনো কারো সাথে কথা বলি না একটু লাজুক টাইপ😔😔। প্রতিদিন বিকেলে পাইলট মাঠে বসে থাকতাম তোমাকে দেখার জন্য ।যদি তোমাকে দেখতে পাই এক নজর। এক নজর দেখাতেই আমার প্রশান্তি ছিল 😶😶😶। এখন তো আর দেখি না😴!!
প্রায় চার বছর, তাড়াইল নানু বাড়ি ছিল আমার, কিছুদিন পর কিশোরগঞ্জ চলে আসি ‌।
অবাক লাগছে তাইনা?😀😀
এটাই সত্যি! তোমাকে খুব ভালো লাগতো আমার, কিন্তু তোমাকে কখনো বুঝতে দেইনি এতটা সুন্দর,বা স্টাইলিশ ও না আমি, তাই হয়তো কখনো তোমার চোখে পড়েনি। কয়েকদিন মেসেঞ্জারে কথা হয়েছে তোমার সাথে‌। তোমার কোন এক বান্ধবীর রিলেটিভ আমি।
তোমার হয়তো এখন বয়ফ্রেন্ড আছে, থাকতে পারে আবার নাও থাকতে পারে but doesn't matter।
এই কথাগুলো আমাকে বলতেই হবে।সামনাসামনি হয়তো কখনো বলতে পারতাম না আর বলবো ও না ।
হয়তো কখনো আমি তোমার চোখে পরবনা, বা কখনোই তোমার সাথে কথা হবে না, তবুও খুব ভালোবাসি।। থাক না, কি দরকার সামনে আসার ?
দূর থেকেই না হয় ভালোবেসে গেলাম ।কিছু ভালোবাসা অব্যক্তই থাকুক।

পোস্টটা তোমার টাইমলাইনে রেখে দিও। যখন তোমার খুব মন খারাপ থাকবে , বা একা লাগবে , তখন পড়ে নিবা, তখন মনে হবে অনেক দূর থেকে কেউ একজন তোমায় খুব ভালোবাসে‌। খুব করে তোমায় নিয়ে ভাবে, তোমায় ভালোবাসে! যদি ওই ভালোবাসার পূর্ণতা পাবে না কখনো।
ভালো থেকো, একরাশ মুগ্ধতা।।

ইতি: তোমার অদৃশ্য প্রেমিক।

Ops 🔥🔥
07/07/2023

Ops 🔥🔥

 From: তোমার ফ্রেন্ডলিস্টের কেউTo: Naznin Ara Nipaজানি না তুমি আমাকে চিনবা কিনা,,,,, তোমার ওই অপরূপ সুন্দর দুটি মায়াবী চ...
06/07/2023



From: তোমার ফ্রেন্ডলিস্টের কেউ
To: Naznin Ara Nipa

জানি না তুমি আমাকে চিনবা কিনা,,,,, তোমার ওই অপরূপ সুন্দর দুটি মায়াবী চোখ যেন বার বার আমার কাছে টানে,,, আমার অনেক ভালো লাগে তোমাকে। Facebook এ Add আছি কিন্তু তোমাকে মেসেজ দিতে ভয় লাগে, যদি তুমি রিয়েক্ট করে কথা না বলো 🥺🥺। directly কোনদিন তোমার সামনে যাওয়া হয়ে উঠে নি এখনো। আর সামনে গেলেও বলতে পারবো না তোমাকে কতটা ভালোবাসি। আর ওই দুটো চোখ একটু সামলে রেখো😊.. দূর থেকেই তোমাকে ভালোবেসে যাবো প্রিয়;তুমি কি আমার প্রিয়তমা হবে!?

05/07/2023

ধামাকা কনফেশন আসতেছে চোখ রাখুন পেইজে।

  From:- অচেনা কেউTo:-  দরজার সামনে বসে থাকে মেয়েটাহ্(3.20 pm-monday)আসসালামু আলাইকুম প্রিয়্। তুমি আমার চেনা কেও নও 😶তোম...
27/06/2023



From:- অচেনা কেউ

To:- দরজার সামনে বসে থাকে মেয়েটাহ্(3.20 pm-monday)

আসসালামু আলাইকুম প্রিয়্।
তুমি আমার চেনা কেও নও 😶
তোমাকে প্রথম দেখায় - মন আমায় অস্থির করে তুলেছে। কোনোভাবেই তোমার দর্শন মন থেকে মুছতে পারছি নাহ্।
তাই বাধ্য হয়ে কনফু লিখলাম।
তাড়াইল ডাক বাংলা রোডে "অক্সফোর্ড আইডিয়াল স্কুল " বিল্ডিং এর পশ্চিমে কয়েকটি শাটার ওয়ালা দোকানের ভিতর দিয়ে তোমার বাসায় যেতে হয়।
তুমি মঙ্গলবার দুপুর ৩.২০ এ হলুদ কালার জামার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে প্রিন্ট করা জামা পড়ছিলা আর সাথে কালো উড়নাহ্।
এই সময় তুমি ঘরের দরজার সামনে বসে মোবাইলে স্কুলিং করছিলা - আর তোমার বাসায় যাবার রাস্তায় অথাৎ শাটার ওয়ালা দোকানের ভিতরের রাস্তায় কয়েকটি ছেলে ফুটবল খেলছি 😌
তাদেরকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করতে পারিনি
তাই কোনোভাবে তোমার সম্পর্কে কিছু জানতে পারিনি 😶
যদি তুমি দেখে থাকে তবে আমায় খোঁজে নিও🫣

ইতি
তোমার রুপে মুগ্ধ অচেনা কেউ😌

21/06/2023

মেয়েরা প্রেমে পরলে থালাবাসন
ধোওয়ার সময়ও হাসে।🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarail Upazila Crashes & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category