The Natural Life Kitchen

The Natural Life Kitchen Hellow friends welcome to The Natural Life Kitchen Those of you who like new things. I created this page for them.

I will try to bring you something better, you will support me, don't forget to follow my page to get new things.

JOVAN এর স্টাইল্টা সেই সুন্দর।
25/12/2024

JOVAN এর স্টাইল্টা সেই সুন্দর।

আপনি এমন একজনের সাথে বিয়ে করুন যে আপনাকে পেয়ে গর্বিত, আপনাকে হারাতে ভয় পায়, আপনার জন্য লড়াই করে, আপনাকে প্রশংসা করে...
20/12/2024

আপনি এমন একজনের সাথে বিয়ে করুন যে আপনাকে পেয়ে গর্বিত, আপনাকে হারাতে ভয় পায়, আপনার জন্য লড়াই করে, আপনাকে প্রশংসা করে, আপনাকে সম্মান করে, আপনাকে যত্ন করে।❤♡❤

মানুষ কেন প্রেমে পড়ে? এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় না। কেউ বলে মানুষ একা থাকতে পারে না, তাই প্র...
20/12/2024

মানুষ কেন প্রেমে পড়ে?

এই প্রশ্নের উত্তর কোনোদিন কেউ খুঁজে পেয়েছে বলে মনে হয় না।

কেউ বলে মানুষ একা থাকতে পারে না, তাই প্রেম করে। আবার কেউ বলে, এটা মানুষের স্বভাব। কিন্তু আমার মনে হয়, প্রেমে পড়াটা একধরনের মোহ।

মোহ কী?

মোহ হলো একটা ঘোর। এমন একটা ঘোর, যেখানে মনে হয়, এই পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছুই নেই। এই সময় মানুষ ছোটখাটো পাগল হয়ে যায়। সে বারবার ফোন চেক করে। একটা মেসেজ আসার অপেক্ষায় বসে থাকে। সেই মেসেজটা এলে আবার দশবার পড়ে। মনে হয়, কী যেন একটা বাদ গেছে। আবার পড়ে।

প্রেমের এই মোহের পিছনে আছে ডোপামিন নামের একধরনের রাসায়নিক। মনোবিজ্ঞানীরা বলেন, প্রেমে পড়া আর মাদক নেওয়া প্রায় একই রকম অনুভূতি দেয়। মানুষ একধরনের নেশায় পড়ে যায়। তবে সমস্যা হলো মাদকের নেশার মতো এই নেশাও একসময় কেটে যায়।

মোহ কাটলে কী হয়?

মোহ কাটার পর মানুষ যেন হঠাৎ এক অদ্ভুত জগতে ফিরে আসে। প্রথমে যে মানুষটিকে দেখে মনে হয়েছিল, ‘এ এমন একজন, যার মধ্যে কোনো খুঁত নেই,’ সেই মানুষটিকে হঠাৎ করেই খুব সাধারণ লাগতে শুরু করে।

যে ছাদের সুইমিংপুল নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে গিয়ে দেখা যায়, ছাদের কোণায় শুকাতে দেওয়া পুরনো পেটিকোট কিংবা লুঙ্গি। যে ফুলের বাগানের কথা ভেবেছিলেন, সেখানে হয়তো মাটির টবে শুকনো ক্যাকটাস দাঁড়িয়ে আছে।

তখনই সম্পর্কটা একটা কঠিন প্রশ্নের মুখে পড়ে—এই মানুষটার সঙ্গে আপনি কি সত্যি বাকি জীবন কাটাতে চান? নাকি পুরোটা সময়ই ছিল কেবল একটা মোহ?

মোহ কাটার পরই বোঝা যায় সম্পর্কটা ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে, নাকি শুধুই ছিল এক ধরণের মায়াবি ঘোর। তখন থেকেই শুরু হয় আসল সম্পর্কের লড়াই।

কখন বুঝবেন সম্পর্ক আর টিকবে না?

১. নিজেকে হারিয়ে ফেলছেন:
যদি কোনো সম্পর্ক আপনাকে আপনার মতো থাকতে না দেয়, তবে সেই সম্পর্ক কখনো টেকে না। ভালোবাসা মানে হলো আপনাকে যেমন, তেমনভাবেই গ্রহণ করা। যদি কেউ আপনাকে পরিবর্তন করতে চায়, তবে সেটি মোহ, ভালোবাসা নয়।

২. যোগাযোগ কমে গেছে:
ভালোবাসা থাকলে মানুষ সময় করে নেয়। যদি দেখেন, সঙ্গী আপনাকে এড়িয়ে চলে বা অকারণে যোগাযোগ কমিয়ে দেয়, তবে বুঝুন সম্পর্কটা আর আগের মতো নেই।

৩. অতিরিক্ত মতবিরোধ:
মতবিরোধ সব সম্পর্কেই হয়। কিন্তু যদি তা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রতিটি কথায় ঝগড়া হয়, তবে সেটি সম্পর্কের জন্য সতর্ক সংকেত।

৪. আপনার মতামতের গুরুত্ব নেই:
যদি দেখেন, আপনার সঙ্গী সবসময় নিজের মতকেই প্রাধান্য

perfect saying
19/12/2024

perfect saying

সব কিনা শেষ এখন শুধু তুমি আসার বাকি🤪
17/12/2024

সব কিনা শেষ এখন শুধু তুমি আসার বাকি🤪

প্রিয় ফুল।
17/12/2024

প্রিয় ফুল।

হেলাল হাফিজ শান্তি পায়নি জীবনে। হেলেন কি পেয়েছিল?স্কুল জীবনে হেলেনের প্রেমে পড়ে হেলাল হাফিজ। দুজনে চুটিয়ে প্রেম করে । কি...
15/12/2024

হেলাল হাফিজ শান্তি পায়নি জীবনে। হেলেন কি পেয়েছিল?

