তেমন কিছু না বাহিরে আতশ বা`জি ফু`টা`নো হচ্ছে 😡
দুর্ঘটনার আগের মুহূর্ত 🥲
আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশে গমনকারী একটি এমব্রেয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি ৬৭ জন যাত্রী ও পাঁচ জন ক্রুসহ বিধ্বস্ত হয়। বিমানের ১২ জন জীবিত আছেন বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ।
#Exclusive
#news
#news
#foryouシ
#highlightseveryone
#BMW
#viralreelschallenge
এটা আমার বান্ধবী ছাড়া কেউ না 🙂
One day তুমি আর নাই প্রিয় 🥰
আগস্ট এর ইত্যাদি টা যারা মিস করছেন তাদের জন্য এটা 😂
এটা আবার কে বানাইলি ভাই 😂
আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশে গমনকারী একটি এমব্রেয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি ৬৭ জন যাত্রী ও পাঁচ জন ক্রুসহ বিধ্বস্ত হয়। বিমানের ১২ জন জীবিত আছেন বলে জানিয়েছে কাজাখ কর্তৃপক্ষ।
#Exclusive
#news
গতকাল দুর্নীতি দমন কমিশনের নতুন নিযুক্ত কমিশনার তার সম্পদের বিবরণী মিডিয়ার সামনে দিলেন। আরো বলেন এর বাইরে আমার কোন সম্পত্তি পেলে ক্রোক করা হোক, আর আমি যাবার সময় আপনারা দেখবেন এই সম্পদ কি অবৈধ আয়ে বেড়েছে কি না।
উল্লেখ্য দুই সপ্তাহ আগে তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন সাতদিনের মধ্যে নিজের সম্পদের বিবরণী দিবেন। ঠিক সাত কর্মদিবসের মাথায় গতকাল সংবাদ সম্মেলন করে তিনি সবাইকে তার সম্পদের পরিমাণ জানিয়ে দিলেন।
বাংলাদেশে এমন স্বেচ্ছায় জবাবদিহিতার চর্চা নেই। দায়িত্ব নেয়ার পরেই তিনি বাংলাদেশে দুর্নীতির সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তেজগাঁও ভূমি অফিস ও সিলেটের একটি গ্যাসফিল্ডে বড় অভিযান চালিয়েছেন দেখলাম। আশাকরি তিনি তার উপর অর্পিত দায়িত্বে সফল হবেন।
মানুষ মানুষকে অসুন্দর বানায় ! 🥲😪
একেই বলে সাংবাদিকতা!
পুরো প্রতিবেদনে যেনো মধু মিশে আছে ,কখন শেষ হলো বুঝলাম না। মলম বিক্রেতা রিপাবলিক বাংলার মতো চ্যানেল গুলো এই চ্যানেল থেকে শিখতে পারে।
#highlightseveryone
তাদের আটকাচ্ছেন কেন ❓ছেড়ে দেন!!
আমরাও কইয়া দেই ব্রাহ্মণবাড়িয়ারে আপ্যায়ন করতে ।
আপনি কোনটার ফলোয়ার 😅
Video Collected