7 College News

7 College News সাত কলেজের কন্ঠস্বর, শিক্ষা ও শিক্ষাঙ্গন এবং শিক্ষার্থীদের প্রতিধ্বনি নিয়ে সাত কলেজ নিউজ। Educational news page in Bangladesh-
7 College News.
(91)

সরকারি তিতুমীর কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টসমূহ।
04/01/2024

সরকারি তিতুমীর কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টসমূহ।

ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ২০২২ সনের (২১-২২) সেশন অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের মৌখিক পরীক্ষ...
04/01/2024

ঢাকা কলেজ হিসাববিজ্ঞান বিভাগের ২০২২ সনের (২১-২২) সেশন অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের মৌখিক পরীক্ষা আগামী ১০-০১-২০২৪ ও ১১-০১-২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

04/01/2024

IELTS Speaking Test | Band Score- 9.5🤣🤣

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি।আবেদনের সম...
04/01/2024

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি।

আবেদনের সময় সীমাঃ- ০৪/০১/২০২৪ থেকে ১৮/০১/২০২৪ পর্যন্ত।
👉 ২০২২ এবং ২০২৩ সালের এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

04/01/2024

অনার্স চতুর্থ ২০২২ সনের পুরাতন সিলেবাস (১৭-১৮ শিক্ষাবর্ষের পূর্বের) এবং ২০২০ সনের ডিগ্রি তৃতীয় বর্ষের (১৬-১৭,১৫-১৬,১৪-১৫,১৩-১৪) সেশনের পরীক্ষার এডমিট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফরম পূরণ ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন ও পাসওয়ার্ড দিয়ে এডমিট সংগ্রহ করা যাবে। উল্লেখ্য ডিগ্রি ২০২০ সনের তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ১০ জানুয়ারি ও অনার্স চতুর্থ ২০২২ সনের পুরাতন সিলেবাস পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি থেকে আরম্ভ হবে।

04/01/2024

৫২ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৬তম বিসিএসের আবেদন।
৪৬ তম বিসিএসে আবেদন সংখ্যা ৩ লাখ ৩৭ হাজারের বেশি।

২০২২ সনের (২০-২১) সেশন অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন প্রসঙ্গে।
04/01/2024

২০২২ সনের (২০-২১) সেশন অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন প্রসঙ্গে।

03/01/2024

Farewell Party।Titumir College । Zoology department।

কর্মজীবনের ইতি টানলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিমা চৌধুরী। মঙ্গলবার (০২ জানুয়া...
03/01/2024

কর্মজীবনের ইতি টানলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিমা চৌধুরী। মঙ্গলবার (০২ জানুয়ারী) অনুষ্ঠানিকভাবে কলেজ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ড. নাসিমা চৌধূরী এবং উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিভা রানী বর্মনকে।

#সোকসাস

02/01/2024

রাজধানীর তিতুমীর কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানান তিতুমীর কলেজ শাখার সভাপতি আরিফ এমদাদ।

প্রসঙ্গত, মাসখানেক আগে ইমামের ছোট ভাইকে মহাখালীর বাসা থেকে ডিবি তুলে নিয়ে যায়।

___সময়ের আলো

02/01/2024

শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত যদি কোন বঞ্চনা হয়!! ন্যায়সঙ্গত ভাবে তারা যদি কোন কিছু থেকে পিছিয়ে পড়ে,সেখানে যতটুকু করার দরকার সেখানে আমি ন্যায় সঙ্গত দাবিতে দ্ব্যর্থহীন কন্ঠে সেটি আমি করবো।
— সাত কলেজের নবনিযুক্ত সমন্বক ও ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ

02/01/2024

তিতুমীরিয়ান | ৭ কলেজ | শিক্ষার্থী | ক্যাম্পাস

রাজধানীর সনামধন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি এর আগে ইডেন মহিলা কলেজের উপাধ...
02/01/2024

রাজধানীর সনামধন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি এর আগে ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করেছন। নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তার সহকর্মীরা।

02/01/2024

৪৬ তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩,২৫,৬০৮টি।
৪৫ তম বিসিএস আবেদন সংখ্যা ৩ লাখ ১৮ হাজার।

ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি!
02/01/2024

ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি!

