Radiate It Limited

Radiate It Limited "Radiate It " is a Bangladeshi online based company who provides all the social media related service

"Radiate It Limited" is a Bangladeshi online based company who provides all the social media related services with best efforts.It extended it's services by including online related other services as content writing,Copyright works.News pr etc.It also provides social media cyber security related problems. "Radiate It Limited" assures customers full privacy & delivering service in time.

যত্রতত্র ফোনে চার্জ দেয়া থেকে বিরত থাকুন।বিশেষ করে রেলস্টেশন, ট্রেনের ভেতরে ও রেস্টুরেন্টে। একান্ত প্রয়োজনে নিজের চার্জা...
25/03/2023

যত্রতত্র ফোনে চার্জ দেয়া থেকে বিরত থাকুন।বিশেষ করে রেলস্টেশন, ট্রেনের ভেতরে ও রেস্টুরেন্টে।

একান্ত প্রয়োজনে নিজের চার্জার ব্যবহার করে চার্জ দিতে পারেন তবে একান্ত প্রয়োজন না হলে এইসকল স্থানে চার্জ দেয়া থেকে বিরত থাকবেন।

অন্যথায় মারাত্মক আকারের হ্যাকিং এর শিকার হতে পারেন।তাই সাবধান থাকুন।

30/01/2023

ফেসবুকে 'ক্রাশ অ্যান্ড কনফেশন' পেইজ খুলে মেয়েদের হয়রানি!

বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামের শেষে, ক্রাশ অ্যান্ড কনফেশন যুক্ত করে ফেসবুকে পেইজ খুলে মেয়েদের হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, পোস্টদাতা নিজের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের নাম, ঠিকানা উন্মুক্ত করে তাদের সামাজিকভাবে হেয় করছেন। এসব কর্মকান্ডকে সাইবার অপরাধ উল্লেখ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের...

23/01/2023

We provide the best cyber security.

Here are a few tips for preventing cyber crime:1. Use strong and unique passwords for all your accounts and change them ...
22/01/2023

Here are a few tips for preventing cyber crime:

1. Use strong and unique passwords for all your accounts and change them regularly.

2. Be cautious when clicking on links in emails or messages, as these can be used to spread malware or phishing scams.

3. Use anti-virus and anti-malware software to protect your computer and mobile devices from malware and other cyber threats.

4. Keep your software and operating systems up to date to ensure that you have the latest security patches and fixes.

5. Use a Virtual Private Network (VPN) when connecting to the internet, especially when using public Wi-Fi.

6. Be vigilant when sharing personal information online, and limit the amount of personal information you share on social media and other websites.

7. Back up important data regularly, in case your computer or mobile device is lost, stolen, or damaged.

8. Be aware of the potential risks associated with cloud storage and ensure that your data is properly secured.

9. Educate yourself and your family about the risks of cybercrime and the steps you can take to protect yourself.

10. Report any suspicious activity or cybercrime to the relevant authorities, such as your local police and the cybercrime unit of your country.







আপনার আইডি পাসওয়ার্ড স্ট্রং আছেতো?না থাকলে এখনই আইডি পাসওয়ার্ডটি  ইউনিক এবং স্ট্রং করুন সিম্বল পাসওয়ার্ড এর মাধ্যমে। সুর...
21/01/2023

আপনার আইডি পাসওয়ার্ড স্ট্রং আছেতো?

না থাকলে এখনই আইডি পাসওয়ার্ডটি ইউনিক এবং স্ট্রং করুন সিম্বল পাসওয়ার্ড এর মাধ্যমে। সুরক্ষিত রাখুন আপনার আইডি এবং নিশ্চিন্তে থাকুন আপনি।

সম্পর্ক যেমনই হোক না কেনো কোনো অবস্থাতেই অনলাইনে কারো সামনে এমন ভাবে আসা উচিত নয় যা পরবর্তী সময়ে কোনো ছেলে/মেয়ের জন্য বি...
21/01/2023

সম্পর্ক যেমনই হোক না কেনো কোনো অবস্থাতেই অনলাইনে কারো সামনে এমন ভাবে আসা উচিত নয় যা পরবর্তী সময়ে কোনো ছেলে/মেয়ের জন্য বিপদ ডেকে আনতে পারে।কারণ অপর প্রান্তের মানুষটা সব কিছু রেকর্ড করছে কিনা সেটা সবাই বুঝতে পারে না।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই।তাই এখনই সময় সাবধান ও সচেতন হওয়ার।

Radiate It is providing  you the most valuable service for updating your online business standard. To know the providing...
29/12/2022

Radiate It is providing you the most valuable service for updating your online business standard. To know the providing services stay with Radiate It Limited.

