MSHR Online Marketplace

  • Home
  • MSHR Online Marketplace

MSHR Online Marketplace Welcome to the page MSHR Online Marketplace

27/02/2023

20 টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য

1. You misinterpreted my words. ➯ তুমি আমাকে ভুল বুঝেছো।
2. You paid no heed to my words. ➯ তুমি আমার কথায় কর্ণপাত করোনি
3. You stand on the wrong ground. ➯ তুমি ভুল করছো।
4. Be off now. ➯ এখন বিদায় হও।
5. Confine in me. ➯ আমাকে বিশ্বাস করো।
6. Converse is the case. ➯ আসলে ব্যাপারটা উল্টো।
7. Convey my words to him. ➯ আমার কথাটা তাকে বলো।
8. Don't be so fussy. ➯ এত উতলা হয়ো না।
9. Let him babble. ➯ তাকে বকবক করতে দাও।
10. Let him say. ➯ তাকে বলতে দাও।
11. Let me know about it later. ➯ আমাকে এই ব্যপারটা পরে জানিয়ো।
12. Move aside. ➯ এক পাশে সরে দাঁড়াও।
13. One moment please. ➯ একটু দাঁড়াও প্লিজ।
14. Out of sight is out of mind. ➯ চোখের বাইরে থাকা আর মনের বাইরে থাকা।
15. Rely on me. ➯ আমার ওপর নির্ভর করো।
16. Say a word and you will die. ➯ একটা কথা বলবে তো মরবে।
17. So be it. ➯ তবে তাই হোক।
19. Stay here. ➯ এখানে দাঁড়াও।
20. Talk sense. ➯ চিন্তা করে কথা বল।

25/01/2023
24/01/2023

✪ দূর্নিতী দমন করতে হবে- Corruption is to be stopped-
✪ পিতামাতাকে সম্মান করতে হবে- Parents are to be respected.
✪ রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে- The report is to be submitted soon.
✪ ফেসবুক আসক্তি কমাতে হবে - Facebook addiction is to be reduced.
✪ দরিদ্রতা দূর করতে হবে - Poverty is to be alleviated.
✪ নিরক্ষরতা দূর করতে হবে - Illiteracy is to be removed.
✪ ধুমপান প্রতিরোধ করতে হবে - Smoking is to be stopped.
✪ সন্ত্রাস প্রতিরোধ করতে হবে -Terror is to be stopped.
✪ মোবাইলটি মেরামত করতে হবে - The mobile is to be repaired.
✪ সব কাজগুলো চেক করতে হবে - All works are to be checked.
✪ গরীব লোকদের সাহায্য করতে হবে - The poor people are to be helped.
✪ মেহমানকে আপ্যায়ন করতে হবে - The guest is to be entertained.
✪ আমার বাসার কাজ শেষ করতে হবে - My homework is to be done.
✪ জানালাটি খুলতে হবে - The window is to be opened.
✪ টেবিলটি পরিস্কার করতে হবে - The table is to be cleaned.
✪ টাকাটি পরিশোধ করতে হবে - The money is to be paid.
Note: To be + verb (past participle) = passive sentence

23/01/2023

As - কারন, যেহেতু
Say- ধরা যাক
So - অতএব , সুতরাং
Who - কে, যে, কাকে
And - এবং ,ও
But - কিন্তু, তথাপি
That - যে , যা, যাতে, ফলে
Even - এমনকি
At first - প্রথমত
Often - প্রায়ই , মাঝে মাঝে
More - আরো , অধিকতর
Which - যেটি , যা
As if - যেন
Although - যদিও, যাতে , সত্বেও
While - যখন
Similarly - অনুরূপভাবে, একইভাবে
Therefore - অতএব , সুতরাং
So that - যাতে , যেন
First of all - প্রথমত
Rather - বরং, চেয়ে
Such as - তেমনই
However – যাইহোক
Indeed – প্রকৃতপক্ষে
Whereas – যেহেতু
Usually - সাধারনত
Only – শুধু, কেবল, একমাত্র
Firstly - প্রথমত
Finally - পরিশেষে
Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
But also - এমনি , এটিও
As well as – এবং, ও, পাশাপাশি
Furthermore - অধিকন্তু
Regrettably - দুঃখজনকভাবে ।
in fact – আসলে
Hence - অত:পর/সুতরাং
Such as - যথা/যেমন
Notably – লক্ষণীয়ভাবে
Consequently – অতএব
On the whole – মোটামুটি
Either - দুয়ের যে কোন একটি
Neither - দুয়ের কোনটি নয়
In any event - যাহাই ঘটুক না কেন
Additionally - অতিরিক্ত আরো
In this regard – এ বিষয়ে
As a matter of fact -বাস্তবিকপক্ষে/
প্রকৃতপক্ষে
Including - সেই সঙ্গে
Nonetheless - তবু
Nevertheless - তথাপি , তবুও , তারপরও
Lest - পাছে ভয় হয়
Whether - কি ...না , যদি
Comparatively - অপেক্ষাকৃত
To be honest - সত্যি বলতে
Come what may - যাই ঘটুক না কেন
If you do care - যদি আপনি চান
Next to nothing - না বললেও চলে
As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।As far as I’m concerned - আমার জানা মতে ।
Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
On the other hand - অন্যদিকে ।
In this connection - এ বিষয়ে ।
In addition - অধিকন্তু, মোটের উপর
Infact - প্রকৃতপক্ষে
To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
To sum up - সংক্ষেপে বলতে গেলে
Though - যদিও, সত্বেও
Incidentally - ঘটনাক্রমে
Then - তারপর ,তখন
Than - চেয়ে , থেকে
For a while - কিছুক্ষণের জন্য
In order to - উদ্দেশ্যে, জন্যে
Suddenly - হঠাৎ

