Torunodoy

Torunodoy torunodoy.com is a most leading youth-based online portal in Bangladesh.

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কি আসলেই প্রয়োজন আছে? ছাত্র রাজনীতি কি সত্যিই আগামীর জন্য যোগ্য নেতৃত্ব ...
01/04/2024

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কি আসলেই প্রয়োজন আছে? ছাত্র রাজনীতি কি সত্যিই আগামীর জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে? নাকি বিশ্ববিদ্যালয়ে পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলছে? এমন প্রশ্নে ছাত্রদের মতামত জানতে চেয়েছে তরুণোদয়। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি ইবতেশাম রহমান সায়নাভ এই প্রশ্ন গুলো নিয়ে হাজির হয়েছিলেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের পদপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে। তারা এই বিষয়ে কি ভাবছে? চলুন জেনে নেই-

সারা দেশে ছাত্র রাজনীতি বন্ধ করলেও ছাত্রদের পাওয়ার প্রাক্টিস বন্ধ হবে না রাজনৈতিক কারনেই। বরং ছাত্রদের চেইন অব ক...

প্রজন্ম থেকে প্রজন্মে, স্বাধীনতার মর্যাদা থাকবে অটুট তারুণ্যের হাতে। তরুণোদয়ের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শু...
25/03/2024

প্রজন্ম থেকে প্রজন্মে, স্বাধীনতার মর্যাদা থাকবে অটুট তারুণ্যের হাতে।

তরুণোদয়ের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

তরুণোদয়ের নতুন সারথি আসমা উল হোসনা! ZNRF ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এন্ড সায়েন্সের এই শিক্ষার্থীর সাহসী ভূমিকায় উন্মোচ...
03/03/2024

তরুণোদয়ের নতুন সারথি আসমা উল হোসনা! ZNRF ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এন্ড সায়েন্সের এই শিক্ষার্থীর সাহসী ভূমিকায় উন্মোচিত হবে নতুন দিগন্ত। তরুণোদয়ের পক্ষ থেকে তার জন্য রইলো শুভকামনা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবতেশাম রহমান সায়নভ তরুণোদয়ের নতুন ক্যাম্পাস আম্বা...
22/02/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবতেশাম রহমান সায়নভ তরুণোদয়ের নতুন ক্যাম্পাস আম্বাসেডর। আমরা আনন্দিত তাকে মনোনীত করতে পেরে। সায়নভ এর জন্য অনেক অনেক শুভ কামনা।

20/02/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে চার দিনব্যাপী আলাদা দুইটি বইমেলা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে চার দিনব্যাপী আলাদ...
20/02/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ও নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে চার দিনব্যাপী আলাদা দুইটি বইমেলা।

বিস্তারিত: https://www.torunodoy.com/blog/65d42a23f9007e9e3b4edb9b

তারুণ্যের এই পথযাত্রায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মোফাজ্জেল হোসাইন'কে পাশে পেয়ে তরুণোদয় পরিবার উজ্জ্বীবিত ও...
18/02/2024

তারুণ্যের এই পথযাত্রায় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মোফাজ্জেল হোসাইন'কে পাশে পেয়ে তরুণোদয় পরিবার উজ্জ্বীবিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি তার উজ্জীবনী শক্তি সমৃদ্ধ করবে আমাদের আগামী।

তরুণদের ভাবনার বিশাল জায়গাজুড়ে থাকে ক্যারিয়ার। নিজেকে সফল ও প্রতিষ্ঠিত করার এই যাত্রাকে সহজ ও প্রাণবন্ত করতে প্রয়োজন সঠি...
18/02/2024

তরুণদের ভাবনার বিশাল জায়গাজুড়ে থাকে ক্যারিয়ার। নিজেকে সফল ও প্রতিষ্ঠিত করার এই যাত্রাকে সহজ ও প্রাণবন্ত করতে প্রয়োজন সঠিক গাইডলাইন।

তাই তরুণদের গুরুত্বপূর্ণ এই যাত্রায় গাইডেন্স হিসেবে পাশে আছে তরুণোদয়।

তরুণোদয়ের নতুন কন্ঠস্বর আনিকা তাসকিন! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর সাহসী ভূমিকায় উন্মোচিত হবে নতুন দিগন্ত।...
17/02/2024

