Vlogs With Nazmul

Vlogs With Nazmul The page is all about Beauty of Bangladesh,Vlogs,Travelling, Journey, Explore Many kind of

02/02/2025

আমার সব কনফিডেন্সে ভাইয়ের ভিতর চলে গেছে 😃

25/10/2024

আলহামদুলিল্লাহ! gadgetatoz.com.bd একদিন সারা বাংলাদেশের সবার বিশ্বস্ততায় জায়গা করে নিবে ইনশাআল্লাহ💙

দেশের সবথেকে বহুল আকাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসছে আজ, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
20/10/2024

দেশের সবথেকে বহুল আকাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসছে আজ, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

পাহাড়, সমুদ্র, ঝর্ণা, জোৎস্ন্যা রাত আমাকে খুব টানে, একদিন এসবের মধ্যেই হারিয়ে যাবো এ ব্যস্ত নগরী থেকে। 💗🌸📷 - By Amit C...
10/09/2024

পাহাড়, সমুদ্র, ঝর্ণা, জোৎস্ন্যা রাত আমাকে খুব টানে, একদিন এসবের মধ্যেই হারিয়ে যাবো এ ব্যস্ত নগরী থেকে। 💗🌸

📷 - By Amit Chakraborty বন্ধু 🖤

আমার দেশের ভাই-বোন দের জন্য আমার জায়গা থেকে ক্ষুদ্র একটা চেষ্টা মাত্র, আমি আমার সমর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এটা পোস্ট...
23/08/2024

আমার দেশের ভাই-বোন দের জন্য আমার জায়গা থেকে ক্ষুদ্র একটা চেষ্টা মাত্র, আমি আমার সমর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এটা পোস্ট করার কারন, আপনিও যেন দান করতে অনুপ্রাণিত হন, তাতে দানের সংখ্যা ছোট হোক কিংবা বড়। বানভাসি মানুষের পাশে দাঁড়ান। মানুষই তো মানুষের জন্য।

আপনারা যারা এই প্রতিবছর আমাদের দেশের একটা অংশ বন্যা কবলে পরা নিয়ে ভাবছেন এবং এর একটা দীর্ঘ মায়াদী সমাধান চাচ্ছেন তারা নিশ্চয়ই জাতির শ্রেষ্ঠ সন্তান, কিছু এই পরিস্থিতিতে আমাদের সবার সহোযোগিতা থাকা উচিত দেশের দক্ষিণ অঞ্চলে চালা বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযান ও ত্রান কার্যক্রম এর মাধ্যমে কিভাবে সাধারণ মানুষকে বাচিয়ে রাখা যায় তার ওপর। তাই সকল জাতি ধর্ম-বর্ণ বেধে মানুষের সহযোগিতায় এসে এগিয়ে আসুন, জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন।

এই বন্যার্ত ত্রাণ প্রকল্পে আস-সুন্নাহ ফাউন্ডেশনে যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

নেটওয়ার্ক গত সমস্যা বা অন্য কোন ত্রুটির কারণে যদি আপনি অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করতে না পারেন সে ক্ষেত্রে,
📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

23/08/2024

তারা আমাদের বারংবার ভাঙতে চেয়ে বরং বাঙালিয়ানায় ঐক্যবদ্ধই করেছে।
ইনশাআল্লাহ! আমাদের বিজয় সুনিশ্চিত।

22/08/2024

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

সবাই কপি পেস্ট করুন, কেউ না কেউ দেখবে এবং কারো না কারো উপকার হবেই।

21/08/2024

ফেনী,নোয়াখালী,কুমিল্লার মানুষ তাদের স্বপ্ন রেখে জীবন বাচাতে ঘরছাড়ছে আমরা যারা ঘরে আছি তাদের সবার মোনাজাতে যেন তাদের জন্য দোয়া থাকে

14/10/2023

𝐓𝟖𝟎𝟎 𝐔𝐥𝐭𝐫𝐚 Full Display 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐖𝐚𝐭𝐜𝐡 এ বিশাল ডিস্কাউন্ট অফার। 👉নিজের ছবি ওয়ালপেপার ব্যাবহার করা যাবে।
👉IPX67 ওয়াটারপ্রুফ।
👉𝐖𝐢𝐫𝐞𝐥𝐞𝐬𝐬 𝐂𝐡𝐚𝐫𝐠𝐢𝐧𝐠
👉Bluetooth কানেক্ট করে ওয়াচ থেকেই ডায়াল করে কথা বলা যাবে 👉রয়েছে ক্যামেরা রিমোট সুবিধা।
👉কলিং ফিচার।👉ক্যালকুলেটর 👉মিউজিক ফিচার।👉ফিটনেস ট্রাকার।👉স্পোর্টস ট্রাকার।
👉অর্ডার করতে Order Now বাটনে ক্লিক করে নাম, ঠিকানা দিয়ে অর্ডার করে দিন।

