Biborno Sahin

Biborno Sahin ইংরেজি না জানায় অবহেলিত হওয়া বাঙ্গালীদের সুশিক্ষিত করতেই আমাদের প্রচেষ্টা

18/02/2025

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।।

18/02/2025

আপনার আশপাশের মানুষগুলো ১০ বছর পর আপনার পাশে থাকবে না।। দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়।।। তাই হতাশ হওয়া উচিত নয়।

English Grammar and Composition (ইংরেজি ব্যাকরণ এবং রচনা)Now(এখন), read(পড়) about(সম্পর্কে) each(প্রতিটি) type(প্রকার) ...
18/02/2025

English Grammar and Composition (ইংরেজি ব্যাকরণ এবং রচনা)

Now(এখন), read(পড়) about(সম্পর্কে) each(প্রতিটি) type(প্রকার) of(এর) parts(অংশ) of(এর) speech(বাক্যাংশ):

Nouns (বিশেষ্য)

A noun (বিশেষ্য) is(হল) a(একটি) word(শব্দ) used(ব্যবহৃত) to(করতে) name(নামকরণ) something(কিছু): a person/animal (ব্যক্তি/প্রাণী), a place (স্থান), a thing (বস্তু), or(অথবা) an idea (ধারণা).

For(উদাহরণস্বরূপ), example(উদাহরণ), all(সকল) of(এর) the(এই) following(নিম্নলিখিত) are(হল) nouns(বিশেষ্য)।

Rahul (রাহুল), Ann (অ্যান), Hamida (হামিদা), Malek (মালেক)

Japan (জাপান), Venezuela (ভেনেজুয়েলা), the Atlantic (অ্যাটলান্টিক মহাসাগর), London (লন্ডন), the Bay of Bengal (বাংলার উপসাগর)

Pencil (পেন্সিল), store (দোকান), music (সংগীত), air (বাতাস)

Biology (জীববিজ্ঞান), honesty (সততা), geometry (জ্যামিতি)

---

Pronouns (সর্বনাম)

A pronoun (সর্বনাম) is(হল) a(একটি) word(শব্দ) that(যা) replaces(প্রতিস্থাপন করে) a noun (বিশেষ্য). It(এটি) helps(সহায়তা করে) us(আমাদের) to(করতে) avoid(এড়াতে) repetitions(পুনরাবৃত্তি)।

For(উদাহরণস্বরূপ), example(উদাহরণ): Instead(পরিবর্তে) of(এর) Elina (এলিনা) talked(কথা বলল) to(সাথে) Elina's (এলিনার) child(সন্তান), you(তুমি) might(হতে পারে) say(বলতে), Elina talked to her child।

Here(এখানে), her (তার) is(হল) the(এই) pronoun (সর্বনাম). It(এটি) refers(উল্লেখ করে) to(এর দিকে) the noun (বিশেষ্য), Elina (এলিনা)।

---

Adjectives (বিশেষণ)

An adjective (বিশেষণ) modifies(বর্ণনা করে) (describes - বর্ণনা দেয়) a noun (বিশেষ্য) or(অথবা) pronoun (সর্বনাম). Usually(সাধারণত), in(এর মধ্যে) English(ইংরেজি), the adjective (বিশেষণ) comes(আসে) before(পূর্বে) the noun (বিশেষ্য)।

For(উদাহরণস্বরূপ), example(উদাহরণ): The smart student earned an 'A'.

Smart (চতুর) → Adjective (বিশেষণ)

Student (ছাত্র) → Noun (বিশেষ্য)

Adjectives(বিশেষণ) also(এছাড়াও) come(আসে) after(পরবর্তী) linking(সংযোগকারী) verbs(ক্রিয়া)।

For(উদাহরণস্বরূপ), example(উদাহরণ): I feel happy. (আমি আনন্দিত অনুভব করি)

Happy (আনন্দিত) → Adjective (বিশেষণ)

---

Verbs (ক্রিয়া)

Verbs (ক্রিয়া) generally(সাধারণত) express(প্রকাশ করে) an action (কর্ম) or(অথবা) a state(অবস্থা) of(এর) being(অস্তিত্ব)।

There(এখানে) are(আছে) several(বিভিন্ন) classifications(শ্রেণীবিভাগ) for(জন্য) verbs(ক্রিয়া):

1. Action verbs (কর্মবাচক ক্রিয়া) – shows(প্রদর্শন করে) action (কাজ)।

He (সে) runs (দৌড়ায়)।

She (সে) plays (খেলে)।

They (তারা) study (অধ্যয়ন করে)।

2. Linking verbs (সংযোগকারী ক্রিয়া) – links(সংযোগ করে) the subject (বিষয়বস্তু) to(এর সাথে) an adjective (বিশেষণ) or(অথবা) a noun (বিশেষ্য)।

Matin (মাতিন) is (হল) intelligent (বুদ্ধিমান)।

He (সে) is (হল) a teacher (শিক্ষক)।

Here(এখানে), the linking verbs (সংযোগকারী ক্রিয়া) connect(সংযোগ করে) the adjective (বিশেষণ) (intelligent - বুদ্ধিমান) or(অথবা) the noun (বিশেষ্য) (teacher - শিক্ষক) with(সাথে) the subject (বিষয়বস্তু)।

