Solution for all

Solution  for all Educational Development

11/01/2025

হেদায়েতের গল্প :

রহমান চাচা ছিলেন গ্রামটির একজন বিখ্যাত ব্যবসায়ী। ব্যবসায়িক সাফল্যে তিনি ছিলেন সবার ঈর্ষার পাত্র। বড় বাড়ি, বিলাসবহুল জীবন, গাড়ি—সবই ছিল তার। কিন্তু এতো কিছু থাকার পরও রহমান চাচার মন কখনো শান্তি খুঁজে পেত না। নামাজ, রোজা বা অন্য কোনো ইবাদত তার জীবনের অংশ ছিল না। বরং তিনি জীবনের উদ্দেশ্য নিয়ে কখনো তেমন গভীরভাবে ভাবেননি।

একদিন রহমান চাচা শহরের এক বড় ব্যবসায়িক মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ করে তার গাড়ি রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাটি এতোটাই ভয়ানক ছিল যে, তিনি প্রচণ্ড আহত হন এবং অজ্ঞান হয়ে পড়েন।

কয়েক ঘণ্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে হাসপাতালে শুয়ে থাকতে দেখেন। তার চারপাশে ডাক্তার, নার্স, আর পরিবারের সদস্যরা। কিন্তু তিনি অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলেন। অজ্ঞান অবস্থায় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন।

স্বপ্নে তিনি দেখলেন, এক দীর্ঘ অন্ধকার রাস্তা। সেই রাস্তার শেষে একটি আলো ঝলমলে জায়গা, যেখানে সবার মুখে হাসি, শান্তি আর আনন্দ। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর আগে তাকে অতিক্রম করতে হয়েছিল এক বিশাল অগ্নি-গহ্বর। সেখানে তিনি অনুভব করেন যে, তার সব পাপ ও দুনিয়ার বিলাসিতা তাকে সেই আলো ঝলমলে জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না।

এই স্বপ্ন তার মনের ভিতর এক বিশাল পরিবর্তনের জন্ম দেয়। হাসপাতালে শুয়ে থেকেই তিনি নিজের জীবনের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে প্রথম কাজটি ছিল আল্লাহর কাছে তওবা করা। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনকে বদলে ফেলার সংকল্প নেন।

রহমান চাচা তার বিলাসবহুল জীবনধারা ছেড়ে দেন। তিনি ধনী হলেও দানশীল হয়ে ওঠেন। গ্রামের মসজিদে নিয়মিত নামাজ পড়া শুরু করেন, কুরআন তিলাওয়াত করেন। পাশাপাশি গ্রামের গরিব-দুঃখীদের সাহায্য করার জন্য একটি দাতব্য সংস্থা চালু করেন।

গ্রামের মানুষ রহমান চাচার এই পরিবর্তনে অবাক হয়েছিল। কেউ কেউ বলত, "এত বড় ব্যবসায়ী হয়ে কীভাবে এতটা বদলে গেলেন?" রহমান চাচা তাদের হাসিমুখে উত্তর দিতেন, "আমার জীবনে হেদায়েত এসেছে। আমি বুঝেছি, এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই যদি আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি।"

রহমান চাচার পরিবর্তন দেখে অনেকেই তার থেকে শিক্ষা নেয়। তার গল্প প্রমাণ করে, আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন, তখন তার জন্য ভালো পথে চলার দরজা খুলে দেন।

30/08/2024

আপনার বন্ধু তালিকার হাউন আংকেল কে মেনশন করুন কমেন্ট বক্সে।

02/05/2024

এত সময়ের মাঝে নিজেকে সময় দেওয়ার সময় কই??😪😪😪

02/05/2024

ঢাকা মেট্রোরেল ..... যে ভাবে চলে




25/09/2023

বৃষ্টির পর স্নিগ্ধ প্রকৃতি। 🪴🌱☘️🍀🌿🌴🍁🌺🌹🥀🌼🌻💐🎋🏝️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

10/09/2023

আমি ৫৬ নাম্বারে।
আপনি?

