Freelancer- MS

Freelancer- MS Welcome to My Page. I am a Digital Marketer. Your business growth partner!

কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং স...
18/12/2024

কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং সবকিছুতে হতোদ্যম তাঁদের জীবনে সাফল্য প্রায় অসম্ভব। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আর ও কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব।🎯

16/12/2024

13/12/2024

SEO কী?

Digital Marketing এর মধ্যে সবথেকে উন্নতম কাজ হচ্ছে SEO

🔹 একজন SEO Expert মাসে ১-৭ লাখের ও অধিক ইনকাম করার যোগ্যতা রাখে,
SEO হলো একধরণের টেকনিক যার সঠিক ব্যবহারের মাধ্যমে একটি ওয়েব পেজ কে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ও ইয়াহুর সার্চ রেজাল্ট পেজে কত নম্বরে দেখাব সে স্থান নিশ্চিত করা । অর্থাৎ একটি ওয়েব পেজ সার্চ রেজাল্ট পেজে কত নম্বরে দেখাবে তা নিশ্চিত করণে বিভিন্ন সার্চ ইঞ্জিনের অভ্যান্তরীণ নিয়ম নীতি গুলোর সমষ্টি হলো SEO.

🔸যে কোনো ধরণের অনলাইন ব্যাবসায় SEO কে মা ও সন্তানের সাথে তুলনা করা যেতে পারে। সুতরাং বলা যেতে পারে অনলাইন ব্যাবসায় সফলতা পাওয়ার অন্যতম চাবিকাঠি হলো SEO.

12/12/2024

My Freelancing Journey Start Now....⚡❤️‍🩹

10/12/2024
10/12/2024

সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া!!✅🚶‍♂️

সফল তো সেই ব্যক্তি হতে পারে, যে ব্যর্থতার মধ্য দিয়ে যায়❤️যার জীবনে ব্যর্থতা নেই, তার জীবনে সফলতা স্বাদ পাওয়া যায় না✅...
08/12/2024

সফল তো সেই ব্যক্তি হতে পারে, যে ব্যর্থতার মধ্য দিয়ে যায়❤️
যার জীবনে ব্যর্থতা নেই, তার জীবনে সফলতা স্বাদ পাওয়া যায় না✅
তাই Failure & Success একে অপরের পরিপূরক। যদি আপনার মাইন্ড সেট ঠিক থাকে এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম ও ধৈর্যের সাথে কাজ করা যায় তাহলে সফলতা হাতের মুঠোয় 💪💪

ফ্রিল্যান্স আউটসোর্সিং। এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্...
07/12/2024

ফ্রিল্যান্স আউটসোর্সিং। এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। কিন্তু শুরুটা কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সার হতে কী জানতে হবে—এ নিয়ে দ্বিধা অনেকের। অনেকে সঠিক দিকনির্দেশনাও পান না। ফ্রিল্যান্সিং করতে চান, এ ব্যাপারে আগ্রহ আছে—এমন পাঠকদের জন্য শুরু হলো ধারাবাহিক প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং।

হ্যা অবশ্যই ফ্রিল্যান্সিং করে ভবিষ্যৎ করা সম্ভব। ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ আমি একজন ফ্রিলান্সার হিসেবে বলবো অবশ্যই ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ সুন্দর কারন বর্তমান বাজারে দিন দিন অনলাইন ইন্টারনেটর চাহিদা বেড়েই চলেছে যতদিন না ইন্টারনেটর চাহিদা কমছে ততদিন ফ্রিল্যান্সিং এর চাহিদা কমছে না ইন্টারনেট আছে তো ফ্রিল্যান্সিং আছে কারন কাজটাই তো ইন্টারনেট ভিত্তিক। আশা করি বুজতে পারছেন।

Address

29, Vagna, Kalindi, Keraniganj
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer- MS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer- MS:

Videos

Share