TrendReview

TrendReview Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TrendReview, Media/News Company, DHAKA, Dhaka.

TrendReview,the bangladesh one foremost online entertainment news organization altered the entertainment news landscape by changing the way the public gets its news .

19/04/2022
  CREATES HISTORY AGAIN... FASTEST TO ENTER ₹ 200 CR CLUB...⭐  : Will cross ₹ 200 cr today [Mon, Day 5]⭐  : Day 6  is RE...
18/04/2022

CREATES HISTORY AGAIN... FASTEST TO ENTER ₹ 200 CR CLUB...
⭐ : Will cross ₹ 200 cr today [Mon, Day 5]
⭐ : Day 6
is REWRITING RECORD BOOKS... Thu 53.95 cr, Fri 46.79 cr, Sat 42.90 cr, Sun 50.35 cr. Total: ₹ 193.99 cr. biz. version. SENSATIONAL.

17/04/2022

Adhira look 💥💥💥

BREAKING NEWS !!  এর রিমেক রাইটস বিক্রি হয়ে গেছে । জিৎ এর ফিল্ম রাবণ এর রিমেক হবে ওড়িয়া তে ।ওড়িয়া তেও সিনেমাটির নাম...
17/04/2022

BREAKING NEWS !!

এর রিমেক রাইটস বিক্রি হয়ে গেছে । জিৎ এর ফিল্ম রাবণ এর রিমেক হবে ওড়িয়া তে ।

ওড়িয়া তেও সিনেমাটির নাম RAAVAN ই থাকছে ।
#কপি পোস্ট

Kabhi Eid Kabhi Diwali সিনেমার আপডেট - 🟨 সিনেমায় মূল মিউজিক ডিরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিস্ট হিসাবে থাকছেন DSP, এছাড়...
16/04/2022

Kabhi Eid Kabhi Diwali সিনেমার আপডেট -

🟨 সিনেমায় মূল মিউজিক ডিরেক্টর এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিস্ট হিসাবে থাকছেন DSP, এছাড়াও প্রিতমকেও কম্পোজার হিসাবে দেখা যাবে।

🟨 Anniyan, Raavanan ফেইম V.Manikandan সিনেমাঅটোগ্রাফার হিসাবে থাকবেন।

🟨 সিনেমার ডিরেক্টর হিসাবে থাকবেন ফারহাদ সামজি।

🟨 সালমান খান, পূজা ছাড়াও ভেঙ্কাটেশ, শ্রেয়াস তালপাডে, রিতেশ দেশমুখ, আয়ুশ শর্মাকে দেখা যাবে ফিল্মে।

🟨 তাড়াপ, বাচ্চান পান্ড, ৮৩ এর ব্যর্থতার পর এই সিনেমা নিয়ে খুব একটা কনফিডেন্স না থাকায় NGE প্রোডাকশান সিনেমা থেকে সরে গিয়েছে, সিনেমা এখন প্রডিউস করবে সালমান খানের SKf FILMS.

🟨 সিনেমাটির ক্রস কালচার মাসালা জনরার হতে চলেছে৷

🟨 সিনেমা তামিল এবং তেলেগু ডাবিং এ রিলিজ পাবে।

16/04/2022
অধীরাকে হত্যা করে KGF-এর রাজা এখন রকি ভাই। কিন্তু পথের বাধা হয়ে দাঁড়ায় সেই অধীরা এবং রামিকা সেন। নিজের রাজত্ব কি কায়েম ...
16/04/2022

অধীরাকে হত্যা করে KGF-এর রাজা এখন রকি ভাই। কিন্তু পথের বাধা হয়ে দাঁড়ায় সেই অধীরা এবং রামিকা সেন। নিজের রাজত্ব কি কায়েম রাখতে পারবে রাজা কৃষ্ণাপ্পা বৈর্য্য থুড়ি রকি ভাই?

কেমন হল?

