কুঁড়েঘর রান্নাঘর

কুঁড়েঘর রান্নাঘর Video creator

19/09/2023

গরুর ভুঁড়ি রান্নার সহজ রেসিপি
গরুর ভুঁড়ি রান্নার রেসিপি
গরুর ভুঁড়ি কিভাবে রান্না করে
গরুর ভুঁড়ি ভুনা
গরুর ভুঁড়ি ভাজি
গরুর ভুঁড়ি রান্না করা
গরুর ভুঁড়ি রেসিপি

YouTube Link: https://youtube.com/?si=5KFJRFKPW9oQUYBO










How to make cow pot recipe
gorur bori ranna
gorur bori poriskar korar upay
gorur bori ranna recipe
gorur bhori ranna recipe bangla
gorur bori ranna kora
gorur vori kivabe ranna kore
gorur vori vuna recipe
gorur bori vaja recipe

#গরুর_ভুঁড়ি_রান্নার_রেসিপি
#গরুর_ভুঁড়ি_কিভাবে_রান্না_করে
#গরুর_ভুঁড়ি_ভুনা
#গরুর_ভুঁড়ি_ভাজি

অর্ধেকের বেশি বাংলাদেশী ডাক্তার রোগীর স্বাস্থ্যের উন্নতির চেয়ে ওষুধ কোম্পানির উন্নতির জন্য ওষুধ লিখে থাকেন ।
18/09/2023

অর্ধেকের বেশি বাংলাদেশী ডাক্তার রোগীর স্বাস্থ্যের উন্নতির চেয়ে ওষুধ কোম্পানির উন্নতির জন্য ওষুধ লিখে থাকেন ।

18/09/2023

পেঁপে দিয়ে মুরগির মাংসের রেসিপি, pepe Diye morgir Mangsho, How to make chicken curry





♥একজন ছাত্র তার টিচার কে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?'' ♥️শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব। কিন্তু তার আগে তোমাকে একটি ক...
18/09/2023

♥একজন ছাত্র তার টিচার কে জিজ্ঞেস করলো,

''ভালবাসা কি?'' ♥️
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।

আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং
সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''

''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং
খুঁজতে খুঁজতে
যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা
আর
নিতে পারবে না''
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার
ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু

সে ভাবলো...হয়তো সামনের
সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।

পরে,যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল।

ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি
হাতে টিচারের
কাছে ফিরে এল।

টিচার তাকে বললো,''....এটাই
ভালোবাসা.....তুমি হয় তো জীবনে কাউকে খুঁজে
পেয়েছো,কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,এমন একদিন আসবে যেদিন

তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য সবচেয়ে ভাল
মানুষটি কে তুমি পেছনে হারিয়ে
ফেলেছো।

তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না...!!!

 #বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
17/09/2023

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!?

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।?

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে ????????

17/09/2023

গরুর মাংস রান্নার সহজ রেসিপি ।। How to Make Beef ।।গরুর মাংস।। Gorur Mangsher Recipe ।।Gorur mangsho recipe,Easy Beef Bhuna Recipe,শখের পুতুল রান্নাঘর,Shokher Potul RannaGhor

#গরুরমাংস

✳️ Ingredients for Beef Bhuna :
# গরুর মাংস (Beef) - 1 Kg
# এলাচ (Cardamom) - 10/12 pcs
# গোল মরিচ (Black pepper) - 10/12 pcs
# দারুচিনি (Cinnamon) - 3 Pcs
# তেজপাতা (Cinnamom) - 2 Pcs
# রসুন বাটা (Garlic Paste) - 1 Tbsp
# আদা বাটা (Ginger Paste) - 1.5 Tbsp
# হলুদ গুড়া (Turmeric Powder) - 1 Tbsp
# মরিচ গুড়া (Chili Powder) - 2 Tbsp
# ধনিয়া গুড়া (Coriander Powder) - 1 Tbsp
# জিরা গুড়া (Cumin Powder) - 2 Tbsp
# লবন (Salt) - To Taste
# সয়াবিন তেল (Soyabean Oil) - 3/4 Cup
# পেঁয়াজ (Sliced Onion) - 1 Cup
# গরম পানি (Hot Water) - 6 Cup

কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পাবে...
10/12/2022

কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পাবে...

