বৃন্দাবন মাঠ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
----------------------
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ থেকে সরাসরি
———————————————
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা
প্রধান অতিথি—
আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন
সাবেক বিসিবি পরিচালক
সাবেক নির্বাহী সদস্য, বিএনপি।
অমর একুশে বই মেলায় প্রস্তুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর নামে “জিয়া স্মৃতি পাঠাগার”।
ময়মনসিংহ থেকে সরাসরি————
দেশজুড়ে আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্র, নৈরাজ্য,অপচেষ্টার প্রতিরোধে ময়মনসিংহ মহানগর বিএনপি'র অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ।
কুড়িগ্রাম চিলমারী উপজেলা থেকে সরাসরি
——————
শুক্রবার,জানুয়ারি ৩১, ২০২৫, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা চিলমারী উপজেলা রাণীগঞ্জ ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত কৃষক দলের কৃষক সমাবেশে।
প্রধান অতিথি --
আবু সাঈদ হোসেন পাখি,
সাবেক যুবদলের সাধারণ সম্পাদক, চিলমারী উপজেলা শাখা।
বিশেষ বক্তা --
মাহামুদুলা হাসান বাবু
যুগ্ম আহবায়ক জেলা কৃষক দল।
বিশেষ অতিথি --
লুৎফর রহমান লিপটন
আহবায়ক চিলমারী উপজেলা কৃষক দল।
বিশেষ অতিথি --
আবু হানিফ সাদ্দাম
সদস্য সচিব চিলমারী উপজেলা কৃষক দল।
সভাপতিত্ব করবেন --
জনাব মোঃ আব্দুল হাই আহবায়ক, রাণীগঞ্জ ইউনিয়ন কৃষক দল শাখা।
আমরা যদি সমগ্র বাংলাদেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে গণতন্ত্র থাকবে না। নির্বাচন নির্দিষ্ট সময় পরপর হতেই হবে—ঝড়, তুফান, বন্যা, যাই হোক না কেন, নির্বাচন বন্ধ হতে পারে না। এর কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫, "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি শীর্ষক কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
#BNPMediaCell #BNP
#KhaledaZia #Zia
#TariqueRahman
#সবার_আগে_বাংলাদেশ
প্রিয় সহকর্মীরা, আমরা যতই সংস্কারের কথা বলি, যত পরিকল্পনাই করি—সমস্যার সমাধান তাদের দ্বারাই করতে হবে, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতা রাতারাতি তৈরি হবে না, বাস্তবতা বুঝতে হবে। এটি ধাপে ধাপে গড়ে তুলতে হবে—দুই বছর, পাঁচ বছর, দশ বছর, পনেরো বছর, বিশ বছর, তিরিশ বছর, এমনকি পঞ্চাশ বছরেও ধীরে ধীরে দেশের নানা সমস্যার সমাধান করা সম্ভব হবে।
যখন আমরা একটি কার্যকর ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে পারব, তখনই একটি 'প্রক্রিয়া' (Process) তৈরি হবে—যেখানে সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে একটি কার্যকরী সিস্টেমের মাধ্যমে।
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫, "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি শীর্ষক কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
#BNPMediaCell #BNP
#KhaledaZia #Zia
#TariqueRahman
#সবার_আগে_বাংলাদেশ
সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজনের নেপথ্য ঘটনা জানালেন— জনাব তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে— উপস্থিত নেতাকর্মীদের সামনে এই ঘটনাটির বর্ণনা দেন।
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় এই প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন জনাব তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।
#BNPMediaCell #BNP
#KhaledaZia #Zia
#TariqueRahman
#সবার_আগে_বাংলাদেশ
শিক্ষা ব্যবস্থা সংস্কারে যে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫, "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি শীর্ষক কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ২০২৫
#BNPMediaCell #BNP
#KhaledaZia #Zia
#TariqueRahman
#সবার_আগে_বাংলাদেশ
নেত্রকোনা, স্বরমুশিয়া ইউনিয়ন থেকে সরাসরি
——— —— ——— ———
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১দফা বাস্তবায়নের জন্য জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আটপাড়া উপজেলা কৃষকদলের আওতাধীন স্বরমুশিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ।
প্রধান অতিথি —
সালাউদ্দিন খান মিলকি
সভাপতি, নেত্রকোনা জেলা কৃষক দল
সভাপতি —
মো: আলী আকবর মন্টু
আহ্বায়ক, ১নং ইউনিয়ন কৃষকদল
বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা
ফিরে দেখা,,ওয়েবকাস্ট— মাদার অব ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার, ফেব্রুয়ারি ১, ২০২২, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেয়া হচ্ছে।
#FreeKhaledaZia
#SaveKhaledaZia