একটা দুরন্ত গ্যাংস্টার ছবির প্রেক্ষাপট KGF Chapter 1 অলরেডি তৈরি করে রেখেছিল। প্রথম অংশে কী ছিল? রকি ভাইয়ের ক্ষমতা দখলের উচ্চাকাঙ্খাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই ছবিতে। তাহলে এই ছবিতে কী এমন আছে ধন্য ধন্য করার মতো?
আছে, অনেক কিছুই আছে। প্রথমেই বলি, এমন নিখুঁত সিক্যুয়েল খুব কমই হয়েছে। ফ্যানদের জন্য বিরাট সারপ্রাইজও আছে। KGF-এর মানুষদের উপর রাজত্ব বিস্তার করতে সফল হয়েছে রকি। এবার আরও বড় স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে সে। এই সফরেই ফের একবার রকি মুখোমুখি হয় অধীরার সঙ্গে। সেও মরিয়া KGF ফিরে পেতে। অধীরা হাত মেলান প্রধানমন্ত্রী রামিকে সেনের সঙ্গে। তাঁর ইচ্ছা রকিকে ক্ষমতাচ্যুত করার।
চিত্রনাট্যের গতি দ্রুত। এক অন্ধকার জগতকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা হয়েছে স্টাইলিশলি। ছবির প্রথম ভাগে গতি একটু স্লো। সময় নিয়ে চরিত্রদের সঙ্গে আলাপ করানো হয়েছে। কিন্তু দ্বিতীয় ভাগে গল্প যাকে বলে দৌঁড়েছে।
এই ছবিতে রকির ইমোশনাল দিকেরও ঝলক পান দর্শকরা। দেখা মেলে তার অতীতের। তবে প্রেমের জোয়ারে ভেসে যায়নি গল্পের প্লট। এই ছবির অন্যতম সেরা শট সঞ্জয় দত্তের এন্ট্রি সিন। মুহূর্তের মধ্যে পর্দায় যেন ম্যাজিক হয়ে গেল। প্রধানমন্ত্রীর চরিত্রে ভালোই করেছেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। এই ছবির আরও এক প্রাপ্তি প্রকাশ রাজের (Prakash Raj) ব্যারিটোনে ছবির ন্যারেশন।
এই ছবির আসল হিরো কি শুধুই অভিনেতা Yash? না, এই ছবির ক্রেডিট পরিচালক Prashanth Neel-এরও। প্রথম পার্টের থেকে বেশি টানটান দ্বিতীয় ভাগ।
অ্যাকশন ছবির ভক্ত যে সব দর্শক, তাঁদের জন্যে এমন দেশি স্টাইলের পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি খুব কমই হয়েছে। না, সব ছবিতে Hollywood-এর প্যারালাল খুঁজতে যাবেন না প্লিজ। এই ছবিকে ভারতীয় প্রেক্ষাপটেই দেখুন। সেভাবেই বিচার করুন। ও হ্যাঁ, আরও একটা কথা। অযথা ছবির মরাল ভ্যালু নিয়েও তরজায় বসবেন না প্লিজ। জাস্ট ছবিটা এনজয় করুন। ছবির দুরন্ত মেকিং উপভোগ করুন। আরও একটা সিক্রেট বলে দিই? KGF ফ্যানদের জন্য সুখবর। আসতে পারে এই ফ্রাঞ্চাইজের তৃতীয় ছবিও!

12/04/2022
THE KASMIR FILE MOVIE REVIEWরাতারাতি ভিটে মাটি হারার গল্প বহুবার শুনিয়েছে রূপোলি পর্দা। স্বজনহারা, শিকড় উপড়ে দ্যাশ ছাড...
12/04/2022

THE KASMIR FILE MOVIE REVIEW

রাতারাতি ভিটে মাটি হারার গল্প বহুবার শুনিয়েছে রূপোলি পর্দা। স্বজনহারা, শিকড় উপড়ে দ্যাশ ছাড়া করার যন্ত্রণা প্রতিটি ফ্রেমে আছড়ে পড়ে। তবুও আর পাঁচটা বাস্তবধর্মী বাস্তুহারা উদ্বাস্তুদের গল্প নয় The Kashmir Files। গল্পের বাস্তবতায় সিনেমা হলের ঠাণ্ডা ঘরেও ঘেমে উঠবে কপাল। তীব্র গরমেও ঠান্ডা স্রোত বইবে শিরদাঁড়ায়। সিনেম্যাটিক ব্রিলিয়ান্সের পাশাপাশি এমন কী দেখালেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এবং অভিনেত্রী- ফিল্মের গবেষকও পল্লবী যোশী (Pallavi Joshi), যে গোটা দেশে সবথেকে চর্চিত হয়ে উঠল সিনেমাটি। স্বয়ং নরেন্দ্র মোদীও সংসদীয় বৈঠকে বললেন এই সিনেমাটি সকলের দেখা উচিত।