∆∆ অবসায়ন হচ্ছে না ইভ্যালি ∆∆ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেডের অবসায়ন হচ্ছে না। প্রতিষ্ঠানটির অবসায়ন চেয়ে উচ...
09/12/2022

∆∆ অবসায়ন হচ্ছে না ইভ্যালি ∆∆

ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেডের অবসায়ন হচ্ছে না। প্রতিষ্ঠানটির অবসায়ন চেয়ে উচ্চ আদালতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এমন আদেশ দেন। ব্যাংকসহ বিভিন্ন অংশীজনরা চাইলে নিজেদের সিদ্ধান্ত মোতাবেক ইভ্যালির সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে পারে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখলে ইভ্যালি এক সময় লাভজনক প্রতিষ্ঠান হবে বলে আদালতের অভিপ্রায় রয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়।

বিগত মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ থেকে দেওয়া আদেশে এমনটাই বলা হয়। আজ বৃহস্পতিবার রায়ের প্রত্যায়িত প্রতিলিপি প্রকাশিত হয়।

প্রতিলিপি অনুযায়ী, ইভ্যালির অবসায়ন চেয়ে ফরহাদ হোসেনের আবেদনের নিষ্পত্তিতে সকল পক্ষের যুক্তিতর্ক আমলে নেন উচ্চ আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল আদালতকে ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম নিয়মের মধ্যে রেখে পরিচালনার বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এসব পদক্ষেপে ইভ্যালি ছাড়াও ই-কমার্স খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ উঠে আসে।
প্রতিলিপিতে আরও বলা হয়, আদালত পাওনাদার, জমির মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীজনদের স্বার্থ রক্ষার্থে অবসায়নের বদলে ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আদেশ জারি করে।

এসব বিষয় বিবেচনায় রেখে আদালত ইভ্যালির অবসায়ন না করার বিরুদ্ধে আদেশ দেন।

পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজনরা চাইলে ইভ্যালির সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে বলেও আদালতের রায়ে বলা হয়। একই সঙ্গে ইভ্যালি এক সময় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আদালতের অভিপ্রায় রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে ইভ্যালির অবসায়ন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন মোহাম্মদ ফরহাদ হোসেন নামের এক ব্যক্তি। সে মাসের ২২ তারিখ ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে উচ্চ আদালত। এই রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে প্রশ্নের জবাব দিতে বলা হয়।

14/11/2022
09/11/2022

এসএসসিতে এবার পাশের হার সবচেয়ে বেশি

সর্বোচ্চ গ্রাহককে টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরছে কিউকম lঅনেক দিন বন্ধ থাকার পরে দেশের ই-কমার্স ব্যবসায় ফিরেছে কিউকম। গ্রাহ...
08/11/2022

সর্বোচ্চ গ্রাহককে টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরছে কিউকম l

অনেক দিন বন্ধ থাকার পরে দেশের ই-কমার্স ব্যবসায় ফিরেছে কিউকম। গ্রাহকের পুরানো আস্থা ধরে রাখতে নিয়েছে নানা উদ্যোগ, ফেরত দিচ্ছে গ্রাহকদের পাওনা টাকাও। পেমেন্ট গেটওয়েতে আটকা পড়া গ্রাহকের টাকার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ গ্রাহককে টাকা ফেরত দিয়েছে এ প্রতিষ্ঠান। তবে আইনি জটিলতায় অর্থ ছাড়ে ধীরগতি থাকায় কিউকমসহ এ খাতের অন্যান্য প্রতিষ্ঠানকে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এ ব্যবসায় জড়িত ৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ১৩ হাজার অভিযোগ এসেছে। গ্রাহকের কাছে কয়েক হাজার কোটি টাকা দেনা আছে অভিযুক্ত ৩৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের। এর মধ্যে কিউকমের বাইরে অন্য ১২টি প্রতিষ্ঠান মিলে গ্রাহককে ফেরত দিয়েছে প্রায় ৫০ কোটি। আইনি জটিলতায় অর্থ ছাড়ে ধীরগতির কথা বলছে মন্ত্রণালয়ের ই-কমার্স সেল।

প্রাপ্ত তথ্য বলছে, ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধের পর পেমেন্ট গেটওয়েতে আটকা পড়েছিল ৫শ’ কোটি টাকা। এর মধ্যে অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের ছিল প্রায় ৪শ’ কোটি টাকা। এ টাকার মধ্যে গ্রাহকের পাওনাই ছিল অর্ধেকের বেশি- আড়াইশ’ কোটি টাকা। পাওনা টাকার মধ্যে প্রায় ২৩০ কোটি টাকা গত ছয় মাসে গ্রাহকদের ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালে একের পর এক বন্ধ হয়ে যায় ই-ভ্যালি, ই- ওরেঞ্জ, ধামাকা আলেশা মার্ট, কিউকমসহ অর্ধশত প্রতিষ্ঠান।

কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়ার কথায়, বন্ধের সময় তার এ্যাকাউন্টে ৪শ’ কোটি টাকা ছিল। এ খাত নিয়ে গঠিত কমিটি ওইটাই পেয়েছে। তার গ্রাহকদের অর্ডারের ছিল আড়াইশ’ কোটি টাকা। সেই জিনিসটাই পেয়েছে। মাঝখান থেকে হুট করে তার ইন্ডাসিট্র বন্ধ হয়ে যায়। গণমাধ্যমকে এ বিষয় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, ই-ভ্যালির সর্বোচ্চ অভিযোগ পেন্ডিং আছে, প্রায় আট হাজারের মতো। অন্য অভিযোগগুলোর মধ্যে কিউকম ও আলিশা প্রতিষ্ঠান দু’টিকে খুঁজে পাওয়া গেছে। এটা নিষ্পত্তি করছি। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা পলাতক বা এখনো যোগাযোগ করেনি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানান মহাপরিচালক। বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান নির্বাহী হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেছেন, গ্রাহকের পরিপূর্ণ পাওনাটা যেন পরিশোধ হয়, সে চেষ্টা করা হচ্ছে।

