Bangladesh online media

Bangladesh online media বাংলাদেশ অনলাইন মিডিয়া কারো পক্ষের না। প্রয়োজনে WhatsApp নাম্বার 01616129089 . সত্যই সীমাবদ্ধ।

25/12/2024

প্রশাসন ওয়াজের মাইক ব*ন্ধ করে দিলো।

25/12/2024

সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রবাস বাংলার আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

25/12/2024

শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানালেন স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান

সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্টে অব্যবস্থাপনা, দাওয়াত পাননি সাংবাদিকরাআগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল...
24/12/2024

সিলেটে বিপিএল এর মিউজিক ফেস্টে অব্যবস্থাপনা, দাওয়াত পাননি সাংবাদিকরা

আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের মিউজিক ফেস্ট। অনুষ্ঠানটি আয়োজনে চরম অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। সিলেটে বিপিএল এর এতো বড় আয়োজনে মঙ্গলবার রাত সোয়া ১০টা পর্যন্ত সিলেটের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এটি নিয়ে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সিলেটে বিপিএল এর এই আয়োজনে কোন সাংবাদিকদেরই আমন্ত্রণ করা হয়নি। বিসিবির সিলেটে কর্মরত বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানটিকে বিতর্কিত করার জন্য এবং অনুষ্ঠানটি সফল না হওয়ার মিশনে নেমেছেন। যে কারনে অনুষ্টান আয়োজনের চরম সমন্বয়হীনতা দেখা গেছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অনুসন্ধানে খোঁজ নিয়ে জানা যায়, গণমাধ্যমের আমন্ত্রণের দায়িত্বে নির্দিষ্ট কেউ নেই বিসিবির। এ বিষয়ে বিসিবি কর্মকর্তাদের কথা বললে একেক জন একেক ধরনের বক্তব্য দিচ্ছেন।

সিলেট জেলা স্টেডিমে আয়োজিত অনুষ্ঠানটি নিয়ে জানতে চাইলে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন বলেন, এটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কর্মরত বিসিবির ভ্যানু ম্যানেজার দেখবাল করছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কর্মরত বিসিবির ভ্যানু ম্যানেজার বলেন, মিডিয়ার বিষয়টি রিমন নামে ঢাকা থেকে আগত বিসিবির একজন কর্মকর্তা দেখছেন।

ঢাকা থেকে আগত বিসিবির কর্মকর্তা রিমন বলেন, বিষয়টি বিসিবির ওলি ওয়াসিকুজ্জামান দেখছেন।

বিষয়টি নিয়ে জানতে ওলি ওয়াসিকুজ্জামানের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসুভ করেন নি। এমনকি তার হোয়াসআ্যাপে এসএমএস দিলেও কোন উত্তর পাওয়া যায়নি।

তবে তিনি একজন সাংবাদিককে জানিয়েছেন যে, মিডিয়ার দায়িত্বে তিনি নেই।

তবে বিসিবির সিলেটে দায়িত্বরত মিডিয়া কর্মকর্তা দেওয়ান তায়েফ বলেন, আমাদের কাছে বিসিবি থেকে যে তালিকা আসে সেই তালিকা অবুযায়ী দাওয়াত দেওয়া হয়। এনসিএল এ যারা কাভারেজে এসেছেন তারা এখানে থাকতে পারবেন।

তবে বিসিবি সিলেটের তালিকা কাদের মাধ্যমে করেছে, কিভাবে করেছে, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি।

তিনি আরো বলেন, আপনারা ঢাকায় যোগাযোগ করেন। তবে কারা দায়িত্বে আছেন, কার সাথে যোগাযোগ করা প্রয়োজন এমন তথ্য তিনি দিতে চান নি।

বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটে কর্মরত জুলাই-আগস্ট বিপ্লবের পক্ষে সাংবাদিকবৃন্দ। তাদের মতে, আওয়ামীলীগের পতনের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখন সর্বক্ষেত্রে বিরাজমান রয়েছে। যার অংশ হিসেবে বিসিবিতে কর্মরত ফ্যাসিবাদের কিছু দোসররা সিলেটের অনুষ্ঠানটি বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করছে।

24/12/2024
24/12/2024

বরমচাল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ম'র*হু'ম ফারুক উদ্দিন সহ ম'রহুমের রু*হের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল। সরাসরি

22/12/2024

মেয়রহীন সিলেটে রাস্তা ও ফুটপাত দ'খ- ল করে ব্যবসা চরম ভো/গা/ন্তি সাধারণ মানুষের সরাসরি

22/12/2024

হিন্দু বৌদ্ধ ও খিষ্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করছেন ড. শফিকুর রহমান।

21/12/2024

⭕Live. রেডস বৃত্তি প্রাদান অনুষ্টান-২০২৪
আয়োজনে : রুবাল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (রেডস)

স্থানঃ ভাটেরা উচ্চ বিদ্যালয় ও ভাটেরা ডিগ্রী কলেজ প্রাম্গন

20/12/2024

নি''র্যা'তি'ত নি*পি-ড়ী'ত মানুষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামি সমন্বয় পরিষদ।

19/12/2024

সাবেক এডিসি 'খু-'নি দস্তগিরের 'ফাঁ'সির দাবীতে গণমাধ্যম কর্মীরা।

19/12/2024

আদালত পাড়ায় যুবদল নেতা সায়েম -হ'ত্যা মামলার আসামী নুরুর উপর হা-ম-লা।

19/12/2024

মাওলানা সা'দ পন্হীদের নৃ-শং-স হা'মলার প্রতিবাদ

16/12/2024

রাজপথে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের পরিচিত মুখ শামসুজ্জামান।

15/12/2024

দুই গ্রামের সং' ঘ 'র্ষ দেশি 'অ 'স্ত্র নিয়ে আ 'হ ত শতাধিক সরাসরি....

📰আশপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📰
Bangladesh online media

13/12/2024

... বছর পর কোন বাঁধা ছাড়াই কর্মী সম্মেলন

12/12/2024

স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন দেশে আগমন উপলক্ষে সিলেট উসমানী বিমানবন্দরে দলিয় নেতা কর্মীরা স্বাগত জানান

Address

Content Creator
Dhaka
1000

Telephone

+8801616129089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh online media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh online media:

Videos

Share