7 College News

7 College News সাত কলেজের কন্ঠস্বর, শিক্ষা ও শিক্ষাঙ্গন এবং শিক্ষার্থীদের প্রতিধ্বনি নিয়ে সাত কলেজ নিউজ। Educational news page in Bangladesh-
7 College News.
(3)

ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উপহারনরসিংদীর মজিদ মোল্লা ফাউন্ডেশনের সৌজন্যে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীর...
05/01/2025

ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন বাস উপহার

নরসিংদীর মজিদ মোল্লা ফাউন্ডেশনের সৌজন্যে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা "অপরাজিতা" ও "দোলনচাঁপা" নামে দুটি নতুন বাস পাচ্ছে। বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লার উদ্যোগে এই বাসগুলো প্রদান করা হচ্ছে।

গত বছর ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা, যিনি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচিত। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে তিনি তাদের এই দাবির প্রতি সাড়া দিয়ে বাস উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা এনে দেবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীরা সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত সুবিধা পাবে।

04/01/2025

ভর্তি পরীক্ষার বিষয়ে আমাদের একটা মিটিং হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একটা মিটিং আছে। ভর্তি পরীক্ষা চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা পিছিয়েও দেওয়া যায় আবার এগিয়েও নিয়ে আসা যায়। সরকার যেভাবে চাইবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেভাবেই হবে।

___সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

04/01/2025

আগামী ৬ জানুয়ারি থেকে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে। আবেদন শেষে আগামী ১৮ এপ্রিল ব্যবসায় শিক্ষা ইউনিট দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এরপর ১৯ এপ্রিল বিজ্ঞান ইউনিট এবং ২৫ এপ্রিল কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকালের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

04/01/2025

সাত কলেজের নতুন পরিচয় প্রতিষ্ঠা হচ্ছে আর হয়েছের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যে সময় পর্যন্ত নতুন পরিচয় প্রতিষ্ঠা না হয়, সে সময় পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ঢাবির অধীনেই রয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে যেটুকু আলাপ হয়েছে, সেখানে সাত কলেজের অধ্যক্ষরাও ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে, তাদের উপস্থিতিতেই হয়েছে। তারাও স্বীকার করেছেন, চলতি বছরের ভর্তি পরীক্ষা ঢাবির অধীনে ছাড়া অন্য কোনো পদ্ধিতে নেওয়ার সুযোগ নেই।’

'নতুন পরিচয় প্রতিষ্ঠার কমিটি গঠনের কথা বলে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আটকে রাখা যুক্তিসঙ্গত নয়। নতুন পরিচয় প্রতিষ্ঠা হয়ে গেলে নতুন বর্ষের পরীক্ষা, শিক্ষাক্রমসহ সামগ্রিক কার্যক্রম নতুন বডির অধীনেই হতো। এখন যেহেতু সেটা হয়নি, তাহলে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেষ হবে। এটা নিয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত বাড়তি কথা বলা উচিত হবে না।

___ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

04/01/2025

ঢাবির অধীনে হচ্ছে সাত কলেজের ভর্তি পরীক্ষা। সাত কলেজের বিজ্ঞান ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছরের ভর্তি পরীক্ষা ঢাবির অধীনে ছাড়া অন্য কোনো পদ্ধিতে নেওয়ার সুযোগ নেই।’

তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আবদুল কাদেরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। অভিয...
04/01/2025

তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আবদুল কাদেরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিষয়টি স্বীকার করলেও, তিতুমীর কলেজ কর্তৃপক্ষের ডাকে সশরীরে হাজির হননি। এ ঘটনায় তিতুমীর কলেজের অধ্যক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বাকসাস (বাঙলা কলেজ সাংবাদিক সমিতি)-এর প্রতিনিধিদল এই বিষয়ে তিতুমীর কলেজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনায় বসেন। অধ্যক্ষ তাদের সামনে ঘটনার গুরুত্ব স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর প্রতিশ্রুতি দেন।

ছবি: তিতুমীর কলেজ অধ্যক্ষের সঙ্গে বাকসাস-এর প্রতিনিধিদল।

04/01/2025

সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা অর্ধেকের বেশি কমানো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি পরীক্ষার আয়োজন করা হলে রাজপথে আন্দোলনের ঘোঘণা দেন তারা। এসময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন।