22/12/2022

সাইবার অপরাধ এর শিকার ভুক্তভোগীরা যখন দিশেহারা হয়ে সাইবার পুলিশ সেন্টার গুলোয় সাহায্য চাচ্ছে ঠিক সেই মুহুর্তে কিছু নামে বেনামে আইডি নিজেদের পুলিশ/সাইবার পুলিশ ইত্যাদি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ভুলভাল বুঝিয়ে ব্যক্তিগত ও আপত্তিকর তথ্য হাতিয়ে নিচ্ছে।এক পর্যায়ে সেগুলো ভিক্টিম ব্লেমিং ও ব্লাকমেইল এর রুপ ধারণ করছে।

সাইবার অপরাধ সংক্রান্ত সেবা প্রত্যাশিদের উদ্দেশ্যে বলছি সহযোগিতার নামে যাকে তাকে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করবেন না।এতে হিতে বিপরীত হবে।সরকারি ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থেকে বিরত থাকুন।

21/12/2022

📌সাইবার অপরাধের শিকার হলে যা যা করবেন--

১। ফেসবুক আইডি হলে লিংক সংরক্ষণ করতে হবে;
২। অপরাধমূলক স্ক্রীনশট রাখতে হবে;
৩। সম্ভব হলে অপরাধীর মোবাইল নম্বর সংরক্ষণ করতে হবে;
৪। সোশ্যাল মিডিয়াতে চ্যাট করার সময় বাক্তিগত তথ্য ও ছবি দেয়া-নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে;
৫। ভিডিও কলের সময় পরিধেয় পোশাকের প্রতি খেয়াল রাখতে হবে;
৬। বিকাশ বা ব্যাংক কার্ডের গোপন পিন বা ওটিপি কখনো কারো সাথে শেয়ার করবেন না;
৭। কোন প্রলোভনে পড়ে কারও সাথে ব্যাক্তিগত ও গোপনীয় ছবি ও তথ্য শেয়ার করা যাবে না;
৮। সোশ্যাল মিডিয়াতে কোন ফিসিং লিংকে প্রবেশ করা যাবে না;
৯। প্রতিষ্ঠিত কোম্পানি বা পরিচিত কোন লোক ছাড়া অনলাইন হতে মালামাল বা দ্রব্য ক্রয় হতে যথাসম্ভব বিরত থাকা;
১০। কেউ এমন অপরাধের শিকার হলে সংশ্লিষ্ট থানায় জিডি বা মামলা করবেন।

সবাই একটু সচেতন থাকুন আর সাইবার অপরাধ হতে নিজেকে মুক্ত রাখুন।

যারা এমন লিংকে ক্লিক করে একাউন্ট করেছেন অথবা ক্লিক করেছেন সকলে নিরাপত্তার জন্য নিজেদের সকল সোশ্যাল মিডিয়া একাউন্ট এর পাস...
22/11/2022

যারা এমন লিংকে ক্লিক করে একাউন্ট করেছেন অথবা ক্লিক করেছেন সকলে নিরাপত্তার জন্য নিজেদের সকল সোশ্যাল মিডিয়া একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করুন ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে রাখুন।

অন্যথায় আপনার ব্যক্তিগত তথ্য যেকোনো ভাবে অন্যের নিয়ন্ত্রণে যেতে পারে।
সাবধান।

©CyberNetic

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই গুরুত্বপূর্ণ।সাইবার জগতে বিচরণের  পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখতে নিচে উল্লেখিত বিষয়গুলো ...
10/11/2022

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই গুরুত্বপূর্ণ।

সাইবার জগতে বিচরণের পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখতে নিচে উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করুন।

১৷ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন এবং পাসওয়ার্ড ভেরিফিকেশন চালু রাখুন।
২।ভিডিও চ্যাটিং এ খোলামেলা উপস্থাপন থেকে বিরত থাকুন।
৩।ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
৪।ব্যক্তিগত চ্যাটিং এর পর রেকর্ড মুছে ফেলুন।
৫।অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকুন।
৬।ব্ল্যাকমেইলিংয়ের শিকার হলে বিশ্বস্ত কারও সাথে শেয়ার করুন এবং দ্রুত আইনের আশ্রয় নিন।
৭।অপরিচিত কক্ষে ও ট্রাইলরুমে লুকোনো ক্যামেরা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
৮।সামাজিক মাধ্যমে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করুন।

