AHS স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার,মহাসমুদ্রে বিচরণকারী🛳️
Social worker
Adventure lover! Films Maker
BG-B+
🇧🇩•🇮🇳•🇸🇬•🇲🇾•🇯🇵•🇰🇷•🇮🇩•🇪🇸•🇮🇹•🇪🇬loading ⚓

22/01/2025

লাইফের যেই পর্যায়ে গেলে ভিতরে ভিতরে তীব্র ঝড় বয়ে গেলেও কাউকে কিচ্ছু বলতে মন চায় না, সেই পর্যায়ে আছি!

21/01/2025

সমুদ্রের তীরে বসবাস করতে শুরু করলে পুরনো দুঃখ কষ্ট সব নিমিষেই মুছে যায়। হোক না সেটা প্রশান্ত মহাসাগরের তীরে মেক্সিকোর জিহুয়াতানেজো শহর কিংবা স্পেনের পাশ দিয়ে বয়ে যাওয়া ভূমধ্যসাগর।।

31/12/2024

আমাকে হারাতে দিয়েছো মানে তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেললে। সেখানে ফিরে পাওয়ার বিন্দু পরিমাণ সম্ভবনা নেই। এই হারিয়ে ফেলা মানে বিলীন নয়। কোথাও না কোথাও তো আছি, তবে তোমার আঙ্গিনায় আমি আর নেই। চাইলেই আমাকে আর ফিরে পাবেনা তুমি, তোমার জন্য পুরো জীবন আমি জীবিত কঙ্কাল।

Location- Ulsan,south Korea 🇰🇷

One day you will meet someone who will understand your story and protect you because they won't want you to suffer the s...
29/12/2024

One day you will meet someone who will understand your story and protect you because they won't want you to suffer the same pain again. 💕

"The wrong partner will teach you that you can handle everything on your own."The right partner knows you can but won't ...
28/12/2024

"The wrong partner will teach you that you can handle everything on your own."

The right partner knows you can but won't let you.

They'll stand by your side, share the load, and help you thrive together.

In a true partnership, strength is found in unity, not isolation. 🤍

Long Hair Turned Into Short HairDreams Turned Into ResponsibilityVibing turned into hard workingLaughing Turned Into Sil...
25/12/2024

Long Hair Turned Into Short Hair
Dreams Turned Into Responsibility
Vibing turned into hard working
Laughing Turned Into Silence
A boy turned into a mature man !!

03/12/2024

শুধু মাত্র গত একবছরের মধ্যে আমার ভ্রমন হয়েছে ১২ টি দেশ(স্পেন, সাউথ কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,ভারত, জাপান, ভিয়েতনাম,) (ইতালি, বেলজিয়াম,মিশর)। ইতালি থেকে ইজিপ্ট চলে যাওয়ার টার্গেট ছিল বাট এখন ফ্রান্সে তিনদিন থাকার ইনশাআল্লাহ চেষ্টায় আছি যদি সম্ভব হয় ।

আমার আহামরি কোন ব্যাংক ব্যালেন্স ছিল না, একবার শুধু অস্ট্রেলিয়া থেকে রিফিউজি হলাম তাছাড়া আলহামদুলিল্লাহ যতগুলো দেশে এপ্লাই করছিলাম সবগুলো ভিসা হয়েছে।
আমার সবগুলো ভিসার জন্য আমি নিজেই মোবাইল দিয়ে আবেদন করছি। কোন দালাল কিংবা এজেন্সির সহায়তা ছাড়া।তাই আমি পারলে আপনি ও পারবেন।

আপনি নরমাল প্রোফাইল নিয়ে ও সবদেশের ভিসা পেতে পারেন তারজন্য প্রয়োজন হচ্ছে টেকনিক ব্যবহার করতে জানা।
বাংলাদেশ ইমিগ্রেশন ছাড়া এখন অব্দি কোথাও ইমিগ্রেশনে প্যারা খেতে হয়নি। ইনশাআল্লাহ আমার সবগুলো ভিসা পাওয়ার অবিশ্বাস্য সব তথ্য আপনাদের সাথে শেয়ার করবো।
যাতে করে আপনার ও বিদেশে ভ্রমণের স্বপ্ন পূরণ হয়।