22/01/2023

🍟1.তোমার পুরা নাম কি?
📖What's your full name?
🍟তুমি কী কর?
📖What do you do?
🍟3.তুমি কোথায় থাক?
📖Where do you stay?
🍟4.তোমার আসল পেশা কি?
📖What's your main profession?
🍟5.তোমার আসল গ্রামের বাড়ি কোথায়?
📖Where is your real village home?
🍟6.তোমার বয়স কত?
📖How old are you?
🍟7.তোমার জন্ম কত সালে?
📖In what were you born?
🍟8.তোমার জন্ম তারিখ কোন দিন?
📖In which date of birth were you born?
🍟9.তুমি কোন দেশের নাগরিক?
📖Which country are you a citizen?
🍟10.তুমি কোন ধর্ম পালন কর?
📖Which religion do you follow?
🍟11.তূমি কি বিবাহিতা নাকি অবিবাহিতা?
📖Are you married? Aren’t you?
🍟12.তোমরা কয় ভাই বোন?
📖How many siblings do you have?
🍟13.তোমার ভাই বোনের মধ্যে তুমি কত নাম্বার?
📖What's your posirion among your siblings?
🍟14.তোমার মা বাবা কি করে?
📖What do your parents do?
🍟15.তোমার কি মা বাবা আছে?
📖Do you have parents?

22/01/2023

⭕ যেতে থাক ---keep going
⭕ খেতে থাক ---keep eating
⭕ পড়তে থাক ---keep reading
⭕ লিখতে থাক---keep writing
⭕ শিখতে থাক ---keep learning
⭕ করতে থাকো - keep doing
⭕ কাজ করতে থাক - keep working
⭕ কথা বলতে থাকো - keep talking
⭕ খুজঁতে থাকো - keep finding
⭕ সাহায্য করতে থাকো - keep helping
⭕ অর্জন করতে থাক ---keep acquiring
⭕ খেলতে থাক - keep playing
⭕ বলতে থাকো - keep saying
⭕ দৌড়াতে থাকো - keep running
⭕ তৈরী করতে থাকো - keep making
⭕ চেষ্টা করতে থাক--keep trying
⭕ অপেক্ষা করতে থাক---keep waiting
⭕ বুঝতে থাক---keep understanding
⭕ হাসতে থাক---keep laughing
⭕ সমাধান করতে থাক---keep solving
⭕ আবেদন করতে থাক---keep applying
⭕ নিয়োগ করতে থাক---keep appointing
⭕ গ্রহণ করতে থাক---keep accepting
⭕ গোছাতে থাক ---keep arranging
⭕ জিজ্ঞেস করতে থাক ---keep asking
⭕ বরাদ্দ করতে থাক ---keep allotting
⭕ অর্জন করতে থাক ---keep acquiring
⭕ পোড়াতে থাক---keep burning
⭕ বিশ্বাস করতে থাক ---keep believing
⭕ দর কষাকষি করতে থাক ---keep bargaining
⭕ রোদ পোহাতে থাক ---keep basking
⭕ সম্প্রচার করতে থাক ---keep broadcasting

