Nafees Salim

Nafees Salim An Entrepreneur's Playbook.
(5)

কওমি উদ্যোক্তা ২০২৫ এত মানুষ, এত গল্প।অনুপ্রেরণা, স্বপ্ন, সম্ভাবনা।
29/01/2025

কওমি উদ্যোক্তা ২০২৫

এত মানুষ, এত গল্প।
অনুপ্রেরণা, স্বপ্ন, সম্ভাবনা।

27/01/2025

2025 সালে অফিসটাও একটু রঙ করে নিলাম!

26/01/2025

ফ্রিল্যান্সিং করে জীবন বদলানোর গল্প!

ফ্রিল্যান্সিং করে আপনিও আপনার জীবন বদলিয়ে দিতে পারেন। SR Dream It সেই সুযোগ করে দিচ্ছে।

টেকা ও ফল বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক Humor Tablet এর সাথেসভা অনুষ্ঠিত হয়েছে 2 Cents Podcast এ দেখে আসুন।
25/01/2025

টেকা ও ফল বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক Humor Tablet এর সাথে

সভা অনুষ্ঠিত হয়েছে 2 Cents Podcast এ

দেখে আসুন।

৫০০,০০০ পরিবার এখন 2 Cents Podcast
22/01/2025

৫০০,০০০ পরিবার এখন 2 Cents Podcast

8.4 million views and 66k subscribers in the last 28 days! 🔥We will be hitting half a million subscribers very soon insh...
20/01/2025

8.4 million views and 66k subscribers in the last 28 days! 🔥

We will be hitting half a million subscribers very soon inshallah!

20/01/2025

US Embassy-এর সহায়তায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সজ্জিত হয়েছে আধুনিক সুইফট ওয়াটার রেসকিউ ও চিকিৎসা সরঞ্জামে। যার ফলে এখন জরুরি অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়ে উঠবে আরও সহজ।
এই পোস্টটি US Embassy-এর অর্থায়নে শিক্ষমূলক প্রচারণার একটি অংশ।

California Fire Explained: এই রকম ভয়ংকর অবস্থার জন্য দায়ী কারা? কেনো এমনটা ঘটলো?ইতিহাসের সবচাইতে ভয়াবহ দাবানল দেখছে ক্...
19/01/2025

California Fire Explained: এই রকম ভয়ংকর অবস্থার জন্য দায়ী কারা? কেনো এমনটা ঘটলো?

ইতিহাসের সবচাইতে ভয়াবহ দাবানল দেখছে ক্যালিফোর্নিয়া। এখন পর্যন্ত প্রায় $250 বিলিয়নের ক্ষয়ক্ষতি হয়েছে যা বাংলাদেশের জিডিপি এর প্রায় ৬০%!

প্রাণ হারিয়েছে ২৫ জন মানুষ, ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যা প্রায় ২ লাখ!

আজকের এই ভিডিওতে আমি ভয়াবহ এই দাবানলের মূল কারণ এবং এর পেছনে কারা দায়ী সেটা দেখানোর চেষ্টা করেছি!

ফুল ভিডিও লিংক
👇

19/01/2025

I shared some two cents with my favorite Reaz Hafiz bhai

Our second project is ready! Alhamdulillah! If you are interested, send me a message!
18/01/2025

Our second project is ready! Alhamdulillah!

If you are interested, send me a message!

আইজকা একটা বিশাল ফাটাফাটি হইবো
16/01/2025

আইজকা একটা বিশাল ফাটাফাটি হইবো

12/01/2025

What else would you like us to cover on 2 Cents Podcast?

অবিশ্বাস্য পজিটিভ একজন মানুষ—six-figure job ছেড়ে ব্যবসা শুরু করেন।আমি তাকে জিজ্ঞেস করলাম, “কত টাকা দিয়ে ব্যবসা শুরু কর...
12/01/2025

অবিশ্বাস্য পজিটিভ একজন মানুষ—six-figure job ছেড়ে ব্যবসা শুরু করেন।

আমি তাকে জিজ্ঞেস করলাম, “কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন?”
উনি বললেন, ০ টাকা। বরং প্রথম কাজের অর্ডার পান ৩৭ লাখ টাকার।

একটু আশ্চর্য লাগছে না?

উনি যেখানে জব করতেন, সেখানেও তিনি ছিলেন নম্বর ১।

যারা ব্যবসা করছেন বা শিখতে চান, এই এপিসোডটা নিজেই একটা ক্লাস। এখান থেকে এতগুলো লেসন নিতে পারবেন যা immediately apply করতে পারবেন।

এপিসোডটা আমাদের 2 Cents Podcast- এ আপ হয়ে গেছে। দেখে আসুন আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো।

12/01/2025

আপনিও একজন গ্লোবাল লিডার হতে পারবেন যেভাবে!