❏𝗦𝘁𝗮𝘆 𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝘄𝗶𝘁𝗵 𝗼𝘂𝗿 𝗽𝗹𝗮𝘁𝗳𝗼𝗿𝗺:
🔗𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹: https://youtube.com/?si=UsKVOz_AJHP3uMZo
🔗𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺: https://instagram.com/gadgetatoz?igshid=NGVhN2U2NjQ0Yg==
🔗𝗧𝗶𝗸 𝗧𝗼𝗸: https://www.tiktok.com/

🏬𝗔𝗹𝗹 𝗦𝘁𝗼𝗿𝗲 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝘀: আমাদের ঠিকানাঃ
2nd Floor, Lift-2, House # 307, Elephant Road (Pubali Bank Building), Dhaka-1205

☎𝗖𝗔𝗟𝗟 𝗙𝗢𝗥 𝗔𝗡𝗬 𝗜𝗡𝗙𝗢𝗥𝗠𝗔𝗧𝗜𝗢𝗡
— 𝗛𝗲𝗹𝗽𝗹𝗶𝗻𝗲 𝗡𝗼: 01861445353
— 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗢𝗿𝗱𝗲𝗿: 01861445353

☎𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 & 𝗔𝗽𝗽𝘀 𝗛𝗲𝗹𝗽𝗹𝗶𝗻𝗲
— Call Now: 01861-445353

14/10/2023

ফাইনালি Smart Watch এও চলে আসলো 4 GB Ram আর 64 GB Rom 😱
এটা স্মার্ট ঘড়ি নাকি স্মার্ট ফোন!! এই ঘড়িতে চলবে TikTok, Youtube, Facebook, Instagram, Freefire, Google Play Store, ফোনের মত ব্যবহার করতে পারবেন Sim Card.

S8 Ultra 5G SIM Supported Android Smart Watch 4GB/64GB স্পেসিফিকেশনঃ

✅ Feature: Touch Screen, IP67 waterproof
✅ Real-Time GPS, WiFi & CELL location
✅ Historical track, Geofence
✅ Calling (Contacts, SOS, Two-Way Communication)
✅ Voice Chat message
✅ Health Pedometer
✅ Location update Modes
✅ Function: COMPASS, Calendar, Alarm Clock, Week, MONTH, WORLD TIME, Sleep Tracker, Answer Call, Dial ✅ Calling fisher Smartwatch
✅ Sim: Nano Sim Card
✅ Operation System: Android
✅ Model Number: 5G S8 Ultra SIM
✅ Ram: 4GB
✅ Rom: 64GB
✅ Long battery life: Enjoy 7 Day battery life so you can stay connected all day long.

🔰স্টক খুবই সীমিত।
🔰১০০% অরিজিনাল প্রোডাক্ট।
🔰অর্ডার প্লেস করার ৬-৭২ ঘণ্টার মধ্যে দ্রুত কুরিয়ার করা হয়।
🔰পুরো বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা।
🔰অর্ডার ট্র্যাক এর সুবিধা তো আছেই।
🔰 সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ১২০ টাকা ।
🔰 গাজীপুর, সাভার ,কেরানীগঞ্জ সিটি ১০০ টাকা ।
🔰 ঢাকা সিটি কর্পোরেশন ৬০ টাকা ।

🛒S8 Ultra 4/64 অর্ডার করতে আপনার নাম, ফোন নাম্বার এবং এড্রেস দিয়ে ইনবক্স করুন আমাদের সকলের official page Gadget AtoZ এ অথবা Call/What’s app - 01861445353

🚚 সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, হোম ডেলিভারি করা হয়।

🛒 𝗢𝗿𝗱𝗲𝗿 𝗡𝗼𝘄 !!!

- 🟢Tags -
- S8 Ultra 5G SIM Supported Android Smart Watch 4GB/64GB Price In Bangladesh
- S8 Ultra 5G SIM Supported Android Smart Watch 4GB/64GB BD price
- S8 Ultra 5G SIM Supported Android Smart Watch 4GB/64GB Bangladesh
- Best Smartwatch
/64GB # SmartWatch

18/09/2023

💯
কাস্টমার রিভিউ Jisulife Fa13P Rechargeable Fan 🥰
আমাদের ওপরে এভাবে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।
🛒 দাম মাত্র - ২৬৫০ টাকা!

যেকোনো ধরনের ইলেকট্রনিক গেজেটের জন্য নক করুন আমাদের শপ এর অফিসিয়াল ফেসবুক পেইজ Gadget AtoZ এ 😍

✅ With official Warranty
💯 Official product!
🛒অর্ডার করতে আপনার নাম, ফোন নাম্বার এবং এড্রেস দিয়ে ইনবক্স করুন আমাদের সকলের official page Gadget AtoZ এ অথবা Call/What’s app - 01861445353
🚚 সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে, হোম ডেলিভারি করা হয়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Vlogs With Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vlogs With Nazmul:

Videos

Share

Category