ইডেন মহিলা কলেজ অনার্স (২০২১-২২) সেশন দ্বিতীয়  বর্ষ এবং (১৯-২০) সেশন চতুর্থ বর্ষের ক্লাস আগামী ৮ জানুয়ারি থেকে স্ব স্ব ব...
02/01/2024

ইডেন মহিলা কলেজ অনার্স (২০২১-২২) সেশন দ্বিতীয় বর্ষ এবং (১৯-২০) সেশন চতুর্থ বর্ষের ক্লাস আগামী ৮ জানুয়ারি থেকে স্ব স্ব বিভাগের নির্ধারিত রুটিন অনুযায়ী চলমান থাকবে।

02/01/2024

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ফেরদৌসী বেগম।

প্রাণঢালা অভিনন্দন🪷

02/01/2024

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অবসরে যাওয়ায়
সাত কলেজের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ।

অভিনন্দন সাত কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ।আশা করি আপনার হাত ধরে সাত কলেজে আরও...
02/01/2024

অভিনন্দন সাত কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ।
আশা করি আপনার হাত ধরে সাত কলেজে আরও ইতিবাচক পরিবর্তন হবে।

মেট্রোরেলে শাহবাগ থেকে ভাড়ার তালিকা!!
02/01/2024

মেট্রোরেলে শাহবাগ থেকে ভাড়ার তালিকা!!

আগামীকাল ৩রা জানুয়ারি ২০২৪ তারিখে,ঢাকা কলেজ অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।
02/01/2024

আগামীকাল ৩রা জানুয়ারি ২০২৪ তারিখে,ঢাকা কলেজ অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।

প্রবাসী বা বিদেশ ফেরত কর্মীর সন্তানদের জন্য এসএসসি/সমমান-২০২৩ এবং এইচএসসি/সমমান-২০২২ ক্যাটাগরিতে "প্রবাসী কর্মীর সন্তানদ...
02/01/2024

প্রবাসী বা বিদেশ ফেরত কর্মীর সন্তানদের জন্য এসএসসি/সমমান-২০২৩ এবং এইচএসসি/সমমান-২০২২ ক্যাটাগরিতে "প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি" এর দরখাস্ত আহ্বান করেছেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড। অনলাইনে আবেদনের সময়সীমা: ১লা জানুয়ারি হইতে ৩১ জানুয়ারি-২০২৪ তারিখ পর্যন্ত।

01/01/2024

বিদায় অনুষ্ঠানে মধুর কন্ঠে গান শোনালেন ইডেন কলেজের সহকারী অধ্যাপক আফসানা সরোয়ার

01/01/2024

শিক্ষকদের পরীক্ষার হলের কঠোর নজরদারির মধ্যে দিয়ে শুরু হলো বছরের প্রথম দিনে অনার্স (২০-২১) সেশন দ্বিতীয় বর্ষের পরীক্ষা। পহেলা জানুয়ারির প্রথম দিন কেমন কেটেছে? বছরের প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার অনুভুতি কেমন? দীর্ঘদিন বিরতির পর আজকের পরীক্ষা কার কেমন হয়েছে?

