Rakib's Creativity

Rakib's Creativity আমন্ত্রিত সকলে❤

কষ্ট যখন দিয়েছ প্রভু শক্তি দিও সহিবারে,জীবনখানি  তৃপ্ত রেখ যদিও যায় পরপারে।। আল্লাহ জান্নাত দান করুন।(আমিন)
15/01/2025

কষ্ট যখন দিয়েছ প্রভু শক্তি দিও সহিবারে,

জীবনখানি তৃপ্ত রেখ যদিও যায় পরপারে।।

আল্লাহ জান্নাত দান করুন।(আমিন)

Happy Birthday juju....🥰And happy new year 2025 to all of my followers, friend and nearest dearest.... Enjoy this year h...
31/12/2024

Happy Birthday juju....🥰
And happy new year 2025 to all of my followers, friend and nearest dearest.... Enjoy this year happily with family and Rakib's Creativity 😊😎

31/12/2024
16/12/2024

Happy victory day♥️

11/12/2024

Love can touch us one time.....
And last for a lifetime 🥰🥰😊

06/12/2024

New song upcoming ...........

Congratulations  from Rakib's Creativity  the 47th president of United States of America Donald J. Trump ....
06/11/2024

Congratulations from Rakib's Creativity the 47th president of United States of America Donald J. Trump ....

04/11/2024

অধিকারের জায়গায় ধার জমে না🥰

জমে ভালোবাসা আর অভিমান।

~ রুবায়েত রাকিব

এই তো আছি বেশ অভিমানে ঢেকে মন, অভিযোগ চাপা হাসি,দম্ভের দহনের,রোদনের নিশ্বাসে, কৈলাসে বনবাসে,অপেক্ষায় কৈতরে ফিরিবে খবরে ;...
04/11/2024

এই তো আছি বেশ অভিমানে ঢেকে মন, অভিযোগ চাপা হাসি,দম্ভের দহনের,রোদনের নিশ্বাসে, কৈলাসে বনবাসে,অপেক্ষায় কৈতরে ফিরিবে খবরে ;ডেকেছে গোপনে বিধি তাই, ক্লান্তির এই শেষ।
~ রুবায়েত রাকিব

গোলাপ কেনো ভালোবাসার ফুল তাই নিয়ে আমার তীব্র অভিযোগ 🙂তারপরও গোলাপ আমার পছন্দের।🥰
04/11/2024

গোলাপ কেনো ভালোবাসার ফুল তাই নিয়ে আমার তীব্র অভিযোগ 🙂
তারপরও গোলাপ আমার পছন্দের।🥰

নিউজ দেখে অনেক কষ্ট পেয়েছি😭বাংলা একাডেমির সভাপতির পদত্যাগবাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (...
04/11/2024

নিউজ দেখে অনেক কষ্ট পেয়েছি😭

বাংলা একাডেমির সভাপতির পদত্যাগ

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

তিনি গণমাধ্যমকে বলেন, আজ সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে, তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে আমরা সবাইকে জানাবো।

পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন জানান, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন। তিনি কর্মকর্তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছেন।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি কথাসাহিত্যিক সেলিনা হোসেন একাডেমির সভাপতি পদে ৩ বছরের জন্য নিয়োগ পান। ওই বছরের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন বাংলা একাডেমিতে।

সেলিনা হোসেন কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। পাশাপাশি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার।

(collected )

প্রতিটা কাজে শুদ্ধতা পবিত্রতা ও মনের পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন। সফলতা বাধা পেলেও আসবেই।~ রুবায়েত রাকিব
04/11/2024

প্রতিটা কাজে শুদ্ধতা পবিত্রতা ও মনের পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন। সফলতা বাধা পেলেও আসবেই।
~ রুবায়েত রাকিব

কেউ যখন যত্ন করে কফি খাওয়ায় সত্যিই মনটা ভালো হয়ে যায়❤
04/11/2024

কেউ যখন যত্ন করে কফি খাওয়ায় সত্যিই মনটা ভালো হয়ে যায়❤

কাউকে গাছ উপহার দেওয়া সবচেয়ে সুন্দর মনের বহিঃপ্রকাশ 🥰প্রাকৃতিক ভালোবাসাই সত‍্য এবং প্রকৃত। তাই ধন্যবাদ জানাই এই সুন্দর ...
30/10/2024

কাউকে গাছ উপহার দেওয়া সবচেয়ে সুন্দর মনের বহিঃপ্রকাশ 🥰
প্রাকৃতিক ভালোবাসাই সত‍্য এবং প্রকৃত। তাই ধন্যবাদ জানাই এই সুন্দর মনের মানুষ গুলোকে।
#❤

সবাইকে সুপ্রভাত❤সুন্দর হোক তোমাদের প্রতিটা দিন প্রিয় বন্ধুরা🥰
27/10/2024

সবাইকে সুপ্রভাত❤
সুন্দর হোক তোমাদের প্রতিটা দিন প্রিয় বন্ধুরা🥰

আমি দেখেছি হাসিতে শতজন, কাদিঁতে নির্বাক বোবা মন।আধারের গোপন বদ্ধ কুটিরে,দাফনায়ে নিরবে আপনারে।আমি দেখেছি সমেতে শতজনকরিছে ...
26/10/2024

আমি দেখেছি হাসিতে শতজন,
কাদিঁতে নির্বাক বোবা মন।
আধারের গোপন বদ্ধ কুটিরে,
দাফনায়ে নিরবে আপনারে।
আমি দেখেছি সমেতে শতজন
করিছে একজোগে কোলাহল,
ভেবেছে আজ কোনো নাহি বাধঁ
উচ্ছাসের হাসিতে জমায়ে মহল।
আমি দেখেছি চুপি আলাপনে,
বিলাতে ক্ষুদ্র ব‍্যাথা প্রিয়জনে।
বিশ্বাসে ব‍্যাক্ত কোঠরের গপ,
করিছে নিন্দুকের সহিতে জপ।
আমি দেখেছি হাসিতে সামনে সদা,
পিছনে কুৎসা রটায়ে ছুড়িতে কাদা।
আমি দেখেছি ক্ষীন জীবনের তরে
সাজাতে বালির রাজ‍্য অম্ভধির তীরে।

~ রুবায়েত রাকিব
©® Rakib's Creativity

21/10/2024

এই মন তোমাদের সবাইকে দিলাম🥰❤

20/10/2024

কবিতাটির মর্মার্থ বোঝার ক্ষমতা তাদের নেই যারা সংস্কারের কথা বলে ৭১ মুছে দিতে চায় 😢

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Creativity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib's Creativity:

Videos

Share