পাঁচ দফা দাবি সমূহ হল:
১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।

২। সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপালসহ সাত কলেজের শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে, শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয় ।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনও দিন। তারপরও কিভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে আমরা বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাতকলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেনো আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোড় দাবি জানাচ্ছি।

৫। মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজ গুলোর অধ্যক্ষ মহোদয়গণের মতামত নিবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

03/01/2025

ইডেন মহিলা কলেজের ছাত্রীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বৈষম্যমূলক আচরণ

আসসালামু আলাইকুম, আমি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী, আজ একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমাকে অত্যন্ত অবাক করেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫), আমি ও আমার রুমমেটের সাথে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রিকশায় যাচ্ছিলাম। পথে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণ, নীলক্ষেত সড়কের গেইটের কাছে আমাদের রিকশা আটকানো হয়। সেখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী দাবি করে আমাদের সঙ্গে কথা বলতে আসে।

তাদের মধ্যে একজন আমার কাছে জানতে চায়, আমি ঢাবির শিক্ষার্থী কিনা, আমি বলি, "না, আমি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী।" এর পর, একজন ছাত্র আমাদের কলেজকে অবমাননা করে বলে ওঠে, "ও, ইডেন? ইডেন তো যাওয়া যাবেনা, আমরা সাত কলেজকে বাদ দিয়ে দিয়েছি আমাদের ইউনিভার্সিটি থেকে।"

এটি আমি প্রত্যাখ্যান করি এবং তাকে প্রশ্ন করি, "সাত কলেজ বাদ দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে, আপনি কি কোনো কর্তৃপক্ষের প্রতিনিধি, নাকি ভিসি?" এর পর আরেকজন ছাত্র বলে ওঠে, "সাত কলেজকে যেতে দেওয়া হবেনা, এটা আমাদের প্রভোস্টের সিদ্ধান্ত। সমস্যা থাকলে তাদের সাথে কথা বলুন।"

তারপরও তারা আমাদের কলেজকে কটাক্ষ করতে থাকে, এবং তাদের কথাবার্তা আমার জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমি আরও জানতে চাই, তারা কোন সেশন বা ডিপার্টমেন্টের ছাত্র, তখন তারা উত্তরে বলে, "সেটা আপনার জানার প্রয়োজন নাই।" এরপর তারা বলেন, "এখানে ঢাবির শিক্ষার্থী ছাড়া কেউ রিকশা নিয়ে ঢুকতে পারবে না।"

এই ঘটনায় আমার মনে একাধিক প্রশ্ন জাগে।

প্রথমত, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই ধরনের বৈষম্য থাকে, তাহলে বৈষম্যবিরোধী আন্দোলনে এত শিক্ষার্থী মারা যাওয়ার পরও এর পরিবর্তন হলো না কেন?

দ্বিতীয়ত, একজন শিক্ষার্থীর পক্ষে আরেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবমাননা করার অধিকার কে দিয়েছে? এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে কি এখন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন বাধা থাকবে? বা প্রতিটি শিক্ষার্থীকে তার নিজ প্রতিষ্ঠানে গিয়ে ভোগান্তি সইতে হবে?

তৃতীয়ত, আমরা যারা আন্দোলন করেছি, যারা একে অপরের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের জন্য কি অর্থ ছিল? আন্দোলনের ফল কি আমাদের মধ্যে এই ধরনের বৈষম্য ও অবমাননা বন্ধ করা?

আমাদের জানানো উচিত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত, একে অপরের প্রতি সমীহ রাখাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একটা প্রতিষ্ঠানকে এভাবে ছোট করার অধিকার আরেকজন শিক্ষার্থীকে কে দিয়েছে। তাহলে কি এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানের রাস্তা বন্ধ করে দেয়া উচিত? এটার আসলে সমাধান কি?কোনো কাজে গেলেও কি এভাবে হেনস্তার শিকার হতে হবে? তারা রাস্তা অফ করতে পারেনা। ক্যাম্পাস অফ করতে পারে। যেভাবে কটাক্ষ করল। ঠিকই আন্দোলন এর সময় আমরাই তাদের পাশে দাড়িয়েছিলাম।

এই অবস্থায়, আমি এবং আমাদের মতো শিক্ষার্থীদের পক্ষে সঠিক সমাধান চাচ্ছি, যাতে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার না হয় এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমান মর্যাদা পায়।

