Rokib Rohit

Rokib Rohit Hi there. I am Rokib Rohit. I am Digital Marketing expert and Content Creator.

05/08/2023

A short video from Bangladesh Startup Summit

600+ startups and 100+ investors from across the country participated in this event.

Popular entrepreneurs like Ayman Sadiq, Waseem Alim, Kamal Qadir, and many others have shared their valuable insights here.

Really had a wonderful time at the Bangladesh Startup Summit. Met and talked to several people among them two of my favo...
29/07/2023

Really had a wonderful time at the Bangladesh Startup Summit. Met and talked to several people among them two of my favorite people are Ahmed Fahad bhai and Syed Abdullah Galib bhai.

Bangladesh Startup Summit 2023 will be auspiciously inaugurated by the Honorable Prime Minister of the People's Republic...
29/07/2023

Bangladesh Startup Summit 2023 will be auspiciously inaugurated by the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh Sheikh Hasina.
I received an invitation by email to attend the event at Hotel Intercontinental.

21/02/2023

“হালাল সাবান”

এই ট্যাগ লাগিয়ে আমাদের দেশে দীর্ঘদিন ধরে সাবানের ব্যবসা করে আসছে বেশকিছু প্রতিষ্ঠান। কিন্তু আসলেই কি এগুলো হালাল? শুধুমাত্র “হালাল” শব্দটি দেখে আমরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর ঝুঁকে পড়ছি এসব পণ্যের দিকে। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এভাবেই আমাদের ইমোশন নিয়ে খেলছে। যা মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

21/02/2023

প্রতিদিন ৫০০ কোটির ও বেশি ইমোজি মেসেঞ্জারে ব্যবহার করা হয়ে থাকে। যা সত্যিই খুব অবাক করা তথ্য।

21/02/2023

এক বৃদ্ধ একবার বলেছিলেন:

তিনি যখনই কোনো ভুল কাজ করেন মানুষজন সেটি বারবার তাকে মনে করিয়ে দেয়। কিন্তু যখন তিনি কোনো ভাল কাজ করেন মানুষজন সেটা নিতে দ্বিতীয়বার কথাও বলে না।

-ডেল কার্নেগী

- এটাই বিশ্বের প্রথম টুইট! নিলামে দাম উঠেছিল প্রায় ১ কোটি টাকা। Twitter-এর ১৫ বছর পূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়...
08/11/2022

- এটাই বিশ্বের প্রথম টুইট! নিলামে দাম উঠেছিল প্রায় ১ কোটি টাকা।

Twitter-এর ১৫ বছর পূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়া হিসাবে নিলামের সিদ্ধান্ত নেন জ্যাক।

গতবছর ২০২১-এ Twitter-এর বয়স দাঁড়ায় ১৫ বছর। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে প্রথম টুইট কে করেছিলেন? কী লেখা হয়েছিল সেই টুইটে?

Twitter-এ প্রথম টুইটটি করেছিলেন টুইটার-এর নির্মাতা Jack Dorsey নিজেই। বছর পনেরো আগে, ২০০৬ সালের মার্চে টুইটারে প্রথম টুইটটি করেন জ্যাক।

মার্চ মাসের ২২ তারিখ রাত ২টো ২০ মিনিট নাগাদ প্রথম টুইট করে জ্যাক লেখেন, 'just setting up my twttr'

Twitter-এর ১৫ বছর পূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়া হিসাবে নিলামের সিদ্ধান্ত নেন জ্যাক। গত বছর ডিসেম্বরেই অনেকে টুইটটি বিক্রি হওয়ার খবর পান। শুক্রবার এ বিষয়ে টুইটের পর অনেকেই আগ্রহ প্রকাশ করেন।

টুইটটি কিনতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার পর্যন্ত টুইটটির জন্য প্রায় ১,০০,০০০ মার্কিন ডলার দর ওঠে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা। দর কয়েক কোটি ছাড়াতে পারে বলে মত অনেকের।

15/10/2022

এনএফটি কী?

