03/01/2025
ইডেন মহিলা কলেজের ছাত্রীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বৈষম্যমূলক আচরণ
আসসালামু আলাইকুম, আমি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী, আজ একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমাকে অত্যন্ত অবাক করেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫), আমি ও আমার রুমমেটের সাথে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রিকশায় যাচ্ছিলাম। পথে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত সড়কের গেইটের কাছে আমাদের রিকশা আটকানো হয়। সেখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী দাবি করে আমাদের সঙ্গে কথা বলতে আসে।
তাদের মধ্যে একজন আমার কাছে জানতে চায়, আমি ঢাবির শিক্ষার্থী কিনা, আমি বলি, "না, আমি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী।" এর পর, একজন ছাত্র আমাদের কলেজকে অবমাননা করে বলে ওঠে, "ও, ইডেন? ইডেন তো যাওয়া যাবেনা, আমরা সাত কলেজকে বাদ দিয়ে দিয়েছি আমাদের ইউনিভার্সিটি থেকে।"
এটি আমি প্রত্যাখ্যান করি এবং তাকে প্রশ্ন করি, "সাত কলেজ বাদ দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে, আপনি কি কোনো কর্তৃপক্ষের প্রতিনিধি, নাকি ভিসি?" এর পর আরেকজন ছাত্র বলে ওঠে, "সাত কলেজকে যেতে দেওয়া হবেনা, এটা আমাদের প্রভোস্টের সিদ্ধান্ত। সমস্যা থাকলে তাদের সাথে কথা বলুন।"
তারপরও তারা আমাদের কলেজকে কটাক্ষ করতে থাকে, এবং তাদের কথাবার্তা আমার জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমি আরও জানতে চাই, তারা কোন সেশন বা ডিপার্টমেন্টের ছাত্র, তখন তারা উত্তরে বলে, "সেটা আপনার জানার প্রয়োজন নাই।" এরপর তারা বলেন, "এখানে ঢাবির শিক্ষার্থী ছাড়া কেউ রিকশা নিয়ে ঢুকতে পারবে না।"
এই ঘটনায় আমার মনে একাধিক প্রশ্ন জাগে।
প্রথমত, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই ধরনের বৈষম্য থাকে, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনে এত শিক্ষার্থী মারা যাওয়ার পরও এর পরিবর্তন হলো না কেন?
দ্বিতীয়ত, একজন শিক্ষার্থীর পক্ষে আরেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবমাননা করার অধিকার কে দিয়েছে? এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে কি এখন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন বাধা থাকবে? বা প্রতিটি শিক্ষার্থীকে তার নিজ প্রতিষ্ঠানে গিয়ে ভোগান্তি সইতে হবে?
তৃতীয়ত, আমরা যারা আন্দোলন করেছি, যারা একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের জন্য কি অর্থ ছিল? আন্দোলনের ফল কি আমাদের মধ্যে এই ধরনের বৈষম্য ও অবমাননা বন্ধ করা?
আমাদের জানানো উচিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত, একে অপরের প্রতি সমীহ রাখাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একটা প্রতিষ্ঠানকে এভাবে ছোট করার অধিকার আরেকজন শিক্ষার্থীকে কে দিয়েছে। তাহলে কি এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা বন্ধ করে দেয়া উচিত? এটার আসলে সমাধান কি?কোনো কাজে গেলেও কি এভাবে হেনস্তার শিকার হতে হবে? তারা রাস্তা অফ করতে পারেনা। ক্যাম্পাস অফ করতে পারে। যেভাবে কটাক্ষ করল। ঠিকই আন্দোলন এর সময় আমরাই তাদের পাশে দাড়িয়েছিলাম।
এই অবস্থায়, আমি এবং আমাদের মতো শিক্ষার্থীদের পক্ষে সঠিক সমাধান চাচ্ছি, যাতে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয় এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমান মর্যাদা পায়।
আমি আশাবাদী, এ সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
__নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রী, ইডেন মহিলা কলেজ।