আমি আশাবাদী, এ সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



__নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রী, ইডেন মহিলা কলেজ।

03/01/2025

ছাত্র সংসদ: একটি সমৃদ্ধ ক্যাম্পাসের প্রতিচ্ছবি

ছাত্র সংসদ কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়; এটি একটি বিশ্ববিদ্যালয় ঘরনার সমৃদ্ধ ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করে। এটি প্রতিটি সাধারণ শিক্ষার্থীর মুখপাত্র হয়ে তাদের অধিকার, বঞ্চনা এবং ন্যায্যতার কথা বলে।

ছাত্র সংসদের মাধ্যমে গড়ে ওঠে দেশের আগামী কান্ডারী ও আলোকবর্তিকারা। নেতৃত্ব, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হয় এখান থেকেই।

তাই আমাদের কর্তৃপক্ষের উচিত, ক্যাম্পাসকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

সমৃদ্ধ ক্যাম্পাস, উন্নত দেশ।
#ছাত্রসংসদ

সরকারি বাঙলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের শীতের বিকেলে মুক্ত আড্ডা। জুনিয়র-সিনিয়রদের এ যেন মিলনমেলা। ২০১৪-১৫ সেশন থেকে ...
03/01/2025

সরকারি বাঙলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের শীতের বিকেলে মুক্ত আড্ডা। জুনিয়র-সিনিয়রদের এ যেন মিলনমেলা। ২০১৪-১৫ সেশন থেকে শুরু করে ২০২৩-২৪ সেশন পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আড্ডা সত্যিই অসাধারণ।

শীতের বিকেলের এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য যেমন মেধা বিনিময়ের সুযোগ, তেমনি বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। এই মুহূর্তগুলো আমাদের শিক্ষাজীবনের স্মৃতি হয়ে থাকবে।

জীবনের পাঠ শুধু বইতেই নয়, এই আড্ডাগুলোও শিক্ষার অপরিহার্য অংশ।

03/01/2025

ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে একটি কার্যকর ছাত্র সংসদের ভূমিকা অপরিহার্য। ছাত্র সংগঠনগুলোর উচিত শিক্ষার্থীদের দাবিগুলো আদায়ে সক্রিয় ভূমিকা পালন করা।

ঢাকা কলেজের বর্তমান প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি—অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। এটি কেবল শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যমই নয়, বরং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ উপায়।

🗣️ আব্দুল হক মানিক
সভাপতি, ছাত্রশিবির ঢাকা কলেজ

03/01/2025

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে ছিল, ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু এক জায়গার কথা জানেন। বাকি কথা জানেন না। অচিরেই হয়তো জানতে পারবেন: উপদেষ্টা।

03/01/2025

কুয়াশার চাদরে ঘেরা শীতের রাতে গানের আসর

📸 কাওসার আহমেদ হৃদয়

কবি নজরুল সরকারি কলেজের শহীদ সামসুল আলম ছাত্রাবাস: এক মরণফাঁদকবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস, শহীদ সামসুল আলম ...
03/01/2025

কবি নজরুল সরকারি কলেজের শহীদ সামসুল আলম ছাত্রাবাস: এক মরণফাঁদ

কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস, শহীদ সামসুল আলম ছাত্রাবাস, দীর্ঘদিন ধরে অবহেলা আর অব্যবস্থাপনার শিকার। জরাজীর্ণ এই ভবনে প্রায় ১৫০ শিক্ষার্থী বসবাস করেন, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।

পলেস্তারা খসে পড়া, ছাদের রেলিং ভেঙে শিক্ষার্থীদের আহত হওয়া—এসব ঘটনা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে প্রতিটি কক্ষেই। এ রকম পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনা তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনকে এসব সমস্যার কথা জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যুগের পর যুগ ধরে শহীদ সামসুল আলম ছাত্রাবাসটি একটি মরণফাঁদ হয়ে রয়ে গেছে।

এই ছাত্রাবাসটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। কিন্তু প্রশাসনের উদাসীনতায় সমস্যার সমাধান আজও অনিশ্চিত। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদের নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করে।

03/01/2025

সাত কলেজ মিলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পথে বাঁধা তিতুমীর কলেজের আলাদা দাবি। যা পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেখে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ (২০২৪-২৫) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে এক...
03/01/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রেখে সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ (২০২৪-২৫) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। জানা গেছে, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানানোর জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তারিখ: আগামীকাল শনিবার ০৪ জানুয়ারি ২০২৫
সময়: দুপুর ১২:০০ টা
স্থান: ঢাকা কলেজ মূল ফটকের সামনে

আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, ঢাবির অধীনে ভর্তি পরীক্ষা আয়োজন একটি ষড়যন্ত্র। যা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার অপপ্রয়াস। তাই সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থিত হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে আহ্বান জানানো হয়েছে।

“নিজ অধিকার রক্ষায় একতাবদ্ধ হোন, সঠিক পথে চলুন।”

03/01/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের বিভিন্ন বর্ষের আসন্ন পরীক্ষার সময়সূচি। শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সূচি নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

২০২৩ সনের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা:

শুরু: ০৬ জানুয়ারি ২০২৫
শেষ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
পরীক্ষা আরম্ভের সময়: সকাল ৯.০০ টা

২০২৩ সনের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা:

শুরু: ০৮ জানুয়ারি ২০২৫
শেষ: ০৪ মার্চ ২০২৫
পরীক্ষা আরম্ভের সময়: দুপুর ১২.৩০ টা

২০২৩ সনের অনার্স ২য় বর্ষ পরীক্ষা:

শুরু: ১২ জানুয়ারি ২০২৫
শেষ: ২১ এপ্রিল ২০২৫
পরীক্ষা আরম্ভের সময়: দুপুর ১২.৩০ টা

২০২২ সনের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস):

শুরু: ২০ জানুয়ারি ২০২৫
শেষ: ০৬ মার্চ ২০২৫
পরীক্ষা আরম্ভের সময়: সকাল ৯.০০ টা

২০২০ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য়, ৩য় বর্ষ (সমন্বিত) পরীক্ষা:

শুরু: ১৬ জানুয়ারি ২০২৫
শেষ: ২০ মার্চ ২০২৫
পরীক্ষা আরম্ভের সময়: সকাল ৯.০০ টা

শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং পরীক্ষার সময়সূচি মেনে চলতে।

সংশ্লিষ্ট তথ্যসূত্র: সাত কলেজের ওয়েবসাইট।

03/01/2025

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের রূপরেখা এপ্রিলের আগে প্রকাশ হবে, তবে ঢাবির অধীনে হবে যেসব পরীক্ষা।

এপ্রিলের আগেই সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রূপরেখা প্রকাশিত হবে, এমন তথ্য জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ২০২৩ সনের সম্মান ১ম, ২য় ও ৩য় বর্ষ, মাস্টার্স শেষ পর্ব এবং অন্যান্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া, ঢাবির অধীনে ২০২০ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য়, ৩য় বর্ষ (সমন্বিত) পরীক্ষা শীঘ্রই শুরু হবে। এসব পরীক্ষার সময়সূচি প্রকাশিত। তাছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাবির অধীনে। যার প্রক্রিয়া চলমান রয়েছে।

যেসব পরীক্ষার তালিকায় রয়েছে।

* ২০২৩ সনের সম্মান ১ম বর্ষ পরীক্ষা (চলমান)

*২০২৩ সনের অনার্স ২য় বর্ষ পরীক্ষা

*২০২৩ সনের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা

*২০২৩ সনের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা

*২০২০ সনের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা

*২০২০ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য়, ৩য় বর্ষ (সমন্বিত) পরীক্ষা

*২০১৭ সনের ডিগ্রি পাসকোর্স (১ম, ২য় ও ৩য় বর্ষ সমন্বিত) পুরাতন সিলেবাস (নম্বর পদ্ধতি ও পত্রকড ৩ সংখ্যা) পরীক্ষা

*২০২২ সনের অনার্স ১ম বর্ষ বিশেষ পরীক্ষা (পুরাতন সিলেবাস, ২০১৭-১৮ শিক্ষা বর্ষের পূর্বে) চলমান

*২০২২ সনের মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রণীত সিলেবাস ও নীতিমালা অনুযায়ী) চলমান

*২০২৪ সনের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা

এসব পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ঢাবির অধিনে। তাছাড়া ইতিমধ্যে সম্পন্ন চতুর্থ বর্ষ ২০১৯-২০ সেশনের পরীক্ষার ফলাফল ও তাদের মাস্টার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ঢাবির অধীনে হচ্ছে।

Address

Dhaka University
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when 7 College News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 College News:

Share