আহবান

আহবান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আহবান, Social Media Agency, Dhaka.

11/02/2025

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের অশ্লীলতা বন্ধ করতে এই কাজগুলো করুন | পরিবর্তন শুরু হোক আপনার হাত ধরে!

21/01/2025

দুনিয়ার এই ছোট্ট ও ক্ষণস্থায়ী জিন্দেগীতে সফলতার যেহেতু কোন শর্টকাট নেই, পরকালের চিরস্থায়ী জিন্দেগীতে সফলতার জন্য শর্টকাট কীভাবে থাকতে পারে?
জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম-সাধনা করা ব্যতীত পরকালীন সফলতার আর কোন পথই নেই। জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা এই একটিই। [সূরা আস-সফ : ১০]

‘লোকদের যেসব কাজ করতে দেখলে অপছন্দ করবে, একাকী অবস্থায় তুমি নিজে সেই কাজে ডুবে যেও না’।—হযরত মুহাম্মাদ (সা:)
11/01/2025

‘লোকদের যেসব কাজ করতে দেখলে অপছন্দ করবে, একাকী অবস্থায় তুমি নিজে সেই কাজে ডুবে যেও না’।

—হযরত মুহাম্মাদ (সা:)

এসো কুরআনের আলো মেখে আলোকিত হইআঁধারের শতপথ মাড়িয়ে..
08/01/2025

এসো কুরআনের আলো মেখে আলোকিত হই
আঁধারের শতপথ মাড়িয়ে..

সংগ্রাম আর সাহসী জীবনসততায় ভরা মনজ্ঞানের আলোয় বিপ্লব হবেনতুন উজ্জীবন
05/01/2025

সংগ্রাম আর সাহসী জীবন
সততায় ভরা মন
জ্ঞানের আলোয় বিপ্লব হবে
নতুন উজ্জীবন


থার্টি ফাস্ট নাইটকে না বলুন আর নয় অপসংস্কৃতি, বিকাশ হোক ইসলামী সংস্কৃতির।
31/12/2024

থার্টি ফাস্ট নাইটকে না বলুন

আর নয় অপসংস্কৃতি,
বিকাশ হোক ইসলামী সংস্কৃতির।


আলহামদুলিল্লাহ, ২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হ...
31/12/2024

আলহামদুলিল্লাহ, ২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি : জাহিদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল : নূরুল ইসলাম

আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন।


29/12/2024


27/12/2024

ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর অন্যতম ইভেন্ট রুবিক্স কিউব প্রতিযোগিতা।

সাথে থাকছে আরো নানা আকর্ষণ।

ইভেন্টের স্থান : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
ইভেন্টের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
ইভেন্টের সময় : সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আপনি আসছেন তো?

হঠাৎ যদি কোনো মহিলার ওপর দৃষ্টি পড়ে তাহলে (কাল বিলম্ব না করেই) তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে।— আবু দাউদ : ইফা - ২১৪৫ #সর...
26/12/2024

হঠাৎ যদি কোনো মহিলার ওপর দৃষ্টি পড়ে তাহলে (কাল বিলম্ব না করেই) তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে।
— আবু দাউদ : ইফা - ২১৪৫
#সর্বোত্তম_কথামালা

25/12/2024
জান্নাতে প্রবেশের পরে একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। যদিও তার জন্য সবকিছুই নিয়ামত হিসেবে থাকবে।...
24/12/2024

জান্নাতে প্রবেশের পরে একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। যদিও তার জন্য সবকিছুই নিয়ামত হিসেবে থাকবে। কিন্তু শহীদ সে দুনিয়ায় ফিরে এসে দশবার শহীদি মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করবে, কেননা বাস্তবে সে শাহাদাতের মর্যাদা দেখতে পাবে। (বুখারি : ২৬০৬)

অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। (আবু দাউদ : ৪১৬৮)
24/12/2024

অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(আবু দাউদ : ৪১৬৮)

20/12/2024

আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করবো, যেখানে একজন রমনি রাস্তা দিয়ে যাবে। এক আল্লাহ ছাড়া কাওকে ভয় করবে না।

🎙️ রাজিবুর রহমান
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্...
10/01/2023

আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।
(তাগাবুন : ১১)

30/12/2022

❝ তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কর না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। ❞
(সূরা আলে ইমরান, আয়াত: ১৩৯)

রাসুল (ﷺ) বলেন : খেজুরের একটি অংশ দান করে হলেও, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। [সহীহ বুখারী : ১৪১৭]
12/12/2022

রাসুল (ﷺ) বলেন : খেজুরের একটি অংশ দান করে হলেও, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। [সহীহ বুখারী : ১৪১৭]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share