স্কুল জীবনে হেলেনের প্রেমে পড়ে হেলাল হাফিজ। দুজনে চুটিয়ে প্রেম করে । কিন্তু বিয়ে হয়নি। দারোগা পিতা হেলেনের ক্ষুদ্র স্কুল শিক্ষকের ছেলের সাথে বিবাহ দিতে রাজী হয়নি। হেলেনের বিয়ে হয় এক বিখ্যাত সিনেমা হলের মালিকের সাথে।

রাগে অভিমানে হেলাল হাফিজ ২ সপ্তাহ খায়নি কিছু। কারও সাথে কথা বলেনি। হেলেন তার জীবনে এত প্রভাব ফেলে যে হেলেনকে নিয়ে গোটাশুদ্ধ বই লিখেন।

কিন্তু হেলেনের কী হয়?

না, হেলেন স্বার্থপরের মত ভালোভাবে বাচতে পারেনি। বেচারি। হেলেনের জামাই অনেক বইয়ের সাথে বইমেলা থেকে যে জলে আগুন জ্বলেও কিনে নেয়। হেলেন বইটা পড়ে দেখে গোটা বইয়ে শুধু সে।

হেলেন নিজেকে ধরে রাখতে পারেনি। বদ্ধ উন্মাদ হয়ে যায় হেলালের অভিশাপে। হেলাল হাফিজ কি চেয়েছিল সেটা?

নাহ, শেষ বয়সে আসার পরও হেলেনের নাম শুনলে হেলাল হাফিজ বাচ্চা শিশুর মত নাকি কাদতেন। এমনটাই উঠে এসেছেন আখতারুজ্জামান আজাদের সাক্ষাতকারে।

কাওকে হয়ত এতটা ভালোবাসতে নেই যে দ্রোহে নিজের ভালোবাসার মানুষটাই পাগল হয়ে যায়।

প্রেমের আগুনে হেলাল হাফিজ পুড়েছেন। নি:সংগ জীবন কাটিয়েছেন। উনাকে যদি জিজ্ঞেস করা হতো , আপনি বিয়ে করছেন না কেন?

উনি নাকি হালকা হেসে বলতেন, কেউ আমাকে বিয়ে করেনি।

উনার পরিবার থেকে কারও প্রস্তাব আসলে উনি নাকি বলতেন, মেয়েটা আমার মায়ের মত।

অবশেষে পরিবারের চাপ কমাতে থাকা শুরু করেন মেসে। ভিন্ন নামে। ভিন্ন পরিচয়ে। কাওকে হেলেনের জায়গা দিতে পারেনি হেলাল হাফিজ। নিজেও সুখের দেখা পায়নি। হেলেনের ও সুখ হয়নি।

----------------------------------------

শাহবাগের সুপার হোস্টেলের একটা ঘরে একা থাকতেন কবি। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে ওয়াশরুমের দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর দুপুর সোয়া ২টার দিকে ওয়াশরুমের দরজা ভেঙে খোলা হয়। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি, হয়েছিলেন রক্তাক্ত।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবনে যেটা পাওয়ার কথা সেটা পায়নি কবি। দোয়া করি আল্লাহ তায়ালা পরপাড়ে উনাকে সেটা দিক।

© এম. জে. বাবু

সগের পানি আলহামদুলিল্লাহ। খেজুর রস
13/12/2024

সগের পানি আলহামদুলিল্লাহ। খেজুর রস

Awal market.❤️
13/12/2024

Awal market.❤️

Art.
13/12/2024

Art.

HAPPY 12 Anniversary. Cute couple.
13/12/2024

HAPPY 12 Anniversary. Cute couple.

have no money.
09/12/2024

have no money.

I just want to own a farm and live a quiet life.✨
09/12/2024

I just want to own a farm and live a quiet life.✨

এমন একজন পুরুষকে বিয়ে করুন যে কেবলমাত্র স্বামী হতে চায়। এমন একজনকে নয় যে শুধু স্ত্রী চায়!একজন পুরুষ যিনি কেবলমাত্র এ...
07/12/2024

এমন একজন পুরুষকে বিয়ে করুন যে কেবলমাত্র স্বামী হতে চায়। এমন একজনকে নয় যে শুধু স্ত্রী চায়!

একজন পুরুষ যিনি কেবলমাত্র একজন স্বামী হতে চান!
এমন একজন ব্যক্তি যিনি আপনার অধিকার প্রদান, বিশ্বাস অর্জন, ভালো মন্দ বিচার, সন্মান, যত্ম, সুরক্ষা, দায়িত্ব এবং ইচ্ছে পূরণ করতে ইচ্ছুক। প্রতিটি জিনিস কার্যকর করার জন্য যা করতে হবে তা করতে সে সর্বদায় প্রস্তুত।

একজন পুরুষ যে কেবল একজন স্ত্রী চায়!
সে এমন একজন ব্যক্তি যে কেবলমাত্র আপনি তার জন্য কী করতে পারেন তা নিয়ে চিন্তা করেন আপনার জন্য তার কী করা উচিত তা নয়।

Address

Dhaka
1348

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Natural Life Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share