তরুণোদয়ের নতুন কন্ঠস্বর আনিকা তাসকিন! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর সাহসী ভূমিকায় উন্মোচিত হবে নতুন দিগন্ত। তরুণোদয়ের পক্ষ থেকে তার জন্য রইলো শুভকামনা।

আমরা তুলে ধরতে চাই তরুণদের সেই সব খবর যা অগোচরে থেকে যায়। তুলে আনতে চাই তাদের ভাবনাগুলোকে যা চাপা পড়ে থাকে অবজ্ঞার শক্ত ...
16/02/2024

আমরা তুলে ধরতে চাই তরুণদের সেই সব খবর যা অগোচরে থেকে যায়। তুলে আনতে চাই তাদের ভাবনাগুলোকে যা চাপা পড়ে থাকে অবজ্ঞার শক্ত প্রাচীরে। তাদের মতামত উপস্থাপনের মাধ্যম হতে চাই। কাঁধে হাত রাখতে চাই সে সকল তরুণদের যারা করে যাচ্ছে দিন বদলের সংগ্রাম।

তারুণ্যের গল্প জানতে ভিজিট করুন: www.torunodoy.com

ছাত্র রাজনীতির সকল সংবাদ সবার আগে জানতে ভিজিট করুনwww.torunodoy.com
12/02/2024

ছাত্র রাজনীতির সকল সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন
www.torunodoy.com

তরুণোদয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর রেজিষ্ট্রেশন ফর্ম https://forms.gle/PQRaBGKyBV5pPwu27তরুণোদয় একটি তারুন্য নির্ভর অনলাইন ভ...
09/02/2024

তরুণোদয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর রেজিষ্ট্রেশন ফর্ম
https://forms.gle/PQRaBGKyBV5pPwu27

তরুণোদয় একটি তারুন্য নির্ভর অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। যেখানে শিক্ষা, গবেষণা, তরুণদের সাফল্যগাঁথা, ছাত্র রাজনীতি, তরুণদের মতামত, ক্যারিয়ার ভিত্তিক যেকোনো সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে একটি সার্বজনীন কমিউনিটি তৈরির প্রচেষ্টায় পৌঁছে যেতে চাই প্রতিটি ইনস্টিটিউট ক্যাম্পাসে। এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে একটি তরুণোদয় "ক্যাম্পাস অ্যাম্বাসেডর" টিম। যদি আপনি হতে চান সেই টিমের একজন যুগান্তকারী সদস্য তাহলে দেরী না করে ফর্ম টি পূরণ করুন।

দায়িত্বসমূহ:

১। নিজ ক্যাম্পাসে তরুনোদয়ের প্রতিনিধিত্ব করা।
২। নিজ ক্যাম্পাসের যেকোনো সংবাদ, উৎসব, সাফল্য, তরুণ মুখকে তরুণোদয়ের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করা।৩। ক্যাম্পাসে তরুনোদয়ের তত্বাবধানে বিভিন্ন অনলাইন এবং অফলাইন সেমিনার, ওয়ার্কশপ ও প্রোগ্রামের আয়োজন করা
৪। তরুণোদয়ের আয়োজিত বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিযোগীতায় নিজের ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে সহায়তা করা।
৫।যেকোনো বিষয়ভিত্তিক ফিচার, প্রবন্ধ সংবাদ এবং মতামত নিজে লিখে পাঠানো কিংবা সহপাঠীদের লিখতে উদ্বুদ্ধ করা।

সুযোগ ও সুবিধা:
আপনি কি পাবেন?
১। সাংবাদিকতায় ইন্টার্নশীপ সার্টিফিকেট পাবেন যেটি পরবর্তী নিসন্দেহে আপনাকে এগিয়ে রাখবে।
২। আপনার কাজের উপর রিকমেন্ডেশন লেটার।
৩। তরুণোদয়-এর সব ইভেন্টে অংশ নিতে বিশেষ সুবিধা।
৪। বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে নেটওয়ার্ক বিল্ডআপ এর সুযোগ।
৫। ফিজিক্যাল ইভেন্টে অংশ নেওয়া এবং বিভিন্ন রিসোর্সফুল পার্সনদের সাথে মিটআপের সুযোগ।
৬। একটি এক্সপার্ট আর ক্রিয়েটিভ টিমের সাথে কাজ করার সুযোগ।
৭। আপনার পারফরমেন্সের ভিত্তিতে কোর টিমে যুক্ত হবার সুযোগ।

কারা আবেদন করতে পারবে?