বাংলাদেশে আমরা শুধু প্রবলেমের কথা বলি। কিন্তু সেইটা সলভ করতে পারি না। এইসব প্রবলেম ফেইস করতে যে ধরণের লিডারশিপের প্রয়োজন তা আমাদের নাই। এইজন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি।

But Now, ফাতিহা আয়াত এই প্রবলেমটাকে ধরতে পেরে প্রতিবছর বাংলাদেশ থেকে অন্তত ৫ জন গ্লোবাল সিটিজেন তৈরি করার স্টেপ নিয়েছে। সে আয়োজন করেছে জিরো অলিম্পিয়ার্ড। ক্লাস ফাইভ থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত যে কোন স্টুডেন্ট এই অলিম্পিয়ার্ডে জয়েন করে নিজেকে International Personality হিসেবে তৈরির জার্নি শুরু করতে পারবে।

রেজিস্ট্রেশন লিংক | Registration Link https://forms.gle/5298UxnoTDtsMjWq6

আলহামদুলিল্লাহ! আমাদের সেকেন্ড প্রজেক্ট এখন রেডি!
09/01/2025

আলহামদুলিল্লাহ! আমাদের সেকেন্ড প্রজেক্ট এখন রেডি!

09/01/2025

একটা সত্যি কথা বলি, ২৫ সালের দুনিয়া অপেক্ষা করবে না!

একবার ভাবুন… এই মুহূর্তে আপনি যা কিছু করছেন, তা কি সত্যি আপনার সামর্থ্য আর স্বপ্নের সঠিক বাস্তবায়ন?

দুনিয়ায় অনেকেই আছেন যারা হয়তো আপনার চেয়ে কম জানেন, কম দক্ষ, কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন।

আর আপনি?

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনার স্কিল আর জ্ঞান যতই অসাধারণ হোক, সেটা যদি সঠিকভাবে তুলে ধরা না যায়, মানুষ সেটা বুঝবে কীভাবে?

আপনার ট্যালেন্ট কি তবে আড়ালেই থাকবে? নাকি আপনি সবার পছন্দের সেই নামটি হয়ে উঠবেন?

🎯 আপনার সময় এখন!

এটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং – যেখানে আপনার থেকে কম স্কিল থাকা একজন মানুষ শুধুমাত্র নামের কারনে আপনার থেকে ১০০ গুন এগিয়ে গিয়েছে জীবনে। যখন আপনি এমন পর্যায়ে যাবেন
আপনি হবেন আপনার ইন্ডাস্ট্রির go-to expert, এমন একজন যার প্রতি মানুষ ভরসা করে।

👉 কেন পার্সোনাল ব্র্যান্ডিং এত জরুরি?

বর্তমান দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে হলে, শুধু স্কিল থাকলেই হবে না।

নিজেকে এমনভাবে তুলে ধরতে হবে যেন মানুষ আপনাকে চিনতে পারে, বুঝতে পারে যে আপনিই তাদের প্রয়োজনীয় সমাধান।

আজ যাদের আমরা ইন্ডাস্ট্রির ‘influencer’ বা ‘expert’ বলি, তারা সবাই নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে।

কিন্তু আপনার? আপনার স্কিল আর নামটা কি আড়ালে থেকে যাবে?

নাকি ২০২৫ সাল হবে সেই বছর, যখন আপনি নিজেকে সবার সামনে তুলে ধরবেন?

🔔 এখন সময় আপনার !

📢 এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার
🔸 ২৪ জানুয়ারি | ⏰ রাত ৮:০০ | 📍 জুম

🎙 আপনাদের ট্রেইনার হিসেবে থাকছি আমি নাফিস সেলিম –

🔰 ১০ বছরেরও বেশি সময় ধরে আমার আছে কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র‍্যান্ডিং এর অভিজ্ঞতা। আমি বাংলাদেশের সবচেয়ে বড় পডকাস্ট চ্যানেল 2 Cents Podcast বিল্ড করেছি। মার্কেটিং কন্সাল্ট্যান্ট হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে। এছাড়াও আমার প্রজেক্ট “Grow My Brand” ইতিমধ্যে অনেক মানুষকে তাদের নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেছে।

আমার প্রজেক্ট “Grow My Brand” ইতিমধ্যে অনেক মানুষকে তাদের নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেছে।

এবার আপনার পালা!

শিখুন কীভাবে নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন, কীভাবে নিজের স্কিল আর জ্ঞানকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরবেন।

👉 রেজিস্ট্রেশন করুন এখনই!
কমেন্টে থাকা ফর্মটি পূরণ করুন এবং তৈরি হন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্নির জন্য।

🔥 আপনার নামটাই হোক আপনার পরিচয়!

See you at the webinar, ইনশাআল্লাহ!

লুকিয়ে লুকিয়ে এই এপিসোডটা দেইখেন, বস যেন না বুঝে 😉
07/01/2025

লুকিয়ে লুকিয়ে এই এপিসোডটা দেইখেন, বস যেন না বুঝে 😉

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafees Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nafees Salim:

Share