The Noun (বিশেষ্য)1/1: Kinds of Nouns (বিশেষ্যের প্রকারভেদ)নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চিহ্নিত শব্দগুলোর দিকে খেয়াল করো:S...
18/02/2025

The Noun (বিশেষ্য)

1/1: Kinds of Nouns (বিশেষ্যের প্রকারভেদ)

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চিহ্নিত শব্দগুলোর দিকে খেয়াল করো:

Shakespeare (শেকসপিয়ার) was born in 1564 at Stratford-upon-Avon (স্ট্র্যাটফোর্ড-আপন-এভন) in England (ইংল্যান্ড)। He (তিনি) was a poet (কবি), playwright (নাট্যকার) and actor (অভিনেতা)। He (তিনি) is widely (ব্যাপকভাবে) regarded (বিবেচিত) as one of the greatest (সেরা) writer (লেখক) in English (ইংরেজি) and the most prominent (প্রসিদ্ধ) dramatist (নাট্যকার) of the world (বিশ্ব)। He (তিনি) enjoys (উপভোগ করেন) enormous (বিশাল) popularity (জনপ্রিয়তা) even (এমনকি) in the modern (আধুনিক) age (যুগ) for his plays (নাটক) and poems (কবিতা)।

এই চিহ্নিত শব্দগুলো নাউন (বিশেষ্য)।

Noun (বিশেষ্য) কী?

Noun (বিশেষ্য) হল নামসূচক শব্দ। এটি ব্যক্তি (person), স্থান (place), বস্তু (thing) বা ধারণা (idea) নির্দেশ করে।

বিশ্বে অসংখ্য বস্তু ও ধারণা থাকায় নাউন (বিশেষ্য)-এর সংখ্যাও অনেক বেশি।

নিচের অনুচ্ছেদে ব্যবহৃত বিশেষ্যগুলো লক্ষ্য করো এবং চিন্তা করো, এগুলো কী নির্দেশ করে।

---

Kinds of Nouns (বিশেষ্যের প্রকারভেদ)

ইংরেজিতে পাঁচ ধরনের বিশেষ্য আছে:

1️⃣ Proper Nouns (বিশেষ নামবিশেষ্য) – নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম।
✅ Example: Shakespeare (শেকসপিয়ার), England (ইংল্যান্ড), Dhaka (ঢাকা)।

2️⃣ Common Nouns (জাতিবাচক বিশেষ্য) – সাধারণ ব্যক্তি, স্থান বা জিনিস বোঝায়।
✅ Example: Poet (কবি), City (শহর), School (স্কুল)।

3️⃣ Collective Nouns (সমষ্টিবাচক বিশেষ্য) – একাধিক ব্যক্তির বা বস্তুর সমষ্টি বোঝায়।
✅ Example: Team (দল), Class (শ্রেণি), Family (পরিবার)।

4️⃣ Material Nouns (পদার্থবাচক বিশেষ্য) – কোনো বস্তু বা পদার্থ বোঝায়, যা গোনা যায় না।
✅ Example: Gold (সোনা), Water (পানি), Wood (কাঠ)।

5️⃣ Abstract Nouns (গুণবাচক বিশেষ্য) – অনুভূতি, গুণ বা অবস্তুক কিছু বোঝায়।
✅ Example: Honesty (সততা), Love (ভালোবাসা), Intelligence (বুদ্ধিমত্তা)।

18/02/2025

Parts of speech সহজেই শিখে নাও। #শাহীন_স্যার

18/02/2025
18/02/2025

সত্বেও অর্থে Inspite of ব্যবহৃত হয়। হাজারো বাক্য তৈরির কৌশল।

18/02/2025

Good morning, Dhaka

নিচে ৫০টি নতুন ইংরেজি ফ্রেজ দেওয়া হলো, উচ্চারণসহ:1. Don't bother (ডোন্ট বধার) - চিন্তা করো না2. Give me a hand (গিভ মি আ...
17/02/2025

নিচে ৫০টি নতুন ইংরেজি ফ্রেজ দেওয়া হলো, উচ্চারণসহ:

1. Don't bother (ডোন্ট বধার) - চিন্তা করো না

2. Give me a hand (গিভ মি আ হ্যান্ড) - আমাকে সাহায্য করো

3. It’s up to you (ইটস আপ টু ইউ) - এটা তোমার উপর নির্ভর করে

4. Come with me (কম উইথ মি) - আমার সাথে এসো

5. Leave me alone (লিভ মি আলোন) - আমাকে একা রেখো

6. I can't stand it (আই ক্যান্ট স্ট্যান্ড ইট) - আমি এটা সহ্য করতে পারি না

7. Don’t be late (ডোন্ট বি লেট) - দেরি করো না

8. Be patient (বি পেশেন্ট) - ধৈর্য ধারণ করো

9. Help yourself (হেল্প ইয়োরসেলফ) - নিজে সাহায্য করো

10. I’ll be right back (আইল বি রাইট ব্যাক) - আমি শিগগিরই ফিরে আসব

11. Hold your horses (হোল্ড ইয়োর হর্সেস) - তাড়াতাড়ি করো না

12. Take it easy (টেক ইট ইজি) - শান্ত থেকো

13. It doesn't matter (ইট ডাজেন্ট ম্যাটার) - এটা তেমন কিছু নয়

14. It’s a piece of cake (ইটস আ পিস অফ কেক) - এটা খুব সহজ

15. Keep it up (কিপ ইট আপ) - এভাবেই চালিয়ে যাও

16. That’s enough (থ্যাটস ইনাফ) - ততটাই যথেষ্ট

17. Can you imagine? (ক্যান ইউ ইম্যাজিন?) - তুমি কি কল্পনা করতে পারো?

18. That’s what I thought (থ্যাটস হোয়াট আই থট) - এটা আমি ভাবছিলাম

19. It's not a big deal (ইটস নট আ বিগ ডিল) - এটা তেমন কিছু না

20. It’s no big deal (ইটস নো বিগ ডিল) - এটা তেমন কিছু না

21. It’s all the same (ইটস অল দ্য সেম) - এটা সব একই

22. I’m all ears (আই’ম অল ইয়ার্স) - আমি পুরো মনোযোগ দিয়ে শুনছি

23. Don’t even think about it (ডোন্ট ইভেন থিংক এবাউট ইট) - এটা নিয়ে ভাবোও না

24. I’ll pass (আইল পাস) - আমি ছেড়ে দেব

25. It’s not worth it (ইটস নট ওয়ার্থ ইট) - এটা করার মতো কিছু না

26. Get over it (গেট ওভার ইট) - এটা কাটিয়ে উঠো

27. Out of my way (আউট অফ মাই ওয়েব) - আমার পথে দাঁড়ানো ঠিক নয়

28. I’ve got your back (আইভ গট ইয়োর ব্যাক) - আমি তোমার পাশে আছি

29. Not a chance (নট আ চান্স) - কোন সুযোগ নেই

30. Get lost (গেট লস্ট) - চলে যাও

31. Don't take it personally (ডোন্ট টেক ইট পার্সোনালি) - এটা ব্যক্তিগতভাবে নেবেন না

32. Hang in there (হ্যাং ইন দেয়ার) - দৃঢ়ভাবে ধরো

33. Take a hike (টেক আ হাইক) - চলে যাও

34. Under the weather (আন্ডার দ্য ওয়েদার) - অসুস্থ

35. In the nick of time (ইন দ্য নিক অফ টাইম) - একেবারে শেষ মুহূর্তে

36. Give me a break (গিভ মি আ ব্রেক) - আমাকে একটু বিশ্রাম দাও

37. Burn the midnight oil (বার্ন দ্য মিডনাইট অয়েল) - রাত জেগে কাজ করা

38. Call it a day (কল ইট আ ডে) - কাজ শেষ করা

39. Get your act together (গেট ইয়োর অ্যাক্ট টুগেদার) - তোমার কাজ ঠিকভাবে করো

40. Hit the nail on the head (হিট দ্য নেল অন দ্য হেড) - সঠিকভাবে কিছু বলা বা করা

41. Give it a shot (গিভ ইট আ শট) - চেষ্টা করে দেখো

42. On the same page (অন দ্য সেম পেইজ) - একমত হওয়া

43. At the end of the day (এট দ্য এন্ড অফ দ্য ডে) - দিনের শেষে

44. Actions speak louder than words (অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস) - কাজ কথা থেকে বড়

45. Break the ice (ব্রেক দ্য আইস) - বরফ ভাঙা

46. Make a long story short (মেক আ লং স্টোরি শোর্ট) - গল্প সংক্ষেপে বলা

47. Put it on hold (পুট ইট অন হোল্ড) - এক মুহূর্তের জন্য থামানো

48. Speak of the devil (স্পিক অফ দ্য ডেভিল) - যার কথা বলা হচ্ছিল তার উপস্থিতি

49. Bite the bullet (বাইট দ্য বুলেট) - কিছু কঠিন বা অস্বস্তিকর মেনে নেওয়া

50. In the blink of an eye (ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই) - খুব দ্রুত

এই ফ্রেজগুলোতে প্রতিদিনের কথোপকথনেও ব্যবহার করা যেতে পারে।

ভূত সংক্রান্ত ৫০টি শব্দ :  ভূত - Ghost (গোস্ট)2. প্রেত - Spirit (স্পিরিট)3. পিশাচ - Demon (ডিমন)4. শাকচুন্নি - Female Gh...
17/02/2025

ভূত সংক্রান্ত ৫০টি শব্দ : ভূত - Ghost (গোস্ট)

2. প্রেত - Spirit (স্পিরিট)

3. পিশাচ - Demon (ডিমন)

4. শাকচুন্নি - Female Ghost (ফিমেল গোস্ট)

5. চেতনা - Consciousness (কনশাসনেস)

6. প্রেতাত্মা - Ghost's Soul (গোস্ট'স সোল)

7. রাক্ষস - Monster (মন্সটার)

8. ভূতপ্রেত - Ghosts and Spirits (গোস্টস অ্যান্ড স্পিরিটস)

9. অতৃপ্ত আত্মা - Unfulfilled Soul (আনফিল্ড সোল)

10. ধ্বংসাত্মক - Destructive (ডেস্ট্রাকটিভ)

11. কল্পনা - Imagination (ইম্যাজিনেশন)

12. ভয়ের চিহ্ন - Signs of Fear (সাইনস অফ ফিয়ার)

