Ratherhood Initiatives

Ratherhood Initiatives Ratherhood Initiatives is a Dhaka based film production company and an experimental creative hub.

ঝিরিপথ পেরিয়ে'র পরবর্তী স্ক্রিনিং আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিমান্তের তীর ঘেঁষা  চেঙ্...
20/02/2025

ঝিরিপথ পেরিয়ে'র পরবর্তী স্ক্রিনিং আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিমান্তের তীর ঘেঁষা চেঙ্গিনি গ্রামে। ঝিরিপথ পেরিয়ে সহ আরো ৪ টি শর্টফিল্ম থাকছে।

ইভেন্টের বিস্তারিত..
https://www.facebook.com/100076695132318/posts/640030245230141/?app=fbl

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দৃক গ্যালারিতে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র অনুদানের আওতায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ....

Closing Announcement : Open Acquisition Call 2025-26Dear Filmmakers and Film Friends,  We are thrilled to announce that ...
20/02/2025

Closing Announcement : Open Acquisition Call 2025-26

Dear Filmmakers and Film Friends,

We are thrilled to announce that we have received a good number of submissions for our 2025-26 Festival Calendar Year through our recent Acquisition Call. Thank you to everyone who shared their incredible work with us—your creativity and passion are truly inspiring!

This phase of our open call is now officially closed. However, we remain open to discussions and inquiries via our email address: [email protected]. If you have a project you’d like to share or discuss, feel free to reach out to us anytime.

For those who have already submitted their films, please note that we are in the process of reviewing all submissions and will be in touch with you as soon as possible.
Thank you once again for your trust and support. Let’s continue to create and celebrate cinema together!

Warm regards,
Ratherhood Initiatives Ltd.
Email: [email protected]
Facebook:
Linktree: https://linktr.ee/ratherhoodinitiatives

We are pleased to share that the screening of Jhiripoth Periye (Beyond the Trails), written and directed by Fazle Hasan ...
17/02/2025

We are pleased to share that the screening of Jhiripoth Periye (Beyond the Trails), written and directed by Fazle Hasan Shishir, produced by Mohd Sifat Hasan, along with the panel discussion on the tourism in the Chittagong Hill Tracts, has been successfully concluded. The event provided insights into the intersections of tourism, identity, culture, and sustainability in the region.

We are grateful to Drik for their collaboration and dedication to fostering dialogue on such critical issues.

A heartfelt thanks to all panelists Researcher and Activist Reng Young Mro Nangchen, Dr Manoshi Saha, Co-Founder & President, ভ্রমণকন্যা Travelettes of Bangladesh and our panel moderator Filmmaker- Curator Adit Dewan.
And also, grateful to all the attendees for making this event a success.



Photo Credit- Md. Sabbir, Emon Bin Anwar

Here is the Trailer of the Short Film "Jhiripoth Periye" (Beyond the Trails)Written & Directed by Fazle Hasan Shishir, t...
14/02/2025

Here is the Trailer of the Short Film "Jhiripoth Periye" (Beyond the Trails)

Written & Directed by Fazle Hasan Shishir, this short film offers an exploration of the Chittagong Hill Tracts (CHT), where tourism intersects with Indigenous communities’ lives, traditions, and cultural resilience.

Join us on 15 February, 2025 (Saturday) at DrikPath Bhobon for the premiere screening, followed by a panel discussion featuring researchers, activists, and cultural voices.

Screenplay, Cinematography & Direction: FAZLE HASAN SHISHIR
Produced by: MOHD SHIFAT HASAN
Executive Producer: ABHIJIT ARKA
Creative Producer: DEBASHISH DAS
Creative Consultant: AMITABH REZA CHOWDHURY

Cast:
FOYSAL MOHAMMAD SHAAN, ZAHIR KHAN, NUNTHAR BAWM, THAAN LIYAN BAWM, LALZAWM BAWM, LALSAWN BAWM

Edit & Color: MOHIYUDDEEN AHMAD MOON
Original Score & Composition: TETEA VANCHHAWNG, RAWNO CHAKMA
Location Sound: RAHAT NABI, DANIEL DHRUBO
Transcription: MUNNA THANGMING BRYSON
Sound Design & Mixing: PRITOM CHAKRABORTY
Sound Engineer: NURAN NABI
Chief Asst. Director: PARBON MAZHAR
Asst. Director: ASHRAFUL KARIM CHOWDHURY
Asst. Cinematographer: NIAZ AZIZ DIP
Art Direction: DANIEL DHRUBO
Narration: SADI SHUVO