2022
30/10/2022

2022

26/10/2022
বর্তমান পরিস্থিতি
25/10/2022

বর্তমান পরিস্থিতি

24/10/2022

চট্টগ্রাম, পতেঙ্গা সমুদ্র সৈকত।

ঝড়ের সময় যখন সমুদ্র উত্তাল থাকে কেমন দেখা যায় সমুদ্র সৈকত হোক না সেইটা আগেকার দিনের।

** ঘূর্ণিঝড় সিত্রাং: মোংলা-পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত** চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৬ নম্বর বিপৎসংকেত** ঝুঁকিপূর্ণ ...
24/10/2022

** ঘূর্ণিঝড় সিত্রাং: মোংলা-পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত
** চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৬ নম্বর বিপৎসংকেত
** ঝুঁকিপূর্ণ সবাইকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
** নিজ কার্যালয়ে মনিটরিং সেল থেকে প্রধানমন্ত্রীর তদারকি

23/10/2022

e-Movement মাধ্যমে প্রতারিত না হবার জন্য সতর্ক করেন ভোক্তা অধিকারের মহা পরিচালক শফিকুজ্জামান।

গ্রাহকদের ২২৪ কোটি টাকা ফেরত দিয়েছে কিউকম lবাংলাদেশী স্টার্টআপ ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম পেমেন্ট গেটওয়ে ফস্টার কর্পোরেশন...
19/10/2022

গ্রাহকদের ২২৪ কোটি টাকা ফেরত দিয়েছে কিউকম l

বাংলাদেশী স্টার্টআপ ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম পেমেন্ট গেটওয়ে ফস্টার কর্পোরেশন লিমিটেডে আটকে থাকা ৩৯৭ কোটি টাকার মধ্যে ২২৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে।
ফস্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আল-বেরুনী স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, ফস্টারের কাছে কিউকম লিমিটেডের পাওনা প্রায় ৩৯৭ কোটি টাকা। চলতে বছরের ১০ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত আটটি রিফান্ড লিস্টের মাধ্যমে ১৮ হাজার ৪৩২টি অর্ডারের বিপরীতে ২৬ হাজার ৮৫৬টি ট্রানজেকশনের মোট ২২৪ কোটি ২৩ লাখ ১০ হাজার ৭০৮ টাকা ফস্টারের মাধ্যমে গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি ১২০০টি ট্রানজেকশনের মোট সাত কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৪০২ টাকা গ্রাহকদের পরিশোধের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আগামী তিন মাসের মধ্যে অবশিষ্ট সকল রিফান্ড দেয়ার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিউকম জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পেমেন্টের বিপরীতে থাকা মেয়াদউত্তীর্ণ চেক গ্রহণ করে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার কার্যক্রম অব্যাহতভাবে চলছে। গত ২৪ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেয়ার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করেন।
এপ্রিলে কিউকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রিপন মিয়া কারাগার থেকে মুক্তির পর এ কার্যক্রমে গতি আসে। কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার পর গ্রাহকের টাকা ফেরত দেয়ার ইতিহাস বিরল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসেই এটা উদাহরণ হয়ে থাকবে যে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হচ্ছে।’ গ্রাহকের টাকা ফেরত দেয়ার পাশাপাশি নতুন উদ্যমে সুপার অ্যাপের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
মার্কেটপ্লেসের পাশাপাশি অনলাইনে দ্রুত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কিউফুড, গ্রোসারি শপ কিউমার্ট এবং লজিস্টিক ও পার্সেল ডেলিভারি প্রতিষ্ঠান পিকমি এক্সপ্রেস নিয়েও কাজ করছে কিউকম। শিগগিরই ফ্যাশন, মেডিসিনসহ আরও বেশ কিছু সেবা চালু করবে প্রতিষ্ঠানটি। নতুন করে ব্যবসা শুরুর বিষয়ে কিউকমের সিইও মো. রিপন মিয়া বলেন, অনেক সততার পরীক্ষার পর কর্পোরেট কোম্পানি, এসএমই মার্চেন্ট ও গ্রাহকদের সহযোগিতা নিয়ে আমরা আবার নিয়মিত কার্যক্রম শুরু করেছি। পুনরায় শুরু করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আস্থা ফিরিয়ে আনা এবং গ্রাহকবান্ধব ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় ব্যবসা করার অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, উপ-সচিব সাঈদ আলী, ই-ক্যাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইনশৃঙ্খলা বাহিনী ও সকল গণমাধ্যমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের সহযোগিতা কামনা করেন।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কুঁড়েঘর রান্নাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুঁড়েঘর রান্নাঘর:

Videos

Share

Category

Nearby media companies



You may also like