13. দুষ্ট আত্মা - Evil Spirit (ইভিল স্পিরিট)

14. আত্মা - Soul (সোল)

15. ভূতঘর - Haunted House (হান্টেড হাউস)

16. শ্মশান - Cremation Ground (ক্রীমেশন গ্রাউন্ড)

17. রাত্রি ভূত - Night Ghost (নাইট গোস্ট)

18. ভূতের অভিশাপ - Ghost's Curse (গোস্ট'স কার্স)

19. মৃত্যু - Death (ডেথ)

20. অশুভ - Inauspicious (ইনঅসপিশিয়াস)

21. ভূত সংক্রান্ত - Related to Ghosts (রিলেটেড টু গোস্টস)

22. আত্মঘাতী - Su***de (সুইসাইড)

23. অন্তর্গত আত্মা - Internal Spirit (ইন্টার্নাল স্পিরিট)

24. যাদু - Magic (ম্যাজিক)

25. অশুভ - Evil (ইভিল)

26. অদৃশ্য - Invisible (ইনভিজিবল)

27. প্রেতাত্মা - Ghostly Spirit (গোস্টলি স্পিরিট)

28. ভীতিপ্রদ - Fearful (ফিয়ারফুল)

29. কালো জাদু - Black Magic (ব্ল্যাক ম্যাজিক)

30. দুর্ভাগ্য - Misfortune (মিসফরচুন)

31. প্রেতব্যাধি - Spirit-caused Disease (স্পিরিট-কজড ডিজিজ)

32. ভূতফেরা - Haunting (হানটিং)

33. পূণ্য - Good Deeds (গুড ডিডস)

34. কুপ্রবৃত্তি - Evil Tendency (ইভিল টেনডেন্সি)

35. সাধু আত্মা - Holy Spirit (হোলি স্পিরিট)

36. প্রেত-ভূত - Ghost and Spirit (গোস্ট অ্যান্ড স্পিরিট)

37. রাক্ষসী - Female Demon (ফিমেল ডিমন)

38. ভুতুড়ে - Haunted (হান্টেড)

39. রহস্য - Mystery (মিস্ট্রি)

40. অশরীরী - Bodiless (বোডিলেস)

41. শত্রু আত্মা - Enemy Spirit (এনিমি স্পিরিট)

42. মৃত আত্মা - Dead Soul (ডেড সোল)

43. অশুভ আত্মা - Evil Spirit (ইভিল স্পিরিট)

44. ভূত বাড়ি - Haunted House (হান্টেড হাউস)

45. অন্তর্ধান - Disappearance (ডিসঅ্যাপিয়ারেন্স)

46. ভূত সংক্রান্ত ঘটনা - Ghost-Related Event (গোস্ট-রিলেটেড ইভেন্ট)

47. গোপনীয়তা - Secret (সিক্রেট)

48. অতিপ্রাকৃত - Supernatural (সুপারনেচারাল)

49. ভূতাত্মার সংযোগ - Connection with Spirits (কানেকশন উইথ স্পিরিটস)

50. শ্রাদ্ধ - Ritual for the Dead (রিচুয়াল ফর দ্য ডেড)

HIV (এইচআইভি) - মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী ভাইরাস।সম্পূর্ণ নাম: Human Immunodeficiency Virus (হিউম্যান ইমিউ...
17/02/2025

HIV (এইচআইভি) - মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী ভাইরাস।
সম্পূর্ণ নাম: Human Immunodeficiency Virus (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস)

প্রভাব:
দেহের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

যদি চিকিৎসা না করা হয়, তাহলে AIDS (এইডস) রোগে পরিণত হতে পারে।

সংক্রমণের উপায়:
1. অসুরক্ষিত যৌনসম্পর্ক
2. সংক্রমিত রক্ত গ্রহণ
3. সংক্রমিত সূঁচ বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে

4. এইচআইভি আক্রান্ত মায়ের থেকে নবজাতকের মধ্যে সংক্রমণ

প্রতিরোধ:
নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা
পরীক্ষিত রক্ত গ্রহণ করা
একই ইনজেকশন বা সূঁচ ব্যবহার না করা
সংক্রমিত ব্যক্তির রক্ত বা শরীরের তরলের সংস্পর্শ এড়িয়ে চলা

চিকিৎসা:
HIV সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য নয়, তবে Antiretroviral Therapy (ART) ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়, যা রোগীর আয়ু বাড়াতে ও জীবনমান উন্নত করতে সাহায্য করে।

16/02/2025

Let দিয়ে হাজারো বাক্য তৈরি কৌশল

16/02/2025

এখানে বাংলা আগে দেওয়া হলো:

1. আমি বই পড়ি। - I read a book.

2. আমি বই পড়ি না। - I do not read a book.

3. আমি কি বই পড়ি? - Do I read a book?

4. আমি কি বই পড়ি না? - Do I not read a book?

5. হ্যাঁ, আমি বই পড়ি। - Yes, I read a book.

6. না, আমি বই পড়ি না। - No, I do not read a book.

7. কেন আমি বই পড়ি? - Why do I read a book?

8. কেন আমি বই পড়ি না? - Why do I not read a book?

9. কখন আমি বই পড়ি? - When do I read a book?