১। ইউনিভার্সিটির বর্তমান শিক্ষার্থী হতে হবে।
২। কাজের ব্যাপারে ডেডিকেটেড থাকতে হবে।
৩। আগে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহ থাকলে এপ্লাই করতে উৎসাহিত করছি।
৪। ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
৫। নেতৃত্বদানের ক্ষমতা এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকলে অগ্রাধিকার পাবে।
৬। নিজ ক্যাম্পাসের ক্লাব এবং অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ততা থাকলে অগ্রাধিকার পাবে।
৭। ভিডিও করার সরঞ্জাম ও পারদর্শীতা থাকলে অগ্রাধিকার পাবে।
৮। তবে উপরোক্ত কোনো স্কিল, এক্সপেরিয়েন্স না থাকলেও যদি পর্যাপ্ত আগ্রহ থাকে তাহলে আবেদন করতে পারবে।

যেকোনো প্রয়োজনে বা জিজ্ঞাসায়:
মোবাইল: 01812555356
ই-মেইল: [email protected]

কল্যাণকর সকল ভুমিকায় এগিয়ে আসুক তরুণরা। তাদের হাতেই আশার মশাল, তাদের হাতেই উত্তরণঅনলাইন পোর্টাল তরুণোদয় । তারুণ্যের কণ্ঠ...
08/02/2024

কল্যাণকর সকল ভুমিকায় এগিয়ে আসুক তরুণরা। তাদের হাতেই আশার মশাল, তাদের হাতেই উত্তরণ

অনলাইন পোর্টাল তরুণোদয় । তারুণ্যের কণ্ঠস্বর
www.torunodoy.com

“Road to New Revolution” মটোকে ধারণ করে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আইসিটি অলিম্পিয়ার্ড কম্পিটিশন ‘আইসিটি অলিম...
31/07/2022

“Road to New Revolution” মটোকে ধারণ করে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আইসিটি অলিম্পিয়ার্ড কম্পিটিশন ‘আইসিটি অলিম্পিয়ার্ড বাংলাদেশ -২০২২’।

বাংলাদেশের সর্ববৃহৎ আইসিটি অলিম্পিয়ার্ড কম্পিটিশন ‘আইসিটি অলিম্পিয়ার্ড বাংলাদেশ -২০২২’ এর রেজিষ্ট্রেশন শুরু।

সম সাময়িক বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনাগুলো পড়তে ভিজিট করুন তরুণোদয়ের ওয়েবসাইটে। torunodoy.com
09/07/2022

সম সাময়িক বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনাগুলো পড়তে ভিজিট করুন তরুণোদয়ের ওয়েবসাইটে।
torunodoy.com

07/07/2022

ঈদের ৭ দিন গাড়ি চলাচলে সরকারি নির্দেশনা...

মহাসড়কে চলবে না:
ট্রাক, লরি ও কাভার্ডভ্যান।

মহাসড়কে চলবে:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার, কাঁচা-চামড়া ও পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী পরিবহন।

মোটরসাইকেল:
মহাড়কে রাইড-শেয়ারিং এর মাধ্যমে যাত্রী বহন করা যাবে না।

এক জেলায় রেজিষ্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। অন্য জেলায় নিতে হলে হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন করা যাবে না।

এ নিদের্শনা ০৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কার্যকর হবে।

নোয়াখালীতে টিকট‌কে ফাঁ‌সির অ‌ভিনয় করার সময় ফাঁস লে‌গে সান‌জিদা আক্তার না‌মে এক স্কুলছাত্রীর মৃত‌্যু হয়ে‌ছে। নিজে সচেতন ...
07/07/2022

নোয়াখালীতে টিকট‌কে ফাঁ‌সির অ‌ভিনয় করার সময় ফাঁস লে‌গে সান‌জিদা আক্তার না‌মে এক স্কুলছাত্রীর মৃত‌্যু হয়ে‌ছে। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। যারা টিকটক করে তাদের ট্যাগ দিন।

প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত।
02/07/2022

প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত।

ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউ) স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (NUSDF) আয়োজিত ‘এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২’ অনুষ্ঠিত হয়....

