Khandaker Farabi Ahmed

Khandaker Farabi Ahmed 1-Hajj & Umrah Specialist. 2-Entrepreneur 3-Digitel Marketer.4-Researcher & Teacher. Trying To Do always what will Benefits Me In Here After Insha allah !!

09/01/2025

বেশি তওবা ও ইস্তেগফার করা-
বান্দারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। তিনি কোরআন মাজিদে বলেছেন, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন।’ (সুরা নুহ ১০-১২)

রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাগাতার তওবা-ইস্তিগফার করবে; আল্লাহ–তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’ (আবু দাউদ ১,৫১৮; ইবনে মাজাহ, হাদিস: ৩,৮১৯; মুস্তাদরাকে হাকেম, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, হাদিস: ৭,৬৭৭)

হজ ও ওমরাহ-
হজ ও ওমরাহ করলে রিজিক বৃদ্ধি পায়। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’(তিরমিজি ৮১০)

07/01/2025

রামাদান মাসে উমরাহ এর প্রাইজ বেড়ে যায়। কারণ অনেক চাপ থাকে। এটা অনেকেরই কস্ট হয়ে যায়।

কিন্তু ইন রিটার্ন যেই পরিমান সওয়াব বা ভেল্যু পাওয়া যায় তা অসাধারণ!

আপনি বিষয়টা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন 🔥

31/12/2024

ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে।
১. সর্বপ্রথম কাবাঘর ফেরেশতাগণ নির্মাণ করেন।
২. এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হজরত আদম (আ.), ৩. হজরত শিষ (আ.),
৪. হজরত ইব্রাহিম (আ.),
৫. আমালিকা সম্প্রদায়,
৬. জুরহাম সম্প্রদায়,
৭. কুসাই বিন কিলাব,
৮. মোযার সম্প্রদায়,
৯. মক্কার কুরাইশগণকে নিয়ে হজরত মুহাম্মদ (সা.)। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন।

এরপর ৬৪ হিজরিতে হজরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রা.), ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং ১০৪০ হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশা চতুর্থ মুরাদ।
এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটখাট সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি।

হে আল্লাহ আপনি এই ঘরের মান - ইজ্জত ও মর্যাদা ভাবগাম্ভীর্য দিন দিন বৃদ্ধি করুন। আমাদের হাজ্জ ও উমরাহ করার তাউফিক দান করুন।

27/12/2024

ব্যংকক, থাইল্যান্ড।

বাংলাদেশিদের জন্য একটি পরিচিত শহর। এই শহরে ইন্টারন্যাশনাল ভিসিটর আসে বছরে প্রায় ২০ মিলিয়ন! বাংলাদেশ থেকে ২০২৪ সালে টুরিস্ট ছিলো ১ লক্ষ ৪০ হাজার! এর মদ্ধে অনেকই চিকিৎসার জন্য যান। থাকা খাওয়া একটা বড় চ্যালেঞ্জ যদি আপনি লং স্টে করেন।

এই ভিডিওতে আমি দেখিয়েছি ক্লোন তয় বাজার।যেটা ব্যাংককের মদ্ধে সবচে বড় এবং কমদামে সব কিছু পেয়ে যাবেন। বেলায় বেলায় বাহিরে না খেয়ে বাজার করে বাসায় খেয়ে লং স্টে করলে অনেকটা সেভ করতে পারবেন। ইন শা আল্লাহ।

21/06/2024

গত রামাদানে বড় ভাইয়া এসেছিলেন কানাডা থেকে।
তিনি আমাদেরকে ২ ভাই সহ হারামাইন রেলপথ এ বিজনেস ক্লাস এ রাইড এস আ ট্রিট হিসেবে দিয়েছিলেন।
সেই সৃতি ধরে রাখতে এই ভ্লগ।

31/05/2024

যারা এ বছর হাজ্জ এ যাচ্ছেন বা গিয়েছেন তাদের জন্য এই ভিডিও।

আশা করি আপনারা হাজিদের সাথে এই ভিডিও গুলো শেয়ার করবেন ইন শা আল্লাহ।

14/05/2024

এই বছর আমাদের হাজি সাহেবদের খেদমতে সামান্য কিছু উপহার।

হাজ্জ ২০২৫ এর বুকিং চলছে
আজই যোগাযোগ করুন | Let’s go with KFA 🇧🇩 🇧🇩🔗

12/05/2024

আলহামদুলিল্লাহ আজকে
আল মাদিনা ট্রাভেলস & হাজ্জ কাফেলা -৬৬০ এর উদ্দ্যোগে
হাজ্জ ২০২৪ এর প্রশিক্ষণ হলো।

আলহামদুলিল্লাহ ছোট মানুষ হিসেবে টুকটাক দিকনির্দেশনা দেওয়ার প্রয়াস পেলাম।

আল্লাহ তায়ালা আমাদের হাজ্জ কে সহজ করুন , কবুল করুন। আমিন।

Farabi Ahmed
Executive Director,
Own The World.
Director,Al Madina Travels & Hajj kafela | Lets go with KFA 🇧🇩 🇧🇩🔗

06/05/2024

এক নজরে হজ্জ ডিটেইলস জেনে নিন | Lets go with KFA 🇧🇩 🇧🇩🔗

03/05/2024

আসসালামু আলাইকুম
আজকের ভিডিও তে আমরা ৩ টি ঘোষণা নিয়ে এসেছি

১ : যারা হজ্জ বা ওমরার এজেন্সির সাথে জড়িত / আপনাদের ভিসা ট্রান্সপোর্ট / মক্কা মদিনাতে ভালো হোটেল সার্ভিস এই রিলেটেড যেকোনো সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন বা আগামী বছরের জন্য অনেকে নক করেছেন তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন ।
পাশাপাশি আমাদের সাথে কলে থেকে মিটিং এর মাধ্যমে আগামী এক বছরের জন্য আমাদের সাথে আপনি কনট্রাক্ট ফিল করতে পারেন