10. কখন আমি বই পড়ি না? - When do I not read a book?

11. কিভাবে আমি বই পড়ি? - How do I read a book?

12. কিভাবে আমি বই পড়ি না? - How do I not read a book?

13. কিসের জন্য আমি বই পড়ি? - For what do I read a book?

14. কিসের জন্য আমি বই পড়ি না? - For what do I not read a book?

15. আমি বই পড়ছি। - I am reading a book.

16. আমি বই পড়ছি না। - I am not reading a book.

17. আমি কি বই পড়ছি? - Am I reading a book?

18. আমি কি বই পড়ছি না? - Am I not reading a book?

19. হ্যাঁ, আমি বই পড়ছি। - Yes, I am reading a book.

20. না, আমি বই পড়ছি না। - No, I am not reading a book.

21. আমি বই পড়েছি। - I have read a book.

22. আমি বই পড়িনি। - I have not read a book.

23. আমি কি বই পড়েছি? - Have I read a book?

24. আমি কি বই পড়িনি? - Have I not read a book?

25. হ্যাঁ, আমি বই পড়েছি। - Yes, I have read a book.

26. না, আমি বই পড়িনি। - No, I have not read a book.

27. আমি বই পড়েছিলাম। - I read a book.

28. আমি বই পড়িনি। - I did not read a book.

29. আমি কি বই পড়েছিলাম? - Did I read a book?

30. আমি কি বই পড়িনি? - Did I not read a book?

31. হ্যাঁ, আমি বই পড়েছিলাম। - Yes, I read a book.

32. না, আমি বই পড়িনি। - No, I did not read a book.

33. আমি বই পড়বো। - I will read a book.

34. আমি বই পড়বো না। - I will not read a book.

35. আমি কি বই পড়বো? - Will I read a book?

36. আমি কি বই পড়বো না? - Will I not read a book?

37. হ্যাঁ, আমি বই পড়বো। - Yes, I will read a book.

38. না, আমি বই পড়বো না। - No, I will not read a book.

39. আমি বই পড়তে থাকবো। - I will be reading a book.

40. আমি বই পড়তে থাকবো না। - I will not be reading a book.

41. আমি কি বই পড়তে থাকবো? - Will I be reading a book?

42. আমি কি বই পড়তে থাকবো না? - Will I not be reading a book?

43. হ্যাঁ, আমি বই পড়তে থাকবো। - Yes, I will be reading a book.

44. না, আমি বই পড়তে থাকবো না। - No, I will not be reading a book.

45. এটা একটা বই। - This is a book.

46. ওইটা একটা বই। - That is a book.

47. এগুলো বই। - These are books.

48. ওগুলো বই। - Those are books.

49. উপহার দেওয়া হয়। - A gift is given.

50. উপহার দেওয়া হচ্ছে। - A gift is being given.

51. উপহার দেওয়া হয়েছে। - A gift has been given.

52. উপহার দেওয়া হয়েছিল। - A gift was given.

53. উপহার দেওয়া হচ্ছিল। - A gift was being given.

54. উপহার দেওয়া হবে। - A gift will be given.

55. উপহার দেওয়া হতে থাকবে। - A gift will be being given.

56. চিঠি কি লেখা হয়? - Is a letter written?

57. চিঠি কি লেখা হবে? - Will a letter be written?

58. চিঠি কি লেখা হচ্ছে? - Is a letter being written?

59. চিঠি কি লেখা হয়েছিল? - Was a letter written?

60. চিঠি কি লেখা হচ্ছে না? - Is a letter not being written?

61. হ্যাঁ, চিঠি লেখা হচ্ছে। - Yes, a letter is being written.

62. না, চিঠি লেখা হচ্ছে না। - No, a letter is not being written.

63. কিভাবে চিঠি লেখা হচ্ছে? - How is a letter being written?

64. কিভাবে চিঠি লেখা হচ্ছে না? - How is a letter not being written?

65. আমি দিব। - I will give.

66. আমি দিচ্ছি। - I am giving.

67. আমি দিয়েছি। - I have given.

68. আমি দিয়েছিলাম। - I gave.

69. আমি দিতেছিলাম। - I was giving.

70. আমি দিবো। - I will give.

71. আমি দিতে থাকবো। - I will keep giving.

72. আমি পড়ি। - I read.

73. আমি পড়তে পারি। - I can read.

74. আমি পড়তে পারতাম। - I could read.

75. আমি পড়তেও পারি। - I can also read.

76. আমি পড়তেও পারতাম। - I could also read.

77. আমার পড়া উচিত। - I should read.

78. আমি অবশ্যই করবো। - I will definitely do.

79. আমার পড়া দরকার। - I need to read.

80. আমি পড়ার সাহস করি। - I dare to read.

81. কি হবে যদি আমি না পড়ি? - What will happen if I do not read?

82. আমি পড়তে ইচ্ছে করছে। - I feel like reading.

83. আমি পড়তাম। - I used to read.

84. আমার পড়তে দেরি আছে। - I am yet to read.

আরো ১০০টি ছোট স্ট্রাকচার দেওয়া হলো:

1. আমার যাওয়ার দরকার নেই। - I don't need to go.

2. আমি যেতে চাই না। - I don't want to go.

3. বই পড়ো। - Read the book.

4. এসব কাজ করো না। - Don't do these things.

5. দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। - Please give me a glass of water.

6. ওয়াও পাখিটি কি সুন্দর। - Wow, the bird is beautiful.

7. আমাকে সহায়তা করো। - Help me.

8. তুমি কি ভালো আছো? - Are you fine?

9. আমি জানি না। - I don't know.

10. তুমি কোথায় যাচ্ছো? - Where are you going?

11. আমি দেরি করতে চাই না। - I don't want to be late.

12. তুমি কি আমাকে বিশ্বাস করো? - Do you trust me?

13. খেতে যাও। - Go eat.

14. তুমি কেন আছো? - Why are you here?

15. আমি খুব খুশি। - I am very happy.

16. সে আমার বন্ধু। - He is my friend.

17. আমি তোমার পাশে আছি। - I am beside you.

18. তোমার কিছু লাগবে? - Do you need anything?

19. আমি ভাল আছি। - I am good.

20. তুমি কোথায় ছিলে? - Where were you?

21. আমাকে যেতে দাও। - Let me go.

22. তুমি খুব সুন্দর। - You are very beautiful.

23. আমি ভালো লাগছে। - I am feeling good.

24. আমার সময় নেই। - I don't have time.

25. তাকে জিজ্ঞেস করো। - Ask him.

26. আমি কিছু চাই না। - I don't want anything.

27. তুমি কি জানো? - Do you know?

28. এটা তোমার জন্য। - This is for you.

29. আমাকে দেখাও। - Show me.

30. আমি ঘুমাতে যাচ্ছি। - I am going to sleep.

31. তুমি কি খাবার খাবে? - Will you eat food?

32. আমি হাঁটতে যাচ্ছি। - I am going for a walk.

33. এই বইটি খুব ভালো। - This book is very good.

34. আমাকে কিছু বলো। - Tell me something.

35. সে দেরি করেছে। - He is late.

36. আমাকে অপেক্ষা করো। - Wait for me.

37. তোমাকে সাহায্য করা দরকার। - You need help.

38. আমি সেখানে যাচ্ছি। - I am going there.

39. তুমি কোথায় আছো? - Where are you?

40. আমি খুব ক্লান্ত। - I am very tired.

41. আমি যেতে পারি। - I can go.

42. তুমি কখন ফিরবে? - When will you return?

43. আমি কিছু মনে করি না। - I don't mind anything.

44. তোমার কাজটা ভালো হয়েছে। - Your work is good.

45. আমি অপেক্ষা করছি। - I am waiting.

46. তোমার কি দরকার? - What do you need?

47. আমি কিছু বুঝতে পারছি না। - I don't understand anything.

48. তুমি কেমন আছো? - How are you?

49. আমি এখনই চলে যাচ্ছি। - I am leaving now.

50. আমাকে সময় দিন। - Give me time.

51. দয়া করে আর কিছু বলো না। - Please don't say anything more.

52. আপনি ভালো কাজ করেছেন। - You did a good job.

53. আমি তোমাকে বিশ্বাস করি। - I trust you.

54. তোমার দায়িত্ব কী? - What is your responsibility?

55. সে আমাদের সাহায্য করবে। - He will help us.

56. আমি একেবারে একা। - I am completely alone.

57. সে চলে গেছে। - He has left.

58. আমি কিছু খাইনি। - I haven't eaten anything.

59. তুমি কী কিছু বলো? - Do you say anything?

60. আমাকে সঙ্গ দিন। - Give me company.

61. আমি খেলা দেখছি। - I am watching a game.

62. তোমার সাথেই থাকবো। - I will stay with you.

63. আমি তাড়াতাড়ি ফিরে আসব। - I will return soon.

64. আমাকে সাহায্য করতে হবে। - I need to help.

65. সে কোথায় গেল? - Where did he go?

66. আমি ওখানে যাব না। - I will not go there.

67. তুমি কেন হাসছো? - Why are you laughing?

68. আমি পছন্দ করি না। - I don't like it.

69. আমাকে একটু সময় দাও। - Give me a little time.

70. তুমি কি খাবে? - What will you eat?

71. তোমার কিছু চিন্তা করার প্রয়োজন নেই। - You don't need to worry.

72. আমি তোমার সাহায্য চাই। - I want your help.

73. তুমি কিভাবে আছো? - How are you?

74. আমি কিছু করতে চাই না। - I don't want to do anything.

75. সে সত্যি বলেছে। - He spoke the truth.

76. আমি কোনো ভুল করি নাই। - I didn't make any mistake.

77. আমরা যেতেই পারি। - We can go.

78. তুমি আমার সাথে চলে আসো। - Come with me.

79. আমি এখানে আছি। - I am here.

80. সে কোথায় যাবে? - Where will he go?

81. আমি কখনো ভুল করি না। - I never make mistakes.

82. তুমি কি আমাকে কিছু জানাও? - Will you tell me something?

83. আমি তোমার পাশে আছি। - I am with you.

84. আমাকে দুঃখিত বলো। - Say sorry to me.

85. সে এসে যাবে। - He will come.

86. আমি তোমার সাথে আসব। - I will come with you.

87. তুমি কি যেতে চাও? - Do you want to go?

88. আমি এখন কাজ করছি। - I am working now.

89. সে চলে গেছে। - He has gone.