1. Chittagong (চিটাগাং)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Cumilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Bagura (বগুড়া)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)

এখানে যে পাথরটা দেখছেন তাতে  আরবিতে লেখা আছে-  "তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"এর মর্মার্থ হল— "আপনার অনুপস্থিতিতে প...
09/09/2023

এখানে যে পাথরটা দেখছেন তাতে আরবিতে লেখা আছে- "তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"

এর মর্মার্থ হল— "আপনার অনুপস্থিতিতে পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসে না"।

তাই জীবন টা আল্লাহর পথে পরিচালিত করুন, পরকালে অবশ্যই আল্লাহ পরম সুখ দান করবেন।( আমিন)
পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

ফুল প্রেমিকদের কাছে ❀ ফুলগুলো নাম জানতে চাই। কমেন্ট করে সঠিক নামটি জানিয়ে দিন।
02/09/2023

ফুল প্রেমিকদের কাছে ❀ ফুলগুলো নাম জানতে চাই।
কমেন্ট করে সঠিক নামটি জানিয়ে দিন।

02/09/2023
31/08/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

#ঢাকাবিশ্ববিদ্যালয়


দেখি কারা কারা সঠিক উত্তর  দিতে পারে (কমেন্টে)
29/08/2023

দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে (কমেন্টে)

আল্লাহ সবাইকে নেক সন্তান দান করুক।
29/08/2023

আল্লাহ সবাইকে নেক সন্তান দান করুক।

“চিনস আমারে?”, বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্ত...
29/03/2023

“চিনস আমারে?”, বলে গত ১০০ বছর আগে যারা বাজার আর রাস্তা গরম করতো, তারা আজ একাকী শুয়ে আছে কবরে। আজ তাদের সেই প্রশ্নের উত্তর দেয়ার মতোও কেউ নেই। আসলেই তাদের কেউ চিনে না আর।

গোরস্থানের সারি সারি কবরের মাঝে তার কবর কোনটা? খুঁজে বের করতে পারে না তার বংশধরেরাও। অথচ তাদের নাম শুনলে একসময় থরথর করে কাপতো মানুষ। অনেক সময় তাদের কবরের উপর দিয়েই আজ শিয়াল-কুকুর হেঁটে যায়।

খাটের এক কোনে শুয়ে থাকা প্যারালাইজড লিকলিকে বৃদ্ধ মানুষটিও একদিন কথায় কথায়, “দেখে নেয়ার” হুমকি দিতো। অথচ আজ তাকেই দেখার কেউ নেই। সন্তানেরাও তার খোঁজ নেয় না ঠিকমতো।

ভুলে যায় মানুষ তার অতীত, ভুলে যায় ভবিষ্যত। এটাই নিয়ম। তারপরও মানুষের কতো ক্ষমতার দাপট!
মৃত্যুতে সব ধুয়ে মুছে বিলীন হয়ে যায়।

- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত!
-- মৃত্যুর স্বাদ একদিন সবাইকেই গ্রহণ
করতে হবে!

আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন। 🤲

* (সংগৃহীত)

29/03/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সৌন্দর্য।স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার, তারা অবশ্যই ঢাবির সৌন্দর্যে মুগ্ধ হবে।

Well done!!!💖💖💖
20/03/2023

Well done!!!💖💖💖

সঠিক উত্তর জানিয়ে দিন কমেন্টে:প্রতিদিন ১মার্ক নিশ্চিত করতে আমাদের প্রশ্নগুলো প্রাকটিস করুন।   solution
18/03/2023

সঠিক উত্তর জানিয়ে দিন কমেন্টে:
প্রতিদিন ১মার্ক নিশ্চিত করতে আমাদের প্রশ্নগুলো প্রাকটিস করুন।
solution



18/03/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর। যেখানে অনেক মেধাবী শিক্ষার্থী গোসল করতে নেমে মৃত্যু বরণ করেছে। এই ভৌতিক কারনে পুকুরে সাতার কাটা /গোসল করা নিষিদ্ধ।


Address

Dhaka

Telephone

+8801912234267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Solution for all posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Solution for all:

Videos

Share