২ : এ ছাড়াও যারা হজ্জ পর্বর্তী ওমরার জন্য ফিকির করছেন আমাদের আগস্ট মাসে ৮ - ১৪ তারিকের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রথম হজ্জ পরর্বতী গ্রুপ টা যাবে আপনার যদি আমাদের সাথে যেতে চান আমাদের ফেইসবুক পেইজ আগে চেক করে নিবেন এবং আমাদের ব্যপারে আইডিয়া নিয়ে নিবেন এর পরে আমাদের অফিসে এসে আপনি কনট্রাক্ট টা ফুলফিল করে নিতে পারবেন |

৩ : ২০২৫ সালে যারা হজ্জের রেজিস্ট্রেশনের জন্যে আমাদের পেইজে যোগাযোগ করেছেন তারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন । Let’s go with KFA

゚viralシ

01/05/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত হাজি সাহেবগন আপনারা যারা আসন্ন হাজ্জ ২০২৪ এ যাচ্চেন,আমাদের পক্ষ থেকে তাদের জন্য আয়োজন করা হয়েছে ফ্রি হাজ্জ ২০২৪ ওয়ার্কশপ।

যারা ভিডিওটি দেখছেন তাদের পরিচিত কেউ যেমন আত্তিয় বন্ধু,যারা হাজ্জে যাচ্ছেন তাদের সাথেও শেয়ার করতে পারেন।

আমাদের সাথে প্রথমে ওয়াটসআপে গ্রুপে যুক্ত হতে হবে তারপর আমরা জানিয়ে দিবো কিভাবে আমাদের অনলাইন ওয়ার্কশপ এ যুক্ত হবেন ইনশাআল্লাহ।
WhatsApp : +880 1970-080318
WhatsApp Group : https://chat.whatsapp.com/KBQNVKTs191LvXQhoUEtbl | Let’s go with KFA
゚viralシ

27/04/2024

আলহামদুলিল্লাহ! আমাদের Own The World এর হাজিসাহেবদের নিয়ে Alif Mahmud ভাইয়ের মাদিনা আগমনের শুভেচ্ছা!

27/04/2024

শুরু হয়ে গেল হজ্জের মৌসুম ।২০২৪ এ যারা হজ্জ করতে আগ্রহী বা হজ্জ এর ভিসা করবেন তাদের জন্য আজকের ভিডিও টি |
১ : যারা হজ্জে এ যাবেন তারা আপনাদের বায়োমেট্রিক টি আপনাদের এজেন্সির কাছে জমা দিবেন ।
২ : আপনাদের মেডিকেল টেস্ট করুন এবং সেটির রিপোর্ট গ্রহণ করুন |
৩ : আপনার হজ্জের টীকা নিন |

বিস্তারিত Check Comment | Lets go with KFA
゚viralシ

মাদিনার প্রথম রাতেই দেখা হলো আমাদের বাংলাদেশের গর্ব 🇧🇩 Alif Mahmud  ভাই। যিনি বাংলাদেশ থেকে পাঁয়ে হেঁটে ৬ টা দেশ অতিক্রম...
26/04/2024

মাদিনার প্রথম রাতেই দেখা হলো আমাদের বাংলাদেশের গর্ব 🇧🇩 Alif Mahmud ভাই। যিনি বাংলাদেশ থেকে পাঁয়ে হেঁটে ৬ টা দেশ অতিক্রম করে প্রায় ৯ মাস পরে তিনি সাউদি আরাব পৌঁছেছেন।

ছোট একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন দেখতে Farabi Kfa তে চোখ রাখুন।

সাথে ছিলেন মদিনার গেস্ট - Ehasanul Hoque Nahid ভাই এবং Al Madina TV Bangla এর মালিক মামুন ভাই। এবং আমার হাজি কলরবের ৬ শুরা সদস্যের একজন মুফতি জনপ্রিয় শিল্পি Imtiaz Masrur ভাই।
Stay connected to Our Youtube Channel : Let’s go with KFA and our page

20/04/2024

Alhamdulillah❤️🕋

10/04/2024

আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের পরে হাজ্জ ২০২৪ এর আগে শেষ উমরাহ গ্রুপ!

ফুল প্যাকেজ - ১,৪০,০০০/

আর মাত্র কিছু সিট খালি আছে।

১৯ এপ্রিল ঢাকা টু জেদ্দা
গালফ এয়ারে।
শর্ট ট্রানজিট।
১ মে মাদিনা টু ঢাকা ফ্লাইট।

১/টিকেট ট্রানজিট
২/ভিসা
৩/ ৩ বেলা দেশি খাবার
৪/ ফুল প্রাইভেট ট্রান্সপোর্ট
৫/ হোটেল -
*মক্কা - নাওয়ারাত শামস ৩ / সিমিলার।
*মাদিনা - মারকাযিয়া।

Own The World
৪২ জব্বার টাওয়ার ,লিফট-০৪ গুলশান ১ ঢাকা।

For More -
+8801970080318
‪+966557537610‬
Whatsapp Telegram Messenger

06/04/2024

উমরাহ করতে গিয়ে লাইফে প্রথম মাদিনাতে হটাৎ ই ভেকসিন দিলাম!

Address

42 Jabbar Tower , Lift 04 Gulshan 1
Dhaka
1212

Telephone

+8801970080318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khandaker Farabi Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khandaker Farabi Ahmed:

Videos

Share