BCS - STUDY GROUP

BCS - STUDY GROUP বি.সি.এস, ব্যাংক ও যে কোন সরকারি চাকুরীর
প্রস্তুতি সহজতর করার বিশ্বস্ত প্লাটফর্ম।

কমিশনের সুপারিশ। এ পদ্ধতি কেমন হবে?
14/01/2025

কমিশনের সুপারিশ। এ পদ্ধতি কেমন হবে?

06/01/2025

সরকারি চাকরিতে ঘুষ না খেয়ে ব্যক্তিগত বাড়ি গাড়ি পাওয়ার একমাত্র ওয়ে ব্যাংক চাকরি। সিনিয়র অফিসার ১৫৫৪ পদে সার্কুলার চলছে।
আবেদন করতে পারেন...

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান😍। বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আ...
04/01/2025

অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান😍।

বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা| পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক এর কুইন্স এ “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠাতা করেন| প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন| এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন|

নববিবাহিত দম্পতির জন্য অনেক অনেক শুভ কামনা!

02/01/2025

তাসকিনের ৭ উইকেট🔥

ঢাকার বিরুদ্ধে ঢাকার পোলার দুর্বার রেকর্ড! ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট! বিপিএলে প্রথম এবং ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ট...
02/01/2025

ঢাকার বিরুদ্ধে ঢাকার পোলার দুর্বার রেকর্ড! ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট! বিপিএলে প্রথম এবং ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট।

HATS OFF Taskin Ahmed!

01/01/2025

আপনার পছন্দের ক্যাডার কোনটি?

31/12/2024

১৫৫৪টি 'সিনিয়র অফিসার' পদে সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত।

সব চাকরি পরীক্ষা‌তেই কম‌লো আ‌বেদন ফি। সকল চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে যুক্ত থাকুন এই পেইজে!
30/12/2024

সব চাকরি পরীক্ষা‌তেই কম‌লো আ‌বেদন ফি। সকল চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে যুক্ত থাকুন এই পেইজে!

ব্রেকিং নিউজ🥰জানুয়ারীতে আসবে ২৫ হাজার শিক্ষক নিবন্ধন।মাত্র ৪০ পেলেই পাশ,এক্সাম দিতে পারবে HSC পাশ করেই।➡️ টার্গেট যাদের ...
29/12/2024

ব্রেকিং নিউজ🥰
জানুয়ারীতে আসবে ২৫ হাজার শিক্ষক নিবন্ধন।
মাত্র ৪০ পেলেই পাশ,এক্সাম দিতে পারবে HSC পাশ করেই।
➡️ টার্গেট যাদের শিক্ষক নিবন্ধন,জয়েন করুন!

29/12/2024

D-8 এর নবম সদস্য দেশ আজারবাইজান।

জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? পারলে বলেন দেখি.....
28/12/2024

জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
পারলে বলেন দেখি.....

26/12/2024

💥 ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত!
📋 আবেদন ফি - ২০০ ও ভাইভা মার্কস্‌ - ১০০!
➡️ বিস্তারিত কমেন্ট থেকে দেখুন! 👇

সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ে আগুন, পুড়ে গেছে ৭/৮টি মন্ত্রণালয়ের বিভাগ, আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের সদস্যকে ট্রাক চাপা...
26/12/2024

সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ে আগুন, পুড়ে গেছে ৭/৮টি মন্ত্রণালয়ের বিভাগ, আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের সদস্যকে ট্রাক চাপায় নিহত- এগুলো গুরুত্বপূর্ণ ম্যাসেজ।

সব প্রমাণ পুড়িয়ে দেয়া হচ্ছে, দুর্নীতিবাজ আর দেশের শত্রুদের অপসারণ ও শক্ত হাতে দমন করা উচিত।

সঠিক উত্তর কমেন্টে জানান.....
24/12/2024

সঠিক উত্তর কমেন্টে জানান.....

