bdnewspaper24.com

bdnewspaper24.com bdnewspaper24.com

30/01/2025

সীমান্তে বিএসএফ এর সাথে বিজিবির তুমুল দ্বন্দ্ব

26/01/2025

বাইকে উচ্চ শব্দ করায় সেনাবাহিনীর যেভাবে শাস্তি দিল

25/01/2025

তারেক রহমান নিজে গাড়ী চালিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে

24/01/2025

আগামী নির্বাচনে সব ইসলামী দল যেন একত্রিত হয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে সাইডলাইনে বিশ্বব্যাংকের প...
23/01/2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে সাইডলাইনে বিশ্বব্যাংকের পরিচালনার দায়িত্বে থাকা এমডি আনা বজার্ডের সাথে সাক্ষাত করেছেন।

ডেস্ক রিপোর্ট: ২৩ জানুয়ারী,২০২৫

23/01/2025

Exclusive!
Trump talks FEMA funding & TikTok

23/01/2025

Kai Trump Shares Celebrations For Donald Trump’s Inauguration

23/01/2025

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবী মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিলো। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকান্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।
ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই অগাস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই অগাস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছ, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণ কে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে)।
আমরা ৩ই অগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবো না। আমাদেরকে বারবার ক্যান্টেন্টমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়।
আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজী হয় নাই।
কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে।
ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে।
এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র।
আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ই অগাস্ট এটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে।
রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবী ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে।
কিন্তু এর মানে এই না যে গণতন্ত্রবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমান ছাড় দিবো।
আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায় এই 'জাতীয় ঐক্য' লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো!
বাংলাদেশ কে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।
আমি মনে করিনা সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে। বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়।বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহবান করব, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।

// তথ‍্য উপদেষ্টা নাহিদ ইসলাম

22/01/2025

এক শিয়াল পথচারীকে আক্রমন করে তার অণ্ডকোষ নিয়ে গেল। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটে!

22/01/2025

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন করলো " বিয়ে আপনার খরচ আমাদের"।

আপনাদের কাছে কেমন মনে হলো ?

21/01/2025

তলোয়ার দিয়ে কেক কেটে যাত্রা শুরু করলেন ~ ডোনাল্ড ট্রাম্প

21/01/2025

President Trump শপথ নেয়ার পর Melania Trump এর সাথে আবেগময় কিছু মুহূর্ত।


20/01/2025

USA - President 'Inauguration Day 2025'

06/08/2024

আয়না ঘরে বন্দি থাকা এই দু জন মুক্তি পেয়ে যা বললেন ।

বর্তমান পরিস্থিতিতে সকল থানা ও ট্র্যাফিকের দায়িত্ব পেলো আনসার বাহিনী।
06/08/2024

বর্তমান পরিস্থিতিতে সকল থানা ও ট্র্যাফিকের দায়িত্ব পেলো আনসার বাহিনী।

06/08/2024

বাংলাদেশ স্বধীন হওয়া যে স্বাদ পেলাম তা চিরদিন স্মরণয় হয়ে থাকবে জাতির কাছে।

06/08/2024

শেখ মুজিবের মুর্তি ভেঙ্গে ফেলার লাইভ দৃশ্য-বিজয় সরণির মোড়, রাত ৯ টা

06/08/2024

বাড্ডায় পুলিশের সেফ এক্সিট এর মধ্যে কি চলছে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when bdnewspaper24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

bdnewspaper24.com

BDNewspaper24 ·Saturday, July 07, 2018

'BDNewspaper24' commences it's journey at 2008, a time when print media was at its peak whereas online news paper was not so familiar. Idea of getting all the newspapers headlines and hot news at a glance was beyond imagination. In such infirm time 'BDNewspaper24' revealed itself and brought a change to the traditional ideas of newspaper. This is the richest legman of almost all local, national and international print and electronic media as well. In addition to its envious journey 'BDNewspaper24' has introduced its own page, which is consistently growing. It has also continued to bring the latest news to the reader relentlessly with the specialty of presenting all the news as ‘feature’ in www.bdnewspaper24.com In our honest and fearless effort to present the realistic news, our readers are our inspiration