29/01/2025
আজ, সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের, Graphic Design For Freelancing ব্যাচের প্রশিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করলাম। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মডেল উপস্থাপন করেছে, যা আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং নতুন নতুন প্রযুক্তি ও ধারণা সম্পর্কে জানলাম। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা সত্যিই অনুপ্রেরণাদায়ক! 🎨🚀🔬 প্রযুক্তি ও বিজ্ঞানের জগতে তাদের কৌতূহল ও উদ্ভাবনী চিন্তা দেখে আমি সত্যিই গর্বিত! 🚀🔬💡
#বিজ্ঞান_ও_প্রযুক্তি_মেলা #গ্রাফিক_ডিজাইন_ফর_ফ্রিল্যান্সিং #শিক্ষা #নতুন_আবিষ্কার #সন্দ্বীপ