19/01/2023

🔷বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।
✪ আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪ বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।
✪ রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
✪ ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪ বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪ স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪ বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪ উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে (১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে (১৯৪৭-১৯৭১)।
✪ স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪ জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪ রাজধানী: ঢাকা
✪ বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪ রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার।
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৫০ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)।
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪ আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪ আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪ এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)।
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪ জেলা : ৬৪টি
✪ সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন)।
✪ পৌরসভা : ৩২৮টি
✪ উপজেলা: ৪৯৫ টি
✪ থানা : ৬৫২ টি
✪ ইউনিয়ন : ৪৫৬২ টি
✪ গ্রাম: ৮৭১৯১ টি
✪ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪ নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪ সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪ উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জেলা: ৮টি
✪ জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪ জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪ সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪ আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪ নিবন্ধিত রাজনৈতিক দল: ৩৯টি
✪ ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪ অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (

17/01/2023
13/01/2023

কমন ইংরেজি ডায়ালগ, কথা বলতে যেগুলো প্রায়ই ব্যবহার হয়……………
✪ মেয়েটা বেশ সুন্দর তো!- The girl is pretty nice, i see.
✪ তুমি কোন কাজের নও- You are good for nothing
✪ তোমার কোন চালাকি চলবে না- None of your little games
✪ তুমি কী আমার হবে?- Will you be mine?
✪ কিছু বল, চুপ করে থেকো না- Say something, don’t be quite.
✪ সে সারা জীবনের জন্য আমার- She is forever mine
✪ আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি - I’m so impressed to see you
✪ পোশাক ব্যক্তিত্বের পরিচয় বহন করে- Dress speaks personality.
✪ মুখে মধু আন্তরে বিষ- An angel face with a devil’s mind.
✪ কিভাবে একথা বলতে পাররে?- How could you say that?
✪ কাউকে বলোনা, বলবা?- Don’t tell anybody, will you?
✪ চুপ কর, করবে কি?- Shut up, will you!
✪ দুঃখিত আমি ভুল নম্বরে ফোন করেছি- Sorry, I think I have the wrong number.
✪ মানুষ যত পায়, তত চায় - The more they get , the more they want.
✪ আমি সুযোগের অপেক্ষায় আছি- I’m bidding the time
✪ আপনি ভালো তো জগৎ ভালো- To the pure all things are pure
✪ তুমি কিছুই খাবে না, তা কি করে হয়?- You’ll have nothing, How so?
✪ রাস্তাটি পিচ্ছিল- The roads are slippery.
✪ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে - It has been drizzling since morning.

10/01/2023

বৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ ডায়ালগ…
✪ It’s raining- বৃষ্টি হচ্ছে।
✪ It’s spitting- হালকা বৃষ্টি হচ্ছে ।
✪ It’s drizzling- ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
✪ It’s pouring rain - ভারি বর্ষণ হচ্ছে।
✪ It’s lashing- প্রচুর বৃষ্টি হচ্ছে।
✪ It’s raining cats and dogs- মুষলধারে বৃষ্টি হচ্ছে।
✪ It’s really coming down out there! - বাইরে সত্যি বৃষ্টি হচ্ছে।

10/01/2023

✪ There is/are - আছে
✪ There was/were - ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
✪ There should be - থাকা উচিত
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There should not be - থাকা উচিত না
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There could have been - থাকতে পারবে
✪ There seems to be - আছে বলে মনে হয়
✪ There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে
✪ There are deer in this jungle- এই বনে হরিণ আছে
✪ There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There may be crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
✪ There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত

09/01/2023

✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
✪ If you do case - যদি আপনি চান
✪ Have a good day - ভাল একটি দিন কাটাও।
✪ Let’s sit somewhere - চল কোথাও বসি
✪ So far so good - এ পর্যন্ত সবই ভালো
✪ I tend to think – আমার কেন যেন মনে হয়।
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ I don’t mind – আমি কিছু মনে করি না।
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ Keep your word – তোমার কথা রেখো।
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Whatever (you want) – তুমি যা চাও।
✪ Whatever you do? – তুমি যা কর।
✪ Why should I care? – কেন আমি পরোয়া করব?
✪ Do it at once! - এক্ষুনি কর!
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ Is it so! - তাই নাকি!