Typography and Posters:
AUGUSTIN ANJAN
PETER XAVIER ROZARIO

✨ Event Highlights:
Film Screening: 6:00 PM
Panel Discussion: 7:00 PM
Venue: Level 08, 16 Sukrabad, Panthapath, Dhaka

🔗 Limited seats | Free entry

This short film offers an exploration of the Chittagong Hill Tracts (CHT), where tourism intersects with Indigenous communities’ lives, traditions, and cultu...

Following the screening, engage in a thought-provoking panel discussion featuring filmmakers, researchers, activist, and...
13/02/2025

Following the screening, engage in a thought-provoking panel discussion featuring filmmakers, researchers, activist, and cultural voices, dissecting the impact of tourism in the CHT and its intersections with identity, economy, and sustainability.

Trails & Tales: Premiere of Short film ‘Jhiripoth Periye’ + Panel Discussion

Tourism in the Chittagong Hill Tracts

Panelists:
Reng Young Mro Nangchen (Researcher and Activist)
Dr Manoshi Saha (Co-Founder & President, মণকনা
Travelettes of Bangladesh)
Fazle Hasan Shishir (Director, Jhiripoth Periye)

Moderator:
Adit Dewan (Filmmaker and Curator)

Date: 15 February, 2025
Time: 6:00 PM onwards
Venue: DrikPath Bhobon (Level 08)
16 Sukrabad, Panthapath
Dhaka-1207

Event Highlights
Gate Open: 05:30 PM
à Film Screening: 6:00PM – 6:45 PM
☕ Tea Break: 6:45 PM – 7:00 PM
Panel Discussion: 7:00PM – 8:30 PM

"ছাদের ছবি: মরশুম দুই, পর্ব দুই" প্রতি মংগলবার সন্ধ্যায় আমাদের আয়োজনে ছবি দেখতে আসেন  বিভিন্ন পেশা ও ব্যাকগ্রাউন্ড এর নত...
12/02/2025

"ছাদের ছবি: মরশুম দুই, পর্ব দুই"

প্রতি মংগলবার সন্ধ্যায় আমাদের আয়োজনে ছবি দেখতে আসেন বিভিন্ন পেশা ও ব্যাকগ্রাউন্ড এর নতুন-পুরাতন মানুষ।

ছবি দেখে আলাপ-বাহাস-তর্কের একটা ছোট প্লাটফর্ম তৈরি হচ্ছে আমাদের ঘীরে। আমরা আশাবাদী যে, এরকম আরো প্লাটফর্ম তৈরি হচ্ছে-হবে নানা জায়গায়- যা ছোট হলেও একটা স্থায়ী ইম্প্যাক্ট তৈরি করবে আমাদের অডিওভিজুয়াল কালচার এবং চিন্তার জগতে।

#ছাদেরছবি

#মরশুমদুই

ডেড লাইন- ১৫ ফেব্রুয়ারি ২০২৫। হ্যালো ফিল্মমেকারস, ওপেন একুইজিশন কল ফর ফিল্ম ডিস্ট্রিবিউশন ২০২৫-২৬ ক্যাম্পেইন এর ডেডলাইন ...
06/02/2025

ডেড লাইন- ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

হ্যালো ফিল্মমেকারস, ওপেন একুইজিশন কল ফর ফিল্ম ডিস্ট্রিবিউশন ২০২৫-২৬ ক্যাম্পেইন এর ডেডলাইন দ্রুত এগিয়ে আসছে। আপনার ফিচার ফিল্ম বা শর্ট ফিল্মকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ফিল্ম ফেস্টিভ্যাল এবং বিকল্প প্রদর্শণী মাধ্যমে উপস্থাপন করতে র‍্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেড এর প্রফেশনাল সাপোর্ট গ্রহণ করুন।

২০২৫-২৬ ফিল্ম ফেস্টিভ্যাল বর্ষের জন্য ৩টি ফিচার (ফিকশন, ডকুমেন্টারি) ফিল্ম আর বেশকিছু শর্ট ফিল্ম নেয়া হচ্ছে।