১১ মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত The Kashmir Files। ১৯৯০-এর দশকে যেভাবে কাশ্মীরি হিন্দুদের উপত্যকা ছাড়া করা হয়েছিল, যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ছবি তারই গল্প বলে। বাস্তবের নিষ্ঠুরতার অভিঘাত কাঁপিয়ে দেয় অন্তরাত্মায়। সবই ঠিক এমনই ছিল সেদিন, এই তথ্যটি স্বস্তি দেয় না দর্শকদের। বিট্টা কারাটা ওরফে ফারুক আহমেদদার আতঙ্ক থেকে কাশ্মীরি পণ্ডিতদের লড়াই সবটাই প্রতিফলিত The Kashmir Files-এর প্রতিটি দৃশ্যে।

দি কাশ্মীর ফাইলস (The Kashmir Files) JKLF জঙ্গিদের হাতে কাশ্মীরি পণ্ডিত সতীশ টিকু (Satish Tickoo)-এর হত্যার কাহিনী নিয়ে তৈরি। দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের রক্তপিপাসু জঙ্গিরা কিভাবে হিন্দু পণ্ডিতদের খুঁজে বের করে নৃশংসভাবে হত্যা করে। গোটা পরিবারকে শেষ করে দেয়। মেয়ে বউদের গণধর্ষণের পর করাত দিয়ে টুকরো টুকরো করে দেয় শরীর। রেয়াত করে না শিশুদেরও। Pushkar Nath Pandit (Anupam Kher) এই ছবির প্রোটাগনিস্ট। সিনেমা প্রথম ভাগে তাঁর পরিবার ও তাদের উপর নির্মম অত্যাচারের উপাখ্যান বলে তুলে ধরে কাশ্মীরি পণ্ডিতদের হৃদয়ের দগদগে গা। দ্বিতীয় ভাগ বোঝায় যা হয়ে গিয়েছে, তা অতীত হলেও আজও প্রাসঙ্গিক। আজও খোঁচালে সেই ঘা থেকে চুঁইয়ে পড়ে বঞ্চণার শোণিত স্রোত। কাশ্মিরী পণ্ডিতদের বর্তমান প্রজন্মও ভিটে হারালে কেনও আজও ভুলতে পারেনি সেই যন্ত্রণার দিনগুলো।

''এটা দেশত্যাগ নয়, গণহত্যা।'' ''ভাঙা মন কথা বলে না, কিন্তু, তাদের কথা শুনতে হয়।'' ''ধর্মান্তরিত হও, দেশ ছাড়ো নইলে মর।'' এরকম একাধিক ডায়লগ ধাক্কা দেয়। কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকারীদের মূল মাথা বিট্টার কোনও আত্মগ্লানিহীন স্বীকারোক্তি যেকারও রক্ত গরম করতে যথেষ্ট। কাশ্মীর ফাইলস-এ বিট্টার (Chinmay Mandlekar) একটি সাক্ষাৎকার দেখানো হয়েছে যাতে সে বলে যে তাকে হত্যার নির্দেশ দেওয়া হত। তার মাকে হত্যা করতে বললেও সে করে দিত। গলার কাছে দলা পাকায় কান্না, গা গুলিয়ে ওঠে, হিন্দু পণ্ডিতকে জোর করে রক্ত মাখা ভাত গেলানোর দৃশ্যে। এককথায় ফিল্ম নয়, ১৯৯০-এর ডকুমেন্টারি The Kashmir Files। যোগ্য সঙ্গত করেছে রোহিত শর্মার (Rohith Sharma) সুর-আবহ এবং স্বপ্নিল বান্দোড়কর (Swapnil Bandodkar)-এর নিঃসঙ্গতার শব্দ।

বিট্টার ভূমিকায় অসাধারণ Chinmay Mandlekar। এছাড়া Anupam Kher, Mithun Chakraborty এবং Darshan Kumaar-এর অভিনয় নিয়ে তো আলাদা করে কিছু বলা বাতুলতা। অনুপম খেরের সঙ্গে নেটিজেনরা হিথ লেজার অভিনীত 'জোকার' চরিত্রটির তুলনাও টেনেছেন।

movie review :RRRঅল্প গল্প: দিল্লিতে আলাপ, সেখান থেকেই গভীর বন্ধুত্ব রামারাজু আর ভীমের। কিন্তু যখন একে অপরে জানতে পারেন ...
12/04/2022

movie review :RRR

অল্প গল্প: দিল্লিতে আলাপ, সেখান থেকেই গভীর বন্ধুত্ব রামারাজু আর ভীমের। কিন্তু যখন একে অপরে জানতে পারেন তাঁদের আসল উদ্দেশ্যের কথা? কোন দিকে মোড় নেয় গল্প?