01/01/2024

ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্য এর বিদায় বেলায় "আগুনের পরশ মনি " গানটি খুব চমৎকার ভাবে গেয়েছেন সকলে।
#ইডেন_কলেজ #সাতকলেজ।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তি (জানুয়ারি-জুন)
01/01/2024

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তি (জানুয়ারি-জুন)

01/01/2024

২০২৪ সাল হোক সবার জন্য
বেকারত্ব মুক্তির বছর!!
বর্তমান সমাজব্যবস্থায় বেকারত্ব পরিবার ও নিজের জন্য বোঝাস্বরুপ।

নতুন বছরে আগুন, ০১-০১-২৪।পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে আগুন।খবর পাওয়ার সময় : ০০-৩৩ ঘটিকাপ্র...
31/12/2023

নতুন বছরে আগুন, ০১-০১-২৪।

পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশে একটি দোকানে আগুন।

খবর পাওয়ার সময় : ০০-৩৩ ঘটিকা
প্রথম ইউনিট পৌঁছায় : ০০-৩৬ ঘটিকায়।
আগুন নিয়ন্ত্রণে আসে : ০০-৪২ ঘটিকায়।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।

31/12/2023

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ইডেন কলেজের সেই স্মৃতি স্বরণীয় হয়ে থাকবে

31/12/2023

Happy New Year 2024!🎉🎆

অবসরে গেলেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন।  বিদায়ের দিনে কলেজের সকল শিক্ষার্থীর প্রতি দোয়া ও ভালোবাসা জানি...
31/12/2023

অবসরে গেলেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরীন। বিদায়ের দিনে কলেজের সকল শিক্ষার্থীর প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

31/12/2023

অবসরে যাচ্ছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের বর্তমান সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্য।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ও সাত কলেজের সমন্বয়ক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ।
31/12/2023

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ও সাত কলেজের সমন্বয়ক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ।

31/12/2023

নতুন বছরে ৭ কলেজের কোন বিষয়টি সংষ্কার করা দরকার বলে মনে করেন?
কলেজ নামসহ সংস্কারের বিষয়টি কমেন্টে জানাতে পারেন।

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইডেন কলেজ শিক্ষক নোমানঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জ...
31/12/2023

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ইডেন কলেজ শিক্ষক নোমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মুহাম্মদ নোমান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নোমানসহ আরও ১৩ জনের পিএইচডি ডিগ্রির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

নোমানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। বাবার নাম মুহাম্মদ মোস্তফা আর মায়ের নাম রাজিয়া সুলতানা। তার প্রয়াত বাবা মোস্তফা ছিলেন পেশায় একজন শিক্ষক। আর মা গৃহিনী। ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি যথাক্রমে ট্যালেন্টপুল সেকেন্ড গ্রেডে ও ফার্স্ট গ্রেডে বৃত্তি পেয়েছিলেন।

এরপর তিনি এসএসসিতে ১৪তম ও এইচএসসিতে স্টার লাভ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণিতে ৪র্থ এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন তিনি।

কর্মজীবনে নোমান ২৮তম বিসিএসের (শিক্ষা ক্যাডার) মাধ্যমে ২০১০ সালে নিজ জেলার লক্ষ্মীপুর সরকারি কলেজে যোগদান করেন। দেশি-বিদেশি জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া একাধিক একাডেমিক বইয়ের রচয়িতা ইডেন কলেজের এই শিক্ষক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন তিনি।

____শিক্ষাবার্তা.কম

31/12/2023

২০২৩ সাল শেষের মাধ্যমে জীবনের একধাপ শেষ হবে,মৃত্যু বা জীবনের অন্তের দিকে এক কদম শুরুও বটে।২০২৩ এ জীবনের একধাপ অতিবাহিতকালে পাওয়া কিছু মূল্যবান ক্যামিকেল বিহীন মেডিসিন :

১.প্রত্যকের জীবনে সুখ দুঃখের অনুপাত সমানুপাতিক।তাই তো উচিত বর্তমানকে অনুভব ও উপভোগ করা।আর নামাজ,ধৈর্য ও মানবধর্ম হলো সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে।

২.Oh Allah ! Make me greatly patient and highly thankful to you,and make me small in my own eyes but great in the eyes of others..