আপনি একজন অভিজ্ঞ পেশাদার কিংবা একদমই নবীন চলচ্চিত্র নির্মাতা হোন না কেনো, আমরা আপনার গল্পটি পর্দায় দেখাতে চাই। সবার সাথে আপনার সৃষ্টি ভাগ করার এই অবিশ্বাস্য সুযোগটি হাতছাড়া করবেনই বা কেন?
তাই আর দেরি না করে সাবমিট করে ফেলুন সময় থাকতেই।

কেনো এই ক্যাম্পেইনে আপনার ফিল্মটি সাবমিট করবেন ?

প্রফেশনাল, ডেডিকেটেড ডিস্ট্রিবিউশন সাপোর্ট:
আমরা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত দেশীয় চলচ্চিত্র নিয়ে যাই ফান্ডিং এবং ডিস্ট্রিবিউশন এর উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমরাই বাংলাদেশ থেকে একমাত্র প্রফেশনাল ইন্টারন্যাশনাল সেলস এন্ড ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে কাজ করছি আমাদের প্রডাকশন উইং এর পাশাপাশি।

এক্সপোজার এবং নেটওয়ার্ক: বিশ্বব্যাপী চলচ্চিত্র দর্শক এর কাছে আপনার নির্মিত কাজটি প্রদর্শন এবং
সমসাময়িক চলচ্চিত্র নির্মাতা ও সম্ভাব্য সহযোগীদের সাথে সংযোগ স্থাপন এর সুযোগ থাকছে এই ক্যাম্পেইনে আপনার ফিল্মটি সাবমিটের মাধ্যমে।

অনুপ্রেরণাঃ আপনার চলচ্চিত্র হয়তো কাউকে প্রেরণা দিবে, আপনিও হয়তো কারোর গল্পে/চলচ্চিত্রে অনুপ্রাণিত হবেন।

কিভাবে ফিল্ম সাবমিট করবেন ?
সাবমিশন লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe737e4UFHqVASDfIXEx0tOP_oAcp4gqIgv3mExH7WSBpBX5g/viewform

ফর্মটি পূরণ করে আপনার ফিল্মটি সাবমিট করুন।

ক্যাম্পেইন এর পর বাছাই পর্ব শেষে আপনার কাজটি নিয়ে ফিডব্যাক এবং পরবর্তী আনুষ্ঠিকতা শুরু হবে।

Ratherhood Initiatives Ltd. is acquiring films for the 2025-26 Festival Calendar Year. We will take up to 3 feature length films for this calendar year. For the last four years, Ratherhood Initiatives Ltd. has been working as an International Sales, Distribution and production company from Banglades...

04/02/2025

নয়া মরশুমের শুরুতে ছাদের ছবির আজকের আয়োজনে ছিলো ফিলিপিনো ছবি Perfumed Nightmare.
যেখানে আমরা দেখি একজন স্বপ্নাতুর চরিত্রের গল্প, একটা স্বপ্ন কাউকে কতটা প্রভাবিত করতে পারে সেই বিষয়ে চরিত্রটির স্ট্রাগল।
ছবি শেষে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আলাপ আলোচনা করেছি। যেখানে ছিলো নির্ভেজাল এবং অনাড়ম্বর উপস্থাপনা। ছিল না কোনো বাড়তি আনুষ্ঠানিকতা।
ছাদের ছবি চলাকালীন এবং ছবি পরবর্তী আলাপচারিতার কিছু মুহুর্ত আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম।

A glimpse of today’s screening at ‘Wonder Weekends’ arranged by Chef’s Table Courtside.The following films were screened...
25/01/2025

A glimpse of today’s screening at ‘Wonder Weekends’ arranged by Chef’s Table Courtside.

The following films were screened today.