সালটা ২০১৭। মুক্তি পেল বাহুবলী সিরিজের শেষ ছবি Baahubali:The Conclusion। S S Rajamouliর ম্যাজিকে মন্ত্রমুগ্ধ আসমুদ্রহিমাচল। তারপর পাঁচ বছরের দীর্ঘ ব্রেক। ছবির পর্দায় ব্রেকে থাকলেও বিহাইন্ড দ্য সিন মাস্টার স্টোরি টেলার SS Rajamouli ব্যস্ত ছিলেন আরও এক মেগা ছবির প্রস্তুতিতে। RRR। ছবি মাল্টিস্টারার। দক্ষিণের দমকা তো আছেই, সেই সঙ্গে রয়েছে আরব সাগরের ঢেউ। Jr NTR এবং Ram Charan-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া ভাট (Alia Bhatt)। রয়েছেন অজয় দেবগণও (Ajay Devgn)। এতেই ছবি হিট হয়ে যাবে! না, এই ভাবনায় চলেন না রাজামৌলি। তাই জোর দেন ছবির কনটেন্টে, জোর দেন ছবি তৈরিতে। কমপ্লিট প্যাকেজ যাকে বলে।

প্রেক্ষাপট ১৯২০-র দিল্লি। রামারাজুকে একদিকে যেমন ব্রিটিশ পুলিশ সম্মান করে তেমনই ভয়ও পায়। আবার সেই রামারাজুকেই নেটিভ হওয়ার জন্য মাঝে মধ্যে হেয়ও করা হয়। অন্যদিকে গোন্ড সম্প্রদায়ের সহজ সরল ভীমের দুই বাহুতে ভীমের মতোই বল। তবে সে যখন তখন তা ব্যবহার করে না। শহরে আসে মাল্লীকে লেডি স্কটের হাত থেকে উদ্ধার করার জন্য। এটাই গল্প? না, পিকচার অভি বহুত বাকি হ্যায় মেরে দোস্ত। এখানে নিজেদের অধিকার ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেওয়ার সশস্ত্র লড়াই দেখানো হয়েছে।

RRRএর প্রথমভাগ ঠিক যেন পিকাসোর মাস্টারপিস। কিন্তু দ্বিতীয়ভাগে এসে বেশ হোঁচট খেতে হয়। চিত্রনাট্যে আলিয়া ভাটের (Alia Bhatt) চরিত্রটি যেন বড্ড আরোপিত। রামারাজুর বাগদত্তার চরিত্রে আলিয়ার আগমন ছবির প্লাস পয়েন্ট মোটেই না। রামারাজুর লুক ট্রান্সফর্মেশনের ঘটনাও ঠিক তেমনই, বেমানান। ক্লাইম্যাক্সে এসে বার বার মনে হবে ইয়ে দিল মাঙ্গে মোর। তবে হ্যাঁ, ছবি যেহেতু এস এস রাজামৌলির (SS Rajamouli) তাই পদে পদে সারপ্রাইজড আপনি হবেনই। RRR এমনই একটি বাণিজ্যিক অ্যাকশন ড্রামা যা আপনাকে টোট্টাল এন্টারটেনমেন্ট দেবে।

তবে ছবির সময় আরও একটু ছোট হলে টানটানভাবটা বজায় থাকত।VFX-ও তেমন আহামরি কিছু নয়। তবে RRR-এ জীবনের সেরা অভিনয়টা করলেন Jr NTR। মাল্লীকে খোঁজার সময়ে যে ইমোশনাল দিক সামনে এসেছে তা যেমন তারিফযোগ্য, তেমনই মন ছুঁয়ে যায় রামারাজুর জন্য তাঁর ভালোবাসা। রাম চরণও নিজের যথা সাধ্য করেছেন। ভালোলাগে আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মরিসের অভিনয়। এই ছবির আরও একটা বড় প্লাস পয়েন্ট Senthil-এর ক্যামেরার কাজ।

অনেকেরই মনে বাহুবলীর সঙ্গে তুলনা চলে আসতে পারে। তবে সেই তুলনা সরিয়ে রেখে বরং উপভোগ করুন এই দুরন্ত অ্যাকশন প্যাকড ড্রামা।

12/04/2022

ranbir and alia weading update news 2022

12/04/2022

Address

DHAKA
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TrendReview posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TrendReview:

Videos

Share