17/07/2024

ভাই আবু সাঈদ এর বুলেটে বুক পেতে দেওয়া দেখে মনে পরছে "ব্যাটল অব ওকিনাওয়া" এর সাধারণ জাপানিজ জনগনকে। জাপানকে রক্ষা করতে সেদিন লক্ষ জাপানিজ বুক পেতে দিয়েছিলেন আমেরিকান সৈন্যের বু*লেটে। অ*কাতরে সাধারন জাপানিদের জিবন দেওয়া দেখে আমেরিকান জেনারেলরা জাপানের মূল ভুখন্ড দখলের কথা মাথা থেকে ফেলে দেন, ভাবতে থাকেন অন্য উপায়।

আমি বইপুস্তকে বহু বীরের গল্প পড়েছি কিন্তু আজ সরাসরি বীর দেখলাম, আমার জাতির ,আমার মাটির,আমার মায়ের।

16/07/2024

রাষ্ট্র সংস্করণ না হলে কেউ বাংলাদেশে ডলার পাঠাবো না।
হোক প্রতিবাদ মেরিনাদের পক্ষ থেকে। 🫰💗⚓

Value না দিলে আমিও আর same energy দেখাই না, সেইটা যেই হোক। আমার জীবনে priority অনেক বড় ভূমিকা রাখে। ১০১টা পথ চিনলেও আমি ...
12/07/2024

Value না দিলে আমিও আর same energy দেখাই না, সেইটা যেই হোক। আমার জীবনে priority অনেক বড় ভূমিকা রাখে। ১০১টা পথ চিনলেও আমি সবাইকে সব কিছু দেখাই না। মানুষের উপর ছোট ছোট investment করে দেখবেন, সেই investment হইতে পারে সময়, মেধা, সুযোগ, কায়িক শ্রম কিংবা ভরসা। Investment এর কিচ্ছু রিটার্ন দরকার নাই শুধু দেখবেন, সেইম spark টা কাজ করে কিনা। যদি না করে? সেই স্টেইজ কিংবা প্লাটফর্ম আপনার না।

Save your energy, Execute your plan B.

ঐযে পাথরটা দেখছেন ওখানে আরবিতে লেখা— 'তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"এর সরলসমীকরণ হলো— 'আপনার অনুপস্থিতিতে পৃথিবীর এ...
11/07/2024

ঐযে পাথরটা দেখছেন ওখানে আরবিতে লেখা— 'তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"

এর সরলসমীকরণ হলো— 'আপনার অনুপস্থিতিতে পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসেনা'

⚓️

05/06/2024

বড় হওয়ার খুব ইচ্ছে ছিল।
মাত্র ২৩ বছরে এসেই স্বাদ মিটে গেছে!🙂

03/06/2024

Some disconnections are a blessing ❤️✨

- এই যে যারা রোজ রোজ শত দুঃখ নিয়েও হেসে বেড়াচ্ছে।ওদের হৃদয়ে আনন্দের ফুল ফুটে উঠুক।🤍🥺
01/06/2024

- এই যে যারা রোজ রোজ শত দুঃখ নিয়েও হেসে বেড়াচ্ছে।ওদের হৃদয়ে আনন্দের ফুল ফুটে উঠুক।🤍🥺

20/05/2024

আমাদের সবার জীবনটা হয়ে উঠুক প্যারাহীন।

13/05/2024

নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলতে পারেনা। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!

কোথায় যাবেন? কাকে বলবেন?
কার বিরুদ্ধে অভিযোগ করবেন?
সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলেন আপনি নিজেই আপনার মন মত না। নিজে নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোন সমাধান থাকেনা। নিজে নিজেকে বুঝতে না পারাটা সবচেয়ে বড় অসহায়ত্ব।

04/05/2024

আজ যাদের মন খারাপ চাঁদ টা তাদের জন্য!

Address

EID GA ROOD
Chittagong
3850

Alerts

Be the first to know and let us send you an email when AHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHS:

Videos

Share

Category