09/01/2025
একটা সত্যি কথা বলি, ২৫ সালের দুনিয়া অপেক্ষা করবে না!
একবার ভাবুন… এই মুহূর্তে আপনি যা কিছু করছেন, তা কি সত্যি আপনার সামর্থ্য আর স্বপ্নের সঠিক বাস্তবায়ন?
দুনিয়ায় অনেকেই আছেন যারা হয়তো আপনার চেয়ে কম জানেন, কম দক্ষ, কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন।
আর আপনি?
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনার স্কিল আর জ্ঞান যতই অসাধারণ হোক, সেটা যদি সঠিকভাবে তুলে ধরা না যায়, মানুষ সেটা বুঝবে কীভাবে?
আপনার ট্যালেন্ট কি তবে আড়ালেই থাকবে? নাকি আপনি সবার পছন্দের সেই নামটি হয়ে উঠবেন?
🎯 আপনার সময় এখন!
এটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং – যেখানে আপনার থেকে কম স্কিল থাকা একজন মানুষ শুধুমাত্র নামের কারনে আপনার থেকে ১০০ গুন এগিয়ে গিয়েছে জীবনে। যখন আপনি এমন পর্যায়ে যাবেন
আপনি হবেন আপনার ইন্ডাস্ট্রির go-to expert, এমন একজন যার প্রতি মানুষ ভরসা করে।
👉 কেন পার্সোনাল ব্র্যান্ডিং এত জরুরি?
বর্তমান দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে হলে, শুধু স্কিল থাকলেই হবে না।
নিজেকে এমনভাবে তুলে ধরতে হবে যেন মানুষ আপনাকে চিনতে পারে, বুঝতে পারে যে আপনিই তাদের প্রয়োজনীয় সমাধান।
আজ যাদের আমরা ইন্ডাস্ট্রির ‘influencer’ বা ‘expert’ বলি, তারা সবাই নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে।
কিন্তু আপনার? আপনার স্কিল আর নামটা কি আড়ালে থেকে যাবে?
নাকি ২০২৫ সাল হবে সেই বছর, যখন আপনি নিজেকে সবার সামনে তুলে ধরবেন?
🔔 এখন সময় আপনার !
📢 এক্সক্লুসিভ ফ্রি ওয়েবিনার
🔸 ২৪ জানুয়ারি | ⏰ রাত ৮:০০ | 📍 জুম
🎙 আপনাদের ট্রেইনার হিসেবে থাকছি আমি নাফিস সেলিম –
🔰 ১০ বছরেরও বেশি সময় ধরে আমার আছে কন্টেন্ট ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর অভিজ্ঞতা। আমি বাংলাদেশের সবচেয়ে বড় পডকাস্ট চ্যানেল 2 Cents Podcast বিল্ড করেছি। মার্কেটিং কন্সাল্ট্যান্ট হিসেবে কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানে। এছাড়াও আমার প্রজেক্ট “Grow My Brand” ইতিমধ্যে অনেক মানুষকে তাদের নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেছে।
আমার প্রজেক্ট “Grow My Brand” ইতিমধ্যে অনেক মানুষকে তাদের নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেছে।
এবার আপনার পালা!
শিখুন কীভাবে নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন, কীভাবে নিজের স্কিল আর জ্ঞানকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরবেন।
👉 রেজিস্ট্রেশন করুন এখনই!
কমেন্টে থাকা ফর্মটি পূরণ করুন এবং তৈরি হন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্নির জন্য।
🔥 আপনার নামটাই হোক আপনার পরিচয়!
See you at the webinar, ইনশাআল্লাহ!