(একটু সময় নিয়ে পড়ুন অনেকটা ধারনা পেয়ে যাবেন)

এনএফটি পূর্ণরূপ ‘নন-ফাঞ্জেবল টোকন’, এর আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় – ‘যে টোকেনে ছত্রাক পড়বে না’। অর্থনীতির ভাষায় ‘ফাঞ্জেবল অ্যাসেট’ বলতে এমন কিছু ইউনিটকে বুঝায় যা খুব দ্রুত পরিবর্তন করে নেওয়া সম্ভব – যেমন, টাকা বা অর্থ।

উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আপনার হাতে ১০ টাকার একটি নোট রয়েছে। আপনি চাইলেই সেটিকে পাঁচ টাকার দুটি নোটে রূপান্তর করতে পারবেন, এবং এতে করে মূল্যমান কমবে না।

কিন্তু ‘নন-ফাঞ্জেবল’ কোনো কিছুর মাধ্যমে এটি করা অসম্ভব। এর অর্থই হল – এটি এমন অভিনব সম্পদ যা দ্রুত পরিবর্তন করে নেওয়া সম্ভব নয়। এ ধরনের সম্পদ হতে পারে অভিনব কোনো বাড়ি বা মোনালিসা চিত্রকর্মটি। আপনি চাইলে অনুকরণ করে একই রকম আরেকটি তৈরি করে নিতে পারেন, বা চাইলে চিত্রকর্মের ছবি তুলে নিতে পারেন। কিন্তু আসলটির মালিক শুধু একজন-ই হতে পারবেন।

এনএফটি হল ডিজিটাল বিশ্বে “এরকম একটিই আছে” ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।

14/10/2022

জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হল - সব কিছু তে নিজের মতামত দেয়ার প্রয়োজন নেই।

মানুষ হিসেবে যেহেতু জন্মেছেন - চারদিকে বিভিন্ন ইস্যু থাকবে।

এর ওপরে সোশাল মিডিয়া তে যেহেতু ইন্টারনেটে থাকার ৯৯% সময় আপনি কাটান - আপনার জীবন টা এই ইস্যু গুলা দিয়ে ঘেরা থাকবে কারণ সোশাল মিডিয়া তখনই মজার - যখন বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

আমাদের ব্রেইনের সবচেয়ে বেসিক পার্ট টা কে নাড়া দেয় এসব ইস্যু এবং একারণেই বানর যেমন কলা দেখলে লাফালাফি করে - আপনার ও মনে হবে কার গোপন বাচ্চার খবর আসলো - আমি ২ টা লাফ দেই এবং সেই আলোচনায় যোগ দেই।

আপনার ব্রেইনের লজিকাল সাইড টা কে আরেকটু ব্যবহার করে তখন জোর করে চিন্তা করার চেষ্টা করতে হবে যে সব ইস্যু তেই আমার লাফানো টা আদৌ দরকার আছে কি না।

অবাক হয়ে দেখবেন - বেশির ভাগ ইস্যু তেই আসলে আপনার লাফানোর কোন দরকার নেই। :)

Khalid Farhan

26/09/2022

CGPA নাকি SKILL - কোনটার পিছনে ছুটবো?

https://youtu.be/Y8qOkkh_A_Q
02/09/2022

https://youtu.be/Y8qOkkh_A_Q

এই ধরনের ভিডিও অনেকেই পছন্দ করে। জানা অজানা মাঝে আসলে অনেক কিছুই অজানা থেকে যায়, তাই আমি চেস্টা করি কিছু অজানা বিষ.....

08/08/2022

Sitakundu, Chattogram Tour.

20/06/2022

ফ্রিল্যান্সিং সম্পর্কে (জুনায়েদ আহমেদ পলক) স্যার, কি বলে মন দিয়ে একটু শুনুন।

19/06/2022

চাকরি নাকি ব্যবসা- কোনটা ভালো হবে?

