Amezing video world

Amezing video world বিষ্ময়কর ও ভাইরাল ভিডিওর কালেক্সন পেতে ফলো করে রাখুন।

11/02/2025

Chi chi - Remix by Indroblue Ocean

একটা চাদর পুরো কাহিনিটাই পাল্টে দিছে.................
31/12/2024

একটা চাদর পুরো কাহিনিটাই পাল্টে দিছে.................

18/12/2024
18/12/2024

The Boys 🤭🤣

মানে কি সবাই জিপিএ ৫ চায়? দুইদিন পরে অটো চাকরি চাইবে, আম্রিত্যু চাকরি করার নিশ্চয়তা চাইবে, কোটিপতি স্বামী পাওয়ার নিশ্চয়ত...
16/10/2024

মানে কি সবাই জিপিএ ৫ চায়? দুইদিন পরে অটো চাকরি চাইবে, আম্রিত্যু চাকরি করার নিশ্চয়তা চাইবে, কোটিপতি স্বামী পাওয়ার নিশ্চয়তা চাইবে, বিশ্ব সুন্দরী স্ত্রী পাওয়ার নিশ্চয়তা চাইবে। থাবড়াইয়া দুইগালের মানচিত্র পাল্টাইয়া দিলে চাই চাই বন্ধ হয়ে যাবে তাই আমি এদের ইচ্ছামত থাবড়ানোর অধিকার চাই সোজা কথা🤬

22/09/2024

You and me one day 🖤

Send a message to learn more

19/09/2024

We want Justice for tofazzal

29/08/2024

যাদের দৃঢ় বিশ্বাসের অভাব আছে তারা মধ্যপন্থী আর যারা মাঝ রাস্তা দিয়ে চলে তাদের কি হয়? গাড়ি চাপা পড়ে?

দৃঢ় বিশ্বাস ছাড়া মানুষ কোনও নীতি ও আদর্শগত অবস্থান নিতে পারে না। বিশ্বাস এবং সাহস নেই বলে তারা গড্ডলিকা প্রবাহে ভেসে যায়। ভুল জেনেও অন্যের হাত দিয়ে নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে, তারা এমনভাবে ব্যবহার করে যেন তারা পশুর পালের একটি অংশ, কেউ কেউ নিজেদের অপেক্ষাকৃত উন্নত মনে করেন। কারণ তারা অন্যায়কে সমর্থন করেন না। কিন্তু প্রতিবাদ করার মতো আত্মবিশ্বাস তাদের নেই। তারা অবশ্য বুঝতে পারেন না যে প্রতিবাদ না করা প্রকৃতপক্ষে সমর্থন করারই সামিল।

সাফল্য লাভের একটি গোপন কথা হল, কোনও বিষয়ের বিরোধী হওয়ার থেকে কোনও একটি বিষয়কে সমর্থন করা ভালো। তার ফলে সমস্যাটির অঙ্গ না হয়ে সমাধানের অংশ হওয়া যায়। কোনও অবস্থান নেওয়ার জন্য দৃঢ় বিশ্বাসের প্রয়োজন।

দৃঢ় বিশ্বাস

24/08/2024

একজন অন্ধ ব্যাক্তি যদি দেখতে শুরু করে
সবার আগে সেই লাঠিকেই ছুড়ে ফেলবে যেটার সাহায্যে সারা জীবন চলতেছিল।

যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন !
আমি কোন অন্ধ লোকের কথা বলিনি।

- Unknown

পোশাক শিল্প থেকে সকল কর্মকর্তা ও শ্রমিক ভাই বোনদের এক দিনের মজুরি বন্যার্তদের মাঝে বিতরন করা হোক।যারা জানেন না কিংবা বোঝ...
23/08/2024

পোশাক শিল্প থেকে সকল কর্মকর্তা ও শ্রমিক ভাই বোনদের এক দিনের মজুরি বন্যার্তদের মাঝে বিতরন করা হোক।

যারা জানেন না কিংবা বোঝেন না কিভাবে দিতে হয় ইনবক্স করতে পারেন।
বিকাশের মাধ্যমে ডোনেশন এবং পেমেন্ট করে দিতে পারবেন।