90. আমি শুয়ে আছি। - I am lying down.

91. আমাকে একটু শান্তি দাও। - Give me some peace.

92. তুমি খুব ভালো। - You are very good.

93. আমাকে কিছু বলো না।

85. আমার পড়ার সম্ভাবনা। - I am likely to read.
৫০টি ছোট এবং জনপ্রিয় ইংরেজি ফ্রেজ দেওয়া হলো:

1. Go to bed - শুতে যাও

2. Take a break - বিশ্রাম নাও

3. Have a seat - বসো

4. Hold on - অপেক্ষা করো

5. Be careful - সাবধানে থেকো

6. Calm down - শান্ত হও

7. Take care - খেয়াল রেখো

8. Don't worry - চিন্তা কোরো না

9. Wake up - ওঠো

10. Come in - ভিতরে এসো

11. Step outside - বাইরে যাও

12. Be quiet - চুপ থেকো

13. Speak up - কথা বলো

14. Sit down - বসে পড়ো

15. Stand up - দাঁড়াও

16. Listen carefully - মনোযোগ দিয়ে শোনো

17. Look out - সাবধানে দেখো

18. Turn off - বন্ধ করো

19. Turn on - চালু করো

20. Try again - আবার চেষ্টা করো

21. Don't forget - ভুলে যেও না

22. Get well soon - তাড়াতাড়ি সুস্থ হও

23. What happened? - কি হয়েছে?

24. How are you? - কেমন আছো?

25. Come here - এখানে এসো

26. Get out - বেরিয়ে যাও

27. That's enough - ততটাই যথেষ্ট

28. I agree - আমি একমত

29. I disagree - আমি একমত নই

30. Don't be shy - লজ্জা পেও না

31. Take it easy - সহজে নাও

32. Let's go - চলো যাই

33. I'm sorry - আমি দুঃখিত

34. That's fine - ঠিক আছে

35. It’s okay - এটা ঠিক আছে

36. What’s up? - কি খবর?

37. How about you? - তুমি কেমন?

38. I’m hungry - আমি খেতে চাই

39. I’m thirsty - আমি তৃষ্ণার্ত

40. What time is it? - সময় কত?

41. See you later - পরে দেখা হবে

42. Take your time - তোমার সময় নাও

43. Can I help? - আমি সাহায্য করতে পারি?

44. Wait a minute - এক মিনিট অপেক্ষা করো

45. Are you okay? - তুমি ঠিক আছো?

46. I don't know - আমি জানি না

47. I don't care - আমি পরোয়া করি না

48. It's not fair - এটা ঠিক নয়

49. I’m busy - আমি ব্যস্ত

50. Just kidding - আমি মজা করছ

1. Write (লেখা)Present Indefinite - I write a letter (আমি চিঠি লিখি)⊕ A letter is written (চিঠি লেখা হয়)Present Continuo...
16/02/2025

1. Write (লেখা)

Present Indefinite - I write a letter (আমি চিঠি লিখি)
⊕ A letter is written (চিঠি লেখা হয়)

Present Continuous - I am writing a letter (আমি চিঠি লিখছি)
⊕ A letter is being written (চিঠি লেখা হচ্ছে)

Present Perfect - I have written a letter (আমি চিঠি লিখেছি)
⊕ A letter has been written (চিঠি লেখা হয়েছে)

Past Indefinite - I wrote a letter (আমি চিঠি লিখেছিলাম)
⊕ A letter was written (চিঠি লেখা হয়েছিল)

Past Continuous - I was writing a letter (আমি চিঠি লিখছিলাম)
⊕ A letter was being written (চিঠি লেখা হচ্ছিল)

Future Indefinite - I will write a letter (আমি চিঠি লিখবো)
⊕ A letter will be written (চিঠি লেখা হবে)

Future Continuous - I will be writing a letter (আমি চিঠি লিখতে থাকবো)
⊕ A letter will be being written (চিঠি লেখা হতে থাকবে)

2. Sing (গাওয়া)

Present Indefinite - I sing a song (আমি গান গাই)
⊕ A song is sung (গান গাওয়া হয়)

Present Continuous - I am singing a song (আমি গান গাচ্ছি)
⊕ A song is being sung (গান গাওয়া হচ্ছে)

Present Perfect - I have sung a song (আমি গান গেয়েছি)
⊕ A song has been sung (গান গাওয়া হয়েছে)

Past Indefinite - I sang a song (আমি গান গেয়েছিলাম)
⊕ A song was sung (গান গাওয়া হয়েছিল)

Past Continuous - I was singing a song (আমি গান গাচ্ছিলাম)
⊕ A song was being sung (গান গাওয়া হচ্ছিল)

Future Indefinite - I will sing a song (আমি গান গাবো)
⊕ A song will be sung (গান গাওয়া হবে)

Future Continuous - I will be singing a song (আমি গান গাইতে থাকবো)
⊕ A song will be being sung (গান গাওয়া হতে থাকবে)

3. Give (দেওয়া)

Present Indefinite - I give a gift (আমি উপহার দিই)
⊕ A gift is given (উপহার দেওয়া হয়)

Present Continuous - I am giving a gift (আমি উপহার দিচ্ছি)
⊕ A gift is being given (উপহার দেওয়া হচ্ছে)

