Yeasmin Akter

Yeasmin Akter l am a professional digital marketer and freelancer

06/09/2024

“সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে”

06/09/2024
Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা ...
06/09/2024

Freelancing মানে হলো, যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেয়া।
কিন্তু ফ্রিল্যান্সিং করে স্বাধীন ভাবে আয় করার জন্য আপনার প্রথমে কিছু জরুরি বিষয়ে জেনে নিতে হবে।
এই জরুরি বিষয় গুলি হল:
1. ফ্রিল্যান্সিং মানে কি ?
2. ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব ?
3. কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবো ?
4. Freelancing করে কত টাকা আয় করা যাবে ?
5. আমি কি ফ্রিল্যান্সি এ ক্যারিয়ার বানাতে পারবো ?
6. যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন ফ্রিল্যান্সি কোর্স করতে হবে ?
7. নতুনদের জন্য কিছু সেরা ফ্রিল্যান্সং সাইট কোনগুলি ?
বিষয়গুলো জানার পর, আপনি বুঝে যাবেন যে, আসলে freelancing কি এবং এর দ্বারা অনলাইন থেকে টাকা আয় করাটা আপনার জন্য কতটা সম্ভব হতে পারে।

নিজের সময়কে অযথা নষ্ট না করে সময়কে কাজে লাগান।জীবনে ভালো কিছুর জন্য পরিশ্রমের বিকল্প কিছু নেই।
16/03/2024

নিজের সময়কে অযথা নষ্ট না করে সময়কে কাজে লাগান।জীবনে ভালো কিছুর জন্য পরিশ্রমের বিকল্প কিছু নেই।

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করুনসফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন সেগু...
08/03/2024

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করুন
সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন সেগুলো সম্পর্কে:

1️⃣ ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।

2️⃣প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে।

এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।

3️⃣আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

4️⃣প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।
5️⃣পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।

6️⃣. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।

7️⃣ এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন।

8️⃣ পাশাপাশি অনুরোধ থাকবে, আপনার পড়াশোনার ক্ষতি করবেন না।

পড়াশোনার ফাঁকে সময় পেলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় হাতেকলমে শিখতে #

Address

Manda Dhake
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Yeasmin Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yeasmin Akter:

Share