নিজে সচেতন হউন এবং অপরকে সচেতন করুন।

©CyberNetic

উৎসব সবার©Copyright reserved | Master Chief | উৎসব সবার
08/11/2022

উৎসব সবার

©Copyright reserved | Master Chief | উৎসব সবার

04/11/2022

এন্ড্রয়েডের প্লে স্টোর এ এই চারটি এপ এখনো আছে। এই এপগুলো আপনার সিস্টেম থেকে মুছে ফেলুন। এই এপসগুলি আপনার গোপন তথ্য সংগ্রহ করছে।

1. Bluetooth Auto Connect, with over 1,000,000 installs
2. Bluetooth App Sender, with over 50,000 installs
3. Driver: Bluetooth, Wi-Fi, USB, with over 10,000 installs
4. Mobile transfer: smart switch, with over 1,000 installs

©ADC Najmul sir

হঠাৎ করেই ইন্সটাগ্রাম সাইট  ডাউন হয়ে গিয়েছে।যার ফলে ইন্সটাগ্রাম এর ত্রুটি জনীত কারনে অধিকাংশ ইউজাদের অ্যাকাউন্ট সাস্পেন্...
31/10/2022

হঠাৎ করেই ইন্সটাগ্রাম সাইট ডাউন হয়ে গিয়েছে।যার ফলে ইন্সটাগ্রাম এর ত্রুটি জনীত কারনে অধিকাংশ ইউজাদের অ্যাকাউন্ট সাস্পেন্ড হয়ে গিয়েছে।

আশা করছি খুব দ্রুতই ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ সমস্যাটির সমাধান করবেন।

যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তাঁরা পুনরায় সচল করতে যোগাযোগ করুন আমাদের সাথে ।


ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে যা যা করবেন:১. ফেসবুক আইডির নাম,জন্ম তারিখ ও সাল আপনার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং ল...
31/10/2022

ফেসবুক আইডি সুরক্ষিত রাখতে যা যা করবেন:

১. ফেসবুক আইডির নাম,জন্ম তারিখ ও সাল আপনার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর সাথে হুবহু মিল রাখবেন।

২. ফেসবুক আইডিতে একটি সক্রিয় নাম্বার ও জিমেইল যুক্ত রাখবেন।

৩.ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন, সেই সাথে আইডিতে যুক্ত থাকা জিমেইল এরও টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন।

৪. টু ফ্যাক্টর অন করার পর রিকোভারি অপশন থেকে অগ্রীম কিছু কোড এর স্ক্রিনশট নিয়ে রাখবেন।

৫.ফেসবুক আইডির ইউজার নেম এক্সেস অফ রাখবেন।

৬.শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন।যেমনঃ Tom@L@006@H@sn% #

৭.প্রত্যেক বার ফেসবুকে লগইন করার পর লগইন ডিভাইস চেক করা ও অপরিচিত বা পূর্বের ডিভাইস গুলো রিমুভ করে দেয়া।

৮.অপরিচিত কোনো লিংকে না যাওয়া ও লিংকে গিয়ে ব্যক্তিগত কোনো তথ্য না দেয়া।

৯. নিজের পরিচিত, বন্ধুদের কোনো পোস্ট এ মজার ছলে গা*লি/মারা*মারি বুঝায় এমন শব্দ ব্যবহার করে কমেন্ট না করা।এতে আপনার আইডি রেস্ট্রিকশন বা ডিজেবল হতে পারে।

১০. ফেসবুকে আপত্তিকর কিছু পোস্ট,শেয়ার না করা।

Rakibul Hasan
Security researcher
CyberNetic

ফেসবুক থেকে আজ নতুন একটা ফিচার পেলাম যেটা সত্যিই খুব দারুণ। এটা মূলত আমরা যখন কারো লিখা/ পোস্ট / ভিডিও মিস করি মানে নতুন...
29/10/2022

ফেসবুক থেকে আজ নতুন একটা ফিচার পেলাম যেটা সত্যিই খুব দারুণ।

এটা মূলত আমরা যখন কারো লিখা/ পোস্ট / ভিডিও মিস করি মানে নতুন কিছু পোস্ট করলে যেগুলো দেখিনি সেগুলো আমাদের নোটিফিকেশন বার এ গেলে নিচের ছবির মত আমাদের বন্ধুতালিকার নতুন পোস্টকারীদের প্রোফাইল আইকন দেখা যাবে।প্রোফাইল আইকনে ক্লিক করলেই আমরা তাদের নতুন পোস্টটি দেখতে পারবো।

আমরা যারা বন্ধুতালিকার কারো লিখা বা পোস্ট পড়ার বা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে বসে থাকি তাদের জন্য এই ফিচারটি বেশ দারুণ হয়েছে। এতে খুব সহজেই আমাদের প্রিয় মানুষদের পোস্ট গুলো পড়তে ও দেখতে পারবো।

©CyberNetic

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radiate It Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radiate It Limited:

Share