গ্রাজুএট হওয়ার পর আপনি কি ঠিক করতে পারছেন না কোন লাইনে যাবেন? চাকরি নাকি ব্যবসা? ইউটিউব এ সার্চ করেই চলেছেন –চাকরির সুবিধা কি কি আর ব্যবসার সুবিধা কি কি?
কখনো নিজের মনের ইচ্ছাগুলোকে নিয়ে ভেবেছেন? প্রশ্ন করুন নিজেকে- আমি কি করলে খুশী হবো? কোন কাজটাতে আমি এক্সপার্ট হতে পারবো?
কোন কাজটা করলে আমি অনেকক্ষণ ধরে করলেও ক্লান্ত হবো না?
এইসব প্রশ্নের উত্তরগুলো খুঁজে বার করুন। নিজের সম্পর্কে বিস্তারিত জানুন। নিজেকে চিনুন।

এরপর জেনে নেওয়া যাক চাকরি কাকে বলে আর ব্যবসা কাকে বলে।

চাকরি নাকি ব্যবসা?

চাকরি বলতে আপনি কি বোঝেন? আসল কথা হল চাকরি বলে কিছুই নেই। সবই ব্যবসা। আপনি যদি কোন কোম্পানির মালিক হন, তাহলে আপনি বলেন যে আপনি ব্যবসা করছেন।

আবার আপনি যদি সেই কোম্পানির আন্ডারে কাজ করেন, তখন আপনি বলেন যে আপনি চাকরি করছেন। তাই তো?

তাহলে চাকরি নাকি ব্যবসা এই প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে সবচে বড় প্রশ্নটা নিজেকে করুন- “ আমি কি কারো আন্ডারে কাজ করতে ভালবাসি? নাকি আমি নিজে এককভাবে স্বাধীনভাবে কিছু করতে চাই?”

এই যে সরকারি কোম্পানিগুলো আছে, সেগুলোও তো ব্যবসা। তবে আপনার কাছে তা চাকরি কিন্তু সরকারের কাছে তা ব্যবসা।
আপনার ব্যবসা অনেক মানুষকে চাকরি দিতে পারবে- এটা কি আপনি চান? নাকি এটা চান- আপনি অন্যের ব্যবসায় অন্যের আন্ডারে কাজ করবেন?

যা আপনার কাছে চাকরি তা কিন্তু একজনের কাছে ব্যবসা। এমন কি স্কুল কলেজগুলোও এখন ব্যবসাতেই দাঁড়িয়েছে। টিচার আর ডাক্তারদের মহৎ হিসেবে ভাবা হত, আর কয়েক দশক আগে এমনটাই তো ছিল।

এই মহৎ দুটো পেশাও এখন ব্যবসা তে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে –আমি তো একজন টিচার, আমি আবার ব্যবসা করলাম কোথায়?

ওই যে বললাম- আপনার চাকরি-অন্যের ব্যবসা। হ্যাঁ, এটা ঠিক যে আপনি চাকরি করছেন।
অনেকে আবার টিচার এর পেশায় থেকে সরকারি চাকরি করে টিউশেন পড়ান। এটা কি ব্যবসা নয়?

ব্যবসা মানে –আপনি স্বাধীনভাবে কিছু কাজ করে ইনকাম করবেন। ব্যবসা মানে আপনি কারো আন্ডারে নয়, আপনার আন্ডারে অনেকেই কাজ করবে।

চাকরি মানে আপনাকে কি কাজ কতক্ষন করতে হবে তা অন্য কেউ ঠিক করে দেবে। চাকরি মানে আপনি রেগুলার একটা ফিক্সড টাইমে কাজ করে মাসের শেষে একটা ফিক্সড টাকা আনবেন।

কিন্তু যিনি স্কুলটা খুলেছেন, যিনি স্কুলের মালিক তিনি তো ব্যবসাই করছেন। তিনি প্রতিনিয়ত ভেবে চলেছেন কি করে বেশী ইনকাম করা যায়, কি করলে বেশী বেশী ছাত্র ছাত্রীদের ভর্তি করা যায়।

ধন্যবাদ 😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rokib Rohit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rokib Rohit:

Videos

Share