Rizvi Ahmed

Rizvi Ahmed Cybersecurity Analyst | Web Application Developer

30/10/2022

new challenges

workstation❤️❤️
12/04/2022

workstation❤️❤️

19/11/2021

পেনড্রাইভ যদি ফরম্যাট না হয়?

অনেক সময় স্বাভাবিকভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। ভাইরাস বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। এ ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ফরম্যাট করার চেষ্টা করেন। তবে কোনো সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করা সম্ভব। এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট ব্যবহার করা যায়।
* প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে স্টার্ট মেনুতে cmd লিখে এন্টার করুন।
* কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার করতে হবে।
* এরপর টাইপ করুন list disk কমান্ড।
* আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে। ডিস্ক নম্বর দিয়ে এন্টার দিতে হবে। যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।
* এরপর clean লিখে এন্টার করুন।
* create partition primary লিখে এন্টার দিতে হবে।

ব্যাস, হয়ে গেল। এখন My computer-এ ঢুকে পেনড্রাইভের যে ড্রাইভ লেটারটি দেখাবে তা ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।

07/09/2021

Batter Quality: https://youtu.be/rDhZm_dO6o0

There Has Been a Critical Error on Your Website?
4 Answers
1. Always turn on debug. ...
2. Go to the wp-content/debug.log file and check if you have any Fatal errors there.
3. Go to the plugin folder under wp-content and rename the plugin folder.
4. Access the wp-admin page again you will be able to login successfully and the issue will be resolved for you.

page: https://www.facebook.com/rizviahmed00...
Facebook ID: https://www.facebook.com/badhon.ahmed...
Website: https://rizviahmed.xyz​​​​
email: [email protected]
skype: badhon963

27/04/2021

বর্তমান ট্রেন্ডিং নিউজ গুলো থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে,
লোভে পাপ পাপে মৃত্যু, এবং পাপ বাপকেও ছাড়ে না।
টাকা দেখলে এবং টাকা থাকলে যেসব মানুষের কৃমি বেড়ে যায় তাদের জন্য পারফেক্ট উদাহরণ।

WordPress Admin Email Change Without Plugin. https://youtu.be/QCav0FqUBRQ
27/04/2021

WordPress Admin Email Change Without Plugin.
https://youtu.be/QCav0FqUBRQ

WordPress Admin Email Change Without Plugin | WordPress Bangla Tutorial (100% Solution)Follow Me: Add My page to get updated content page: ...

How to Fix: Update failed: The response in not a valid JSON response.ওয়ার্ডপ্রেস উকমার্স নিয়ে কাজ করার সমায় প্রোডাক্ট লে...
02/03/2021

How to Fix: Update failed: The response in not a valid JSON response.

ওয়ার্ডপ্রেস উকমার্স নিয়ে কাজ করার সমায় প্রোডাক্ট লেন্থ নিয়ে প্রায় সমস্যায় পরতে হয়, বিশেষ করে লেন্থ বড় হয়ে যায়, এই ভিডিও দেখলে সেটা সমাধান করা যাবে।

Adjust Woocommerce Product Title Length | Woocommerce Bangla Tutorial 2021Css Code for woocommerce length.woocommerce ul.products li.product h2{ width: 100%...

WordPress নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের কাছে Local Software টা পরিচিত কিন্তু অনেকে আছেন যারা পরিচিত নন।যারা পরিচিত নন ...
19/02/2021

WordPress নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের কাছে Local Software টা পরিচিত কিন্তু অনেকে আছেন যারা পরিচিত নন।
যারা পরিচিত নন তাদের জন্য সংক্ষেপে একটা ধারণা দিয়ে দিচ্ছি।
Local বা local by flywheel হচ্ছে এক ধরণের সফটওয়্যার।
মনে করুন যদি আপনার xampp, ampps এই ধরণের লোকাল সার্ভারের দরকার না হয়. ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে লোকাল সার্ভারের ম্যানুয়ালি ইনস্টল না দিয়ে যদি ১ ক্লিক এ ইনস্টল করতে পারেন, যদি একই সময়ের মধ্যে যেকোনো ধরণের ভার্চুয়াল ডোমেইন তৈরী করতে পারেন, লোকালেই SSL অ্যাড করতে পারেন, লোকাল থেকেই আপনার সাইট যদি আপনার ক্লাইন্টকে দেখতে পারেন তাহলে কেমন হবে, যদি ইমেজ অপ্টিমাইজ ও করতে পারেন একই সাথে তাহলে কেমন হবে।
এই সব কিছুই করতে পারবেন Local সফটওয়্যার টা দিয়ে, শুধু ওয়ার্ডপ্রেস এ কাজ করলে দরকার হবে না xampp, ampps এই ধরণের লোকাল সার্ভার সফটওয়্যার।
Local সফটওয়্যারের উপরে আমার একটা কমপ্লিট টিউটোরিয়াল আসে চাইলে দেখতে পারেন A TO Z করে দেখানো হয়েছে।

https://youtu.be/5PfJGSQb5mc

Local By Flywheel Setup & Features Review Wordpress Tutorial BanglaWhat is local by flywheel?Local by Flywheel is a free local development environment desig...

