শুক্রবারের জন্য আয়োজন তো হবেই🥰 চিকেন রোস্ট 🐓🍗 #everyonehighlightsfollowers #highlightseveryone #everyoneシ゚ #reelsvideoシ #reelsviralシ #everyonehighlights #reelsfbシ #viralvideoシ #reelsfypシ #reelstrending
১ মিনিটে ঘরে বসে রান্না করে ফেলুন গরম গরম গরুর মাংস😅।পারা পরসিকে দেখিয়ে দেখিয়ে গরম ভাতের একটু লেবু চিপে উপভোগ করুন খাবার। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন #highlightseveryone #reelsvideoシ #everyonehighlights #viralvideoシ #reelstrending #reelsfacebook #fypシ #reelschallenge #everyonefollowers #islamic #reelsfypシ #reelsviralシ
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের সৃষ্টিকর্তা, লালনকারী, জীবনদাতা এবং সকল কিছুর মালিক। তিনি চিরঞ্জীব, চির অমর, চির অমুখাপেক্ষী। কারও সাথে তাঁর কোনো অংশীদারি নেই। তিনি কারও থেকে জন্ম নেননি। কাউকে জন্ম দেননি। সকল কিছুর উপরে অনিঃশেষ, অপরিমেয়, অতুলনীয় এবং অভাবনীয় ক্ষমতার অধিকারী। তাঁর বড়ত্ব পরিমাপ করা মানবীয় জ্ঞানের উর্ধ্বে। তাঁর শক্তি ও ক্ষমতা অফুরন্ত ও অবিনশ্বর। তিনি আকবার, কাবির, সকলের বড়, সবকিছুর বড়, তাঁর উপরে কেউ নেই। তিনি কোন কিছু ইচ্ছে করলেই হয়ে যায়। এই জগত জাহান তাঁর ইচ্ছার বহিঃপ্রকাশ। তিনি নিজেকে প্রকাশ করতে চেয়েছেন বলে বিশ্বজাহানের সকল কিছুর সৃজন। তিনি ইচ্ছে করেছেন বলে মানব দানব কুল কায়েনাতের সৃষ্টি। আবার তিনি ইচ্ছে করলেই সুন্দর এই পৃথিবী এবং তামাম সৃষ্টিকুল ধ্বংসের মাধ্যমে কায়েম হয়ে যাবে বিভীষিকাময় কেয়ামত #highlightseveryone #everyonehighlights #viralvideoシ #fypシ #reel
মানুষ হয়তো টাকা দিয়ে সুখ কিনতে পারে না, তবে তা দিয়ে সে এক কাপ চা কিনতে পারে আর এই চা ই তাকে সুখ এনে দেয়।চা হলো জীবনের সেই অমৃত যা মানুষের জীবনীশক্তি ,মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। #highlightseveryone #everyonehighlights #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #islamic #naturelovers #follower #everyone
ইসলামী আকীদা অনুসারে,ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুৎকার দিলে কিয়ামত হবে, অর্থাৎ বিশ্বজগৎ ধ্বংস হবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সথেই আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড়-পর্বত ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তুলার মত উড়তে থাকবে। আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা ছাড়া সকল মানুষ ও জীব-জন্তু বেহুঁশ হয়ে যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে,সমস্ত পাহাড় পর্বত ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে। শুধু মাত্র মুমিন মুত্তাকিরা মসজিদে অবস্থান করবেন। ইসরাফিল (আ.) শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টজীবের আর্বিভাব হয়েছিল, তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে।
#highlightseveryone #everyonehighlights #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #everyone #islamic #naturelovers #follower
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে তাঁর প্রিয় বান্দাদের পরিচয় উল্লেখ করে বলেন, ‘দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ লোকে মূর্খতাসুলভ সম্বোধন করে তখনো তারা সালাম ও শান্তির বাণী বলে। তারা রাত্রি যাপন করে তাদের প্রতিপালকের উদ্দেশে সেজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে ইবাদত–বন্দেগির মাধ্যমে এবং তারা বলে, “হে আমাদের প্রতিপালক! আমাদের হতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন; উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ! নিশ্চয়ই তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট!” আর যখন তারা ব্যয় করে তখন অপচয় করে না এবং কার্পণ্যও করে না; বরং তারা মধ্যপন্থায় থাকে। তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ বা মাবুদকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। #highlightseveryone #everyonehighlights #viralvideoシ
জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিতে হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর। #highlightseveryone #everyonehighlights #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #naturelovers #follower #everyone #islamic
মেয়েদের রাগ নিয়ে আমরা কমবেশি সবাই জানি।তাদের রাগ খুবি পাতলা রকমের হয়ে থাকে,তারা খুব অল্পতে রেগে যায়।আবার খুব তারাতারি তাদের রাগ কমে যায়।মেয়েদের ভালবাসা আর দুটোই কথা বলতে হবে।আমাদের সঙ্গি যদি কনো কারনে আমাদের উপর প্রচুর ক্ষিপ্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে অবশ্যই কনো কারন আছে।তাই আমাদের চুপ থাকতে হবেপৃথিবীর প্রতিটি মানুষের আচরণের মূলত রাগ কিংবা অভিমান প্রকাশিত হয়। অনেকেই হুটহাট করে রেগে যায় আবার অনেকেই সহজেই রাগে না। রাগ সবার উপর করা গেলে অভিমান সবার উপর হয় না অভিমান শুধুমাত্র তাদের উপরই হয় তাদের সাথে আমাদের মনের ও আত্মার সম্পর্ক রয়েছে। তাদের সাথে মূলত প্রতিটি মানুষের অভিমান তৈরি হয়। প্রিয় মানুষদের সামান্য অবহেলা কিংবা উদাসীনতায় আমাদের মনে অভিমান তৈরি করে থাকে। অর্থাৎ প্রতিটি মানুষের মাঝে রাগ অভিমান রয়েছে। #highlightseveryone #everyonehighlights #viralvideoシ #fypシ #reelschall
আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদেরএক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে #highlightseveryone #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #islamic #naturelovers #follower #islam #motivational #explore
#everyone #everyonehighlights
নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ (বাধ্যতামূলক)। নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব। নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে। স্বচ্ছ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখেনামাজ না পড়লে শুধু পরকালেই নয়, দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি, হতাশা, অভাব-অনটন, দুঃখ-কষ্ট #highlightseveryone #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #islamic #naturelovers #follower #motivational #islam
রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। সাহাবি হজরত আবু হোরায়রা (রা.) আনহু হতে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কে আমার কাছে চাইছো, আমি তাকে তা দেবো। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেবো।’ #highlightseveryone #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #naturelovers #follower #islam #motivational #islamic
প্রকৃতির অপার বিস্ময় নিয়ে সৃষ্টিকর্তা সাজিয়েছেন আমাদের এই পৃথিবী। বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ-সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কালের স্বাক্ষী নানা গল্প।আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে । যখনই গ্রামে ঘুরতে যাই তখনই চেষ্টা করি প্রকৃতির খুব সান্নিধ্যে যাবার জন্য । আর সেই সময়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য । আসলে গ্রামে খুব একটা যাওয়া হয় না , দীর্ঘদিন পরপর যাওয়া হয় যার কারণে হয়তো এই ভালোলাগা । #highlightseveryone #viralvideoシ #fypシ #reelschallenge #everyonefollowers #NatureLovers #follower #motivational