Rongdhonu-রংধনু

Rongdhonu-রংধনু Assalamu Alaikum. welcome to my page.
(2)

15/02/2025

জন্মের পর,তিনটি উত্তম জিনিস পেয়েছি-মুসলিম হয়ে জন্ম নিয়েছি,আল্লাহকে রব হিসেবে পেয়েছি,শেষ নবীর উম্মত হয়ে জন্ম নিয়েছি।আলহামদুলিল্লাহ।

12/02/2025

আগামী বছর ২০২৫ সালের,

শবে বরাত -১৫ /০২/২০২৫
রোজা - ০২ /০৩/ ২০২৫
ঈদুল ফিতর ৩১ /০৩ /২০২৫
ঈদুল আযহা --০৭/০৬/২০২৫
মহাররণ -০৬/০৭/২০২৫

রমজান মাসের খবর অন্যকে পৌঁছে দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।

27/01/2025

আলহামদুলিল্লাহ
আজ পবিত্র শবে মেরাজ

22/01/2025
20/01/2025

রাব্বি আন্নি মাস্‌সানিয়াদ্দ্বুর্‌রু ওয়া আন্তা আরহামুর্‌ রাহিমিন।

অর্থঃ আমি দুঃখ-কষ্টে পড়েছি, তুমিতো সর্বশ্রেষ্ঠ দয়ালু।

উৎসঃ
(সূরা আম্বিয়া, আয়াত : ৮৩)

19/01/2025

নামাজ কখনো ছেড়ে দিও না... একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ!🌸🍂

13/01/2025

বিপদ থেকে প্রকৃত বন্ধ
খুঁজে পাওয়া যায় !!

26/12/2024

"কথায় কথায় যাদের" আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে শুধু তারাই একবার বলি আলহামদুলিল্লাহ কারন তাতে আমাদের রব খুশি হয়।

21/12/2024

★তোমরা সিজদায় বেশি- বেশি দোয়া করো। কেনোনা সিজদা হচ্ছে দোয়া। কবুলের উপযুক্ত সময়। মুসলিম হাদিস : ৮৭০ 🤲🕋🥰

19/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

হঠাৎ একটা দিন বুঝবেন, এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?

এমন কিছু আচরণ আছে, যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে

তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!

তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ

তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা

তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ—কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা

আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া

টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া

তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি।

জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,

যারা আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।

19/12/2024

★আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যিই ভাগ্যবান -আলহামদুলিল্লাহ 🤲🕋❤️‍🔥🥰🌹💞💞

18/12/2024

★এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,😘 জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।😘 __বিশ্বনবী হযরত মোহাম্মদ

17/12/2024

★মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!😍🥳🥳.....

16/12/2024

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার!
💛✨🧡

14/12/2024

যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দি'ও!
কারণ? তাজমহল সারা পৃথিবী দেখলেও,মমতাজ কিন্তুু দেখেনি💔💔

Address

Dhaka

Telephone

+8801830907402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongdhonu-রংধনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share