1. Title: Jay Jay Din, Director: Ahsabul Yamin

2. Title: Alas! Ayesha. Director- Abu Oalid Siddique, Nazmul Hasan Sany, Iqbal Hasan khan

3. Title: In the Sky, Director: Ahsan Shoron

4. Title: Should I kill myself or have a cup of coffee?, Director: Nazmul Hasan Sany

5. Title: Sondesh, Director: Humaira Snigdha

6. Title: Poran Putul, Director: Mohetosh Kanti Roy

Event planning & ex*****on partner: Moonstruck Production

গতকাল ছাদের ছবি : মরশুম এক, পর্ব নয়  এ নির্বাচিত কিছু শর্ট ফিল্মগুলো দেখা শেষে আমাদের দর্শকদের অভিব্যক্তি ছিলো, "এখনই কে...
06/11/2024

গতকাল ছাদের ছবি : মরশুম এক, পর্ব নয় এ নির্বাচিত কিছু শর্ট ফিল্মগুলো দেখা শেষে আমাদের দর্শকদের অভিব্যক্তি ছিলো, "এখনই কেনো শেষ হয়ে গেলো!! ছবিগুলো আরেকটু বেশিক্ষণ চললে ভালো লাগতো" 😊😊

আপনাদের এমন অভিব্যক্তিই আমাদের উদ্যোগকে প্রেরণা দেয়। আপনাদের আরো ভালো কিছু উপহার দিতে তাগিদ দেয়। ❤️❤️
আশা করি সামনের দিনগুলোতেও আপনারা এভাবেই পাশে থাকবেন 🤗🤗

গতকালের ছাদের ছবিতে যারা উপস্থিত ছিলেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ 🌸🌸
নভেম্বরের বৃষ্টিতেও আপনাদের সঙ্গ আমাদের এই উদ্যোগকে বেগবান ও সাফল্যমণ্ডিত করেছে 🏵️🏵️

ছাদের ছবির আজকের পর্বে আমরা দেখবো মধ্য প্রাচ্যের ফিল্ম মেকারদের নির্মিত কিছু শর্ট ফিল্ম। 📽️🎥🎬🎞️আসন সংখ্যা সীমিত, তাই এক্...
05/11/2024

ছাদের ছবির আজকের পর্বে আমরা দেখবো মধ্য প্রাচ্যের ফিল্ম মেকারদের নির্মিত কিছু শর্ট ফিল্ম। 📽️🎥🎬🎞️

আসন সংখ্যা সীমিত, তাই এক্ষুনি রেজিষ্ট্রেশন করে নিজের আসনটি নিশ্চিত করুন। 😎😎
চাইলে কাছের বন্ধুদেরকে লিংকটি শেয়ার করে সন্ধ্যাটাকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দিতে পারেন..

রেজিষ্ট্রেশন লিংক:

https://docs.google.com/forms/d/1BaGUXfXFyvTAm_erDDFBj5gynFN68h5tdI2t5_sQQvI/edit

It's a pleasure to announce that Shankha Dasgupta's debut feature film "Dear Maloti (2024)" is going to be World Premier...
04/11/2024

It's a pleasure to announce that Shankha Dasgupta's debut feature film "Dear Maloti (2024)" is going to be World Premiered at 45th Cairo International Film Festival in the Official Competition category.

We, at Ratherhood Initiative Ltd., feel proud to be the International Distribution company of this film produced by Adnan Al Rajeev and Redoan Rony.

Fazle Hasan Shishir, a champ producer of our house has co-produced this film.

We would like to congratulate the whole team consisting of the wonderful film crews and producing partners, who are the souls of our Industry.

A film's single success may seem very little. But every single steps like this boosts us more towards reaching a larger, global audience 😊😊


"ছাদের ছবি মরশুম ১, পর্ব ৪"শেষ হল ছাদের ছবির প্রথম মরশুমের চতুর্থ পর্ব। আজকের স্ক্রিনিংয়ে ছিল ইরানি চলচ্চিত্রকার জাফর পা...
01/10/2024

"ছাদের ছবি মরশুম ১, পর্ব ৪"
শেষ হল ছাদের ছবির প্রথম মরশুমের চতুর্থ পর্ব। আজকের স্ক্রিনিংয়ে ছিল ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি পরিচালিত No Bears (2022).
বিশেষ কৃতজ্ঞতা MarCom -কে সাউন্ড সিস্টেম সহযোগিতার জন্য।
আমাদের পরবর্তী স্ক্রিনিং এর আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে।

#ছাদেরছবি

Address

101 Indira Road
Dhaka

Telephone

+8801611527951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratherhood Initiatives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share