Present Perfect - I have given a gift (আমি উপহার দিয়েছি)
⊕ A gift has been given (উপহার দেওয়া হয়েছে)

Past Indefinite - I gave a gift (আমি উপহার দিয়েছিলাম)
⊕ A gift was given (উপহার দেওয়া হয়েছিল)

Past Continuous - I was giving a gift (আমি উপহার দিচ্ছিলাম)
⊕ A gift was being given (উপহার দেওয়া হচ্ছিল)

Future Indefinite - I will give a gift (আমি উপহার দেবো)
⊕ A gift will be given (উপহার দেওয়া হবে)

Future Continuous - I will be giving a gift (আমি উপহার দিতে থাকবো)
⊕ A gift will be being given (উপহার দেওয়া হতে থাকবে)

4. Make (তৈরি করা)

Present Indefinite - I make a cake (আমি কেক তৈরি করি)
⊕ A cake is made (কেক তৈরি হয়)

Present Continuous - I am making a cake (আমি কেক তৈরি করছি)
⊕ A cake is being made (কেক তৈরি হচ্ছে)

Present Perfect - I have made a cake (আমি কেক তৈরি করেছি)
⊕ A cake has been made (কেক তৈরি হয়েছে)

Past Indefinite - I made a cake (আমি কেক তৈরি করেছিলাম)
⊕ A cake was made (কেক তৈরি হয়েছিল)

Past Continuous - I was making a cake (আমি কেক তৈরি করছিলাম)
⊕ A cake was being made (কেক তৈরি হচ্ছিল)

Future Indefinite - I will make a cake (আমি কেক তৈরি করবো)
⊕ A cake will be made (কেক তৈরি হবে)

Future Continuous - I will be making a cake (আমি কেক তৈরি করতে থাকবো)
⊕ A cake will be being made (কেক তৈরি হতে থাকবে)

5. Take (নেওয়া)

Present Indefinite - I take a picture (আমি ছবি তুলি)
⊕ A picture is taken (ছবি তোলা হয়)

Present Continuous - I am taking a picture (আমি ছবি তুলছি)
⊕ A picture is being taken (ছবি তোলা হচ্ছে)

Present Perfect - I have taken a picture (আমি ছবি তুলেছি)
⊕ A picture has been taken (ছবি তোলা হয়েছে)

Past Indefinite - I took a picture (আমি ছবি তুলেছিলাম)
⊕ A picture was taken (ছবি তোলা হয়েছিল)

Past Continuous - I was taking a picture (আমি ছবি তুলছিলাম)
⊕ A picture was being taken (ছবি তোলা হচ্ছিল)

Future Indefinite - I will take a picture (আমি ছবি তুলবো)
⊕ A picture will be taken (ছবি তোলা হবে)

Future Continuous - I will be taking a picture (আমি ছবি তুলতে থাকবো)
⊕ A picture will be being taken (ছবি তোলা হতে থাকবে)

6. Watch (দেখা)

Present Indefinite - I watch TV (আমি টিভি দেখি)
⊕ TV is watched (টিভি দেখা হয়)

Present Continuous - I am watching TV (আমি টিভি দেখছি)
⊕ TV is being watched (টিভি দেখা হচ্ছে)

Present Perfect - I have watched TV (আমি টিভি দেখেছি)
⊕ TV has been watched (টিভি দেখা হয়েছে)

Past Indefinite - I watched TV (আমি টিভি দেখেছিলাম)
⊕ TV was watched (টিভি দেখা হয়েছিল)

Past Continuous - I was watching TV (আমি টিভি দেখছিলাম)
⊕ TV was being watched (টিভি দেখা হচ্ছিল)

Future Indefinite - I will watch TV (আমি টিভি দেখবো)
⊕ TV will be watched (টিভি দেখা হবে)

Future Continuous - I will be watching TV (আমি টিভি দেখবো)
⊕ TV will be being watched (টিভি দেখা হতে থাকবে)

7. Speak (কথা বলা)

Present Indefinite - I speak English (আমি ইংরেজি বলি)
⊕ English is spoken (ইংরেজি বলা হয়)

Present Continuous - I am speaking English (আমি ইংরেজি বলছি)
⊕ English is being spoken (ইংরেজি বলা হচ্ছে)

Present Perfect - I have spoken English (আমি ইংরেজি বলেছি)
⊕ English has been spoken (ইংরেজি বলা হয়েছে)

Past Indefinite - I spoke English (আমি ইংরেজি বলেছিলাম)
⊕ English was spoken (ইংরেজি বলা হয়েছিল)

Past Continuous - I was speaking English (আমি ইংরেজি বলছিলাম)
⊕ English was being spoken (ইংরেজি বলা হচ্ছিল)

Future Indefinite - I will speak English (আমি ইংরেজি বলবো)
⊕ English will be spoken (ইংরেজি বলা হবে)

Future Continuous - I will be speaking English (আমি ইংরেজি বলবো)
⊕ English will be being spoken (ইংরেজি বলা হতে থাকবে)

15/02/2025

মুখস্ত ছাড়াই হাজার হাজার বাক্য তৈরির কৌশল। #শাহীন_স্যার

15/02/2025

Shahed, Jahid, Arosh

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Biborno Sahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biborno Sahin:

Videos

Share