07/01/2023

* I am proud - আমি গর্বিত
* I am fit - আমি উপযুক্ত
* I am thirsty- আমি তৃষ্ণার্ত
* I am optimistic- আমি আশাবাদী
* I am exited- আমি উত্তেজিত
* I am so so- আমি মোটামুটি
* I am shy - আমি লজ্জিত
* I am sorry- আমি দুঃখিত
* I am talking - আমি কথা বলছি
* I am feeling - আমি অনুভব করছি
* I am concerned - আমি উদ্বিগ্ন
* I am devoted- আমি অনুগত

✅পড়া শেষে Done লিখতে ভূলবেন না কিন্ত ✅

05/01/2023

I love you-আমি তোমাকে ভালোবাসি।
i loved you-আমি তোমাকে ভালোবাসতাম।
I will love you-আমি তোমাকে ভালোবাসবো।
I will love you always -আমি তোমাকে সব সময় ভালোবাসবো।
I will love you forever -আমি তোমাকে চিরদিন ভালোবাসবো।
Don't worry-চিন্তা করোনা।
Always to be happy- সব সময় হাসি- খুশি থেক।
Don't be upset -হতাশ হইও না।
Be careful -সাবধানে থেক।
Be happy-সুখে থেক।
Take care yourself -নিজের যত্ন নিও।
i always pray for you-আমি তোমার জন্য সব সময় দোয়া করি।
I wasn't wrong -আমি ভুল ছিলাম না।
yes, i'm stupid -হ্যাঁ আমি নির্বোধ।
i'm ugly -আমি কুৎসিত।
i'm poor-আমি গরীব।
But remember - কিন্তু মনে রেখ।
I'm not fake person -আমি মোখশধারী নই।
I just Wanted to you-আমি শুধু তোমাকে চাইতাম।
Because i really love you-কারন আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
You're so much selfish - তুমি অনেক স্বার্থপর
Take care always -ভালো থেক সব সময়।
Good bye forever - চিরদিনের জন্য বিদায়।

21/12/2022
24/11/2022
24/11/2022

পটুয়াখালী জেলা | Patuakhali District | iEducation

পটুয়াখালী, সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা হিসেবে খ্যাত, বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় একটি জেলা। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো: কুয়াকাটা অনন্যা, পটুয়াখালী সাগরকন্যা।
পটুয়াখালী জেলা | Patuakhali District | iEducation
পটুয়াখালী জেলার নামকরন সম্পর্কে যতদূর জানা যায় তা হলো:
দেবেন্দ্র নাথ দত্তের পুরানো কবিতার সূত্র ধরে "পতুয়ার খাল" থেকে পটুয়াখালী নামকরণের উত্পত্তি বলে অনেকে সমর্থন করেন। এ অঞ্চলে একসময় পটুয়ার দল বাস করত। এরা নিপুণ হাতে মৃৎপাত্র তৈরি করে তাতে নানা ধরনের পট বা ছবির সন্নিবেশ ঘটাত। এই 'পটুয়া' থেকে 'পটুয়াখালী' নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। অথবা পেট-আকৃতির খাল বেষ্টিত এলাকাই হয়তো পেটুয়াখালী এবং পরে তা অভিহিত হয় পটুয়াখালী নামে।
পটুয়াখালী জেলা | Patuakhali District | iEducation
পটুয়াখালী জেলার আয়তন: ৩২২০.১৫ বর্গ কিমি এবং গুগল ম্যাপ অনুযায়ী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ২২৬ কিলোমিটার। এ জেলার উত্তরে বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা জেলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত।
পটুয়াখালী জেলা | Patuakhali District | iEducation
সাবেক বাকেরগঞ্জ জেলার মহকুমা পটুয়াখালীকে জেলায় উন্নীত করা হয় ১৯৬৯ সালে। পটুয়াখালী জেলা ৮টি উপজেলা, ৯টি থানা, ৫টি পৌরসভা ও ১১১-১১৪ পর্যন্ত মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার উপজেলাগুলো হলো:
কলাপাড়া, গলাচিপা, দশমিনা, দুমকি, পটুয়াখালী সদর, বাউফল, মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী উপজেলা। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, এ জেলার সাতটি উপজেলার মধ্যে গলাচিপা উপজেলা সর্ববৃহৎ (১২৬৭.৮৯ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা হলো দুমকি উপজেলা(৯২.৪৬ বর্গ কিমি)।

এ জেলার উল্লেখযোগ্য জলাশয়ের মধ্যে আছে: আন্ধারমানিক, তেঁতুলিয়া, আগুনমুখা, গলাচিপা, রাজগঞ্জ নদী; রাবনাবাদ চ্যানেল ইত্যাদি।
পটুয়াখালী জেলা | Patuakhali District | iEducation
২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় ৪,২৪,৭৪৫ জন এবং শিক্ষার হার ৭৬.৫৪%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
পটুয়াখালী মেডিকেল কলেজ;
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট;
পটুয়াখালী সরকারি কলেজ;
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ;
পটুয়াখালী সর

Address


Telephone

+8801954235967

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSHR Online Marketplace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSHR Online Marketplace:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share