Rahman Cartoons

Rahman Cartoons If you are with us, we will go far.

19/02/2025

~ এক কাপ চা বানায় Ex এর জন্য

17/02/2025

~বিচ্ছেদের মজার বিষয় কি জানেন?

~শুরু শুরুতে আপনি কোনো কিছু অনুভবই করতে পারবেন না,এর পর আপনি সেই মানুষটাকে খুজবেন,কিন্তু কোথাও পাবেন না।এরপর আপনি নিজের ভাগ্যকে দোষারোপ করবেন এতে করে আপনি অন্তত দিনপার করতে পারবেন। একসময় কাপালের দোষ দিয়ে নিজের দৈনন্দিন জীবনে ফিরে যাবেন। কিন্তু কোনো এক রাতে আপনি একা শুয়ে আছেন ঠিক সেইসময় কিছু সময়ের জন্য হলেও সেই মানুষটার কথা মনে করবেন। তারপর একটা দীর্ঘ নিশ্বাস ফেলবেন আপনার এই জীবনের উপরে।আপনি অবশ্যই বেঁচে থাকবেন আর এইভাবেই বেঁচে থাকবেন জীবনের শেষ সময় পর্যন্ত।হয়তো আপনার জীবনে নতুন কেউ আসবে,গোপন হয়ে যাবে সেই মানুষটার সাথে থাকা সময়গুলো কিন্তু সেই সময়ের অনুভূতি থেকে যাবে কোনো এক রাতের জন্য যখন তার কথা আপনার মনে পড়বে।

700 Subscribers on YouTube Thank you Everyone
12/02/2025

700 Subscribers on YouTube
Thank you Everyone

12/02/2025

~যে যাকে ভালোবাসে
সে তাকে ভালোবাসে না,
~সে তাকে ভালোবাসে
সে তাকে ভালোবাসে না

~কবি কফি🤣

11/02/2025

~তাড়াতাড়ি হাত ধুয়ে বসলাম চুপ,
বুদ্ধির খেলা খেলতে গিয়ে খেয়েছি ধুপ!....

10/02/2025

~ তুমি এলে জোছনা নিয়ে,
স্বপ্ন সাজাই হৃদয় চিতে...
~তোমার ছোঁয়ায় বৃষ্টির গানে,
ভিজে যাই অকারণে!!!

06/02/2025

~ আরে ভাই এইখানে আমার কোন দোষ নাই,আমি sure ঐ মেয়ে কালা জাদু জানে...

Thank you Everyone
27/01/2025

Thank you Everyone

With তিশার আম্মু – I just got recognised as one of their top fans! 🎉
22/01/2025

With তিশার আম্মু – I just got recognised as one of their top fans! 🎉

Thank You For Your Love And Support
22/01/2025

Thank You For Your Love And Support

21/01/2025

~কাল একজন আত্মীয় বলছিল, জীবনে অনেক উন্নতি কর
~আমি বলেছি সহ্য করতে পারবেন তো?

20/01/2025

~একটা মেয়ে আপনার জীবনে আসবে,
~একসাথে থাকার ওয়াদাও করবে,
~এরপর একদিন আপনাকে ফেলে সে চলে যাবে,
~শুধু যাবে না,আপনার জীবনকে বরবাদ করে যাবে!!

20/01/2025

Good Morning Everyone

গার্লফ্রেন্ড: আমাকে উপহার দিতে হলে কী দেবে?বয়ফ্রেন্ড: আকাশের চাঁদ এনে দেব!গার্লফ্রেন্ড: এত কঠিন কিছু কেন বলো? বরং একটা ড...
19/01/2025

গার্লফ্রেন্ড: আমাকে উপহার দিতে হলে কী দেবে?
বয়ফ্রেন্ড: আকাশের চাঁদ এনে দেব!
গার্লফ্রেন্ড: এত কঠিন কিছু কেন বলো? বরং একটা ড্রেস দাও।
বয়ফ্রেন্ড: ড্রেস কেনার টাকাই নেই, তাই আকাশের চাঁদ এনে দেওয়ার কথা বলেছিলাম!

বউ: জানো, আমি একটা মুভির জন্য অডিশন দিয়েছি।স্বামী: ও, ভালো কথা, মুভির নাম কী?বউ: ‘ভয়ংকর পেতনী।’স্বামী: দারুণ! আমি শিওর ত...
19/01/2025

বউ: জানো, আমি একটা মুভির জন্য অডিশন দিয়েছি।
স্বামী: ও, ভালো কথা, মুভির নাম কী?
বউ: ‘ভয়ংকর পেতনী।’
স্বামী: দারুণ! আমি শিওর তুমি হিরোইনের ভূমিকায় থাকবে!!

বউ: আচ্ছা , আমার মুখে আজ একটা ছোট ফোট হয়েছে, তুমি কী দেখেছো?স্বামী: হ্যাঁ, দেখেছি।বউ: এটা দেখতে কেমন লাগছে?স্বামী: সুন্দ...
18/01/2025

বউ: আচ্ছা , আমার মুখে আজ একটা ছোট ফোট হয়েছে, তুমি কী দেখেছো?
স্বামী: হ্যাঁ, দেখেছি।
বউ: এটা দেখতে কেমন লাগছে?
স্বামী: সুন্দর লাগছে, মনে হচ্ছে তুমি একটা ডায়মন্ডের পাথর বসিয়ে রেখেছ!

বউ: আমি এবার পছন্দের সব রান্না শিখে ফেলব।স্বামী: বাহ! কেক, পেস্ট্রি এসব?বউ: না রে, আমি খাওয়া শিখব, আর তোমার রান্না করা শ...
17/01/2025

বউ: আমি এবার পছন্দের সব রান্না শিখে ফেলব।
স্বামী: বাহ! কেক, পেস্ট্রি এসব?
বউ: না রে, আমি খাওয়া শিখব, আর তোমার রান্না করা শেখা জরুরি!

On YouTube
15/01/2025

On YouTube

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Cartoons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share