💥মানে এটাও সম্ভব! ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষক একটা ছাত্রের পরীক্ষার খাতা তাঁর ফেসবুকে আপলোড করে দিয়েছে...
23/12/2024

💥মানে এটাও সম্ভব!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষক একটা ছাত্রের পরীক্ষার খাতা তাঁর ফেসবুকে আপলোড করে দিয়েছে! এরপর কি লিখেছে জানেন?

লিখেছে- "৭ কলেজের কোন ছাত্রের খাতা এটা। আমার কপালে ক্যামনে আসলো জানি না। নিজেদেরগুলাই দেখার সময় পাই না, আবার ৭ কলেজ!

এরপর তিনি কি লিখেছেন জানেন?

- "একটা বানান পর্যন্ত ঠিক মত লিখতে পারে না। বানান যে ভুল; সেটা ধরে দিয়েছে আমার ক্লাস ফোরে পড়া সামিহ।"

অর্থাৎ তাঁর সন্তানও ৭ কলেজের খাতা দেখছে! একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; ছাত্রদের কোন চোখে দেখে একটা বার চিন্তা করে দেখুন। সে পরীক্ষার খাতা ফেসবুকে আপলোড করে দিয়ে বলছে- তাঁর চার বছরের সন্তানও নাকি এর চাইতে ভালো লিখতে পারবে!

ছাত্র যদি ভুল করে। সেই ভুল ধরিয়ে দেয়াই তো শিক্ষকের কাজ। অথচ তিনি কি করলেন? ঘৃণা ছড়ালেন। কারন এই শিক্ষকরা শুধু ৭ কলেজ না; পুরো বাংলাদেশের অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানুষই মনে করেন না।

আমার কাছে একটা ডকুমেন্ট এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের শিক্ষকদের অন-লাইন গ্রুপ আছে। সেই গ্রুপে এক শিক্ষক কী লিখেছে জানেন?

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা পাসপোর্টেরও দাবি করেছেন এই শিক্ষক।

গ্রুপের অন্যান্য শিক্ষকরা সেখানে লাইক আর লাভের বন্যায় ভাসিয়ে দিয়েছেন! এই হচ্ছে আমাদের শিক্ষক সমাজ।

এক কাজ করলে কেমন হয়?

ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করা হোক। পৃথিবীর সব চাইতে ছোট রাষ্ট্রগুলোর একটা হচ্ছে ভ্যাটিকেন সিটি। আমি গিয়েছি সেখানে। নিশ্চিত ভাবে ভ্যাটিকেনের চাইতে বড় রাষ্ট্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
________
©আমিনুল ইসলাম স্যার।

22/12/2024

বিসিএস প্রিলিমিনারি বুক লিস্ট 💖💖

কান্না ধরে রাখতে পারলাম নামাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়...
22/12/2024

কান্না ধরে রাখতে পারলাম না
মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পড়ে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করি বাবা তুমি এখন কি করবা তখন বলে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসার এক কোণায় গিয়ে শুয়ে থাকি ।
তখন সে কান্না করতে করতে এক মাদ্রাসার এক কোনায় গিয়ে ঘুম পড়ে গেছে, এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদেরকে জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম বানায় আমিন 🤲
#এতিমখানা এতিমখানা মাদ্রাসা

💥১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য একসাথে!!📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্...
22/12/2024

💥১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য একসাথে!!

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে।

এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু নম্বর বন্টনঃঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

📌📌সবশেষে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পাস করা খুব একটা কঠিন কাজ নয়। এর জন্য দরকার আপনার মনোবল, পরিশ্রম করার ইচ্ছা ও পরিকল্পিত প্রস্তুতি। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। কোন না কোন চাকরীর পরীক্ষায় তা কাজে লাগবেই।

📌📌শিক্ষকতার মত মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤️❤️

______________________________

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS - STUDY GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS - STUDY GROUP:

Videos

Share