28/01/2025
চায়না যাতে এআই নিয়ে আগাতে না পারে, সেজন্য চায়নাতে এআই তৈরির কম্পিউটার চিপসের যোগান বন্ধ রেখেছিল অ্যামেরিকা৷ নিজের সবচেয়ে বড় শত্রুকে আগামি দুনিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিটাতে পিছিয়ে রাখাই ছিল পশ্চিমাদের উদ্দেশ্য।
চায়না বসে থাকেনি৷ সে তার কাছে যা ছিল এবং সে যা জানত, তা দিয়েই কাজে নেমে পড়েছে৷
ফলাফল শেষে দেখা গেল, স্বল্প যোগান আর অল্প অভিজ্ঞতা দিয়ে সে ডীপসিক (DeepSeek) নামে এমন এআই তৈরি করে ফেলেছে, যেটা অ্যামেরিকার এই যাবতকালে তৈরি সেরা এআই চ্যাটজিপিটির সমপর্যায়ের।
মানে, এক লাফে হিমালয়ের চূড়োয় উঠে যাওয়ার মতো ঘটনা৷ সিলিকন ভ্যালিতে পড়ে গেছে শোরগোল। বদলে যাচ্ছে এআই তৈরির খরচ, অভিজ্ঞতা আর প্রযুক্তির ভাড়াম্বর আলাপও।
উপসংহার হলো, আপনার দুনিয়া কারো জন্য থেমে থাকবে না। নিজে যা জানেন আর যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই কাজে লেগে পড়েন। Just do what you can.
আরিফ আজাদ