Ahaliya's Deen square এর ১ম আউটলেট চালু হলো বসুন্ধরায়।
01/07/2022

Ahaliya's Deen square এর ১ম আউটলেট চালু হলো বসুন্ধরায়।

দেশে বর্তমানে মুসলিম নারীদের পছন্দের একটি ব্রান্ড এর নাম Ahaliya’s Deen square, যায় প্রতিষ্ঠাতা আশফিকা নওশিন। তিনি একাধারে এ.....

১লা জুলাই এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২https://torunodoy.com/youth/695/%e0%a7%a7%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%8...
27/06/2022

১লা জুলাই এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২
https://torunodoy.com/youth/695/%e0%a7%a7%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%87%e0%a6%89-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b2/

১লা জুলাই আয়োজিত হতে যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল ....

“তারা রিজিক থেকে অসহায়দের দান করে” – আল কোরআন
27/06/2022

“তারা রিজিক থেকে অসহায়দের দান করে” – আল কোরআন

চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিলো সিংগাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাও....

নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু করার সাহসী পদক্ষেপ নেওয়া ও তার সফল বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
25/06/2022

নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু করার সাহসী পদক্ষেপ নেওয়া ও তার সফল বাস্তবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শুরু থেকেই অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ সংগীত শিল্পী তা...
24/06/2022

সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শুরু থেকেই অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন এ প্রজন্মের তরুণ সংগীত শিল্পী তাশরিফ খান। এখন পর্যন্ত তিনি প্রায় দেড় কোটি টাকা ফান্ড সংগ্রহ করেন এবং তা দিয়ে বন্যার্তদের ত্রান সহায়তা করে যাচ্ছেন।

তারুণ্যের এমন শক্তিকে আমরা লাল সালাম জানাই।

23/06/2022

ভার্সিটি লাইফে বিভিন্ন ক্লাব এক্টিভিটিস এর সাথে জড়িত থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ভার্সিটিতেই বিভিন্ন ধরনে....

Meet our teamRaihan PatwaryFoundertorunodoy.com
13/06/2022

Meet our team

Raihan Patwary
Founder
torunodoy.com

Butterflies are make our world colorful and enhanced us with their beauty. But sadly, In recent time butterflies and mot...
12/06/2022

Butterflies are make our world colorful and enhanced us with their beauty. But sadly, In recent time butterflies and moths’ populations have plummeted to the point that numerous species could disappear from the face of the earth.

the World Sustainability Organization, has launched a Global Butterflies Census as part of a strategy to stop the dramatic decline, raise awareness about butterflies and moths, and gather information necessary to design conservation measures. The ultimate goal is to save them from extinction. Torunodoy are collaborate with this Census.

We Also encourage our young people to collaborate with this census. Your simple two moves can protect endangered once. Whenever you see a butterfly or moth, take a close picture without disturbing the specimen, then send it by WhatsApp message to Torunodoy together with the coordinates of your position. your pic and location we will share with the World Sustainability Organization.

So Friends, take photos and save butterflies.

Torunodoy WhatsApp: 01887444267
or
email: [email protected]

তারুণ্যের সমৃদ্ধি আর সম্ভাবনার গল্প নিয়ে তরুণোদয় আসছে...torunodoy.com
16/05/2022

তারুণ্যের সমৃদ্ধি আর সম্ভাবনার গল্প নিয়ে তরুণোদয় আসছে...
torunodoy.com

আপনি যদি প্রকৃত অর্থেই মনে করেন আপনি একজন তরুণ এবং আপনার তারুণ্যের শক্তি দিয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব এবং আপনি একজন বি...
15/05/2022

আপনি যদি প্রকৃত অর্থেই মনে করেন আপনি একজন তরুণ এবং আপনার তারুণ্যের শক্তি দিয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব এবং আপনি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাহলে আপনি ক্যাম্পাস এম্বাসেডর যুক্ত হতে পারেন তরুণোদয়ের সাথে।

প্রয়োজনেঃ ০১৮১২৫৫৫৩৫৬

Most leading Ed-tech startup company 10 minute school appoints their new COO
11/05/2022

Most leading Ed-tech startup company 10 minute school appoints their new COO

Address

11/c, 3rd Floor, BTI Primer Shopping Mall, Uttar Badda, Dhaka-
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Torunodoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Torunodoy:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All

You may also like