৩.ভালো মন্দ উভয় গুন নিয়ে মানুষ। মূল্যায়নের ক্ষেত্রে ভালোকে কাছে রাখা,খারাপেরও ভালো দিক কাছাকাছি রাখার চেষ্টা করা ও পরিবর্তনের প্রার্থনা।কারন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে।["আপনি ক্ষমা করুন, সৎকাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন।" (সুরা আরাফ, আয়াত : ১৯৯)]

৪. কম শব্দের ব্যবহারে বাক্য বিনিময়ের সৃষ্টিশীলতা অর্জন করা। অন্যের সাথে নিজের সুখ দুঃখ-কষ্টের অনুভূতি যতো কম আলোচনা করা যায় তত বেশি গুরুত্বের থাকা যায়।

৫.সর্বদা সবক্ষেত্রে জীবন,সময় ও মানুষের কাছ থেকে আশা-আকাঙ্খা যত কম রাখা যায় তত মানসিক সৌন্দর্য বৃদ্ধি হয় বা পায়।

৬.যতই ব্যর্থতা,গ্লানি ছড়িয়ে যাক বা জীবনে যা কিছু হারিয়ে যাক না কেনো!সেখানেই থেমে না গিয়ে সেই বর্তমানকে অনুভব ও উপভোগ করা কারন জীবন গতিশীল।মনকে শক্তিস্বরূপ সব কিছুতে আল্লাহ ভরসা,all is well বলতে পারার অভ্যাস।

৭.দুশ্চিন্তা মুক্ত থাকা,ভাবনাকে জটিলের অন্তরালে সহজ করে রাখতে শিখা। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কম বেশি আড়ালেই রাখা।নিজেকে জানা এবং আগে নিজেকেই ভালোবাসা।

৮। পরিশেষে, সহজ সরল জীবনের আদর্শ অন্তরে লালন করা। যেমন জীবন আমাদের নবী যাপন করছেন।

ভালো মন্দ উভয় গুণ নিয়ে মানুষ গঠিত বিধায় কেউ কখনো পরিপূর্ণ হতে পারে না,তবে প্রতিনিয়ত কিছু ভালো পরিবর্তন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য একধাপ এগিয়ে দে। আর অবশ্যই মানুষকে জীবনের কখনো না কখনো পরিবর্তন হতেই হয় এটা প্রকৃতির নিয়ম বা নিয়তি। আজকে উপহাসও আগামীকালের বাস্তবতা হয়।
শুকরিয়া❤️।

@দিগন্তের_প্রভাত

31/12/2023

আজ শেষ হচ্ছে ৭ কলেজের শীতকালীন ছুটি।
আগামীকাল পহেলা জানুয়ারি থেকে সাত কলেজের সকল ক্লাস,পরীক্ষা চলমান থাকবে ও অফিস সমূহ খোলা থাকবে।

অনার্স ২০২১ সনের (১৯-২০) সেশন ২য় বর্ষ (অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা) বিভাগের পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ।বি:দ্র: ...
31/12/2023

অনার্স ২০২১ সনের (১৯-২০) সেশন ২য় বর্ষ (অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা) বিভাগের পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ।

বি:দ্র: দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষা (২০-২১) সাথে, (১৯-২০) সেশনের চলমান। অন্যদিকে (১৯-২০) সেশনের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ। পুনঃ নীরিক্ষার ফলাফল পরীক্ষা শেষে প্রকাশ।

যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তারা দ্রুত এডমিট+অনলাইন ফলাফল শীট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ৩২২,৩৫০ নাম্বার রুমে যোগাযোগ করতে হবে।

31/12/2023

আগামীকাল ১ জানুয়ারি থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী ৭ কলেজের অনার্স (২০-২১) সেশন দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুপুর ১ টা থেকে আরম্ভ হবে।

31/12/2023

৪৬তম বিসিএস : আবেদনের সময় বাড়ছে না।
শেষ সময় আজ সন্ধ্যা ৬ টা।
এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৭৭৬ জন প্রার্থী আবেদন করেছেন।

Address

Dhaka University
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when 7 College News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 College News:

Videos

Share


Other Broadcasting & media production in Dhaka

Show All