How to Fix: Briefly Unavailable for Scheduled Maintenance. Check Back in a Minute Error | WordPress Problem Fixing 2021
10/02/2021

How to Fix: Briefly Unavailable for Scheduled Maintenance. Check Back in a Minute Error | WordPress Problem Fixing 2021

How to Fix: Briefly Unavailable for Scheduled Maintenance Error | WordPress Problem Fixing 2021 As we discussed in this post, the simplest way to fix the Wor...

31/10/2020

ল্যাপটপ নিয়ে কিছু টিপস।
আমাদের কমন কিছু প্রশ্ন থাকে ল্যাপটপ চার্জ দেয়ার বেপারে,
১। ল্যাপটপ কি চার্জে রেখে কাজ করা উচিত ?
২। কত % চার্জ হলে চার্জার খুলে ফেলা উচিত ?
৩। নাকি চার্জ এ রেখেই অল টাইম কাজ করা উচিত ?
৪। অনেকের মতে ফুল চার্জ হয়ে গেলে লাইন খুলে ফেলে তারপর একটু চার্জ শেষ করে আবার লাইন লাগনো উচিত।

এই ধরনের সব গুল প্রশ্নের একটা ইজি সমাধান।

উত্তরঃ প্রতিটা জিনিসের একটা লাইফ সাইকেল থাকে, তেমনি ল্যাপটপ এর ব্যাটারিতেও একটা লাইফ সাইকেল আসে। ত আপনি যতটুক ব্যাটারি টা ইউস করবেন তার লাইফ সাইকেল তত বেশি বারতে থাকবে। বাংলাদেশসে যেসব ল্যাপটপ পাওয়া যায় বা যেগুলো বেশি ব্যবহার করি সেগুলর অবস্থা খুবি ভয়ানক বিশেষ করে 30000 হাজার থেকে ৬৫০০০ এর DEll, HP, ASER , ASUS, LENUVO। তবে এগুলর কিছু প্রিমিয়াম সিরিস আসে যেগুলোর দাম ৭৫০০০ থেকে 2/3 লক্ষ সেগুলোর বিষয় একটু আলাদা। 30000 হাজার থেকে ৬৫০০০ বাজেট এর ল্যাপটপ গুল ১ থেকে ২ বছর পর হার্ডওয়্যার ডিমারাজে দিতে থাকে, এবং সেটা মাথায় রেখেই ল্যাপটপ কিনতে হবে, তবে কিছু জিনিস খেয়াল করলে কিছুটা হলেও ভাল পারফমেঞ্চ পাওয়া সম্ভব।

সমাধান
১। ল্যাপটপ চালানোর সমায় চার্জার লাগিয়েই ইউস করতে পারেন প্রবলেম নাই। চার্জ এ চালাইলে লাইফ সাইকেল নিয়ে সমস্যা হবে না., ত চার্জার লাগিয়ে চালানোই উত্তম।

২। অনেকে মনে করে ফুল চার্জ হওয়ার পর চালাইলে ব্যাটারি তে প্রেসার পরবে, আসলে এমন কিছুই না। ল্যাপটপ এমন ভাবে বানানো যে ফুল চার্জ হয়ে গেলে সেটা অটোমেটিক কারেন্ট এ চলতে থাকে ব্যাটারি তে নয়।

৩। তবে মনে রাখতে হবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে যদি কম্পিউটার না ইউস করেন তবে চার্জার লাগিয়ে রাখবেন না। মানে চার্জার লাগানো চার্জ ফুল ল্যাপটপ কিন্তু বন্ধ এমন টা যেন না হয়, সজেন ক্ষেত্রে ব্যাটারি এবং ল্যাপটপ দুইটার উপরেই প্রেসার পরবে।
ত চার্জ রেখেই ল্যাপটপ চালান প্রবলেম নাই, প্রয়োজন হলেই ব্যাটারি ইউস করুন।

৪। তবে মাসে একবার ব্যাটারির চার্জ ০% করে ফেলবেন, মানে চার্জের অভাবে ল্যাপটপ যেন বন্ধ হয়ে যায় মাসে ১ বার। মাসে ১ বার চার্জ ০ করে ফেলা উত্তম।

এগুল ছাড়াও যদি কারো কোন প্রশ্ন থাকে করতে পারেন। চেষ্টা করব উত্তর দেয়ার।

30/10/2020
30/10/2020

Address

Road/5
Dhaka
1216

Telephone

+8801937016074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rizvi Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rizvi Ahmed:

Videos

Share