05/08/2024

স্বাধীনতা যদি আসে তা যেন হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী সবার হয়। কারণ আন্দোলনে সকল ধর্ম, বর্ণের মানুষ ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলো।
আমরাও ছিলাম তোমাদের সাথে, আমাদের সকলের অবদান মনে রেখো, ভুলে যেওনা।
যদি স্বাধীনতা আসেই, কাউকে যেন ভয়ে থাকতে না হয়, কথা বলতে গেলে যেন থেমে যেতে না হয়, পূজার সময় যেন কাউকে মন্দির হামলার ভয় পেতে না হয়, সবাই সমান অধিকার পায়, যেন পাহাড় থেকে সমতলে সবাই সমান সুযোগ সুবিধা পায়, স্বাধীনতা কাগজে কলমে নয়,যেন বাস্তবে ও দেখা যায়, স্বাধীনতা যেন সবার হয়,
সবার।

শুধু এইটুকুই চাই এই বাংলাদেশের কাছে।
আশা করি নতুন দেশটা আমার সুন্দর হবে। শান্তিপূর্ণ হবে।

"শহীদ সঈদ"বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনার এই বীর সাহসীকতা মনে রাখবে।
17/07/2024

"শহীদ সঈদ"
বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনার এই বীর সাহসীকতা মনে রাখবে।

17/07/2024

ছাত্রলীগের নামের সামনে থেকে ছাত্র লেখাটা পরিবর্তন করে কুলাঙ্গার বসাতে বলেন, ছাত্র শব্দটার অপমান হচ্ছে এই লেখাটার জন্য।

Extreme lavel of বুদ্ধি 🙂
07/07/2024

Extreme lavel of বুদ্ধি 🙂

30/05/2024

বেতনের বেলায় "আলোচনা সাপেক্ষে" কেন?

আপনার কেমন লোক দরকার, তা টু দ্য পয়েন্টে উল্লেখ করছেন।

অমুক পাশ, তমুক অভিজ্ঞতা, কতখানি স্মার্ট হইতে হবে, লম্বা-চওড়ায় কতটা হইলে ভালো হয়, কতক্ষণ ডিউটি... ইত্যাদি প্রভৃতি সব আগেই বলে দিচ্ছেন। চাকরির বিজ্ঞাপনে বেতনের বেলায় "আলোচনা সাপেক্ষে" কেন?

এটা কেন আগেই বলে দিতে পারেন না?

আপনার কেমন লোক দরকার তা আগেই পরিস্কার বলে দিচ্ছেন যাতে অপ্রয়োজনীয় কেউ আপনাকে নক না করে। । তাহলে বেতন না বললে আপনার ওখানে আবেদন করা এবং স্ব-শরীরে হাজির হওয়াটাও কারো কাছে অর্থহীন হয়ে যেতে পারে। এতো আয়োজন করে যাওয়ার পর, চাকরির জন্য উপযুক্ত নির্বাচিত হওয়ার পর আপনার প্রস্তাবিত বেতনের অঙ্ক শুনে আপনার গালে আমার ঠাস করে চড় মারতে ইচ্ছেও হতে পারে। কারণ, আগেই বেতন কত তা উল্লেখ না করে আপনি আমার সময় নষ্ট করেছেন। সুতরাং "বেতন আলোচনা সাপেক্ষে" এই ধাপ্পাবাজি বন্ধ হোক।

আপনার কেমন লোক দরকার তা যেমন পই পই করে উল্লেখ করছেন, তেমনি উপযুক্ত কর্মীকে কত বেতন দিবেন, তা স্পষ্ট করে জানিয়ে দিন। আগেভাগেই।

Collected

কারো কাছে Samsung এর এই USB কনভার্টার টা থাকলে যোগাযোগ করেন।
08/04/2024

কারো কাছে Samsung এর এই USB কনভার্টার টা থাকলে যোগাযোগ করেন।

26/03/2024

পুরি জেনারেশন পানিমে গায়ি, ছাপাক ছাপাক 👤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amezing video world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amezing video world:

Videos

Share

Category