Shahadot Palash

Shahadot Palash Love your profession like your passion, start your day before the sun, and end after the sun.
(3)

I completed my graduation and post graduation from Jagannath University, Dhaka.

11/04/2024

সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা।
আশা করি আজকের দিন সাবার আনন্দে কেটেছে।
ঈদ মুবারক 🌙

25/03/2024

এখন বাংলাদেশে বিজনেসের পিক টাইম। এখন যারা কাজের প্রেসার আর সহ্য করতে পারছেন না। তাদের জন্য এটা আশির্বাদ।
আর যারা রিলাক্সে সময় কাটানোর সৌভাগ্য পেয়েছেন, এটাকে দুর্ভাগ্য মনে না করে, নিজের ভুল গুলো খুজে বের করার চেষ্টা করুন।

19/03/2024

যেভাবে বিজনেস শিখলে, বাস্তবে কাজে লাগবে!

14/03/2024

বিজনেসকে ব্র‍্যান্ড বানাতে হলে রিটার্নিং কাস্টমার লাগবেই! কিন্তু বেশিরভাগ বিজনেসে রিটার্নিং কাস্টমার আসেনা কেন?

14/03/2024

চাকরি বা কর্ম বা টাকা উপার্জনের জন্য পড়াশোনা করোনা, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা কর। যারা এমন উপদেশ দিতেন।
আপনার বেকার জীবনে এসে তাদের কথা কি মনে পড়ে?

12/03/2024

বাংলাদেশে এখন বিজনেসের কমপিটিশন টা চাকরির কমপিটিশনের মতো হয়ে গেছে। এটা ভালো দিক। বিজনেসে কমপিটিশন যত বাড়বে, বিজনেসের কোয়ালিটি ততো ভালো হবে।

07/03/2024

সবচেয়ে কম বাজেটে কিভাবে একটি ই-কমার্স বিজনেস শুরু করা যায়?

04/03/2024

পৃথিবীতে সব জায়গায় যদি সব জিনিস পাওয়া যেতো কিংবা সবার কাছে সব জিনিস থাকতো তাহলে কারো কাছে কারো যাওয়ার প্রয়োজন হতো না কিংবা একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হতো না।

ঠিক এই কারনেই পৃথিবীতে ব্যবসার অস্তিত্ব আছে। সবার কাছে সব জিনিস নেই বলেই মানুষ একজন আরেকজনের কাছে যায়, আর সব জায়গায় সব জিনিস পাওয়া যায়না বলেই এক এলাকার মানুষ কিংবা এক দেশের মানুষ অন্য দেশ থেকে জিনিস নিয়ে আসে।

এটা মানব সভ্যতার শুরু থেকে চলে এসেছে এবং মানব সভ্যতার শেষ পর্যন্ত চলবে।
এতে দুনিয়া যতই উন্নত হোক কিংবা প্রযুক্তি যত সহজ হোক বা পন্য যতই বেশি উৎপাদিত হোক। একটি জিনিস কোথাও বেশি থাকবে আর কোথাও কম থাকবে আর কোথাও থাকবেই না।

কিন্তু সব জিনিস সব মানুষেরই প্রয়োজন হবে। তাই, বিজনেসও চলতে থাকবে আজীবন।

28/02/2024

ব্যাসিক এই ৩ টি স্টেপ নিয়ে খুব সহজেই একটি সাকসেসফুল বিজনেস শুরু করতে পারেন।

26/02/2024

Sometimes I work till midnight..

24/02/2024

কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করার কথা আপনার মাথায় ঘুরছে?

23/02/2024

শুধু চায়না প্রোডাক্ট এর কথা বলি কেন?

22/02/2024

বিজনেস এর মূল শক্তি কিন্তু টাকা কিংবা অভিজ্ঞতা নয়! এর বাইরেও আরেকটি মৌলিক শক্তি আছে, সেটা কিভাবে কাজ করে?

21/02/2024

চায়না থেকে ইম্পোর্ট করার মতো কিছু প্রোডাক্ট আইডিয়া... 🇧🇩🇨🇳

20/02/2024

হাই প্রাইসের প্রোডাক্ট সেল করবেন নাকি লো প্রাইসের প্রোডাক্ট?
নতুন বিজনেসের জন্য কোনটা ভালো?

19/02/2024

কত টাকা নিয়ে চায়না থেকে প্রোডাক্ট আনা শুরু করা যায়?

18/02/2024

চায়নার ব্যবসা সম্পর্কিত কিছু আপডেট...

17/02/2024

কি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন? ৫ টি বিষয় আপনাকে প্রোডাক্ট সিলেকশনে সাহায্য করবে।

"সব সময়ই সুসময়, যদি কেউ ব্যবহার করতে জানে তাকে।" -ভাস্কর চৌধুরী। আপনি কোন কিছু শুরু করতে চাইলে আজই এক্ষুনি শুরু করতে পার...
10/02/2024

"সব সময়ই সুসময়, যদি কেউ ব্যবহার করতে জানে তাকে।" -ভাস্কর চৌধুরী।

আপনি কোন কিছু শুরু করতে চাইলে আজই এক্ষুনি শুরু করতে পারবেন। শুধু আপনার ইচ্ছাটা থাকতে হবে।

08/02/2024

টাকা জমানোর জন্য বসে না থেকে হাতে যে টাকা আছে সেই টাকা দিয়েই বিজনেস শুরু করুন।।

04/02/2024

চাইনিজ নিউ ইয়ার এর ছুটি শুরু হয়েছে। ব্যবসায়ীদের যে বিষয় গুলো জানা জরুরী।

02/02/2024

একটি চাইনিজ প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেট ধরবেন?

31/01/2024

শুধু English না জানার জন্য কেউ ঠেকে থাকেনা! ইংরেজিকে avoid করেও অনেকেই বিশ্ব জয় করছেন!

29/01/2024

১ টি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন নাকি একাধিক?

27/01/2024

এই ৩ টি factor এ focus করে আমার বিজনেসে যেভাবে repeat customers নিয়ে আসি! এবং রিপিট কাস্টমার আপনার বিজনেসে কেন আর্জেন্ট?

24/01/2024

বিজনেসের জন্য টাকা ম্যানেজ করবেন কিভাবে?

22/01/2024

৮৫% উদ্যোক্তা এই সিদ্ধান্ত নিতে ভুল করে।🎯 যে ভুলের জন্য আপনার বিজনেস কখনো ব্র‍্যান্ডে পরিনত হবেনা।

21/01/2024

মানুষের জীবন থেকে অনেক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়, শুধু দ্রুত সিদ্ধান্ত নিতে না পারার কারনে।

অনেকের কাছেই সুযোগ আসে এবং সেই সুযোগ টা কাজে লাগাবে কিনা এই সিদ্ধান্ত নিতে নিতে সুযোগের সময় চলে যায়।

20/01/2024

বিজনেসের এই ৩ টি রুলসই আমাকে একটি সাকসেসফুল বিজনেস দিয়েছে।

20/01/2024

শুধু জীবন চালানোর জন্য চাকরিই যথেষ্ট!
আর যদি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে বিজনেস আপনার জন্য বেস্ট চয়েস।

Address

2/3, Fakir Bari Street, Block-B, Section/10, Mirpur
Dhaka
1216

Telephone

+8801722386456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahadot Palash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahadot Palash:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like