Just believe on Allah,he will provide you whatever you want.
Life on board isn’t always easy, but the challenges make me stronger. Grateful for the journey, the lessons, and the view from the top
#merchantnavy #lifeatsea #maritime #seafarer #shipping #sailor #ship #merchantmarine #instaship #sea #seaman #shipspotting #shiplife #coolmariners #sealife #instashipping #sailorlife #humansatsea #marineengineer #seafarers #vessel #sailors #mariner #mariners #ships #deckcadet #navigation #ocean #merchantnavygallery #navy
আমার মতো ইন্ট্রোবার্ট মানুষ এর জন্য সমুদ্র সবথেকে সুন্দর জায়গা, দৃষ্টিসীমায় আর কোন মানুষ থাকে না, জাহাজ থাকে না , দিনের পর দিন চলার পর কোথাও সমতল ভূমির দেখা পায় আবার কখনো দেখা হয় ভাসমান জাহাজ। সমুদ্রে কোলাহল নেই এক বিন্দু আছে সমুদ্রের শান্ত আওয়াজ। ঢেউ আর বালির সাথে হিসেব নিকেশের প্রশান্তি কোন শব্দে প্রকাশ করি !
Inspire to be a sailor 🖤⚓🌸
Adnan Hasan Shanto
সমুদ্রের তীরে বসবাস করতে শুরু করলে পুরনো দুঃখ কষ্ট সব নিমিষেই মুছে যায়। হোক না সেটা প্রশান্ত মহাসাগরের তীরে মেক্সিকোর জিহুয়াতানেজো শহর কিংবা স্পেনের পাশ দিয়ে বয়ে যাওয়া ভূমধ্যসাগর।।
#spain #europe #travelphotography #shawshankredemption #hope #barcelona
আমাকে হারাতে দিয়েছো মানে তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেললে। সেখানে ফিরে পাওয়ার বিন্দু পরিমাণ সম্ভবনা নেই। এই হারিয়ে ফেলা মানে বিলীন নয়। কোথাও না কোথাও তো আছি, তবে তোমার আঙ্গিনায় আমি আর নেই। চাইলেই আমাকে আর ফিরে পাবেনা তুমি, তোমার জন্য পুরো জীবন আমি জীবিত কঙ্কাল।
Location- Ulsan,south Korea 🇰🇷
শুধু মাত্র গত একবছরের মধ্যে আমার ভ্রমন হয়েছে ১২ টি দেশ(স্পেন, সাউথ কোরিয়া, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,ভারত, জাপান, ভিয়েতনাম,) (ইতালি, বেলজিয়াম,মিশর)। ইতালি থেকে ইজিপ্ট চলে যাওয়ার টার্গেট ছিল বাট এখন ফ্রান্সে তিনদিন থাকার ইনশাআল্লাহ চেষ্টায় আছি যদি সম্ভব হয় ।
আমার আহামরি কোন ব্যাংক ব্যালেন্স ছিল না, একবার শুধু অস্ট্রেলিয়া থেকে রিফিউজি হলাম তাছাড়া আলহামদুলিল্লাহ যতগুলো দেশে এপ্লাই করছিলাম সবগুলো ভিসা হয়েছে।
আমার সবগুলো ভিসার জন্য আমি নিজেই মোবাইল দিয়ে আবেদন করছি। কোন দালাল কিংবা এজেন্সির সহায়তা ছাড়া।তাই আমি পারলে আপনি ও পারবেন।
আপনি নরমাল প্রোফাইল নিয়ে ও সবদেশের ভিসা পেতে পারেন তারজন্য প্রয়োজন হচ্ছে টেকনিক ব্যবহার করতে জানা।
বাংলাদেশ ইমিগ্রেশন ছাড়া এখন অব্দি কোথাও ইমিগ্রেশনে প্যারা খেতে হয়নি। ইনশাআল্লাহ আমার
সবকিছু ছেড়ে আল্লাহকে খুজেন,আল্লাহকে পেয়ে গেলে সবকিছু পাওয়া হয়ে যাবে!
We're going through very difficult times, and I don't know when we'll recover from this difficult period. no matter what, we'll support you forever.
চলো বাংলাদেশ 🇧🇩
Some disconnections are a blessing ❤️✨
আমাদের সবার জীবনটা হয়ে উঠুক প্যারাহীন।