11/06/2024
হঠাৎ করে চোখ বন্ধ করে আল্লাহ্ কে বলুন! ইয়া র'ব আমি আপনাকে ভীষন ভালোবাসি! নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন! আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি! কিন্তু কাজ কর্মে প্রকাশ করতে পারি নাহ! কিন্তু এটা সত্য, এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি। আমি জানি, আপনি আমার এত এত নিকৃষ্ট কর্মের পর ও ভালোবাসেন। তাওবার দরজা খুলে রেখেছেন! আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলেই এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন! আ'লহামদুলিল্লাহ্
ওহ্ আমার আল্লাহ্! আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে, ওইটুকু ভালোবাসার উপর আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান, আমাকে ক্ষমা করে দিন।
আমীন!